চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশুদের নতুন পোশাক ও দরিদ্র মানুষদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এ কর্মসূচি পালন করা হয়। বন্ধুসভার উপদেষ্টা ও সদস্যদের দেয়া চাঁদার টাকায় কেনা হয় এসব পোশাক ও খাদ্যসামগ্রী। ১৭ জনকে পোশাক ও ৪৫ জনকে খাদ্যসামগ্রী দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- খিল সেমাই, লাচ্চা সেমাই, বুন্দিয়া, সয়াবিন তেল, চিনি, গুঁড়া দুধ, নুডুলস ও পাপড়। এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, জহিরুল ইসলাম, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারহা উলফাৎ রহমান ও আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলঈ জ্জামান নূর, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ওজিফা খাতুন, ম্যাগাজিন সম্পাদক নাহিদুল হক, প্রশিক্ষণ সম্পাদক উম্মে কুলসুম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, শাকিল হোসেন, বন্ধু রামিজ আহমেদ ও আসেফ উৎসসহ অন্যরা।
নাচোলে প্রয়াসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমাবেশ

নাচোলে প্রয়াসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমাবেশ নাচোলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নওগাঁ জোনের (গোমস্তাপুর, পোড়শা ও মহাদেবপুর অঞ্চল) মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রয়াসের ইউনিট-২২ নেজামপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে আয়োজিত সমাবেশে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন মাঠকর্মী ও ম্যানেজারগণ এবং সকল সমস্যা কিভাবে সমাধান করা যাবে তার দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিচালক পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সমাবেশে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, আল বশরী সোহান, আসাদুল আলী, মামুন, মুকুল, শাহাদাৎ হোসেন ও হাফেজ শামিম হোসাইন। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসে ফিলিস্তিনে নৃশংসভাবে গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে মুসলমানদের গণহত্যা করছে ইজরায়েল। এই গণহত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের সকল ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যন্ত সকলকে ইজরায়েলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান বক্তারা। ফিলিস্তিনে ও গাজায় মুসলমানদের হামলা ও গণহত্যা বন্ধ করার জন্য জাতিসংঘের নিকট পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। ফিলিস্তিনে হত্যা ও গাজায় হামলা বন্ধ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেওয়া হয় সমাবেশে। এদিকে, ফিলিস্তিনির গাজায় নারী ও শিশুদের উপর ইসরাইলের বর্বরোচিত বোমা হামলা, হত্যাযজ্ঞ ও বিশ্ব নেতাদের নিরবতার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ জুম্মার নামাজের পর রহনপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে রহনপুর শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে তারা কলোনিমোড়ে প্রতিবাদ সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের শিক্ষক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, মাওলানা শাহজালাল, তৌহিদ বিন মুফাজ্জল, রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন, রহনপুর পুরাতন বাজার জামে মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান, মন্ডল টাইলস মসজিদের ইমাম নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র হিজবুল্লাহসহ অন্যরা। বক্তারা বলেন জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ফিলিস্তিনি মুসলমানদের জন্য অর্থ সংগ্রহ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মুসলিম বিশ্বকে এক হবার আহবান জানানো হয়। সমাবেশ শেষে গাজায় নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে ওরিয়েন্টশ

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে ওরিয়েন্টশন চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টশন ও প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় আয়োজিত ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য ও সমাজকর্মী, শিশু ও যুব সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন আলহাজ¦ আব্দুস সামাদ কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার এ.বি.এম.জি.কিবরিয়া, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চের প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, আব্দুর রহিমসহ অন্যরা। বক্তারা বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে সচেতনতামূলক কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান।
গোদাগাড়ীতে কৃষক মাঠ দিবস : বিনা ছোলা-৬’র গড় ফলন প্রতি বিঘায় সাড়ে ৫ মণ

