ঐশ্বরিয়া কন্যার নাচ দেখে মুগ্ধ অমিতাভ, ভিডিও ভাইরাল

ঐশ্বরিয়া কন্যার নাচ দেখে মুগ্ধ অমিতাভ, ভিডিও ভাইরাল সারা বছরজুড়েই বেশ আলোচনার মধ্যে ছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। কারণ, তাদের দাম্পত্য জীবন নিয়ে যেন চর্চার শেষ ছিল না অনুরাগীদের মাঝে। এই বিচ্ছেদ জল্পনা আরও বাড়ে, যখন অভিষেককে ছাড়া শুধু মেয়ে আরাধ্যাকে নিয়ে বিভিন্ন জায়গায় বের হতেন ঐশ্বরিয়া। এবার তাদের বিচ্ছেদ জল্পনা মৃদু করতে অন্যতম ভূমিকা রাখল তাদের একমাত্র কন্যা আরাধ্যা রাই বচ্চন। সদ্য আরাধ্যার ধীরুভাই আম্বানি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-টাউনের নামী তারকা ও তাদের সন্তানেরা। সেখানে একসঙ্গে দেখা গেছে ঐশ্বরিয়া-অভিষেক দুজনকেই। সঙ্গে ছিলেন শাহেনশাহ অমিতাভ বচ্চনও। শুধু তাই নয়, বলিউড কিং শাহরুখ খান ও তার ছোট ছেলে আব্রামও ছিল সেখানে। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ঐশ্বরিয়া ও অভিষেককে একসঙ্গে নাচতে দেখে ভক্তরা আনন্দে আত্মহারা। ভিডিওতে আরাধ্যাকেও দেখা গেছে মঞ্চে দাঁড়িয়ে তার বন্ধুদের সঙ্গে নাচ করতে। শাহরুখের ছেলে আব্রামও ছিল সেই দলে। ভিডিওটি রীতিমতো ভক্তদের মন ছুঁয়ে দেয়। অনেকেই মনে করছেন মেয়ে আরাধ্যাই ঐশ্বরিয়াকে ও অভিষেকের সম্পর্ককে আবারও চাঙ্গা করে তুলেছে। অন্যান্য তারকাদের সঙ্গে তাদের দু’জনকে শাহরুখ খানের ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’ গানে নাচতেও দেখা গেছে। শুধু তারাই নয়, সঙ্গে ছিলেন শাহরুখও। ছাত্র-ছাত্রীদের সঙ্গে জমিয়ে নাচলেন নায়ক। উল্লেখ্য, শাহরুখের ছোট ছেলে আব্রামও ধীরুভাই আম্বানি স্কুলে পড়াশোনা করছে। ঐশ্বরিয়া ও অভিষেকের পাশাপাশি শাহরুখকেও বাচ্চাদের নাচে উৎসাহ দিতে দেখা গেছে। এছাড়াও সাইফ আলি খান, কারিনা কাপুর খান, জেনেলিয়া এবং রীতেশ দেশমুখ, গৌরী এবং সুহানা খানও ধীরুভাই আম্বানি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

বক্স অফিসে ঝড়: কত টাকা আয় করল ‘পুষ্পা টু’?

