নাচোলে জি ৩ রুই মাছ চাষ বিষয়ে মাঠ দিবস

নাচোলে জি ৩ রুই মাছ চাষ বিষয়ে মাঠ দিবস চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রহনপুর ইউনিটের মৎস্যচাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনায় ‘জি ৩ রুই মাছ চাষ’ বিষয়ে মৎস্যচাষিদের বিভিন্ন পরামর্শ দেন প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রহনপুর ইউনিটের ব্যবস্থাপক মোহা. জামাল হোসেন, সফল মৎস্য খামারি মো. ফারুক হোসেনসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ক দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তারা এতে অংশ নেন। দিনব্যাপী আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, বাংলাদেশের গ্রামীণ এলাকায় জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করার লক্ষে গ্রাম আদালত পরিচালনায় এবং নথি ব্যবস্থাপনায় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের/ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব এবং করণীয় ও দিকনির্দেশনা দেওয়া হয়। গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন গ্রাম আদালত প্রকল্পের ইউএনডিপির প্রজেক্ট অ্যানালাইসিস্ট সুমন চাকমা ও এই প্রকল্পের রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী মারুফ আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেনÑ সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র ও গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ।

গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আত্মপ্রকাশ হয়েছে। এই উপলক্ষে আজ সকালে গোমস্তাপুর নূহ স্ট্যান্ডে ফিতা কেটে অফিস উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করা হয়। বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি আবুল কাশেম মহাজন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা তাবাসুম আরা মিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য চাষী ও সমাজ সেবক শরিফুল ইসলাম, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুবাক্কারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা। আলোচনা শেষে বদরুল ইসলামকে সভাপতি ও ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির জেলা কমিটি ঘোষনা করা হয়। পরে ওই এলাকার ৫০ জন অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাল্যবিয়ে প্রতিরোধে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের লাল কার্ড প্রদর্শন

বাল্যবিয়ে প্রতিরোধে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের লাল কার্ড প্রদর্শন বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ে শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার মুন্দিখোর হিন্দুপাড়া ও রাইপাড়া, কালইর পাথরঘাটা ও তেঁতুলতলা গ্রামে এই মতবিনিময় সভার আয়োজন করে রেডিও মহানন্দা। এসময় উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৫ নাচোলের হিসাব রক্ষক হাফিজুর রহমান, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, ফিল্ড অফিসার শাহিন আলম, রেডিও মহানন্দার সহকারী প্রযোজক সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা। প্রসঙ্গত, বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিসেফের আর্থিক সহায়তায় এবং জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় রেডিও মহানন্দায় ১১ টি অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এর আগে গতকালও গোমস্তাপুর উপজেলার চৌডালা সাহেব গ্রাম, হাউসনগর, বোয়ালিয়ার ঘাটনগর ও কাওয়াভাসা গ্রামের শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার আয়োজনে সহায়তা করেছেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৪ চৌডালার ব্যবস্থাপক গোলাম মোস্তফা। এসময় শ্রোতাক্লাবের সদস্যরা বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করেন।

রোকনপুর সীমান্ত : ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ ৪ বাংলাদেশী আটক করেছে

রোকনপুর সীমান্ত : ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ ৪ বাংলাদেশী আটক করেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের ওপারে ভারতের অনুপ্রবেশের দায়ে ৪ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। গত রবিবার রাত ৯টার দিকে তারা রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করলে স্থানীয় গ্রামবাসী তাদের আটক করে। পরে  সোমবার সকালে বিএসএফের কাছে আটকদের হস্তান্তর করে গ্রামবাসী। সোমবার আটকদের স্বজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সীমান্তে বিএসএফ কর্তৃক আটকের কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে বিজিবি। আটকরা হলেন- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল আলমের ছেলে মো. মুকুল, মোশারফ হোসেনের ছেলে মো. আলিম, ইসাহাক আলীর ছেলে দুরুল হুদা, মতিউর রহমান ওরফে মতি মিয়ার ছেলে মো. বাবু। এর মধ্যে দুজন রোকনপুর ও বাকি দুজন সাগরইল এলাকার বাসিন্দা। আটক মুকুলের শ্বশুর আনারুল ইসলাম বলেন, গরু দিবে বলে ভারতীয়রা সীমান্তে ডেকেছিল। সেই গরু আনতে আমার জামাইসহ ৪ জন রবিবার রাত ৯টার দিকে ভারতে গিয়েছিল। এসময় ভারতের আদমপুর গ্রামের লোকজন তাদের আটক করে। পরে তাদেরকে ইটাঘাটা বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। রাধারনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন- শুনেছি, আমার ইউনিয়নের ৪ বাংলাদেশীকে বিএসএফ আটক করেছে। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। নওগাঁ ১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার আব্দুল জাব্বার বলেনÑ ভারতীয়রা ধরে নিয়ে গেছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই।

