গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১০ টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদ, রহনপুর তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত) ইনচার্জ সুজাউদ্দৌলা, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব,চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
গোমস্তাপুরে যাকাতের চেক বিতরণ

গোমস্তাপুরে যাকাতের চেক বিতরণ গোমস্তাপুরে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহের নিমিত্তে উদ্ধুদ্ধকরন ও ২০২৩-২৪ অর্থ বছরের হত দরিদ্রদের মাঝে যাকাত বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বেলা এগারোটায় উপজেলা সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকি কামাল, ইসলামিক ফাউ-েশনের ফিল্ড সুপার ভাইজার আনোয়ারুল হক, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার কাওসার জামান প্রমুখ। অনুষ্ঠানে দুঃস্থ, অসহায়, হতদরিদ্র ৪১ জনকে চেকের মাধ্যমে ছয় হাজার টাকা করে যাকাতের টাকা বিরতন করা হয়।
গোমস্তাপুরে জাতীয় শহীদ সেনা দিবস ও স্থানীয় সরকার দিবস উদযাপন

গোমস্তাপুরে জাতীয় শহীদ সেনা দিবস ও স্থানীয় সরকার দিবস উদযাপন গোমস্তাপুরে জাতীয় শহীদ সেনা দিবস ও জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে আজ সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বেলা দশটায় শোভাাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার । অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াসিম আকরাম, শিক্ষা অফিসার ইছাহাক আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আমিরুল ইসলাম, রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক আব্দুল মুকিত আপেল। এ ছাড়া রহনপুর পৌরসভা ও রাধানগর ইউনিয়ন পরিষদ জাতীয় স্থানীয় সরকার দিবসটি পালন করেন। রাধানগর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শোভাাযাত্রা বের করা হয়। পরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল রাকিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।
গোমস্তাপুরের রাধানগরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

গোমস্তাপুরের রাধানগরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাধানগর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের সভাপতিত্বে গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আব্দুল রাকিব ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এসময় গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ উপস্থিত ছিলেন। সভায় ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন। সভায় বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের পদ্ধতি, মামলার ফিস, সমন প্রদান পদ্ধতি, গ্রাম আদালত গঠন, এখতিয়ার, বিচারিক প্রক্রিয়ায়, নিষ্পত্তির সময়সীমা, ক্ষতিপূরণ আদায়সহ আইনের বিভিন্ন ধারা ও বিধি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালতের উপর একটি নাটক প্রদর্শনী করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালত বিষয়ে অংশ গ্রহণকারীর মতামত ও সুপারিশ নেয়া হয়।
গোমস্তাপুরে বিশ্ব চিন্তা দিবস পালিত

গোমস্তাপুরে বিশ্ব চিন্তা দিবস পালিত গোমস্তাপুরে বিশ্ব চিন্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠা লর্ড বেডেন পাওয়েল এবং বিশ্ব চীফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল দম্পতির জন্মদিন উপলক্ষে এই দিবসটি পালন করা হচ্ছে। আজ সকালে রহনপুর মহিলা কলেজ মিলনায়তনে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন গোমস্তাপুর উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আজিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমী সুপারভাইজার আসমা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন সদস্যরা।
গোমস্তাপুরে পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গোমস্তাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোমস্তাপুর উপজেলার আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীনবরণ এবং সুপ্রীম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার হাসানুজ্জামান রিপনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন সুপ্রীম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা জজ) হাসানুজ্জামান রিপন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার আসমা খাতুন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, ব্যবসায়ী ও সমাজসেবক খাইরুল ইসলাম, অভিভাবক রুহুল আমিন। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ছাত্রি খাতিজা খাতুন, মাহমুদা খাতুন, আনিকা রহমান, বিদায়ী শিক্ষার্থী তাননিম খাতুন, প্রাক্তন ছাত্রী জয়নব খাতুন। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, রেজিস্ট্রার (জেলা জজ) হাসানুজ্জামান রিপনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোমস্তাপুরে তারণ্য ও প্রাইমারী ফুটবল ক্যাম্পের সমাপনী