গোদাগাড়ীতে কৃষক মাঠ দিবস : বিনা ছোলা-৬’র গড় ফলন প্রতি বিঘায় সাড়ে ৫ মণ রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ছোলার জাত বিনা ছোলা-৬’র প্রচার ও সম্প্রসারণ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের আইহাই ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর সহযোগিতায় বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ এই মাঠ দিবসের আয়োজন করে। বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনা’র মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আজাদুল হকের সভাপতিত্বে এবং চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মোস্তাক আহাম্মাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পিএসও এবং প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. বাবুল আকতার, ঢাকা বিআরসি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আহমেদ নুমেরী আশফাকুল হক, রাজশাহী হটিকালচার সেন্টারের এডিডি সাবিনা বেগম, গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, গোদাগাড়ী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম আযম। মাঠ দিবসের আলোচনা সভায় স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বর্তমানে গোদাগাড়ী উপজেলাসহ বরেন্দ্র অঞ্চলের পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে ধানের চাষাবাদ কমিয়ে পানি সাশ্রয়ী ফসল, ছোলা, মসুর, গম, সরিষা, আলু, ভুট্টাসহ বিভিন্ন উন্নত জাতের ফসল চাষাবাদের পরামর্শ দেন। মাঠ দিবসে জানানো হয়, বিনা ছোলা-৬ জাতের বৈশিষ্ট্য হচ্ছে এর জীবনকাল ১২২-১২৬ দিন, বীজের দানা বড়, উজ্জ্বল বর্ণ, বীজ বপনের উপযুক্ত সময় ১৫ অক্টোবর হতে ১৫ নভেম্বর (কার্তিক মাস), রোগপ্রতিরোধী অতি খরাপ্রবণ এলাকায় চাষাবাদ করা যায় এবং গড় ফলন পাওয়া যায় প্রতি বিঘায় ৫ থেকে সাড়ে ৫ মণ। এই জাতটি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল, গোমস্তাপুর, রাজশাজীর গোদাগাড়ীসহ খরাপ্রবণ এলাকায় চাষাবাদ করে কৃষকরা লাভবান হচ্ছে বলে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে নেশা’র ইনজেকশনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে নেশা’র ইনজেকশনসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ শহরে র্যাবের অভিযানে ১৬ পিস নেশাজাতীয় নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেনসহ রফিক নামে এক ব্যাক্তি আটক হয়েছে। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। র্যাব জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১৫ নং ওয়ার্ডেও বালুবাগান মহল্লায় অভিযান চালিয়ে রফিককে আটক করা হয়। আজ সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক সরবরাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পনা মোতাবেক গোপনে অবস্থান নিয়ে অভিযানটি চালানো হয়। মামলা দিয়ে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আব্দুল আলিম (২৬) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। সোমবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই আদেশ দেন। দণ্ডিত আলিম জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর মুচড়াপাড়ার মোস্তফার ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুরে কাশিপুর সড়কে অভিযান চালায় র্যাব। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুল আলিমকে ১ কেজি ৯৫০ গ্রাম হেরোইনসহ আটক করে র্যাব। ঘটনার পর দিন র্যাবের এসআই মো. আকরামুল হক বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস তদন্ত শেষে আলিমকে অভিযুক্ত করে ২০২১ সালের ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দণ্ড প্রদান করেন।
অতি দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে নগদ অর্থ সহায়তা প্রদান

অতি দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে নগদ অর্থ সহায়তা প্রদান অতি দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে, বালিয়াডাঙ্গা ও চর অনুপনগর ইউনিয়নের ১০০ জন অতি দরিদ্র পরিবারের মাঝে, ১ হাজার ৮০০ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই ১০০টি পরিবার ইতিমধ্যেই চাঁপাইনবাবগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ অফিস এর সহায়তায়, গবাদী পশু পালনের উপর ২ দিনব্যাপি প্রশিক্ষণ গ্রহণ করেন। এখন তারা নিজেদের ব্যবসা পরিকল্পনা অনুযায়ী গবাদীপশু – ছাগল, ভেড়া, হাঁস-মুরগী ইত্যাদি ক্রয় করে তা পালন করা শুরু করবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো: আতাউল হক কমল, চর অনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাদি, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল মান্নান ডলার। এছাড়া, অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন, চাঁপাইনবাগঞ্জ এরিয়া প্রোগ্রাম-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. শ্যামল এইচ কস্তা ও মি. সুজন গ্রেগরী।
ঈদুল ফিতর : চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ চাল পাচ্ছে দুই লক্ষাধিক অতিদরিদ্র পরিবার