বক্স অফিসে ঝড়: কত টাকা আয় করল ‘পুষ্পা টু’? ‘পুষ্পা টু’ সিনেমা মুক্তির আগেই ভক্তের মৃত্যু, বক্স অফিসে ঝড়, আল্লু অর্জুন গ্রেপ্তার— সব মিলিয়ে সিনেমাটি নিয়ে টর্নেডো বইছে সিনেমাপ্রেমীদের মাঝে। প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘পুষ্পা টু’ সিনেমার আয়ের তরঙ্গ ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে। তবে তা অঙ্কের হিসাবে নজরকাড়া। মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমা কেড়ে নিয়েছে সুকুমার নির্মিত ‘পুষ্পা টু’ সিনেমা; ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড। মুক্তির ১২ দিনেই ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘পুষ্পা টু’র অবস্থান এখন পঞ্চম। এখন পর্যন্ত কত টাকা আয় করল আল্লু অর্জুন-রাশমিকার এই সিনেমা? স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘পুষ্পা টু’ সিনেমা ১২ দিনে শুধু ভারতে আয় করেছে ১১০৯.২ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ২২৭ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৩৩৬.২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৮৭৪ কোটি ৫০ লাখ টাকার বেশি)। বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, প্যান-ইন্ডিয়ার সিনেমার মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয়ের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘পুষ্পা টু’। শুধু ভারতে এটি আয় করে ১৫০ কোটি রুপি। এ তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে— ‘বাহুবলি টু’ (১১২ কোটি রুপি), ‘ট্রিপল আর’ (১১০ কোটি রুপি)। ভারতে এ পর্যন্ত অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমাও এখন ‘পুষ্পা টু’ সিনেমার দখলে। এটি আয় করেছে ২৬০ কোটি রুপি। এ তকমা ‘ট্রিপল আর’ (২২২ কোটি রুপি) সিনেমার কব্জায় ছিল। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ‘বাহুবলি টু’ (২১৪ কোটি রুপি), ‘কল্কি’ (১৭০ কোটি রুপি)। ‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে। ‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারাও। বাজেটে আনেন পরিবর্তন। প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি; এবার তা ৪০০-৫০০ কোটি রুপি।

বিপিএলে চিটাগাং কিংসের কানাডিয়ান মডেল

বিপিএলে চিটাগাং কিংসের কানাডিয়ান মডেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আবেদন ক্রিকেটবিশ্বে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। সেই লক্ষ্যে একাদশ আসরের আগে তারা নিত্য-নতুন অনেক উদ্যোগ নিচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলোও টুর্নামেন্টের আমেজ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে নিজেদের মতো করে। নতুন করে পুরোনো মালিকানার অধীনে এবার বিপিএল খেলবে চিটাগাং কিংস। তারা শহীদ আফ্রিদিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে শুরুতে বড় চমক দিয়েছিল। এবার নিয়োগ দিলো এক কানাডিয়ান মডেলকে। শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে তারা জানায়, (ভারতীয় বংশোদ্ভূত) কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলে চট্টগ্রাম কিংসের ‘অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিপিএলই প্রথম নয়, এর আগে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ‍টুর্নামেন্টেও সঞ্চালনা করতে দেখা গেছে ইয়েশা সাগরকে। গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার উপস্থিতি ক্রিকেটভক্তদের মাঝে বেশ সাড়া ফেলে। ক্রীড়া উপস্থাপনার পাশাপাশি ইয়েশা ফিটনেস নিয়েও কাজ করেন। সামাজিক মাধ্যমে স্বাস্থ্য-সচেতনতার বিষয়ে মানুষকে প্রভাবিত করে আসছেন এই কানাডিয়ান মডেল। ফলে তার সঙ্গে চুক্তি রয়েছে খাদ্য ও পুষ্টিজনিত বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে। কানাডার মডেল হিসেবে পরিচিতি পেলেও, ইয়েশা সাগর ভারতীয় বংশোদ্ভূত। ১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। এ ছাড়া পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ইয়েশার। এর আগে চট্টগ্রাম কিংস আসন্ন আসরের জন্য ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করে। বিপিএলের সঙ্গে শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন সাবেক এই পাকিস্তানি কিংবদন্তি। এ ছাড়া দীর্ঘ ৯ বছর পর আবারও বিপিএলে ফিরে ভালো দল গড়ারই চেষ্টা ছিল চট্টগ্রামের। সাকিব আল হাসান, শরিফুল ইসলামরা ছাড়াও বিদেশি ক্যাটাগরিতে মঈন আলি ও অ্যাঞ্জেলো ম্যাথিউসদের দলে ভিড়িয়েছে চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের একাদশ আসরের পর্দা উঠবে আগামী ৩০ ডিসেম্বর।

