বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করবে বৃষ্টি

বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করবে বৃষ্টি চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করবে ম্যানেজড একুইফার রিচার্জ (এমএআর) কার্যক্রম। ঘরের ছাদে কিংবা টিনের ছাইনিতে পড়া বৃষ্টির পানি ফিলট্রেশন করে পাইপলাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট বোরহোলে ফেলা হবে। এরফলে বৃষ্টির পানি গড়িয়ে ড্রেনে বা জলাশয়ে কিংবা খাল বিলে না গিয়ে সরাসরি বোরহোলে পড়বে এবং ভূগর্ভের পানির স্তর পুনর্ভরণ হবে। খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এবং ভূগর্ভস্থ পানির স্তর উন্নয়নের লক্ষ্যে এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ (ইসিসিসিপি)-ড্রাউট প্রকল্পের আওতায় এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তিনি তার বক্তব্যে জানান, ২০২৪-২৫ অর্থবছরে সদর উপজেলার সাতটি ইউনিয়নে মোট ৪০টি এমএআর স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, সহকারী কমিশনার জাহিদ হাসান, ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান। অনুষ্ঠানে প্রয়াসের পরিচালক এবং ইসিসিসিপি ড্রাউট প্রকল্পের ফোকাল পারসন পঙ্কজ কুমার সরকার সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক আব্দুস সালাম। এসময় ইসিসিসিপি ড্রাউট প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ, ঝিলিম ইউনিয়নের প্রশাসিনক কর্মকর্তা মৃনাল কান্তি পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকল্পটিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিপি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বরেন্দ্র অঞ্চলে খরা প্রতিরোধে বৃষ্টির পানি ভূগর্ভে সংরক্ষণের মাধ্যমে পানির স্তর বাড়ানো। এমএআর স্থাপনার পাশাপাশি খাল ও পুকুর খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি এবং খরা সহনশীল ফসল ও ফল চাষে পানি ব্যবস্থাপনায় কার্যকর অবদান রাখা হচ্ছে। এই প্রকল্প জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সময়োপযোগী ও উদ্ভাবনী উদ্যোগ হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য, ভূগর্ভের পানির স্তর দিনদিন ভয়াবহারে নিচে নেমে যাওয়ায় চলতি বোরো মৌসুমে এবার ঝিলিম ইউনিয়নসহ সদর, নাচোল ও গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নে ধান চাষে কৃষকদের নিরুৎসাহিত করে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ।
ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির মেয়ে ‘জামাইয়ের’ মৃত্যু

ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতির মেয়ে ‘জামাইয়ের’ মৃত্যু ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ভোলাহাট সংবাদের সম্পাদক গোলাম কবিরের ছোট মেয়ে জামাই সিভিল ইঞ্জিনিয়ার সাব্বির হোসাইন আর নেই। তিনি আজ রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন বছরের একটি শিশু সন্তান, বাবা-মা, শ্বশুর-শাশুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দাফন আজ রাত ৯টায় ঘোড়াদহ কেন্দ্রীয় কবরস্থানে সম্পন্ন হবে। সাব্বির হোসাইন পাবনা জেলার সুজানগর উপজেলার ঘোড়াদহ গ্রামের বিল¬াল খানের সন্তান। তিনি ভোলাহাট উপজেলার সাংবাদিক গোলাম কবিরের ছোট মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখী সংসার করছিলেন। গত ২২ এপ্রিল ঢাকার শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে তাঁর ব্রেইন টিউমারের অপারেশন করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বস ত্যাগ করেন। তাঁর বিদেহী আতœার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়ার অনুরোধ জানিয়েছে মরহুমরে শ্বশুর গোলাম কবির, মহান আল¬াহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সাব্বির হোসাইনের অকালমৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।
দীর্ঘতম প্রেস কনফারেন্সের রেকর্ড মালদ্বীপ প্রেসিডেন্টের

