মুক্তির পর সাই পল্লবী-নাগার সিনেমা ফাঁস

মুক্তির পর সাই পল্লবী-নাগার সিনেমা ফাঁস অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে ফের জুটি বেঁধে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী। তেলেগু ভাষার এ সিনেমা নির্মাণ করেন চান্দু মন্ডেটি। গত ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। কিন্তু মুক্তির পরই পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি। দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, অনলাইনে ফাঁস হয়েছে ‘থান্ডেল’। বিভিন্ন টরেন্ট ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সিনেমাটি। ফিল্মিজিলা, তামিলরকার্স, মুভিরুলেজ, টেলিগ্রামসহ কয়েকটি ওয়েবসাইটে সিনেমাটি পাওয়া যাচ্ছে। ফাঁস হওয়ার কারণে বক্স অফিসে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি পরিচালক। মুক্তির বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ‘থান্ডেল’। স্যাকনিল্ক জানিয়েছে, দুই দিনে ‘থান্ডেল’ ভারতে আয় করেছে ২৭.৬৫ কোটি রুপি, বিদেশে আয় করেছে ৮.১ কোটি রুপি। দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৩৫.৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৯ কোটি ৬৮ লাখ টাকার বেশি)। কার্তিক নামে স্থানীয় এক যুবকের বাস্তব ঘটনা নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। ঘটনাটি ২০১৮ সালে ঘটেছিল। দুই বছর ব্যয় করে সিনেমাটির চিত্রনাট্য প্রস্তুত করেন নির্মাতা। কার্তিক নামে যুবকের চরিত্র রূপায়ন করছেন নাগা।
একটা সময়ের পর শরীরের মোহ চলে যায়: পরমব্রত চ্যাটার্জি

একটা সময়ের পর শরীরের মোহ চলে যায়: পরমব্রত চ্যাটার্জি অভিনেতা-নির্মাতা পরমব্রত চ্যাটার্জির প্রেমিকাদের তালিকা মোটেও ছোট নয়। তবে একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়েছিলেন; আর সে কথাই স্বীকার করলেন এই নায়ক। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ‘এই রাত তোমার আমার’ সিনেমা। এর গল্প গড়ে উঠেছে বৃদ্ধ দম্পতির কাহিনি নিয়ে। দাম্পত্য সম্পর্কের নানা রসায়নের কথা বলেছেন এই নির্মাতা। নিজের নির্মিত সিনেমার গল্প বর্ণনা করতে গিয়ে ব্যক্তিগত জীবন তুলে ধরেন ‘বাইশে শ্রাবণ’খ্যাত এই অভিনেতা। ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরমব্রত চ্যাটার্জি বলেন, “লম্বা সময় সম্পর্কে থেকেছি।১১ বছর একটা সম্পর্কে ছিলাম। আমার মনে হয়, সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, একটা সময়ের পর শরীরের মোহটা চলে যায়। একটা সময়ের পর হানিমুন পিরিয়ড চলে যায়।”ব্যাখ্যা করে পরমব্রত চ্যাটার্জি বলেন, “সব চেনা হয়ে যায় অন্য মানুষটার। অন্তত আমরা মনে করি, অন্য মানুষটার শরীর-মন চেনা হয়ে যায়। তাদের প্রাত্যহিক যে অভ্যাসগুলো সেটার সঙ্গেও পরিচিত হয়ে যাই। তার বাথরুমে কতটা সময় লাগে, বাথরুমে থাকলে বাইরে থেকে কতটা আওয়াজ পাওয়া যায় সবটাই জানা হয়ে যায়। সেই সময় ভালোবাসা, প্রেম জিনিসটা অন্য এক মানে পায়। এটা আমার বিশ্বাস। আর সেটা যথাযথভাবে উদযাপন করা হয় না। ইয়ং লাভ বিষয়টা ভীষণ আকর্ষণীয়। ওটা যতটা উদযাপিত হয় এটা হয় না। কিন্তু এই দুটো বুড়ো মানুষের মধ্যে প্রেমও কিন্তু ততটাই