সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মো. ইব্রাহিম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত মারফত আলী সরদারের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ও স্থানীয় সূত্র জানান, বুধবার বেলা পৌনে ১১টার দিকে সোনাইচন্ডী হাটে নিয়ে যাওয়ার জন্য ইব্রাহিম তার বাড়ি সংলগ্ন রাস্তার নিচে স্টিয়ারিং গাড়িতে গরু তুলে গাড়িটি রাস্তায় নেয়ার সময় উল্টে যায়। এসময় ইব্রাহিম গাছের সাথে চাপা পড়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

বিয়ের পিঁড়িতে বসা হলো না প্রয়াস কর্মী জসিমের

বিয়ের পিঁড়িতে বসা হলো না প্রয়াস কর্মী জসিমের আগামীকাল শুক্রবার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল জসিম উদ্দিনের। চোখে-মুখেও ছিল দাম্পত্য জীবন শুরুর স্বপ্ন। কিন্তু তার সে স্বপ্ন নিমিষেই মিশে গেল। আজ বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের সাথে সংঘর্ষে প্রাণ হারান জসিম উদ্দিন। জসিম গোমস্তাপুর উপজেলার বেগমনগর গ্রামের সফিকুল ইসলামের ছেলে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৬২ মহাদেবপুরের মহিষবাথানে চাকুরি করতেন। স্থানীয় ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন জানান, জসিম উদ্দিন মোটরসাইকেলে করে যাওয়ার সময় দেবীপুর মোড়ে পৌঁছালে গ্রামের মধ্যে থেকে উঠে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকেই তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। বিষয়টি নিয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি। জসিম উদ্দিন ২০২৩ সালের ৯ জানুয়ারি প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিতে যোগদান করেন। তিনি প্রয়াসের ইউনিট-৬২ (মহিষবাথান), মহাদেবপুর, নওগাঁ অফিসে প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার পদে কর্মরত ছিলেন। তার এই অকাল মৃত্যুতে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা। এদিকে জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. হাসিব হোসেন। গতকাল বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি বলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৬২ (মহিষবাথান) অফিসের প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার জসিম উদ্দিনের মৃত্যুতে প্রয়াস পরিবারের সকলে মর্মাহত ও গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি। আজ রাত ৯টায় স্থানীয় গোরস্থানে জসিম উদ্দিনের জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় প্রয়াসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

গোমস্তাপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

গোমস্তাপুরে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি গোমস্তাপুরে গ্রামীণব্যাংকের দুটি শাখা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। আজ সকালে ওই দুটি শাখায় উপকারভোগী সদস্যদের মধ্যে গাছের চারাগুলো বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রামীণব্যাংকের গোমস্তাপুর এরিয়া ম্যানেজার মোহাম্মদ মুশফিকুর রহমান, গোমস্তাপুর শাখা ব্যবস্থাপক আজমল হোসেন, চৌডালা শাখার ব্যবস্থাপক আবুল কাইয়ূমসহ বিভিন্ন শাখার ঋন উপকারভোগীরা। উল্লেখ্য, সারাদেশ ব্যাপি গ্রামীণ ব্যাংক এই কর্মসূচি পালন করে যাচ্ছে। এরমধ্যে রাজশাহী জোনের গোমস্তাপুর এরিয়ার ১১টি শাখার সদস্যের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ২০০জনকে চারা বিতরণ করা হবে হবে তারা জানান।

গোমস্তাপুরে ফেনসিডিলসহ নীলফমারারীর যুবক আটক

গোমস্তাপুরে ফেনসিডিলসহ নীলফমারারীর যুবক আটক   গোমস্তাপুরে সড়কে চেকপোষ্ট বসিয়ে একটি অটোরিক্সাযোগে পাচারকালে ৩০৫ বোতল ফেনসিডিলসহ নীলফমারীর যুবককে আটক করেছে র‌্যাব। সে ডোমার থানার সুধুর আড্ডা আন্ধারের মোড় এলাকার মৃত মোকসেদের ছেলে শাহীন। গতকাল রাতে চৌডালা ই্উনিয়নের শুক্রবাড়ী গরিয়া বাজার এলাকায় জেলার শিবগঞ্জের কানসাট থেকে গোমস্তাপুরগামী  সড়কের উপর অভিযানটি চালানো হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহীন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ  সকলের চোখ ফাঁকি দিয়ে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। গোয়েন্দা খবরের ভিত্তিতে র‌্যাব গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে বলে জানায় র‌্যাব।

গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি  প্রণোদনা বিতরণ

গোমস্তাপুরে কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি  প্রণোদনা বিতরণ গোমস্তাপুরে চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৩১ হাজার ৮৬০ জন তালিকাভুক্ত কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি  প্রণোদনা বিতরন। গ্রাম,পাড়া-মহল্লা থেকে এসে নিজ দায়িত্বে এই প্রণোদনা নিয়ে  গেছেন তারা। এর মধ্যে উপজেলা কৃষি বিভাগের তত্বাবধানে নারী কৃষকদেরও তালিকা অনুযায়ী সুষ্ঠুভাবে সার-বীজ বিতরণ করা হয়। এদিকে প্রণোদনার ফসল করে অনেক কৃষক লাভবান হয়েছেন। সরকারি এই প্রণোদনা পেয়ে তারা উচ্ছ্সিত হয়েছেন। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছেন, চলতি অর্থবছরে তালিকাভূক্ত কৃষকদের মধ্যে আউস ধানের প্রণোদনা পেয়েছেন ৬ হাজার ৫০০ জন, আমন ধানের ১৬০০ জন। প্রণোদনা হিসেবে তাদেরকে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০  কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও বোরো মৌসুমে ৫ হাজার জনকে ২ কেজি করে হাইব্রিড ও ৬ হাজার ১০০ জনকে ৫ কেজি করে উফসী জাতের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পেয়েছেন। সরিষা প্রণোদনা পেয়েছেন ৬ হাজার ৯৫০ জন, গম ৩ হাজার জন, ভুট্টা ৯০০ জন, মাসকালাই ১ হাজার ২০০ জন, খেসারী ২০০ জন, মসুর ১৫০ জন, মুগ ১১০ জন ও শীতকালীন পেঁয়াজ ১৫০ জনকে প্রণোদনা দেওয়া হয়েছে। দোষীমনি কাঁঠাল গ্রামের কৃষক আবুল কালাম বলেন লিজসহ ৪ বিঘা জমিতে আউস ধান চাষাবাদ করেছেন। এর মধ্যে তিনি ১ বিঘার জন্য প্রনোদনা হিসেবে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পেয়েছেন। ওই বীজ বপন করে ভালো চারা তৈরি হয়েছে। রোপনকৃত চারা জমিকে ভাল  হয়েছে। ফসল উৎপাদন ভাল হবে বলে তিনি ধারণা করছেন । এভাবে সরকার বিনামূল্যে বীজ ও সার দিলে কৃষকরা উপকৃত হবে। বাইরুল,সালাম,এমদাদুল, রবিউল ইসলামসহ অনেক কৃষক জানান, তারাও বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়েছেন। বীজগুলো মান ভাল। বাইরের বীজ কিনলে অনেকসময় ভাল হয়না। আমরা নিজ খরচে উপজেলা কৃষি অফিস থেকে এই প্রণোদনা নিয়ে এসেছি। ৫ জনের গ্রুপ করে আমাদের বীজ ও দুই রকমের সার দিয়েছে। তাজকেরা নামে এক নারী কৃষক জানান, তিনি মেয়ে হিসেবে বিনামূল্যে বীজ ও সার পেয়ে বেশ খুশি। তিনি কখন ভাবিনি এগুলো পাব। তার বিলে ও বরিন্দে জমি রয়েছে। যার জমি রয়েছে তারা সবাই পাবে এটা তার প্রত্যাশা। ফখরুদ্দিন নামে এক কৃষক বলেন, কৃষি অফিস থেকে এক বিঘা জমির জন্য সরিষার বীজ ও সার পেয়েছেন। সার কিনতে হয়নি। ভাল উৎপাদন হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা তাকে কখন কি করতে হবে সেটার পরামর্শ দিয়েছিলেন। আমন প্রণোদনা নিতে আসা বৃদ্ধ নুরুল ইসলাম বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে আনন্দ মনে হয়েছে। কিন্তু এই বয়সে কৃষি অফিসে এসে নিতে কষ্ট হচ্ছে। তবে কষ্ট হলেও প্রকৃত কৃষকরাই পাচ্ছেন। যেকেউ নিতে পারছেন না। সরকার আমাদের মত কৃষকদের প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করছেন।  গোমস্তাপুর ইউনিয়নের ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ আল  ফুয়াদ জানান, কৃষি প্রণোদনা পেয়ে কৃষকরা উপকৃত হচ্ছেন। এসব বীজ পেয়ে কৃষকরা মাঠে চাষাবাদ করছেন। ভাল ফলনে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে।  গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা  তানভীর আহমেদ সরকার বলেন,  উপজেলার ৩১ হাজার ৮৬০জন কে চলতি অর্থবছরে বিভিন্ন ধরণের বীজ ও সার পেয়েছেন। বিনামূল্যে এসব পাওয়ার কৃষকরা উপকৃত হয়েছেন। উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হচ্ছে ধান, গম, সরিষাসহ বিভিন্ন ধরণের ফসল। এতে করে বিভিন্ন ফসলের চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। তিনি  আর ও জানান সঠিক সময়ে সঠিক  সঠিক কৃষককে  কৃষি বান্ধব সরকারের প্রণোদনা  তুলে দিতে বদ্ধপরিকর  উপজেলা প্রশাসন  ও কৃষি বিভাগ প্রণোদনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে প্রণোদনা  কমিটির সভাপতি  ও উপজেলা নির্বাহী অফিসার  নিশাত আনজুম অনন্যা বলেন মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ যাচাই বাছাইপূর্বক প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন করে এবং কমিটির সর্বসম্মতিতে অনুমোদনপূর্বক প্রকৃত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা  বিতরণ করা হয়। এক্ষেত্রে, সরকারের  কৃষি বিভাগের বরাদ্দসমূহ নীতিমালার আলোকে  সুষ্ঠুভাবে  কৃষকদের মাঝে বন্টন করা হয় ।      

