রহনপুরে নুনগোলায় নতুন ঢাকা বাস টার্মিনালের উদ্বোধন
রহনপুরে নুনগোলায় নতুন ঢাকা বাস টার্মিনালের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ঢাকাগামী বাস টার্মিনালের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে ফিতা কেটে এই টার্মিনালের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান। রহনপুর পৌর এলাকার নুনগোলায় এই টার্মিনাল উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান। প্রসঙ্গত, রহনপুর স্টেশন বাজারে ঢাকাগামী এই বাসস্ট্যান্ডটি অবস্থিত ছিল। সেটি স্থানান্তর হয়ে আগামী ১ জানুয়ারি থেকে ভোলাহাট-রহনপুর সড়কের নুনগোলায় এই নতুন টার্মিনাল থেকে নৈশকোচগুলো ছেড়ে যাবে।
গোমস্তাপুরে ডিবির অভিযানে ফেনসিডিল জব্দ দুজন আটক
গোমস্তাপুরে ডিবির অভিযানে ফেনসিডিল জব্দ দুজন আটক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৭০ বোতল কথিত ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে। আটককৃতরা হলেন- উপজেলার পাঁচটিকরী গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মো. জাহিরুল ইসলাম (৪০) ও মো. সাইদুর রহমানের ছেলে মো. ওয়াসিম রেজা (৩৮)। গত শনিবার দিবাগত মধ্যরাতে জেলার গোমস্তাপুর উপজেলার মকরমপুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, শনিবার দিবাগত মধ্য রাতে এসআই পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মকরমপুর টোল প্লাজার সামনে অভিযান চালায়। এসময় ৭০ বোতল কথিত ফেনসিডিলসহ মো. জাহিরুল ইসলাম ও মো. ওয়াসিম রেজাকে আটক করা হয়।
বিভিন্ন কর্মসূচিতে বড়দিন উদযাপন
বিভিন্ন কর্মসূচিতে বড়দিন উদযাপন চাঁপাইনবাবগঞ্জে আজ প্রার্থনা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে বড়দিন উদযাপিত হয়েছে। বেলা ১১টার দিকে সদর উপজেলার আমনুরা লুথারেন মিশনে কেক কেটে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার তাছিমিনা খাতুন, মিশনটির ফাদার রেভারেন সুবান কিসুক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলিপ রায়, সদর উপজেলা শাখার সভাপতি অর্জন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক হিংগু মুর্মুসহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে বড়দিন উদযাপিত হয়। রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চে সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, পুলিশ সুপার রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম রহনপুর ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন। রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চের ফাদার সুশান্ত কস্তা বলেন, শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করা হচ্ছে। আদিবাসী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক লুইস টুডু বলেন, গতকাল রাত সাড়ে ৮টায় খ্রিষ্টযোগ, ওই দিন দিবাগত রাত ১২টা ১ মিনিটে যিশুর জন্মের প্রার্থনা ও সকালে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ দিনব্যাপী রহনপুর রাঙ্গামাটিয়া মাঠে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত রয়েছে।
গোমস্তাপুরে হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উদযাপন
গোমস্তাপুরে হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পূর্তি উদযাপন কমিটির আয়োজনে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রহনপুর শহর প্রদক্ষিণ করে একই এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩৩ বছর পূর্তি উদ্যাপন কমিটি আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব। প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মো. যহুর আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন— একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ জিয়াউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুশান্ত চন্দ্র বর্মনসহ অন্যরা। আলোচনা শেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোমস্তাপুরে ২৫ জন মৎস্যচাষিকে নিয়ে দুই দিনের প্রশিক্ষণ
গোমস্তাপুরে ২৫ জন মৎস্যচাষিকে নিয়ে দুই দিনের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্ম এলাকার সহস্রাধিক মৎস্যচাষি নারী ও পুরুষকে প্রশিক্ষণ দিয়েছে সংস্থাটি। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় এইসব চাষিকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সেই সঙ্গে প্রযুক্তি সহায়তাও দেয়া হচ্ছে তাদের। এরই ধারাবাহিকতায় বুধবার থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় প্রয়াসের রহনপুর শাখার অধীনে ২৫ জন মৎস্যচাষিকে নিয়ে দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। উত্তম ব্যবস্থাপনায় মাছচাষ বিষয়ক এই প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক ছিলেন- গোমস্তাপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. নাসির উদ্দিন, প্রয়াসের মৎস্য কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক। প্রশিক্ষণে পুকুর নির্বাচন, পুকুর প্রস্তুতি, পুকুরকে মাছচাষের উপযোগী করার কৌশল, প্রজাতি নির্বাচন, পোনা মজুত, চুন ও সার প্রয়োগ পদ্ধতি, মাছচাষে সাধারণ সমস্যা ও সমাধান, মাছের রোগ ও প্রতিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। প্রয়াসের মৎস্য কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন- ২০১৩-১৪ অর্থবছর থেকে পিকেএসএফ’র সহযোগিতায় এই প্রকল্পটি শুরু হয়। প্রয়াসের সমিতিভুক্ত সদস্যরা মাছচাষে প্রশিক্ষণ নিয়ে অনেকেই লাভবান হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে বিজয় সংবর্ধনা, বিজয় মেলা উদ্বোধনসহ নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। আজ সূর্যোদযের সাথে সাথে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনি ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরই জেলা প্রশাসক কার্ডালয় চত্বরে জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলকের বেদীতে জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে জেলা পুলিশ, প্রধান নির্বাহী(উপ-সচিব) আফাজ উদ্দিনের নেতৃত্বে জেলা পরিষদ, পৌর প্রশাসক(উপ-সচিব) দেবেন্দ্র নাথ উর^াও এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক,সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। পরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উরাওয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের সবাইকে বৈষম্যহীন সবাজ ও রাষ্ট্র গড়ে তুলতে কাজ করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশীদ ও পুলিশ সুপার রেজাউল করিম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দীনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয়। সংবর্ধনা ও আলোচনা সভা শেষে স্টেডিয়াম প্রাঙ্গণে ২দিনব্যাপী বিজয়মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। শিবগঞ্জে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামন আল ইমরানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, বীর মুত্তিযোদ্ধা তসলিম উদ্দিন, তরিকুল আলম, বজলার রশিদ সনু, জোবায়ের আলী, আব্দুল মান্নান, আব্দুল হামিদসহ অন্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিগণ। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন। আলোচনার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়। অন্যদিকে, বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে গোমস্তাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে। জাতীয় পতাকা উত্তোলন, রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, প্রতিকী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা, মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, খেলাধূলা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ওই মাঠে বিজয় মেলার ১৬টি স্টল অংশ নেয়। পরে রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আকতার আলি কচি খান ও তোজাম্মেল হোসেন সাপাটু, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
রহনপুর ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করলেন নেপাল দুতাবাসের ঢাকা মিশনের উপ-প্রধান
রহনপুর ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করলেন নেপাল দুতাবাসের ঢাকা মিশনের উপ-প্রধান রহনপুর ট্রানজিট পয়েন্ট পরিদর্শন করলেন নেপাল দুতাবাসের ঢাকা মিশনের উপ-প্রধান মিস ললিতা শীলওয়াল। আজ দুপুর ২ টায় স্হলযোগে তিনি রহনপুর রেলওয়ে স্টেশনে পৌছান। সেখান থেকে তিনি রেলের ইঞ্জিনচালিত মোটর ট্রলিতে করে বাঙ্গাবাড়ি ইউনিয়ের শিবরামপুর পয়েন্টে যান। ওইখানে বাংলাদেশের জিরো পয়েন্ট ঘুরে দেখেন। সেখানে নওগাঁর ১৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাঙ্গাবাড়ি বিওপি’র সদস্যরা অতিথিদের বরণ করেন। এ সময় নেপাল দুতাবাসের ঢাকা মিশনের দ্বিতীয় সচিব মিস ইয়োজানা বামজান, বাংলাদেশ রেলওয়ের ইন্টারচেঞ্জ শাখার উপপরিচালক মো: মিহরাবুর রশিদ খান ও রহনপুর রেলওয়ে স্টেশনের মাষ্টার মো: মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। নেপাল দুতাবাসের ঢাকা মিশনের উপপ্রধান ললিতা শীলওয়াল সাংবাদিকদের জানান, বাংলাদেশের এ ট্রানজিট পয়েন্টটি তাদের একটি নিয়মিত পরিদর্শনের অংশ। তিনি এ রুটটি তাদের দেশের জন্য একটি সহজ ও সাশ্রয়ী ট্রানজিট রুট এবং এ রুট ব্যবহার করে তারা লাভবান হচ্ছে। এ জন্য তিনি সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশ রেলওয়ের ইন্টারচেঞ্জ শাখার উপপরিচালক মো: মিহরাবুর রশিদ খান জানান, বাংলাদেশ রেলওয়ের আওতায় আন্ত:দেশীয় যোগাযোগের জন্য ৫ টি ট্রানজিট ইন্টারচেঞ্জ পয়েন্টের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও দিনাজপুরের বিরল। তাই গুরুত্ব বিবেচনায় কিভাবে এ পয়েন্ট দিয়ে বানিজ্য বাড়ানো যায় এজন্যই আজকের এ পরিদর্শণ। প্রসঙ্গত, ১৯৭৮ সালে ৪২ কিলোমিটার ভারতীয় অংশের ট্রানজিট নিয়ে পণ্য পরিবরহন করে থাকে নেপাল। বাংলাদেশের মোংলা ও চট্টগ্রাম বন্দ্র হয়ে বাংলাদেশ-ভারত-নেপাল ট্রানজিট ব্যবহার করে রাসায়নিক সার আমদানী করে থাকে নেপাল ।