আকর্ষণীয়।” অতীত ভুলে পিয়া চক্রবর্তীর গলায় মালা পরিয়েছেন পরমব্রত। ২০২১ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন সংগীতশিল্পী অনুপম রায়। ওই সময়ে গুঞ্জন উঠেছিল, পরমব্রতর সঙ্গে পরকীয়ার কারণে অনুপমের সংসার ভেঙেছে। যদিও তা অস্বীকার করেন পরমব্রত। কিন্তু ২০২৩ সালের ২৭ নভেম্বর সেই পিয়ার গলায় মালা পরিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। তবে সব সমালোচনা পেছনে ফেলে দাম্পত্য জীবন দারুণ উপভোগ করছেন এই নায়ক।
ওরা আমাকে মেরেই ফেলত: বিশ্বনাথ

ওরা আমাকে মেরেই ফেলত: বিশ্বনাথ হামলার শিকার হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু। গত ২৫ জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকার পাহাড়িচক গ্রামে অনুষ্ঠান করতে এমন ঘটনার মুখোমুখি হন ‘বস’ তারকা। মূলত, অনুষ্ঠান শুরুর আগে স্টেজের পাশে থাকা নেতাজির মূর্তিতে মালা দেওয়ার অনুরোধ করেন ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বনাথ জুতা পরেই মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। জুতা শ্রদ্ধাজ্ঞাপনকে কেন্দ্র করে জটিলতার সূত্রপাত্র। ভারতীয় একটি গণমাধ্যমে বিশ্বনাথ বসু বলেন, “এসবের পর এক ঘণ্টা শো করি। কোনো অসুবিধাই হয়নি। স্টেজে উঠে নেতাজির কথা বলেছি। যে অর্গানাইজার নিয়ে গিয়েছিলেন তিনি আসলে মাতাল অবস্থায় ছিলেন।” অনুষ্ঠান শেষ করার পর বিশ্বনাথ বসুকে বলা হয়, ক্লাবের সেক্রেটারি আপনার সঙ্গে কথা বলবেন। এ তথ্য উল্লেখ করে বিশ্বনাথ বসু বলেন, “সেখানে আমাকে বলা হয়, আপনি জুতা পরে মালা দিলেন কেন? আমি বললাম, ভুল হয়ে গিয়েছে। আসলে খুব ক্লান্ত ছিলাম তো! তখন ক্লাবের ক্যাশিয়ার আমাকে ইশারা করে বলেন, ‘পয়সা দিয়ে নিয়ে এসেছি। কোথায় যাচ্ছেন? সবার সঙ্গে ছবি না তুলে যেতে পারবেন না।’ তারপরই অশান্তির শুরু।” ঘটনা বিশদে ব্যাখ্যা করে বিশ্বনাথ বসু বলেন, “আমাকে যে অর্গানাইজার স্টেজে নিয়ে গিয়েছিলেন তার নাম মলয় রায়। আমাকে যখন স্টেজে নিয়ে যান তখন তিনি মাতাল ছিলেন। এটা আমি একদম মেনে নিতে পারিনি। ২১ বছরের ক্যারিয়ারে এটা কখনো মেনে নিইনি যে, আমার সঙ্গে কর্মরত অবস্থায় কেউ মদ্যপ থাকবে। অনুষ্ঠান শেষে যখন গাড়িতে উঠব তখন মলয় এসে বলেন, ‘সেক্রেটারি একটু কথা বলবেন।’ তিনিও একই অবস্থায় ছিলেন। আমাকে বললেন, ‘জুতা পরে কেন মালা পরালেন? আমি সঙ্গে সঙ্গে বলেছি, ওটা আমার ভুল হয়েছে। ক্ষমা চাইছি। তখন ওদের মুখ থেকে এত গন্ধ বের হচ্ছিল যে, আমি বলতে বাধ্য হই, একটু দূরে যান আমি থাকতে পারছি না। তারপরই রেগে যান।”প্রাণে বাঁচার কথা স্মরণ করে বিশ্বনাথ বলেন, “ওই ক্লাবের লোকজন মৃত্যুদর্শন করিয়ে দিয়েছেন। দু’জন বাউন্সারও আটকাতে পারছিলেন না। গাড়ির লুকিং গ্লাস ভেঙে দিয়েছে। কিছুতেই গাড়িতে উঠতে দিচ্ছিল না। ওরা এতটাই রেগে ছিল যে, মেরেই ফেলত।”এ ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাইফ-কারিনার পরিবারকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ

সাইফ-কারিনার পরিবারকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ হামলার কারণে বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের পরিবারকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। মুম্বাই পুলিশের পক্ষ থেকে তাদেরকে এরই মধ্যে অস্থায়ী সুরক্ষা প্রদান শুরু করেছে। সাইফ গত সপ্তাহে নিজের বাড়িতে ছুরিকাঘাতের ঘটনায় আহত হয়েছিলেন। এরপর তার অস্ত্রোপচার করা হয়েছিল এবং ৬ দিন হাসপাতালে কাটিয়েছিলেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সাইফকে লীলাবতী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং তার বান্দ্রার অ্যাপার্টমেন্টে ফিরে আসেন। ‘ইন্ডিয়ান টাইমস’ সূত্রে জানা গেছে, পুলিশ সাইফ, কারিনা এবং তাদের দুই সন্তান- তৈমুর এবং জেহকে অস্থায়ী সুরক্ষা প্রদান করছে। প্রতিবেদনে একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, পরিবারকে দুজন কনস্টেবল সরবরাহ করা হয়েছে এবং তারা যখনই বাইরে যাবে তখন তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। সাইফ আলি খান হাসপাতাল থেকে ফিরে তার ‘সৎগুরু শরণ’ আবাসনে যাননি। সেখান থেকে কিছুটা দূরে অন্য এক বাড়িতে উঠেছেন এ অভিনেতা। ২১ জানুয়ারি বেলা ১১টার কিছু পরেই হাসপাতালে পৌঁছে যান শর্মিলা ঠাকুর। তারপর আসেন কারিনা কাপুর খান। দুপুর ২টার পর সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের বাইরে দেখা যায়। পরিবারের সদস্যরা ব্যাপক নিরাপত্তার মধ্যে তাকে বাড়ি নিয়ে আসেন। সোমবার চিকিৎসকেরা জানিয়েছিলেন শারীরিক পরিস্থিতি বিবেচনা করে সাইফকে মঙ্গলবার ছুটি দেওয়া হতে পারে। আপাতত তাকে বাড়িতে টানা বিশ্রামে থাকতে হবে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে। আগামী দুতিন দিন শুয়ে থাকতে হবে এ অভিনেতাকে। এক সপ্তাহ কোনোভাবেই বাড়ির বাইরে যেতে পারবেন না। কারণ, এখনো তার জখম পুরোপুরি শুকায়নি। সাইফ আপাতত বান্দ্রার অন্য এক ফ্ল্যাটে থাকবেন। জানা গেছে, এ ফ্ল্যাটে নিজের কার্যালয় খুলেছিলেন অভিনেতা। এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে সেখানে। ছেলেদের খেলনাও নিয়ে আসা হয়েছে। ১৬ জানুয়ারি ভোর সাড়ে ৩টার দিকে রক্তাক্ত অবস্থায় নিজেই লীলাবতী হাসপাতালে উপস্থিত হন সাইফ। সে সময় তার হাত ধরে ছিল ৮ বছরের তৈমুর। জানা যায়, বুধবার গভীর রাতে বান্দ্রা এলাকার অভিজাত আবাসন ‘সৎগুরু শরণ’র ১২ তলায় সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের এক দুষ্কৃতকারী ফ্ল্যাটে হানা দেয়। রাত প্রায় আড়াইটার দিকে ওই ব্যক্তিকে কারিনার ছোট ছেলে জেহর ঘরের সামনে আবিষ্কার করেন তার দেখভালে নিযুক্ত এক নারীকর্মী। তার চিৎকারেই ছুটে আসেন আর এক নারী কর্মী এবং সাইফ। এরপরই শুরু হয় হাতাহাতি। অভিযোগ করা হয় সেসময় ধারালো ছুরি নিয়ে অভিনেতার উপর চড়াও হন ওই ব্যক্তি। এলোপাথাড়ি কোপে শরীরে প্রায় ৬ জায়গায় আঘাত লাগে সাইফের। সামান্য জখম হন এক নারীকর্মীও। তারপর সাইফ নিজেই একটি অটোরিকশা ভাড়া করে চলে যান ২ কিলোমিটার দূরে লীলাবতী হাসপাতালে। তখনো তার পিঠে, মেরুদণ্ডের কাছে গেঁথে রয়েছে ছুরির আড়াই ইঞ্চি ভাঙা ফলা। সে দিন সকালে প্রায় আড়াই ঘণ্টা অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, বিপদমুক্ত সাইফ। হাতে, ঘাড়ে, পিঠে প্রায় ছটি জখমের মধ্যে দুটি গুরুতর ছিল বলেও জানা যায়।
কত কোটি টাকায় ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন অমিতাভ?