অবশেষে জামিন পেলেন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন

অবশেষে জামিন পেলেন স্টাইলিশ স্টার আল্লু অর্জুন অবশেষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তেলেগু সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। আজ তেলেঙ্গানা হাই কোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। আজ সকালে জুবলি হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। সেখান থেকে তাকে নেওয়া হয় চিকড়পল্লী থানায়। এরপর নামপল্লী আদালতে তোলা হলে আল্লু অর্জুনকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এরপর আল্লু অর্জুনের আইনজীবী হাই কোর্টের দ্বারস্থ হলে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। হাই কোর্ট জানান, অভিনেতা হলেও একজন নাগরিক হিসেবে আল্লু অর্জুনের অধিকার ও স্বাধীনতা রয়েছে। গত ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ‘পুষ্পা টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে আল্লু অর্জুন উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়ে। ফলে উপচে পড়েন তার ভক্তরা। শত শত দর্শক ভিড় করলে ভেঙে পড়ে সিনেমা হলের প্রধান ফটক। এতে অনেক মানুষ পদদলিত হন; জ্ঞান হারান ৩৯ বছরের রেবতি ও তার কিশোর পুত্র। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে রেবতিকে মৃত ঘোষণা করেন। শিশুটি চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হায়দরাবাদের চিকড়পল্লী থানায় আল্লু অর্জুন, তার নিরাপত্তারক্ষী এবং সন্ধ্যা সিনেমা হলের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করে রেবতির পরিবার। রেবতির পরিবারের অভিযোগ, আল্লু অর্জুনের আগমনের কোনো আগাম খবর দেওয়া হয়নি। প্রেক্ষাগৃহের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। রেবতির মৃত্যুর পর আল্লু অর্জুন তার সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। ‘পুষ্পা টু’ সিনেমার নায়িকা রাশমিকা মান্দানাও রেবতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন। আল্লু অর্জুন রেবতির পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সাহায্য প্রদানের ঘোষণাও দেন। কিন্তু রেবতির মৃত্যুর ৯ দিন দিনের মাথায় গ্রেপ্তার হন আল্লু অর্জুন।

এই শীতে আমার একটাও প্রেমিক নাই: শ্রীলেখা

এই শীতে আমার একটাও প্রেমিক নাই: শ্রীলেখা বরাবরই রাখঢাক ছাড়া কথা বলে থাকেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শীত মৌসুম শুরু হওয়ায় দ্বিধাহীনভাবে নিজের মনের কথা ব্যক্ত করলেন ‘কাঁটাতার’খ্যাত এই অভিনেত্রী। মজারছলে, প্রেমিক না থাকার আফসোসের কথা জানিয়েছেন এই অভিনেত্রী। শ্রীলেখা মিত্র তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লেখেন,  “শীত চলে আসছে, আর আমার একটা প্রেমিক নাই; কতগুলো বছর হয়ে গেল। বলি, এই বেঞ্চমার্ক এত উঁচু কেন আমার? শীতের ভালো ভালো জামাকাপড় পরে বেরুতেই পারছি না।” শ্রীলেখা তার এই পোস্ট মূলত শীতের জামার জন্য দিয়েছেন। এ পোস্টে অনেকে মন্তব্য করেছেন। সেসবের উত্তরে শ্রীলেখা যা বলছেন, তাতে তাই প্রতীয়মান হয়েছে। যেমন শ্রীলেখা লিখেছেন, “জ্যাকেট, টুপি, স্কার্টগুলো কাঁদছে। আর আমি ওদের দুঃখে।” ব্যক্তিগত জীবনে শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। এ সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ দিন সংসার করার পর মানসিক দ্বন্দ্বের কারণে মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান শ্রীলেখা। সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে বড় করেছেন। আর দ্বিতীয়বার বিয়ে করেননি শ্রীলেখা।