গোমস্তাপুরে তারণ্য ও প্রাইমারী ফুটবল ক্যাম্পের সমাপনী গোমস্তাপুর ২১ দিন ব্যাপী তারুণ্য ও প্রাইমারি ফুটবল ক্যাম্প শেষ হয়েছে। আজ বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজ মাঠে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও রহনপুর ফুটবলদলের সহযোগিতায় অনুষ্ঠিত সমাপনী ফুটবল খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কমকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আসাহাবুর রহমান, বাফুফের কোচ আব্দুর রাজ্জাক, কোচ মিনার, ফুটবল ক্যাম্পর পরিচালক ইফতিখার মাসরুর শুভ, ক্যাম্প সহযোগী পরিচালক আজিজুল রহমান আজু ও শামসুদ্দিন। উল্লেখ্য ৬০ মেধাবী ফুটবলার ও ৩০ জন আবাসিক ক্যাম্প খেলোয়াড় এ ক্যাম্পে প্রশিক্ষণে অংশ নেন।
জেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন যথাযথ মর্যাদায় ও ভাবগার্ম্ভীর্যের সাথে এবং বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ভাষা শহিদদের সম্মান ও স্মৃতির উদ্দেশ্যে পূস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এরপর পুলিশ কর্মকর্তাদের নিয়ে পূষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার রেজউল করিম। এরপর বীর মুক্তিযোদ্ধাগণ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও নেতৃবন্দ এবং সকল স্তরের ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আজ সকালে বিভিন্ন ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলণ করা হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি’-অমর এই গান গাইতে গাইতে খালি পায়ে প্রভাত ফেরী করে শহিদ মিনারে ফুল দেয় বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শিক্ষক-শিক্ষার্থীরা। দিবসটি উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন,আবৃত্তি, সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে পুরাতন ষ্টেডিয়ামে শহিদ দিবসের তাৎপর্য, মহান মুক্তিযুদ্ধে ভাষা আন্দোলনের চেতনার ভূমিকা তুলে ধরে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে, শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়েছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ভাষা শহীদের সম্মান জানাতে এ সময় তারা কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা ও ভাষা শহীদের প্রতীক শোক পতাকা উত্তোলন করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, ও ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌসসহ অন্যরা। অন্যদিকে শিবগঞ্জ পৌরসভা, কানসাট, চককীর্তি, ছত্রাজিতপুর, দূর্লভপুর, মনাকষা, বিনোদপুর, শ্যামপুর, পাঁকা ও দাইপুখুরিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পৃথক পৃথকভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে বিভিন্ন কর্মসূচি পালন করে। এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, গোমস্তাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে। উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল ২১শের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষা শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ২১শের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন , উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা সহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আজ সকালে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। বক্তব্য দেন, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। পরে আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া দেন অতিথিরা। এছাড়া,নাচোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদায় উদযাপিত হয়েছে। ২১ফেব্রুয়ারীর প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার নীলুফারসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুস্পস্থাবক অর্পন করেন। সকালে প্রভাত ফেরীর মাধ্যমে নাচোল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুষ্পস্থাবক অর্পন করে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশের সর্বত্রই আজ সীমিতভাবে প্রভাতফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে শহীদদের স্মৃতির প্রতি। এদিকে, আজ সকালে চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে প্রভাত ফেরি, পুষ্পার্ঘ্য অর্পণের আয়োজন করা হয়। জেলা শহরের বেলেপুকুর থেকে প্রভাত ফেরি শুরু হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। প্রভাতফেরিতে অংশ নেন, প্রয়াসের কণিষ্ঠ সহকারি পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, রেডিও মহানন্দার সহকারি ষ্টেশন ম্যানেজার রেজাউল করিম, স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরাসহ প্রয়াসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। আজ গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন । সভায় গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আলাউদ্দিন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম । এ সময় গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ ও ওই ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর আতিকুর রহমান উপস্থিত ছিলেন। সভায় ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন। সভায় বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে- প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের পদ্ধতি, মামলার ফিস, সমন প্রদান পদ্ধতি, গ্রাম আদালত গঠন, এখতিয়ার, বিচারিক প্রক্রিয়ায়, নিষ্পত্তির সময়সীমা, ক্ষতিপূরণ আদায়সহ আইনের বিভিন্ন ধারা ও বিধি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালতের উপর একটি নাটক প্রদর্শনী করা হয় এবং অংশ গ্রহণকারীর মতামত ও সুপারিশ নেওয়া হয়।
গোমস্তাপুরে দুই শিক্ষককের বিদায় সংবর্ধনা

গোমস্তাপুরে দুই শিক্ষককের বিদায় সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর মহিলা কলেজের দুই শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় রহনপুর মহিলা কলেজের হলরুমে ওই দুই শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষকরা হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোসা. রিজিয়া খাতুন ও ইতিহাস বিভাগের প্রভাষক মহা. মাইনুল আহসান হাবিব। রহনপুর মহিলা কলেজ পরিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ আজিজুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসাহাক আলি, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মতিউর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা নারগিস, ইতিহাস বিভাগের শিক্ষক প্রভাষক আবুল কালাম আজাদ, বিদায়ী শিক্ষক রিজিয়া খাতুন ও মাইনুল আহসান হাবিব, শিক্ষার্থী ইসরাত জাহান ও ফারিয়া তাসনিম। পরে বিদায়ী দুই শিক্ষকের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।