কত কোটি টাকায় ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন অমিতাভ? বলিউডের বরেণ্য অভিনেতা অমিতাভ বচ্চন তার মুম্বাইয়ের ওশিওয়ারার ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছেন। চলতি মাসে ৮৩ কোটি রুপিতে এটি বিক্রি করেন ‘নসীব’খ্যাত এই তারকা। ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের (আইজিআর) ওয়েবসাইট স্কয়ার ইয়ার্ডসের তথ্য অনুসারে, ওশিওয়ারার ক্রিস্টাল গ্রুপের একটি আবাসিক প্রকল্প দ্য আটলান্টিসে অবস্থিত অমিতাভের অ্যাপার্টমেন্ট; যা ১.৫৫ একর জুড়ে বিস্তৃত। অমিতাভের অ্যাপার্টমেন্টের কার্পেট এরিয়া ৫ হাজার ১৮৫.৬২ বর্গফুট। তা ছাড়াও ৪৪৫.৯৩ বর্গমিটারের প্রশস্ত টেরেস এবং ছয়টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ২০২১ সালের এপ্রিলে ৩১ কোটি রুপিতে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন অমিতাভ বচ্চন। কয়েক বছর পর ৮৩ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১১৬ কোটি ৪১ লাখ টাকার বেশি) বিক্রি করেছেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে। অমিতাভ বচ্চন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভেট্টিয়ান’। অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড শাহেনশাহ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। গত বছরের ১০ অক্টোবর বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পায় ‘ভেট্টিয়ান’। টি. জে. জ্ঞানভেল পরিচালিত এই সিনেমা বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেননি।
শুটিং সেটের সিলিং ভেঙে আহত অর্জুন-ভূমি

শুটিং সেটের সিলিং ভেঙে আহত অর্জুন-ভূমি শুটিং সেটে আহত হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর, ভূমি পেডনেকারসহ অনেকে। শনিবার (১৮ জানুয়ারি) মুম্বাইয়ে রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমার শুটিং চলছিল; সেখানে সেটের সিলিং ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে। তবে কেউই গুরুতর আহত হননি। মুদাসসার আজিজ নির্মাণ করছেন ‘মেরে হাজব্যান্ড কি বিবি’। অর্জুন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন রাকুল প্রীত সিং। এ ঘটনায় রাকুল আহত হননি। তবে রাকুলের স্বামী প্রযোজক জ্যাকি ভগনানি, পরিচালক আজিজসহ কয়েকজন ক্রু সদস্য আহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। ফেডারেশন অব ওয়েস্টার্ন সিনে এমপ্লয়ীজের (এফডব্লিউআইসিই) প্রেসিডেন্ট বিএন তিওয়ারি হিন্দুস্তান টাইমসকে বলেন, “এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে অনেক কিছুই ঘটতে পারত। সৌভাগ্যক্রমে কেউই বেশি আহত হননি।” দুর্ঘটনাস্থলে আপাতত শুটিং বন্ধ রয়েছে এ তথ্য জানিয়ে বিএন তিওয়ারি বলেন, “যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে শুটিং বন্ধ করা হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে, স্টুডিওর সিলিং ভেঙে পড়েছিল। তবে সেখানে যেকোনো কিছু ঘটতে পারত। নিরাপত্তার কথা চিন্তা করে শুটিং বন্ধ রাখা হয়েছে।” হতাশা ব্যক্ত করে বিএন তিওয়ারি বলেন, “ফিল্ম ইন্ডাস্ট্রির কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। ফিল্ম সিটিকেও চিঠি দিয়েছি। আমাদের অবকাঠামো এতটাই দুর্বল হয়ে পড়েছে যে, যেকোনো সময়ে ভেঙে পড়বে, অগ্নি নির্বাপণের কোনো গেট নেই— এসব তথ্য তাদের জানানো হয়েছে। আসলে, পুরো চলচ্চিত্র শিল্প ঈশ্বরের সাহায্যে চলছে। কিন্তু ঈশ্বর কতক্ষণ দেখবেন।”
তৃপ্তিকে ছাড়াই ‘আশিকী থ্রি’?