ঈদুল ফিতর : চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ চাল পাচ্ছে দুই লক্ষাধিক অতিদরিদ্র পরিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলার ২ লাখ ৬ হাজার ৯৭৩ জন দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি বা পরিবার ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল পাচ্ছে। এর মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৫৪ হাজার ৮৪৯ জন কার্ডধারীর জন্য ৫৪৮.৪৯০ মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীর জন্য ৪৬.২১ মেট্রিক টন, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ৭৩ হাজার ৮৩৫ জন কার্ডধারীর জন্য ৭৩৮.৩৫০ মেট্রিক টন, শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীর জন্য ৪৬.২১ মেট্রিক টন, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৩৩ হাজার ৮০২ জন কার্ডধারীর জন্য ৩৩৮.০২০ মেট্রিক টন, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন কার্ডধারীর জন্য ৪৬.২১ মেট্রিক টন, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের ১৭ হাজার ৪৮৮ জন কার্ডধারীর জন্য ১৭৪.৮৮০ মেট্রিক টন চাল, নাচোল পৌরসভার ৩ হাজার ৮১ জন কার্ডধারীর জন্য ৩০.৮১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ভোলাহাট উপেজলার ৪টি ইউনিয়নের ৯ হাজার ৮৭৫ জন কার্ডধারীর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৯৮.৭৫০ মেট্রিক টন চাল। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রটি জানান, চালগুলো এরই মধ্যে কার্ডধারীদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। এদিকে আমাদের নাচোল প্রতিনিধি জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার গরিব, অসহায় ও দুস্থ ৩ হাজার ৮১ পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে নাচোল পৌরসভা প্রাঙ্গণে উপজেলা নির্বাaদুস্থ ৩ হাজার ৮১টি পরিবারকে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এদিকে নাচোল উপজেলার মোট চারটি ইউনিয়নে ১৭ হাজার ৪৮৮টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইসিটি অফিসার সোহেল রানা, পৌর লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব উপস্থিত ছিলেন।
আরএমটিপি ডেইরি প্রকল্প মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষ হলো

আরএমটিপি ডেইরি প্রকল্প মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শেষ হলো চাঁপাইনবাবগঞ্জে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি-ডেইরি) প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন সোমবার শেষ হয়েছে। গত শনিবার থেকে মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন শুরু করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র উপব্যবস্থাপক শাহরিয়ার আল মাহমুদ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-০১ এর পলশা, নশিপুর, শ্রীরামপুরে অবস্থিত চলমান প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় তিনি প্রাণিসম্পদ খাতের আওতায় ভেড়ার পশম দিয়ে তৈরি কম্বল, কৃষি ইউনিটের আওতায় উচ্চমূল্যের ফল উৎপাদন প্রদর্শনী ও মৎস্য ইউনিটের আওতায় পুকুর পরিদর্শনও করেন। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ও আরএমটিপি ডেইরি প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আরএমটিপি ডেইরি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার কৃষিবিদ তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর হাসান আলী, আকরাম আলী মোল্লা ও আব্দুল্লাহ-আল-কাফি, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সিফাত উল্লাহ। পরিদর্শনকালে তিনি গাভী পালনে উদ্যোক্তা উন্নয়ন প্রদর্শনী ও ভার্মি কম্পোস্ট উৎপাদন, দুগ্ধ পণ্য বিক্রয় কেন্দ্র, ঘি উৎপাদন ও ঘাস চাষ প্রদর্শনী পরিদর্শন করেন। পিকেএসএফ’র সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নে কাজ করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। উল্লেখ্য, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের ভ্যালুচেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ উপপ্রকল্পের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর, রাজশাহী সদর, গোদাগাড়ী, পবা ও মোহনপুর উপজেলায় কাজ করছে।