দীর্ঘতম প্রেস কনফারেন্সের রেকর্ড মালদ্বীপ প্রেসিডেন্টের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রেকর্ড ভেঙে দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। একটানা প্রায় ১৫ ঘণ্টা ধরে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দিয়েছেন তিনি। এর মাধ্যমে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সংবাদ সম্মেলনের রেকর্ড গড়েছেন মোহাম্মদ মুইজ্জু। এএফপির প্রতিবেদন অনুযায়ী, গতকাল মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে মুইজ্জু সেই সংবাদ সম্মেলন শুরু করেন এবং মাঝখানে প্রার্থনার জন্য সংক্ষিপ্ত বিরতি দেওয়া ছাড়া যেটি ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে অব্যাহত ছিল। এএফপি জানায়, মুইজ্জুর এই বর্ধিত সংবাদ সম্মেলনটি এমন এক দিনে অনুষ্ঠিত হয়েছে, যেদিনটি ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, নতুন বিশ্ব রেকর্ড গড়া সংবাদ সম্মেলনটি শেষ হতে মধ্যরাত পার হয়ে যায়। সেখানে একটানা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে থাকেন প্রেসিডেন্ট মুইজ্জু। এসময় তথ্যনির্ভর, ভারসাম্যপূর্ণ ও পক্ষপাতহীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘ এ সেশনে সাংবাদিকদের কাছে জনসাধারণের জমা দেওয়া প্রশ্নেরও উত্তর দেন প্রেসিডেন্ট। তিনি আরও জানান, আরএসএফ পরিচালিত ২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে দুই ধাপ এগিয়ে ১০৪ তম অবস্থানে উঠে এসেছে মালদ্বীপ।
প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টায় জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, মু. তাকিউর রহমান, সহকারী পরিচালক ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আবুল কালাম আজাদ ও শাহাদাত হোসেনসহ, সকল আরএম, জোন প্রধান, আরএম (এমই), প্রকল্প ফোকাল পার্সন, প্রকল্প ব্যবস্থাপক ও সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
গোমস্তাপুর-নাচোলে ঝড় ও শিলাবৃষ্টি আম-বোরো ধান ও সবজির ক্ষতি

