‘শুটিংয়ে মাধুরী-বিদ্যা আসার পর আমার উথালপাথাল অবস্থা’
‘শুটিংয়ে মাধুরী-বিদ্যা আসার পর আমার উথালপাথাল অবস্থা’ আনিস আজমি পরিচালিত বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। তবে সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে ছিলেন না মঞ্জুলিকা চরিত্র রূপায়নকারী অভিনেত্রী বিদ্যা বালান। এবার দেখা মিলবে তার, সঙ্গে রয়েছেন মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান। মজার ব্যাপার হলো, ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় অভিনয় করেছেন ভারতীয় বাংলা সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক। এতে রাজার বডিগার্ডের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটিতে অভিনয়ের বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন কাঞ্চন। তবে ট্রেইলার মুক্তির পর খবরটি আর চাপা থাকে না। বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতের মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন কাঞ্চন মল্লিক। চিরচেনা ভঙিতে ভারতীয় গণমাধ্যমে কাঞ্চন মল্লিক বলেন, “মাধুরী এলেন, বললেন ‘নমস্কার’। ততক্ষণে আমার কৈশোর, যৌবন উথালপাথাল হয়ে গিয়েছে।” কাঞ্চনের অভিনয়ের প্রশংসা করেছেন মাধুরী। তা জানিয়ে কাঞ্চন মল্লিক বলেন, ‘শট হলো। আমরা একসঙ্গে অভিনয় করলাম। তখনো আমি ভাবতেই পারছি না, কী ঘটে গেল আমার সঙ্গে! কাজ শেষ হতেই মাধুরী দীক্ষিত আমার দিকে তাকিয়ে বললেন, ‘ভেরি নাইস (খুব ভালো)।’ মনে হলো, ওরে তোরা আমায় ছেড়ে দে, আমি বাড়ি যাই। বাড়ি ফিরেই সে কথা শ্রীময়ীকে বললাম। ওমা! সে আমাকে বলে, ‘রাখো তো!’ আসলে বাংলার ওই প্রবাদটা বড় সত্যি, ‘গেঁয়ো যোগী ভিখ পায় না।” বিদ্যা বালানে মুগ্ধ কাঞ্চন মল্লিক বলেন, “বিদ্যার ওই লাস্য, সৌন্দর্যে মুগ্ধ না হয়ে উপায় নেই। বিদ্যা বোধহয় আমাদের থেকে কোনো অংশে কম বাঙালি নন। একদিন খুব গরম পড়েছে। হাঁসফাঁস অবস্থা। আমি বললাম, ‘উফ কী গরম!’ বিদ্যা আমার পাশে দাঁড়িয়ে বলে ফেললেন, ‘কী কেলেঙ্কারি কাণ্ড বলুন তো!’ আমি তো চমকে গেছি বিদ্যার মুখে ‘কেলেঙ্কারি’ শুনে! সে কথা বলতেই বিদ্যা বললেন, ‘আমি একটা বাংলা কবিতাও বলতে পারি, ‘শুনতে পেলাম পোস্তা গিয়ে/ তোমার নাকি মেয়ের বিয়ে। এরপর সত্যিই আমার আর কিছু বলার ছিল না।” কাঞ্চন ভেবেছিলেন কার্তিক আরিয়ান অহংকারী হবেন। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এ তথ্য উল্লেখ করে কাঞ্চন মল্লিক বলেন, “বলিউডের শিল্পীরা কেউ দাম্ভিক নন। আমি তো ভেবেছিলাম, নতুন প্রজন্মের নায়ক কার্তিক আরিয়ান খুব অহংকারী হবেন। কিন্তু একটু মেলামেশার পর খুব সহজ হয়ে গেলেন। কার্তিকও বুঝে ফেললেন আমি আসলে বিরাট ‘ফচকে’। শুনলাম, কলকাতায় এসেও কার্তিক আমার কথা বলেছেন। আমায় মনে রেখেছেন, এটাই আমাদের বন্ধুত্বের নিদর্শন।” ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় আরো অভিনয় করেছেন— তৃপ্তি দিমরি, রাজেশ শর্মা, বিজয় রাজ, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রা প্রমুখ। ভুষণ কুমার প্রযোজিত এ সিনেমা আগামী ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। ২০০৭ সালে পরিচালক প্রিয়দর্শন নির্মাণ করেন ‘ভুল ভুলাইয়া’ সিনেমা। এতে অভিনয় করেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, আমিশা পাটেল প্রমুখ। দীর্ঘ বিরতি নিয়ে প্রযোজক সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করেন। ‘ভুল ভুলাইয়া টু’ পরিচালনা করেন আনিস আজমি। অভিনয় করেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি। দুটো সিনেমাই বক্স অফিসে ভালো সাড়া ফেলে।