পপ তারকা রিতা সুপারম্যান হেনরির সঙ্গে নতুন ছবিতে

পপ তারকা রিতা সুপারম্যান হেনরির সঙ্গে নতুন ছবিতে পপ তারকা রিতা ওরা। অ্যাকশন ধাঁচের ‘ভোলট্রন’ ছবিতে তিনি সুপারম্যান তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে যুক্ত হয়েছেন। এতে জন কিম এবং ড্যানিয়েল কুইন-টয়েকেও অভিনয় করবেন। অ্যামাজন এমজিএম স্টুডিওস প্রযোজনা করছে এই সিনেমা। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই অস্ট্রেলিয়ায় শুরু হবে ‌‘ভোলট্রন’ ছবির শুটিং। তবে এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। জনপ্রিয় জাপানি অ্যানিমে ফ্র্যাঞ্চাইজি ভোলট্রনের ওপর ভিত্তি করে তৈরি হতে যাচ্ছে সিনেমাটি। সেখানে একটি দল মহাকাশের এক্সপ্লোরার একটি বিশাল রোবট ভোলট্রনকে নিয়ন্ত্রণ করে।

অভিষেকের যে জ্ঞান নিমরতকে মুগ্ধ করেছে

অভিষেকের যে জ্ঞান নিমরতকে মুগ্ধ করেছে বেশ কিছুদিন ধরেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিষেক, ঐশ্বরিয়া ও নিমরতের নাম। ‘গুরু’ সিনেমার শুটিংয়ের সময় থেকে অভিষেক ও ঐশ্বরিয়ার প্রেমের শুরু। ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন এই তরকা জুটি। ২০১১ সালে ঐশ্বরিয়া ও অভিষেকের ঘর আলো করে আসে আসে কন্যাসন্তান আরাধ্যা। কিন্তু শোনা যাচ্ছে এই সংসার ভাঙতে চলেছে। আর তখনই এসেছে নিমরত কৌরের নাম। ২০২২-এ ‘দসভি’ সিনেমার শুটিং থেকেই নাকি অভিষেক ও নিমরতের বন্ধুত্ব গড়ে উঠেছে। অনেকের ধারণা এ শুধু বন্ধুত্ব, একজনকে নিয়ে আরেকজনের মুগ্ধতার প্রকাশ শুধুমাত্র বন্ধুত্বের পরিচয় বহন করে না, এই সম্পর্ক তারও বেশি কিছু। অর্থাৎ প্রেমে জড়িয়েছেন এই জুটি! তাদের সম্পর্কের গভীরতা ধরা পড়েছে বেশ কিছু সাক্ষাৎকারে।  নিমরত কর ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, অভিষেকের একটি জ্ঞান তাকে মুগ্ধ করেছে। তাহলো খাওয়াদাওয়া নিয়ে নাকি অভিষেকের বিশেষ আগ্রহ রয়েছে। কোন শহরের কোন গলিতে কী খাবার পাওয়া যায়,  তা জানেন অভিষেক।  দসভি সিনেমার প্রচারের সময় তারা যেখানে যেখানে গিয়েছেন, সেখানে সেখানে অভিষেকের পছন্দের খাবার খেয়েছেন। নিমরত নিজেও নাকি খেতে খুব ভালোবাসেন। উল্লেখ্য, অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্যের মেয়াদ প্রায় ১৫ বছর জেনে একটি টেলিভিশনে সাক্ষাৎকারে বিস্ময় প্রকাশ করেছিলেন নিমরত। যা ঐশ্বরিয়া ভক্তরা ভালোভাবে গ্রহণ করেননি।

