বেলিংহামের শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল

বেলিংহামের শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল জুদ বেলিংহামের শেষ মুহূর্তে করা সমতাসূচক গোল রিয়াল মাদ্রিদকে বাঁচিয়ে দিল পরাজয়ের হাত থেকে। শনিবার দিবাগত রাতে এলচের মাঠে উত্তেজনাপূর্ণ ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ২-২ ড্র করে রিয়াল। এই ড্রয়ে বার্সেলোনা থেকে মাত্র ২ পয়েন্টে এগিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে লস ব্লাঙ্কোস। প্রথমার্ধে ছিল গোল-মিসের উৎসব। অথচ তুমুল আক্রমণ-পাল্টা আক্রমণের সেই অর্ধ শেষ হয় গোলশূন্যতেই। শুরুতেই রাউল আসেনসিওর পাস থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করার মতো অবস্থায় ছিলেন। কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। পাল্টা আক্রমণে আন্দ্রে সিলভাও খুঁজে পাননি পোস্ট। এরপর থিবো কোর্তোয়া দারুণ এক সেভে বাঁচান দলকে, রাফা মিরের শট ঠেকিয়ে দিয়ে। একদিকে মাদ্রিদের আক্রমণভাগ ব্যর্থ, অন্যদিকে সুযোগ পেয়েও এলচে বারবার ভুল করেছে। বিশেষ করে ২৭ মিনিটে আন্দ্রে সিলভার এক ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে শট না নিয়ে মিরকে খুঁজতে গিয়ে গোলের সুযোগ নষ্ট করেন। এমবাপ্পে এরপর আরেকবার গোলরক্ষক পেনিয়ার কাছে থামেন। দুই দলের গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমার্ধ ০-০ তে শেষ হয়। বিরতির পরও পেনিয়া আগের ছন্দ ধরে রাখেন। রদ্রিগোর শট চমৎকারভাবে ঠেকান তিনি। কোর্তোয়াও তাই। তবু গোল হজম এড়ানো গেল না। ৫৩ মিনিটে জার্মান ভালেরার পেছন দিকের ব্যাকহিল পাস থেকে ফেবাস ক্লোজ রেঞ্জ থেকে বল জালে পাঠান। এগিয়ে যায় এলচে। এরপর জাবি আলোনসো একের পর এক পরিবর্তন আনেন। বেঞ্চ থেকে নামানো ভিনিসিয়ুস জুনিয়র ৭২ মিনিটে গোলের সামনে বল পেয়েও শট না নিয়ে এমবাপ্পেকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আলভারো নুনিয়েজ তা কাটিয়ে দেন। অবশেষে আক্রমণের চাপ ধরে রেখে ৭৮ মিনিটে হুইসেন গোল করে সমতা ফেরান। এলচের রক্ষণভাগের খেলোয়াড়দের কর্নার ক্লিয়ার করতে না পারার ব্যর্থতার সুযোগটা নেন তিনি। সমতায় ফিরেও থামেনি এলচে। মির ও মার্টিন নেটো দুইজনই লিড পুনরুদ্ধারের সুযোগ পেয়েছিলেন। শেষ পর্যন্ত ৮৪ মিনিটে রদ্রিগেজ বক্সের ঠিক বাইরে থেকে দারুণ শটে এলচেকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। ২০১৩ সালে লা লিগায় ফেরার পর এই প্রথম রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের গন্ধ পাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু নাটক বাকি ছিলই। ৮৭ মিনিটে ফ্রি-কিক ক্লিয়ার করতে না পারলে বল এসে পড়ে বেলিংহামের সামনে। তিনি টোকা দিয়ে গোললাইন পার করিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় পেনিয়ার ফাউলের দাবি রেফারি আমলে নেননি। যোগ করা সময়ের শুরুতেই হতাশা বাড়ে এলচের। এমবাপ্পেকে ফাউল করায় দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন ভিক্টর চুস্ত। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। ম্যাচ শেষে রিয়ালের কোচ আলোনসো বলেন, ‘‘ফুটবল এমনই। ভালো একটা সময় কাটানোর পর হঠাৎ খারাপ ফল আসতেই পারে। সমালোচনা হবে, আমাদের তা মেনে নিয়েই এগোতে হবে। দল এখনো লড়াই করে যাচ্ছে, আমরা উন্নতির জায়গাগুলো দেখব। সামনে অনেক ম্যাচ আছে। আমাদের সেখানেই ফোকাস করতে হবে। আমরা ফলাফলে খুশি নই, তবে ছন্দে ফিরতেই হবে।’’