গোমস্তাপুর-নাচোলে ঝড় ও শিলাবৃষ্টি আম-বোরো ধান ও সবজির ক্ষতি গোমস্তাপুর ও নাচোল উপজেলায় গত বৃহস্পতিবার দুপুরে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। এতে কোনো কোনো এলাকায় আম, বোরো ধান ও সবজির কিছুটা ক্ষতি হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও হয়। এতে জেলার ৪৫ হাজার ৬৮০ হেক্টর বোরো ধানের মধ্যে ১৭৫ হেক্টর আক্রান্ত হয়। তবে সবমিলিয়ে ১৮ হেক্টর জমির ধান নষ্ট হবে বলে কৃষি অফিস জানিয়েছে। কৃষি অফিস আরো জানায়, আমবাগান আক্রান্ত হয়েছে ৭৬ হেক্টর। তবে সবমিলিয়ে ৭ থেকে ৮ হেক্টর বাগানের আম নষ্ট হতে পারে। এছাড়া সবজি নষ্ট হয়েছে ২০ হেক্টর জমির। এদিকে আমাদের গোমস্তাপুর প্রতিনিধি আল মামুন বিশ্বাস জানিয়েছেন, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকায় শিলাবৃষ্টিতে বোরো ধান, আমসহ বিভিন্ন সবজির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এতে ওই এলাকার পাকা ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। ১৫ থেকে ২০ মিনিটের শিলাবৃষ্টিতে চাষিদের স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়। স্থানীয় কৃষকরা জানান, শিলার আঘাতে ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকা ধানের শিষ থেকে ধান ঝরে পড়ে গেছে মাঠজুড়ে। এছাড়া আম ও লিচু গাছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পার্বতীপুর ইউনিয়নের মিজানুর রহমান নামে এক কৃষক জানান, দুপুরের পর থেকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়। প্রথম দিকে হালকা বাতাস শুরু হয়; কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় ব্যাপক ঝড়। এর সাথে শিলাবৃষ্টি। এতে আমাদের গাছপালাসহ ফসলাদির ব্যাপক ক্ষতি হয়েছে। একই ইউনিয়নের ফিরোজ নামের এক কৃষক জানান, অনেকের পাকা ধান কাটা শেষ হয়ে গেছে। আবার অনেকের পাকা ধান এখনো কাটা হয়নি। আমারও কিছু ধান কাটা বাকি রয়েছে আজ (গত বৃহস্পতিবার) হঠাৎ শিলাবৃষ্টির কারণে ধান ঝরে কাদা ও পানিযুক্ত জমিতে পড়ে গেছে। এতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। সোহেল হোসেন নামে আরেক কৃষক জানান, তার দুই বিঘা জমিতে কিছুদিন আগে বিভিন্ন ধরনের সবজি চাষ করে বিক্রি শুরু করেছিলেন। এই শিলাবৃষ্টিতে তার সবজি নষ্ট হয়ে গেছে। আমচাষি ফয়সাল কবির জানান, তার বাগানে শতাধিক গাছের আম ঝরে গেছে। এছাড়া বৃষ্টির কারণে বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে। কিছু গাছপালা উপড়ে পড়েছে। এ বিষয়ে উপজেলার কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার বলেন, মাত্র কয়েক মিনিটের শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ খুব বেশি হবে না। চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াশিন আলী এই তথ্য নিশ্চিত করে বলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৃহস্পতিবার গড় বৃষ্টি হয়েছে প্রায় ২০ মিলিমিটার। এর মধ্যে সদর উপজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৫ মিলিমিটার। এছাড়া শিবগঞ্জে ১০ মিলিমিটার, গোমস্তাপুরে ৫ মিলিমিটার, নাচোলে ৩৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে ভোলাহাটে কোনো বৃষ্টি হয়নি। তিনি জানান, বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিতে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর, নাচোল উপজেলার কসবা, নাচোল ও নেজামপুর ইউনিয়নের পাকা বোরো ধান, আম ও সবজির কিছুটা ক্ষতি হয়েছে। আক্রান্ত্র এলাকায় কিছু আমে দাগ ধরতে পারে। তবে সবমিলিয়ে এই বৃষ্টি আমের জন্য আশীর্বাদ বয়ে এনেছে। কারণ এই বৃষ্টির ফলে আমের আকার ও ওজন দ্রুত বৃদ্ধি পাবে।
চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উদযাপন ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে’- প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদা এবং বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। আজ সকালে দিবসটি উপলক্ষে শ্রমিকদের বিভিন্ন সংগঠন মিছিল করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জড়ো হয়। এরপর জেলা প্রশাসন এবং কলকারখান ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহীর যৌথ আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তররের ম্লোগাণ ছিল- ‘শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার’। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। কর্মসূচীতে অংশ নেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,রাজশাহীর উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর আলম,জেলা মোটর শ্রমিক ইউনিয়নসভাপতি সাইদুর রহমান,জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পদক দেলোয়ার হোসেন, শিল্প মালিক আকবর হোসেন,জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা রিপন আলীসহ অন্যান্যরা। কর্মসূচীতে মোটর শ্রমিক,স্বর্ণ কারিগর শ্রমিক,হোটেল শ্রমিক, ইমারত নির্মাণ শ্রমিক, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন শ্রমিক সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। এদিকে বিভিন্ন শ্রমিক সংগঠন নিজস্ব আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করে। আলোচনা সভায় বক্তরা বলেন, দিবসটি গোটা বিশে^ আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। ১৮৮৬ সালে আমেরকিার শিকাগো শহরে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ শ্রমিকদের স্মরণে দিবসটি শ্রমিক আন্দোলনের আন্দোলন উদযাপন দিবস হিসেবে পালিত হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তরা আরও বলেন, এ বছর দেশে দিবসটিতে কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য নিশ্চিত করার বিষয়টিও তুলে ধরা হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এখনও অনেক কাজ করতে হবে। শ্রমিকদের অনেক দাবি আছে সেগুলি পূরণ করতে হবে।
না ফেরার দেশে চলে গেলেন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য গৌরি চন্দ সিতু

