চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

525

চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জনের মাধ্যমে উপজেলা ও সদর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং পরিসংখ্যান সহকারীদের নিয়ে “সাপোর্ট টু ম্যানেজার ভাইয়া জেলা ম্যানেজার”শীর্ষক দুইদিন ব্যাপি কর্মশালা সম্পন্ন হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্লানিং, মনিটরিং ও রিসার্চ কর্মসূচি এই কর্মশালার আয়োজন করে। সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুস সুবহান। কর্মশালার সমন্বয়কারী সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় চাঁপইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক, আবাসিক চিকিৎসক, পরিসংখ্যান সহকারী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ও পরিসংখ্যান সহকারীসহ জেলার ৫ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং পরিসংখ্যান সহকারীসহ ২১জন অংশগ্রহণ করেন। কর্মশালায় মানুষের দোরগড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং তা সিভিল সার্জনের মাধ্যেমে বাস্তবায়ন, সমস্যা নিরূপণ এবং করণীয়সহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় উঠে আসে। কর্মশালায় নিরোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. সেরাজুল ইসলাম, সহকারী পরিচালক ডা. শাহানা আলম ও প্ল্যানিং, মনিটারিং এন্ড রিসার্চ কর্মসূচির গবেষণা কর্মকর্তা ডা. আরাফুর রহমান।