তৃপ্তিকে ছাড়াই ‘আশিকী থ্রি’? অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে রাতারাতি ভারতের ন্যাশনাল ক্রাশের খেতাব পেয়েছিলেন তৃপ্তি দিমরি। কিন্তু সে খ্যাতি যেন জৌলুস হারাচ্ছে। বলিউডের অন্দরমহলে গুঞ্জন ছড়িয়েছে, ‘আশিকি থ্রি’ থেকে কাদ দেওয়া হয়েছে তৃপ্তিকে। যার নেপথ্যে রয়েছেন পরিচালক অনুরাগ বসু। সোমবার থেকেই এমন খবরে সয়লার ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। তবে এই গুঞ্জনের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই মুখ খুললেন অনুরাগ। এই নির্মাতা বললেন, তৃপ্তি সিনেমাতে থাকছেন না, এমন কথা আমি একবারও বলিনি। সে কথা তৃপ্তিও জানেন। তা হলে কি তৃপ্তি ‘আশিকী থ্রি’তে থাকছেন? সে বিষয়ে অবশ্য কোন পাকা কথা দেননি পরিচালক। মুখ বন্ধ রেখেছেন ‘ভুলভুলাইয়া থ্রি’র নায়িকাও। ফলে ধোঁয়াশা বেড়েই চলেছে। অনুরাগের এই জবাব ইতোমধ্যেই সমাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাইতো নতুন করে চর্চা শুরু। ‘ভুলভুলাইয়া থ্রি’ সিনেমায় কার্তিক-তৃপ্তির রসায়ন ভালো লেগেছিল দর্শকদের। তাই তাদের আশা, আবারও এই জুটির দেখা মিলবে পর্দায়। এদিকে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার সময় থেকেই আলোচনার কেন্দ্রে ‘আশিকী থ্রি’। একাধিক নায়ক-নায়িকার নাম সেসময় প্রকাশ্যে এসেছিল। তাদের মধ্যে পরিচালক বেছে নিয়েছিলেন কার্তিক-তৃপ্তিকে। তার আগে ‘অ্যানিমেল’ মুক্তি পেয়েছে। এতে রণবীর কাপুরের বিপরীতে সাহসী দৃশ্যে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন তৃপ্তি। ফলে তাকে পছন্দ হয়েছিল প্রযোজনা সংস্থারও। তবে এখন গুঞ্জন উঠেছে অতি সাহসই নাকি কাল হয়ে দাঁড়িয়েছে তৃপ্তির জন্য। অত্যধিক শরীর দেখানোর ফলে সারল্য হারিয়ে ফেলেছেন নায়িকা। তাই নাকি ‘আশিকী থ্রি’ থেকে বাদ পড়তে পারেন তৃপ্তি!