দীপিকা কেন মেয়ের আরবি নাম রেখেছেন 

দীপিকা কেন মেয়ের আরবি নাম রেখেছেন মাসখানেক আগে জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন অভিনেতা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। ৮ সেপ্টেম্বর, মুম্বাইয়ে ফুটফুটে এক কন্যাসন্তানের অভিভাবক হয়েছেন এই তারকা জুটি। তার পর থেকেই মেয়েকে নিয়ে নানা পোস্ট দিয়েছেন। কখনও তিনি জানিয়েছেন, সদ্যোজাত বাড়িতে থাকলে কী ভাবে দিন কাটে তাদের। কখনও জানিয়েছেন, একরত্তি সারাটা দিন কী ভাবে এক পায়ে দাঁড় করিয়ে রাখে মা দীপিকাকে। দীপাবলির দিন মেয়ের নাম প্রকাশ্যে আনেন অভিনেত্রী। দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেন দুয়া পাড়ুকোন সিংহের। ‘দুয়া’ আরবি শব্দ ‘দোয়া’ থেকেই এসেছে। যার আভিধানিক অর্থ হল প্রার্থনা। ক্ষেত্র বিশেষে শুভকামনা, শুভেচ্ছা বা আশীর্বাদের সমার্থক শব্দ হিসাবে ‘দোয়া’ শব্দটি ব্যবহার করা হয়। তবে কন্যার নাম কেন ‘দুয়া’ রাখা হল তার কারণও বুঝিয়ে দিয়েছেন দীপিকা। লিখেছেন, “দুয়া কথার অর্থ হল প্রার্থনা। সে আসলে আমাদের প্রার্থনার পুরস্কার। আমাদের হৃদয় ভালবাসা এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ।” তবে গুঞ্জন শোনা যাচ্ছে, সাধারণত তারকারা বাবা ও মায়ের নাম মিলিয়ে সন্তানের নাম রাখেন। যেমনটা করেছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। মেয়ের নাম রেখেছেন ভামিকা, ছেলের নাম রেখেছেন অকায়। রণবীর ও আলিয়ার মেয়ের নাম রাহা। রানি মুখার্জি ও আদিত্য চোপড়ার নাম মিলিয়ে মেয়ের নাম রাখা হয়েছে আদিরা। শাহিদ কপূর ও মীরা কপূরের মেয়ের নাম রাখা হয়েছে মিশা। তবে সে পথে হাঁটেননি রণবীর-দিপিকা। তাদের কন্যাসন্তানেরর নামে মায়ের দিকের আধিপত্য। দুয়া তিন শব্দের এই নামে প্রথম অক্ষর নাকি দীপিকার নামের আদ্যক্ষর, তার পর অভিনেত্রীর মা উজ্জ্বলার নামের প্রথম অক্ষর। এ হচ্ছে অভিনেত্রীর বোন অনিশা থেকে। যদিও রণবীর সিংহের মায়ের নামও অঞ্জু ভবনানি, সে ক্ষেত্রে অনেকের ধারণা শাশুড়িকেও রেখেছেন। তবু ব্রাত্য শুধু রণবীরই। কিন্তু কেন বাবার আদ্যক্ষর থাকল না মেয়ের নামে, সেই নিয়ে নানা মুনির নানা মত। যদিও বরাবরই জীবনের যে কোনও ক্ষেত্রেই সব সময় স্ত্রীকেই এগিয়ে রেখেছেন অভিনেতা। এমনকি দীপিকার সঙ্গে বিয়ের পর রণবীর নিজেকে রণবীর পাড়ুকোন সিংহ বলে পরিচয় দিতেন।