কালজয়ী গানের রিমিক্সে বিরক্ত এ আর রহমান
কালজয়ী গানের রিমিক্সে বিরক্ত এ আর রহমান পুরোনো গান রিমিক্স করে নতুন সিনেমায় চালিয়ে দেওয়ার ব্যাপারটা বলিউডে নতুন কোনো ঘটনা নয়। বলা যায়, ট্রেন্ডে পরিণত হয়েছে এটি। এবার এই পুরোনো গান রিমিক্স করার বিষয়টি নিয়ে রীতিমতো নিজের ক্ষোভ উগরে দিলেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে পুরোনো গান রিমিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার নিয়ে কথা বললেন এ আর রহমান। বলিউডে ৯০ দশকের শেষের দিক থেকে শুরু হয়েছিল হিন্দি গান রিমিক্স করার ব্যাপারটি। কিন্তু বেশ কয়েক বছরে এটি নতুন একটি রূপ নিয়েছে। আগে তাও পুরনো গানের রিমিক্স করার ব্যাপার ছিল কিন্তু এখন ৫ থেকে ৬ বছর আগের গানও রিমিক্স করে চালিয়ে দেওয়া হচ্ছে। এ আর রহমান বলেন, এই রিক্রিয়েট গানগুলো ব্যবহার করা হচ্ছে আসল গায়ক বা সংগীত পরিচালকের অনুমতি ছাড়াই। পুরোনো গান রিমিক্স করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সম্ভব কিন্তু বাণিজ্যিকভাবে কখনও এটি ব্যবহার করা উচিত নয়। ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনি পোস্ট করার সময় অনুমতি নাও চাইতে পারেন কিন্তু যখন এটি নিয়ে আপনি ব্যবসা করছেন তখন অনুমতি নেওয়াটা উচিত। সংগীতে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহারের বিষয়টি নিয়েও কথা বললেন এ আর রহমান। সংগীত পরিচালক বলেন, এআই ব্যবহার করে যে সব সংগীতকে পুনরায় তৈরি করা হচ্ছে তাতে কিন্তু সুরকারকে কোনো অর্থ প্রদান করা হচ্ছে না। সুরকরের স্টাইল অক্ষুন্ন রেখেই শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে গানগুলো নতুনভাবে তৈরি করা হচ্ছে, যা কখনওই উচিত নয়। সম্প্রতি তামিল সিনেমা ‘রায়ান’এবং বলিউড সিনেমা ‘অমর সিং চমকিলা’য় সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।
বিশ্বমঞ্চে জেসিয়া, পোশাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান
বিশ্বমঞ্চে জেসিয়া, পোশাকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জেসিয়া ইসলাম ক্যারিয়ারের শুরু থেকে নানা কারণে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন। সবকিছু পেছনে ফেলে সম্প্রতি অংশ নেন ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায়। বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সঙ্গে সেরা হওয়ার লড়াইয়ে নামেন। প্রতিযোগিতার বিভিন্ন পর্বে নানা লুকে মঞ্চ মাতিয়েছেন এই মডেল। কখনো খোলামেলা পোশাকে উত্তাপ ছড়িয়েছেন আবার কখনো পোশাকের মাধ্যমে প্রতিবাদের বার্তা দিয়েছেন। গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ব্যবহৃত একগুচ্ছ শব্দ দিয়ে তৈরি পোশাকে থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চে দেখা গেল এই মডেলকে। মূলত আন্দোলনের সময় ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করা শব্দগুলো নিজের গাউনে তুলে ধরেন জেসিয়া। সোনালি রঙের স্লিট ককটেইল শাড়িতে ‘সোনার বাংলা’-কে বিষয়বস্তু করে তৈরি করা হয় জেসিয়ার এই পোশাক। পোশাকের টেল গাউনে কালো রঙে লেখা ছিল ‘#কোটা_আন্দোলন’, ‘#মুক্তি’, ‘#ছাত্র_জনতা’, ‘#মুক্ত_বাংলা’, ‘#শান্তি’, ‘#save_Bangladeshi_students’, ‘#কোটা_বাতিল’, ‘#সমান_অধিকার’, ‘#peace’, ‘#Victory’, ‘#Bangladeshi_student_movement’, ‘#কোটা_বাতিল’, ‘#বিচার_চাই’। ‘মিস গ্র্যান্ড ২০২৪’-এর গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছেন ভারতের মডেল র্যাচেল রুপ্তা। প্রথম রানার আপ হন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি। জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকায়। সেখানেই শেষ হয় এই মডেলের যাত্রা। তবে বিশ্বমঞ্চে আরো একবার বাংলাদেশের নাম তুলে ধরেছেন তিনি। প্রসঙ্গত, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন জেসিয়া ইসলাম। তারপর নানা ঘটনায় অনেকবারই আলোচনায় এসেছেন তিনি। এরমধ্যে প্রেম-বিচ্ছেদ, অভিনয়-মডেলিং সবই সমান তালে করেছেন জেসিয়া।