গোমস্তাপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনাসভা
গোমস্তাপুরে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনাসভা গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেলসহ অন্যরা। এছাড়া আলোচনার শুরুতে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
গোমস্তাপুরে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা
গোমস্তাপুরে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা গোমস্তাপুরে বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইমপ্রুভড সাসটেইনেবল অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্প আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের চাঁপাইনবাবগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মোমেনা খাতুন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। স্বাগত ও প্রেজেন্টেশন মাধ্যমে বক্তব্য দেন মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার এমআরএসসি জেলা সমন্বয়ক আশিকুজ্জামান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাস,প্রত্যাশা প্রকল্পের সুবিধাভোগী বোয়ালিয়া ইউনিয়নের সাবেরা বেগম ও নাজিরা বেগম। এতে সরকারী ও বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয় ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ থেকে ৬২ হাজার ৯৩৩ জন বিদেশ গেছেন। গোমস্তাপুর উপজেলায় এই প্রকল্প ৪ টি ইউনিয়নে চলমান রয়েছে। মাইগ্রেশন প্রকল্পের কার্যক্রমে স্বেচ্ছাসেবক, বিদেশ ফেরত চিহ্নিতকরণ, প্রোফাইলিং তৈরি, মনোসামাজিক সেবা, অর্থনৈতিক ও সামাজিক পুনরেকত্রীকরণ সহায়তা, সচেতনতা, ক্যারিয়ার কাউন্সেলিং, উদ্যোগক্তা উন্নয়ন ও বাজার ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ, রেফারেল সেবা, উঠান বৈঠক, ইউনিয়ন কর্মশালা, প্রবাস ফোরাম, স্কুল কুইজ কাজ করে যাচ্ছে। কর্মশালায় আরো জানানো হয়, এক কোটির বেশি বাংলাদেশি কাজ করেন প্রবাসে। প্রতিদিন নতুন করে হাজারো মানুষ যেমন বিদেশে কাজ করে যাচ্ছেন,তেমনি অনেকে স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে ফেরত আসছেন। এ সকল বিদেশ-ফেরত মানুষদের পাশে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে প্রত্যাশা-২ প্রকল্প। এর আওতায় দেশের ১৫টি জেলায় মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টার (এমআরএসসি) প্রতিষ্ঠা করা হয়েছে। যারা ২০২০ সালের ১ এপ্রিলের পর বিদেশ থেকে ফিরে এসেছেন তারাই এই সুবিধা পাবেন।
গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আটক
গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আটক গোমস্তাপুর উপজেলা সীমান্ত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে নাজির উদ্দিন কার্তিক নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের বিহার রাজ্যের কাঠিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। গত রাত পৌনে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবি জানায়, নওগাঁ ব্যাটালিয়নের আওতাধীন গোমস্তাপুরের বাংগাবাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল কেতাব বাজার এলাকায় টহল দেয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারনে নাজিরকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি ভারতীয় নাগরিক। তিনি আরও স্বীকার করেন যে, তিনি ১০/১২দিন পূর্বে অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তবে তিনি বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত পাসপোর্ট বা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেন নি। তাঁকে তল্লাশী করে ১০ ভারতীয় রুপী ও বাংলাদেশী আড়াইশ টাকা নগদ পাওয়া যায়। অধিকতর জিজ্ঞাসাবাদে তাঁর উত্তর অসংলগ্ন ও সন্দেহজনক হওয়ায় এবং কোন বৈধ কাগজপত্র না পাওয়ায় তাঁকে আটক করা হয়। ১৬’ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, ওই ব্যাক্তিকে প্রাথমিকভাবে কিছুটা মানসিক সমস্যাগ্রস্থ বলে মনে হয়। তাঁকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গোমস্তাপুর থানার ওসি খাইরুল বাশার বলেন, আজ ওই ভারতীয় নাগরিককে হস্তান্তরের পর তাঁর বিরুদ্ধে থানায় ১৯৫২ সালের দি কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্টে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।