বানরের জন্য ১ কোটি ৪২ লাখ টাকা দিলেন অক্ষয়

বানরের জন্য ১ কোটি ৪২ লাখ টাকা দিলেন অক্ষয় বানরের খাবারের জন্য ১ কোটি রুপি দান করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার দেওয়া এ অর্থ ব্যয় হবে ভারতের অযোধ্যার বানরের দৈনন্দিন খাবারের জন্য। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। এ প্রতিবেদনে জানানো হয়েছে, জগৎগুরু স্বামী রাঘবাচার্যের দিক নির্দেশনায় পরিচালিত হয়ে থাকে অঞ্জনেয়া সেবা ট্রাস্ট। প্রতিষ্ঠানটি অযোধ্যার বানরদের খাওয়ানোর মহৎ পরিকল্পনা হাতে নিয়েছে। সাহায্যের জন্য অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে যোগাযোগ করেন ট্রাস্ট কর্তৃপক্ষ। এ প্রস্তাব পাওয়ার পর বিনাবাক্যে অর্থ সহায়তার সম্মতি দেন অক্ষয়। বানরদের দৈনিক খাওয়ানোর জন্য ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪২ লাখ ১৩ হাজার টাকার বেশি) দান করেছেন ‘খিলাড়ি’খ্যাত এই নায়ক। অঞ্জনেয়া সেবা ট্রাস্টের ট্রাস্টি প্রিয়া গুপ্তা বলেন, ‘আমি জানি, অক্ষয় কুমার খুবই দয়ালু মানুষ। তার ক্রু সদস্য ও সহশিল্পীরা তার কাছে পরিবারের মতো। অক্ষয়ের বাবা হরি ওম, মা অরুণা ভাটিয়া এবং শ্বশুর রাজেশ খান্নার নামে এই অনুদান উৎসর্গ করেছেন তিনি।’ রাবণের বিরুদ্ধে রামের জয়ের নেপথ্যে অযোধ্যার বানরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই বানরদের পবিত্র প্রাণী বলে বিশ্বাস করে রাম ভক্তরা। কিন্তু বানরগুলো খাদ্য সংকটে ভুগছে। তাই এই উদ্যোগ নিয়েছে সংগঠনটি। আর তাদের সঙ্গে যুক্ত হলেন অক্ষয় কুমার।

আমি ৩ মাস চোখে দেখিনি: অজয় দেবগন

আমি ৩ মাস চোখে দেখিনি: অজয় দেবগন বলিউড অভিনেতা অজয় দেবগনের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘সিংহম’। দীর্ঘ বিরতির পর রোহিত শেঠি নির্মাণ করেছেন এ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘সিংহম এগেন’। সবকিছু ঠিক থাকলে আগামী ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সিংহম এগেন’। এরই মধ্যে নন থিয়েটিক্যাল রাইটস বিক্রি করে মোটা অঙ্কের অর্থ আয় করেছেন নির্মাতা রোহিত। কিন্তু এ সিনেমার শুটিং করতে গিয়ে চোখে গুরুতর আঘাত পেয়েছিলেন অজয়। বলিউড সুপারস্টার সালমান খান সিনেমার পাশাপাশি বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করে থাকেন। গত ৬ অক্টোবর আলোচিত এ শোয়ের ১৮তম সিজন শুরু হয়েছে। অতীতের মতো এবারো শোটি সঞ্চালনা করছেন সালমান খান। কয়েক দিন আগে এ শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে চোখে আঘাত পাওয়ার কথা জানান অজয় দেবগন। বিগ বসের মঞ্চে যখন অজয় দেবন পা রাখেন, তখন তার চোখে মোটা এবং রঙিন চশমা ছিল। চোখে কোনো আঘাত পেয়েছেন কিনা তা জানতে চান সালমান খান। জবাবে অজয় দেবগন বলেন, ‘আমাকে ছোট একটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি ২-৩ মাস চোখে দেখিনি। তবে এখন আমি ভালো আছি।’অজয়ের এ কথা শুনে অনেকটা কটাক্ষ করে সালমান খান বলেন, ‘মারামারি করলে তো এমনটা হতেই থাকবে।’ অজয়ের ‘সিংহম এগেন’ সিনেমায় লেডি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। অজয়-দীপিকা ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন— অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রণবীর সিং প্রমুখ। এতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।  রোহিত শেঠি পরিচালিত এ ফ্যাঞ্চাইজির প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহম রিটার্নস’। এ ফ্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়ান অজয়। এবারো রুপালি পর্দায় ‘বাজিরাও সিংহম’-এর গর্জন দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।