সাইফের ওপর হামলা: গৃহকর্মী থানায়, ঘটনার বর্ণনা দিয়ে পুলিশের বিবৃতি

সাইফের ওপর হামলা: গৃহকর্মী থানায়, ঘটনার বর্ণনা দিয়ে পুলিশের বিবৃতি মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। আজ তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সাইফ আলী খানের গৃহকর্মীকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে বান্দ্রা থানা পুলিশ। বান্দ্রা থানা পুলিশ আনুষ্ঠানিক একটি বিবৃতি প্রকাশ করেছে। গতকাল রাতে কী ঘটেছিল তার বর্ণনাও এতে দেওয়া হয়েছে। বিবৃতিতে পুলিশ বলেছে, “রাত ২টার দিকে ডাকাতটিকে প্রথম দেখে সাইফ আলী খানের গৃহপরিচারিকা এলিয়ামা ফিলিপস ওরফে লিমা। তিনি চিৎকার করে খান পরিবারের অন্য সদস্যদের সতর্ক করেন। এরপর ঘুম থেকে উঠেন খান (সাইফ আলী খান) এবং ডাকাতটির সঙ্গে ধস্তাধস্তি করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে খানের ওপরে আক্রমণ করে। প্রাথমিক তদন্তে এসব তথ্য জানা গেছে।” সাইফ আলী খানের গৃহকর্মীকে মুম্বাইয়ের বান্দ্রা থানায় নেওয়া হয়েছে। এ তথ্য উল্লেখ করে পুলিশ বিবৃতিতে বলেছে, “গৃহকর্মী লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থানায় আনা হয়েছে। তার ডান হাতের কব্জিতে আঘাত লেগেছে। অনুপ্রবেশকারী প্রথমে তাকেই আক্রমণ করে।” সাইফ আলী খানের অস্ত্রোপচারের পর লীলাবর্তী হাসপাতালের মেডিকেল টিম একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, “অস্ত্রোপচার করে সাইফ আলী খানের মেরুদণ্ডে আটকে থাকা ছুরিটি বের করা হয়েছে। মেরুদণ্ড থেকে যে তরল পদার্থ বের হচ্ছিল, তা বন্ধ করার জন্য এই অস্ত্রোপচার। আরো দুটি আঘাত রয়েছে, একটি বাম হাতে এবং অন্যটি ঘাড়ে। এসব জায়গায় প্লাস্টিক সার্জারি করা হয়েছে।” গতকাল বুধবার মধ্যরাতে সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়; সেখানেই তার চিকিৎসা চলছে।
নিজের বাড়ি পুড়ে ছাই, তবু ৮ লাখ ডলার ত্রাণ দিলেন অভিনেত্রী

নিজের বাড়ি পুড়ে ছাই, তবু ৮ লাখ ডলার ত্রাণ দিলেন অভিনেত্রী হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্যারিস হিলটন। একজন ব্যবসায়ী হিসেবেও সুপরচিতি ও প্রতিষ্ঠিত তিনি। ১১:১১ মিডিয়া ইমপ্যাক্ট নামে তার একটি অমুনাফাভোগী সংস্থা রয়েছে। এর মাধ্যমে লস অ্যাঞ্জেলেসে দাবানল ত্রাণ কার্যক্রমের জন্য ৮ লাখ ডলার সংগ্রহ করেছেন তিনি। মিডিয়া ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী প্যারিস নিজেও চলমান দাবানলের ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা মালিবুতে ছিল তার বিলাসবহুল বাড়ি। দাবানলে তার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সে দৃশ্য টিভিতে দেখে হাউমাউ করে কেঁদেছেন এই অভিনেত্রী। তবে এই ক্ষতিতে তিনি গুটিয়ে যাননি। বরং অসহায়দের জন্য ত্রাণ সংগ্রহ করতে মাঠে নেমেছেন। আশ্রয় হারানো শিশু ও তাদের পরিবারগুলোর সাহায্যের জন্য একটি জরুরি তহবিল চালু করেন। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে সেই তহবিলে ৮ লাখ ডলার জমা হয়েছে। এছাড়াও হিলটন গোফান্ডমির ওয়াইল্ডফায়ার রিলিফ ফান্ডে দেড় লাখ ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই অর্থ দিয়ে ১৫০টি পরিবারে নগদ সহায়তা প্রদান করা হবে। হিলটন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘একজন মা হিসেবে আমি কল্পনাও করতে পারি না যে শিশুরা অনিরাপদ রয়েছে। এটা আমাকে খুবই বিপর্যস্ত করে দিচ্ছে। তাদের নিরাপদ স্থানের ব্যবস্থা না করা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। আমি সবাইকে আহ্বান করবো আসুন বাস্তুহারা পরিবারগুলোর পাশে থাকি। বিশেষ করে যেসব পরিবারে শিশুরা ভয় ও ঝুঁকির মধ্যে সময় পার করছে।’ প্যারিস হিলটন দাবানালে আহত এবং ভীত পশুগুলোর প্রতি সদয় হতেও মানবিক আহ্বান জানিয়েছেন। নিজের পুড়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপ দেখতে গিয়েছিলেন প্যারিস হিলটন। সেসবের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্যারিস হিলটন। সেখানে ক্যাপশন লিখেছেন, ‘আমি এখন সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যেটা আমার স্বপ্নের বাড়ি ছিল। কতটা কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারব না। প্রথম যখন খবরটা পেলাম, আমি কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গিয়েছিলাম। কিছুতেই বিশ্বাস করতে পারিনি প্রথমে।’ অভিনেত্রীর কথায়, ‘এটা শুধু আমার বাড়ি ছিল না। এই সেই বাড়ি যেখানে আমরা একসঙ্গে স্বপ্ন দেখেছি, হেসেছি-কেঁদেছি। পুরো পরিবারকে নিয়ে কত সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করেছি। যে বাড়ির প্রতিটা কোণায় কোণায় ভালোবাসার চিহ্ন রয়েছে। সেই বাড়ি এভাবে ছাইয়ে পরিণত হয়ে গেছে।’
সালমানের সঙ্গে জুটি বাঁধবেন যীশুর কন্যা, নীরবতা ভাঙলেন সারা

সালমানের সঙ্গে জুটি বাঁধবেন যীশুর কন্যা, নীরবতা ভাঙলেন সারা ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা যীশু সেনগুপ্ত। ব্যক্তিগত জীবনে নীলাঞ্জনার সঙ্গে ঘর বেঁধেছেন। এ সংসারে সারা-জারা সেনগুপ্ত নামে দুটো কন্যাসন্তান রয়েছে। এরই মধ্যে সারা সেনগুপ্ত মডেলিং শুরু করেছেন। শুধু তাই নয়, সৃজিত মুখার্জি নির্মিত ‘উমা’ সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন এই তারকা সন্তান। গত কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউডে পা রাখতে যাচ্ছেন সারা সেনগুপ্ত। তা-ও বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সালমান খানের সঙ্গে জুটি বেঁধে তার এই যাত্রা শুরু হবে। ভারতীয় একাধিক গণমাধ্যম এ নিয়ে খবরও প্রকাশ করেছে। গত কয়েক দিন খবরটি নিয়ে আলোচনা চললেও নীরব ছিলেন সারা ও যীশু সেনগুপ্ত। এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন সারা। সারা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে বিস্তারিত জানিয়ে এ অভিনেত্রী লেখেন, “কয়েকটি বিষয় পরিষ্কার করতে এলাম। আমার বলিউডে অভিষেক নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন দেখলাম। আমি ভবিষ্যতে অভিনয়ই করতে চাই, তবে আপাতত মডেলিংটাই মূল লক্ষ্য। আমি জানি না, এই গুঞ্জনের সূত্রপাত কীভাবে হলো। তবে আমার মনে হলো বিষয়টি পরিষ্কার করা উচিত।” ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমায় সালমানের বিপরীতে যার অভিনয়ের কথা ছিল গত কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার সংসার। তবে এখনো এ ব্যাপারে পরিষ্কার কোনো ঘোষণা পাওয়া যায়নি। জানা গেছে, যীশু তার বোনের সঙ্গে বসবাস করছেন। আর নীলাঞ্জনা দুই মেয়েকে নিয়ে মুম্বাইয়ে আলাদা থাকছেন।