‘ভেবেছিলাম গৌরী বোধহয় বাঁচবে না
‘ভেবেছিলাম গৌরী বোধহয় বাঁচবে না বলিউড কিং শাহরুখ এবং গৌরী খানের প্রথম সন্তান আরিয়ান খান। ১৯৯৭ সালে আরিয়ানের জন্ম। আরিয়ানের জন্ম দিতে গিয়ে নাকি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন গৌরী খান। শাহরুখের মনে হয়েছিল, হয়তো গৌরী বাঁচবেন না। পরিস্থিতি দেখে শাহরুখের নাকি সন্তানের কথা মনেই ছিল না! তিনি মনে প্রাণে চাচ্ছিলেন, গৌরী যেন সুস্থ হয়ে ওঠে। `কফি উইথ করণ’ শোতে শাহরুখ খান বলেন, ‘আরিয়ানের জন্মের সময় অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলাম। আমি দেখছিলাম গৌরী ঠক ঠক করে কাঁপছে। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিলো ও বোধহয় বাঁচবে না। সে সময় সন্তানের কথা মাথাতেই ছিল না। সন্তানকে তেমন গুরুত্বপূর্ণ মনেই হয়নি।ভয় পাচ্ছিলাম গৌরীকে নিয়ে।’ শাহরুখ খান আরও বলেছেন, `আমি কখনও ভাবিনি গৌরী খুব ভালো মা হয়ে উঠবে। কিন্তু সে ভালো মা হয়ে উঠতে পেরেছে। যে সংসারে আমার মতো বাবা আছে সেখানে ঠিক ওর মতো মায়ের প্রয়োজন। আমি জীবনে অনেক ভুল করেছি। অনেক খারাপ কাজও করেছি। কিন্তু গৌরী নীরব থেকেছে, আমাকে সামলেছে। গৌরীই তাকে মাটির মানুষ হতে শিখিয়েছে।’ উল্লেখ্য, ৩৩ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন শাহরুখ খান ও গৌরী খান। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। আরিয়ান, সুহানা ও আব্রাম।
মারা গেছেন ‘টারজান’ চরিত্রের রন এলি
মারা গেছেন ‘টারজান’ চরিত্রের রন এলি ‘টারজান’ চরিত্রের জনপ্রিয় অভিনেতা রন এলি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার লস আলামোসে নিজ বাড়িতে মারা যান তিনি। গতকাল ২৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে রন এলির মৃত্যুর খবর জানিয়েছেন তার মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি। অভিনেতার মৃত্যুর প্রায় একমাস পর পরিবারের পক্ষ থেকে তা প্রকাশ করা হলো। বিবিসি জানিয়েছে, রন এলির মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘পৃথিবী সর্বকালের সেরা একজন মানুষকে হারিয়েছে আর আমি হারিয়েছি বাবা।’ ষাটের দশকের টেলিভিশনে টারজান চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন রন এলি। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত হয় টারজান সিরিজটি। টারজান চরিত্রে অভিনয় করার সময় রনের বেশ কয়েকটি হাড় ভেঙেছিল। এমনকি পশুদের আক্রমণের শিকারও হয়েছিলেন তিনি। রন এলি ১৯৮০-এর দশকে ক্রুজ শিপভিত্তিক কমেডি ‘দ্য লাভ বোট’ এবং তারকা অভিনেত্রী লিন্ডা কার্টারের সঙ্গে ‘ওয়ান্ডার ওম্যান’সহ বিনোদনমূলক বেশ কিছু টেলিভিশন শোতে অভিনয় করেন। ২০০১ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর এলি লেখালেখি শুরু করেন এবং দুটি রহস্য উপন্যাস প্রকাশ করেন। ১৯৩৮ সালে টেক্সাসে জন্মগ্রহণ করেন রন এলি। ১৯৫৯ সালে স্কুলজীবনের বান্ধবীকে বিয়ে করলেও দুবছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। রন তিন সন্তান ও বহু অনুরাগী রেখে গেছেন।