ইজের হ্যাটট্রিকে টটেনহ্যামকে উড়িয়ে দিল আর্সেনাল

ইজের হ্যাটট্রিকে টটেনহ্যামকে উড়িয়ে দিল আর্সেনাল এবেরেচি ইজের দুর্দান্ত হ্যাটট্রিক আরো একবার আর্সেনালকে উল্লাসের উপলক্ষ্য এনে দিল। শনিবার রাতে টটেনহ্যামকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও আরও পাকাপোক্ত করল। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে এগিয়ে থাকল ৬ পয়েন্টে। আগের দিন শিরোপা প্রতিদ্বন্দ্বী লিভারপুল ও ম্যানচেস্টার সিটির পরাজয় যেন মিকেল আর্তেতার দলের সামনে দরজা খুলে দিয়েছিল। আর আঘাত-প্রত্যাঘাতে জর্জরিত স্কোয়াড নিয়েও আর্সেনাল দেখিয়ে দিল এদিন তারা ছিল টটেনহ্যামের তুলনায় কয়েক ধাপ এগিয়ে। ব্যথা আরও গভীর এ কারণে যে, যিনি আর্সেনালের জয়ের মূল কারিগর, সেই ইজে সহজেই টটেনহ্যামের জার্সি গায়ে চাপাতে পারতেন! গত আগস্টে ক্রিস্টাল প্যালেস থেকে স্পার্সের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি ছিলেন ইজে। কিন্তু শেষ মুহূর্তে এসে তাকে দলে তুলে নেয় আর্সেনাল। নতুন ক্লাবে ধীরগতির শুরু হলেও ডার্বির মঞ্চে নিজেকে নতুন করে পরিচয় দিলেন ইংলিশ মিডফিল্ডার। ৪১ মিনিটে প্রথম গোল, তার আগেই লেয়ান্দ্রো ট্রোসারের দারুণ ফিনিশ, আর দ্বিতীয়ার্ধে পরপর দুটি গোল করে ম্যাচ বল তুলে নিলেন তিনি। দুই দলের ইনজুরি তালিকা নিয়েই পুরো সপ্তাহ জুড়ে আলোচনা ছিল। আর্সেনাল পায়নি ৫৫ মিলিয়ন পাউন্ডের ফরোয়ার্ড ভিক্টর গিয়কেরেসকে। তবুও স্পার্স কোচ থমাস ফ্রাঙ্ক তিন ডিফেন্ডারের ফর্মেশনই বেছে নেন। শুরুর দিকেই ইজের চমৎকার পাস থেকে ডিক্লান রাইস সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার শট ব্লক করে দেন গুগলিয়েলমো ভিকারিও। আর্সেনাল বল দখলে এগিয়ে থাকলেও প্রথম ৩০ মিনিটে খেলার গতি ছিল ভারসাম্যপূর্ণ। বুকায়ো সাকা দুটো ফ্রি কিক থেকে চেষ্টা করেছিলেন। একটি ওপর দিয়ে যায়, আরেকটি ঠেকিয়ে দেন ভিকারিও। কিন্তু স্পার্সের রক্ষণভাগের স্থিরতা টিকল মাত্র এক মুহূর্তের জন্য। ৩৬ মিনিটে মিকেল মেরিনোর নিখুঁত পাসে দৌড়ে ঢুকে পড়েন ট্রোসার্ড। মিকি ফান দে ভেনের পায়ের ছোঁয়া বলকে সামান্য দিক বদল করালেও ভিকারিওকে পরাস্ত করলেন বেলজিয়াম তারকা। ডেসটিনি উদোগির ভুলে অফসাইড ফাঁদও ভেঙে যায়। চার মিনিট পর আসে দ্বিতীয় ধাক্কা। জুরিয়েন টিম্বারের ক্রস হেড করে ফিরিয়ে দেন কেভিন ডানসো। কিন্তু সেই বল থেকেই রাইস এক টাচে পাস বাড়িয়ে দেন একেবারে ফাঁকা থাকা ইজেকে। দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে জাল খুঁজে নেন তিনি। ভিএআর দ্রুত অফসাইড পরীক্ষা করলেও কোনো সমস্যা না থাকায় গোলেই মেলে অনুমোদন। এমিরেটস তখন কানফাটা উদযাপনে গর্জে ওঠে। বিরতির আগে আর গোল হজম না করলেও দ্বিতীয়ার্ধ শুরু হতেই আবার দিশাহারা স্পার্স। শুরু হওয়ার মাত্র ৩৫ সেকেন্ড পরই ইজে আবার গোল করে ৩-০ করেন। টিম্বারের পাস ধরে ঘুরে দাঁড়িয়ে ১৬ গজ দূর থেকে দারুণ নিখুঁত ফিনিশ। এই গোলেই তার আগের ১৭ ম্যাচের গোলসংখ্যা ছুঁয়ে ফেলেন! টটেনহ্যাম পুরোপুরি হতচকিত। তবে ঠিক ৫৫ মিনিটে এক ঝলকে ম্যাচে ফেরেন তারা। মাঝমাঠে পালহিনার ট্যাকল থেকে বল পেয়ে রিচার্লিসন দেখেন গোলরক্ষক ডেভিড রায়া অনেকটা এগিয়ে এসেছেন। ৪০ গজ দূর থেকে লব করে অসাধারণ এক গোল করেন তিনি। এরপর সার, র‍্যান্ডাল কলো মুয়ানিকে নামান কোচ ফ্রাঙ্ক। ভিকারিও সাকার একটি বাঁকানো শটও ঠেকান। কিন্তু এরপরই নিশ্চিত করে নেয় আর্সেনাল জয়ের পথ। ট্রোসার্ড ডান দিক থেকে দারুণ পাস বাড়ান ইজের জন্য। উদোগিকে পাশ কাটিয়ে ৭৬ মিনিটে বাঁ পায়ের নিখুঁত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, উত্তর লন্ডন ডার্বির ইতিহাসে মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে।