রহনপুর ভিশন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

রহনপুর ভিশন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রহনপুর ভিশন প্রি-ক্যাডেট স্কুলে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ক্রীড়া ও রবিবার সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই প্রতিযোগিতা শেষ হয়। স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশ নেন। এতে শিক্ষার্থীরা দৌড়, বিস্কুট দৌড়, জল-ডাঙ্গা,অংক দৌড়, চেয়ার খেলা, দড়ি খেলা, হাড়ি ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজো, কেরাত,কবিতা আবৃত্তিসহ নাটিকা পরিবেশন করেন। এরআগে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক তরিকুল ইসলাম বকুল। এ সময় শিক্ষক কর্মচারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

গোমস্তাপুরে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে নারী ও পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার গোমস্তাপুরের একটি বাড়ি থেকে এক গৃহবধূসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১ টার দিকে রহনপুর পৌরসভার খয়রাবাদ মহল্লার ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মারা যাওয়ারা হলেন ওই মহল্লার আব্দুস সামাদের ছেলে মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদ সনুর স্ত্রী টুশি বেগম (২৪) ও শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে রাকিব (২৮)। এদিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তারা দুজনই একই সঙ্গে আত্মহত্যা করতে পারেন বলে ধারনা করছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে দুই সন্তানের জননী টুশি বেগম তার পরকীয়া প্রেমিক রাকিবকে নিয়ে গোপনে শশুর বাড়িতে রাত্রিযাপন করছিলেন। বিষয়টি শশুর বাড়ির লোকজন টের পায়। পরে চোখলজ্জার ভয়ে তারা এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। পরে পুলিশ শনিবার রাত ১১ টার দিকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার জানান, রবিবার সকালে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। ধারনা করা হচ্ছে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

গোমস্তাপুরে প্রাথমিক উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষকদের মানববন্ধন

গোমস্তাপুরে প্রাথমিক উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষকদের মানববন্ধন ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবির প্রেক্ষিতে বিভিন্ন সময়ে শিক্ষকদের উদ্দেশ্যে অমর্যাদাকর বক্তব্যের প্রতিবাদে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য দেন- সমন্বয় পরিষদের উপজেলা সমন্বয়ক রুহুল আমিন শিহাব, পশ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমীন, ভাগোলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ খোকন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম নগরী সার্কিট হাউসের সভাকক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমি শিক্ষকদের বলব, যদি সমাজে আপনাদের যে শ্রদ্ধার জায়গা আছে, সেটা অটুট রাখতে হয় বা ফিরিয়ে আনতে হয় তাহলে শিক্ষকতা পেশাকে অর্থমূল্যে বিবেচনা করা যাবে না। যারা মনে করবেন যে, না আমার পোষাচ্ছে না, খুব ভালো, তাহলে আপনি প্রাথমিকে থাকবেন না, অন্য পেশায় চলে যান।” স্বৈরাচারের ভাষায় এই মন্তব্য করেছেন তিনি। তাই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অবিলম্বে তার পদত্যাগ দাবি করছেন।

গোমস্তাপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোমস্তাপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন “খেলায় তৃপ্তি খেলায় বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে গোমস্তাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি অন্তঃজেলা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুনার্মেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম। শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই সংগঠনের আহবায়ক ইফতেখারুল আলম রনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির নেতা মতিউর রহমান মতি, নিজাম উদ্দিন মেম্বার, কাহাফিল হক পনি, গোমস্তাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আলমগীর হোসেন তোতাসহ অনেকে। টুনার্মেন্টে বিভিন্ন জেলার আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় নওগাঁ এস.আর.এফ.সি বনাম সিরাজগঞ্জ ফুটবল দল অংশগ্রহণ করেন। এতে নওগাঁ এস.আর.এফ.সি ৩-১ গোলো সিরাজগঞ্জ ফুটবল দলকে পরাজিত করেন।

রহনপুরে প্রয়াসের বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত

রহনপুরে প্রয়াসের বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত গোমস্তাপুর উপজেলার রহনপুরে কৃষি ইউনিট (মৎস্য খাত)’ এর আওতায় বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলার মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদা আক্তার রুমি। এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাজিন বিন রেজাউল, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক রহনপুর শাখার শাখা ব্যবস্থাপক জামাল হোসেনসহ ফিল্ড অফিসারগণ। আরো উপস্থিত ছিলেন মৎস্য চাষী, উদ্যোক্তা, আড়ৎদার, মহাজন, খুচরা পাইকার, ভ্রাম্যমান মাছ বিক্রেতা, মৎস্যপণ্য উৎপাদনকারী, ইত্যাদি। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় কর্মশালার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।