র‌্যাবের পৃথক অভিযানে সাড়ে ৫ হাজার ইয়াবা ও পৌঁনে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭

র‌্যাবের পৃথক অভিযানে সাড়ে ৫ হাজার ইয়াবা ও পৌঁনে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৭  গোমস্তাপুরে র‌্যাবের পৃথক দুটি অভিযানে ৫ হাজার ৫ শত পিস ইয়াবা ও ৬৫০ গ্রাম গাঁজাসহ ৭ কারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- জয়পুরহাটের পাঁচবিবি থানার রেলকলোনি এলাকার কবির তালুকদারের ছেলে শামিম তালুকদার এবং গোমস্তাপুরের শহিদুল, আলাউদ্দিন, শিহাব, ফয়সাল, কাওসার ও রনি। আজ চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিকেলে রহনপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামে ৫,৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয় শামিম। এর আগে রহনপুর পৌর নুনগোলা এলাকায় থেকে ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয় গোমস্তাপুরের ৬ জন। উভয় ঘটনায় গোমস্তাপুর থানায় পৃথক মামলা হয়েছে।

চাঁপাইনবাবঞ্জে পৃথক হত্যা ও অস্ত্র মামলায় ২ জনের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে দুটি পৃথক হত্যা ও অস্ত্র মামলায় নাসিম আলী ও জাহিরুল ইসলাম নামে দুজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে হত্যা মামলায় নাসিমকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত। অপরদিকে অস্ত্র মামলায় জাহিরুলকে পৃথক অপর এক ধারায় আরও ৭ বছর কারাদন্ডের আদেশ দেয় আদালত। আদেশে উল্লেখ করা হয় জাহিরুলকে যাবজ্জীবন দন্ড ভোগের পর ৭ বছর দন্ড ভোগ করতে হবে। আজ চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ হিসেবে হত্যা মামলার ও সিনিয়র ষ্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক হিসেবে অস্ত্র মামলার রায় ঘোষণা করেন মোহা: আদীব আলী। এ সময় উভয় আসামী অনুপস্থিত(পলাতক) ছিলেন। হত্যা মামলায় দন্ডিত নাসিম জেলার শিবগঞ্জ উপজেলার তর্তিপুর আলীডাঙ্গা গ্রামের মো. সেসরুলের ছেলে। হত্যার শিকার রংমিস্ত্রী জিয়াউর রহমান টকিন তর্তিপুরের মানিরুল ইসলামের ছেলে। অস্ত্র মামলায় দন্ডিত জাহিরুল জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সাদিকুল ইসলাম কুলুর ছেলে। রাষ্টপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম হত্যা মামলার ব্যাপারে বলেন, ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর রাতে মোবাইল কেড়ে নেবার জন্য বাড়ির নিকটে টকিনকে লঠি দিয়ে পিটিয়ে হত্যা করে নাসিম ও তার এক কিশোর সহযোগি। এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন টকিনের পিতা মানিরুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক আবু আবদুল্লাহ জাহিদ ২০১৭ সালের ৩১ অক্টোবর ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে র্চার্জশীট দাখিল করেন। ১৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত রবিবার নাসিমকে দোষি সাব্যস্ত করে সাজা প্রদান করেন। মামলার কিশোর আসামীর বিচার শিশু আদালতে চলছে। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. শফিক এনায়েতুল্লাহ। অস্ত্র মামলার ব্যাপারে পিপি বলেন, ২০২২ সালের ৩১ মে রাতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নের সড়গ্রাম বালিকা বিদ্যালয় এলাকা থেকে জাহিরুল গ্রেপ্তার হয়। এ ঘটনায় পরদিন গোমস্তাপুর থানায় র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক আকরামুল হক জাহিরুলকে একমাত্র আসামী করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস ২০২২ সালের ৩০ জুন বিক্রির উদ্দেশ্যে বেআইনি অস্ত্র হেফাজতে রাখায় একমাত্র জাহিরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৯ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত জাহিরুলকে দোষি সাব্যস্ত করে সাজা দেন । আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড. রেজাউল আহসান রহিম।