দুবাই যাচ্ছেন শাকিব খান, সঙ্গী পূর্ণিমা-শ্রাবন্তী
দুবাই যাচ্ছেন শাকিব খান, সঙ্গী পূর্ণিমা-শ্রাবন্তী ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা শাকিব খান চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের সম্মান সূচক গোল্ডেন ভিসা পাওয়ার সুখবর দিয়েছেন। একের পর সুসংবাদ নিয়ে কিছুদিন পর পরই দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই নায়ক। এরমাঝেই এ ফের দুবাই যাচ্ছেন তিনি। আর তার সঙ্গী হচ্ছেন নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুবাইয়ের একটি জুয়েলারির শুভেচ্ছাদূত হয়েছেন শাকিব। প্রতিষ্ঠানটির একটি শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন তিনি। সঙ্গে থাকবেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আগামী শনিবার প্রতিষ্ঠানটির এই শাখা উদ্বোধন হবে। সেখানে যোগ দেবেন তারা। আয়োজকরা জানান, এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ড সুকের এশিয়া অঞ্চলে অন্তত ২০ হাজার দর্শক উপস্থিত থাকবেন। এদিকে গতকাল রোববার থেকে মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুরু হচ্ছে কিং খানের পরবর্তী সিনেমা ‘বরবাদে’র শুটিং। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে।
গৌরিকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে মার খেয়েছিলেন শাহরুখ
গৌরিকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে মার খেয়েছিলেন শাহরুখ ‘শাহরুখের জীবন জুড়ে একজন নারী রয়েছেন আর তিনি হলেন গৌরি খান। শাহরুখ খান গৌরির প্রতি আসক্ত’— শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু বিবেক ভাসওয়ানি এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছিলেন। সেই গৌরিকে নিজের করে পেতে কম কাঠখড় পোড়াতে হয়নি শাহরুখ খানকে। গৌরির সঙ্গে যখন প্রেম করেন, তখন শাহরুখের বয়স কম। একবার দিল্লির গ্রিন পার্কে ঘুরতে গিয়ে স্থানীয় ছেলেদের হাতে মারও খেয়েছিলেন বলিউড বাদশা। স্মৃতিচারণ করে শাহরুখ খান বলেন, “একবার আমি আমার গার্লফ্রেন্ডকে (গৌরি খান) নিয়ে আড্ডা দিচ্ছিলাম। কয়েকজন ছেলে আমাদের কাছে আসে। আমাকে জিজ্ঞাসা করে, মেয়েটি কে? আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলি আমার বান্ধবী। কিন্তু একটি ছেলে বলে, ‘না, মেয়েটি তোমার ভাবি।’ এরপর ছেলেদের সঙ্গে তর্ক বাধে, যা মারামারিতে গড়ায়। তারা আমাকে মেরেছিল। মারামারির সময়ে একটি ছেলে মাটির কাপ আমার মুখে ছুড়ে মেরেছিল।” আতঙ্কগ্রস্ত হয়ে পড়ায় সেদিন গৌরি খানকে গার্লফ্রেন্ড (প্রেমিক) বলে পরিচয় করাতে পারেননি শাহরুখ। এ তথ্য উল্লেখ করে শাহরুখ খান বলেন, ‘এখনো গৌরিকে নিয়ে দিল্লিতে গেলে, কেউ যদি জিজ্ঞাসা করে উনি (গৌরি) কে? আমি বলে ফেলি, ‘সে আমার ভাবি হয়।’ ১৯৮৪ সালে এক বন্ধুর বাড়িতে প্রথম দেখা শাহরুখ-গৌরির। তখন শাহরুখের বয়স ২৫। প্রথম দেখাতেই গৌরির প্রেমে পড়েন তিনি। অনেক সংগ্রামের পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তারা। বিয়ের পরও প্রায় ছয় বছর পর্যন্ত সংগ্রাম করেছেন শাহরুখ-গৌরি। ১৯৯৭ সালে শাহরুখ-গৌরীর প্রথম ছেলে আরিয়ানের জন্ম হয়। এরপরই বলিউডের অন্যতম নাম হয়ে ওঠেন শাহরুখ। অন্যদিকে গৌরী ঝুঁকে পড়েন ইন্টেরিয়র ডিজাইনিং-এর দিকে। ২০০০ সালের মে মাসে তাদের মেয়ে সুহানার জন্ম হয়। ২০১৩ সালে সারোগেসি পদ্ধতিতে তৃতীয় সন্তান আব্রামের মা-বাবা হন এই তারকা দম্পতি। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
চুরির অভ্যাস আছে নবাব কন্যা সারার!