না ফেরার দেশে চলে গেলেন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য গৌরি চন্দ সিতু না ফেরার দেশে চলে গেলেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব নারী সমাজের অহংকার গৌরি চন্দ সিতু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। গৌরি চন্দ সিতু রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য ছিলেন, ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। শ্রীশ্রী রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সুনীল বর্মন কানাইয়ের সহধর্মিনী গৌরি চন্দ সিতু সচেতন নাগরিক কমিটি সনাকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তিনি স্কাউটস ও গার্ল গাইডসের অন্যতম নেত্রী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়সংঘ মোড়ের বাসিন্দা ছিলেন। আজ সন্ধ্যা পৌনে ৬ টার দিকে অসুস্থতার কারণে নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন ও স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।
রাজশাহীতে রেললাইনের পাশ থেকে শিবগঞ্জের ধান কাটা শ্রমিকের লাশ উদ্ধার

রাজশাহীতে রেললাইনের পাশ থেকে শিবগঞ্জের ধান কাটা শ্রমিকের লাশ উদ্ধার রাজশাহী নগরীর দড়িখড়বোনা রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশ থেকে হাবিবুর রহমান (৫০) নামের এক ধানকাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাবিবুরের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামে। পুলিশ ধারণা করছে, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের। রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, বুধবার সকাল ১০টার দিকে তারা খবর পান যে, রাজশাহী নগরীর দড়িখড়বোনা রেলক্রসিং সংলগ্ন এলাকায় একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি ফয়সাল বিন আহসান জানান, হাবিবুর রহমানসহ তার এলাকার কয়েকজন শ্রমিক খুলনায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটা শেষে তারা মহানন্দা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন। অন্য শ্রমিকেরা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ফিরলেও হাবিবুর ফেরেননি। তার লাশ পাওয়া গেছে রেললাইনের ধারে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে দড়িখড়বোনা দিয়ে যাওয়া মহানন্দা ট্রেন থেকে হাবিবুর রহমান পড়ে মারা গেছেন। তবে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। তিনি আরো জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। পুলিশের তদন্তও চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত শেষে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।
নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত

নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত নাচোল উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে নাচোল উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, নাচোল হাসপাতালের ইউএইচএ ডাঃ আহম্মেদ রায়হান শরিফ, নাচোল থানার এসআই আলমগীর হোসেন, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, নাচোল সরকারী কলেজের প্রদর্শক আমিনুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক দুরুল হোদা, আনসার ভিডিপির প্রশিক্ষক গোলাম সাকলাইনসহ অন্যান্যরা। আলোচনাসভায় চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে সিসি ক্যামেরা স্থাপন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কোচিং ও প্রাইভেট সেন্টার বন্ধ, ফটোস্ট্যাট এর দাকান বন্ধ, রাস্তার পাশে ইমারত নির্মানের সামগ্রী অপসারন, নাচোল হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ন্ত্রন, উপজেলা টু বাসস্ট্যান্ড এলাকায় জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্মানাধীন ড্রেন দ্রুত নির্মানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
গোমস্তাপুর ও ভোলাহাটে কৃষি প্রণোদনার ধান বীজ বিতরণ

গোমস্তাপুর ও ভোলাহাটে কৃষি প্রণোদনার ধান বীজ বিতরণ গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১০টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম, কৃষক আলাউদ্দিন পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রাকীব উদ্দীন, জুবাইদা আবেদিন, মিঠুন চন্দ্র দেবনাথ উপকারভোগী কৃষকরা। উল্লখ্য, ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৬ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হচ্ছে। অন্যদিকে ভোলাহাটে কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। দিকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে দুই হাজার কৃষককে এ প্রণদনা দেওয়া হয়। কৃষি অফিস সূত্রে জানাযায়, ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ২ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রণোদনা হিসেবে দেয়া হচ্ছে। বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে সহকারী প্রকৌশলী মো. লোকমান হাকিম, জনসাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. আজমীর শেখসহ অন্যরা।