রহনপুর পৌরসভার নিম্নআয় এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রহনপুর পৌরসভার নিম্নআয় এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রহনপুর পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প-আইইউজিআইপি’র নিম্নআয় এলাকা উন্নয়ন কমিটি লিনিক গঠন ও সদস্যদের দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুর পৌরসভার কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গভর্নেন্স ইম্প্রুভমেন্ট আ্যন্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট জিআইসিডি কনসালটেন্সির সহযোগীতায় অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন। প্রধান অতিথি ছিলেন আইইউজিআইপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ফুলকাম বাদশাহ্। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন এলজিইডি ভবনের ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ কাজী লিয়াকত আলী, আঞ্চলিক সমন্বয়কারী (সিএম) আব্দুল মজিদ, জুনিয়র জিডিপিএ বিশেষজ্ঞ এনএন নাসরীন। দিনব্যাপি কর্মশালায় মেয়র, পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, কাউন্সিলর, পৌরকর্মচারী ও লিনিক সদস্য উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে মোট ৪২ জন অংশ গ্রহণ করেন। কর্মশালায় নগর পরিচালনা এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্প-আইইউজিআইপি উদ্দেশ্য ও কার্যক্রম, নিম্নআয় এলাকা উন্নয়ন কার্যক্রমে, কমিউনিটি মবিলাইজেশনে পদক্ষেপ, পরিবারের বৈশিষ্ট্য জনগোষ্ঠীর সঙ্গে পরিচিতি, দলগঠন, উন্নয়ন কমিটি ও দায়িত্ব, নির্বাচন পরিচালনা পদ্ধতি, কমিউনিটি কর্ম-পরিকল্পনা প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন, উপপ্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নে বিভিন্ন ধাপ, লিনিক কমিটির গঠনের প্রয়োজনীয়তাসহ আর্থ সামাজিক ও দক্ষতা উন্নয়ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়।

গোমস্তাপুরে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা

গোমস্তাপুরে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিকাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) পদ্ধতি অনুসরণ করে আম উৎপাদন ও আমজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং তাজা আম ও এর পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধি সম্পর্কে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রহনপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অুনষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন-বিএমপিএমএ এই কর্মশালার আয়োজন করে। বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সোহরাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের উপপরিচালক মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিম, বিএমপিএমএ’র সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের পরিচালক কৃষিবিদ মো. জহুরুল ইসলাম। কর্মশালায় মানবদেহের জন্য নিরাপদ কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি, আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হলে অংশগ্রহণকারী আমচাষি ও ব্যবসায়ীরা গ্যাপ ও এইচএসিসিপি পদ্ধতি অনুসরণ করে নিরাপদ উপায়ে আম উৎপাদন ও বাজারজাতের অঙ্গীকার করেন। নির্ধারিত ৭০ জন ছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গোমস্তাপুরে আমন ধানের বীজ পাচ্ছেন ১৬০০ জন কৃষক

গোমস্তাপুরে আমন ধানের বীজ পাচ্ছেন ১৬০০ জন কৃষক গোমস্তাপুরে চলতি রোপা আমন মৌসুমে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন ১ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। এই উপলক্ষ্যে আজ সকালে উপজেল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুর আয়োজিত বিতরনী উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার লাবনী, কৃষক রবিউল ইসলামসহ অন্যরা। উল্লেখ্য চলতি ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-২/২০২৪/২৫ মৌসুমে রোপা আমণ ধান চাষাবাদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রতিজন কৃষক ৫ কেজি উফসি রোপা ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।