চুরির অভ্যাস আছে নবাব কন্যা সারার! নবাব সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। অল্প কয়েকদিনে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। সৌন্দর্য, অভিনয় দক্ষতা আর আত্মত্যাগের মাধ্যমেই বলিউডে জায়গা করে নিতে পেরেছেন তিনি। শো-বিজে পা রাখার আগে অনেক মোটা ছিলেন সারা। প্রায় ৯২ কেজি ওজন ছিল সালা আলী খানের। সেখান থেকে বর্তমানে ৫২ কেজিতে এসে দাঁড়িয়েছেন এই হালের ক্রেজ। ওজন কমানোর জন্য ভালোলাগার খাবার খাওয়া বন্ধ করতে হয়েছে তাকে। নিয়মিত চালিয়ে যেতে হয়েছে শরীরচর্চাও। এত শৃঙ্খলিত যিনি তিনিই নাকি বাথরুম থেকে ‘বাথ রোল’ বা সাবান চুরি করতেও ছাড়েন না! একজন মানুষের সবচেয়ে গোপন কথা জানে তার প্রিয় বন্ধু। সারা সম্পর্কে এই গোপন তথ্য গণমাধ্যমে এনেছেন তারই বন্ধু ওরহান অবত্রমানি ওরি। ওরহান জানিয়েছেন, ‘এক বার বিদেশে সারার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেখানে গিয়ে ওরির শেষ গার্লিক নান চুরি করে খেয়ে নেন সারা। বিদেশ থেকে দেশে ফেরার সময় বাথরুম থেকে বাথ রোলসহ আরও অনেক কিছু চুরি করে নিয়ে এসেছিল সারা।’ উল্লেখ্য, প্রসাধনীর প্রতি বিশেষ দুর্বলতা আছে সারার। তার প্রমাণ তার কথাতেও মেলে। কপিল শর্মার শোতে এসে সারা জানিয়েছিলেন, কোনো টাকা পয়সা খরচ না করেই প্রসাধনী পেতে ভালো লাগে তার।
প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকার করলেন শ্রদ্ধা
প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকার করলেন শ্রদ্ধা বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। প্রেমের সম্পর্কের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। তবে কখনো তা স্বীকার করেননি। অবশেষে সম্পর্কে থাকার কথা স্বীকার করলেন এই অভিনেত্রী। কসমোপলিটন ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছেন শ্রদ্ধা কাপুর। এ আলাপচারিতায় শ্রদ্ধা কাপুর বলেন, ‘আমি আমার পার্টনারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। যেমন— একসঙ্গে সিনেমা দেখা, ডিনারে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া। আমি এমন প্রকৃতির মানুষ যে, একসঙ্গে সময় কাটাতে অথবা কোনো কাজ নেই তারপরও একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি। এমনকি আমার স্কুলের বন্ধুদের সঙ্গে যদি দেখা না হয়, তবু মেজাজ খারাপ হয়ে যায়। আমার সম্পর্কের ক্ষেত্রেও তাই।’ বিয়েতে বিশ্বাস করেন কিনা? এ প্রশ্নের জবাবে শ্রদ্ধা কাপুর বলেন, ‘বিয়েতে বিশ্বাসের প্রশ্ন নয়, বরং সঠিক ব্যক্তির সঙ্গে থাকার প্রশ্ন আগে। যদি কেউ মনে করেন বিয়ে করতে চান, তবে এটি ভালো। কিন্তু যদি তারা বিয়ে করতে না চান, তবু এটি ভালো।’ ‘পার্টনার’ শব্দটি ব্যবহার করে শ্রদ্ধা প্রেমের সম্পর্কে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা পরিষ্কার করেননি এই নায়িকা। চলতি বছরের শুরুতে জানা যায়, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা। যদিও কয়েক মাসের ব্যবধানে এ সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জনও বলিপাড়ায় উড়েছে। শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত ১৫ আগস্ট বিশ্বের ৩ হাজার পর্দায় মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমাটি।
বাংলাদেশে আসছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম!
বাংলাদেশে আসছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম! পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। ঢাকা মাতাতে বাংলাদেশে আসছেন এই সংগীতশিল্পী। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামে কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। এতে গান শোনাবেন আতিফ আসলাম। একই কনসার্টে পারফর্ম করবেন পাকিস্তানের আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়।