রোনালদোর বিস্ময়কর বাইসাইকেল কিকে আল-নাসরের দাপুটে জয়

রোনালদোর বিস্ময়কর বাইসাইকেল কিকে আল-নাসরের দাপুটে জয় ৪০ বছর বয়সেও যেন সময়কে থামিয়ে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোববার রাতে সৌদি প্রো লিগে আল-নাসরের হয়ে আবারও দেখালেন সেই চেনা জাদু। এক অসাধারণ বাইসাইকেল কিকে গোল করে সবাইকে তাক লাগিয়ে দিলেন পর্তুগিজ তারকা। ডান দিক থেকে আসা একটি ক্রসে মুহূর্তের মধ্যে শরীরকে আকাশে ভাসিয়ে অ্যাক্রোবেটিক ভলিতে যে গোলটি করলেন, সেটি আটকানোর কোনো উপায়ই ছিল না প্রতিপক্ষ গোলকিপারের। রোনালদোর এই গোলেই আল নাসর ৪-১ ব্যবধানে হারায় আল-খালিজকে। আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল দলে তিনি লাল কার্ড দেখেছেন আয়ারল্যান্ড ম্যাচে। আবার দেশকে বিশ্বকাপ নিশ্চিত করানোর উৎসবও করেছেন। ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলার সম্ভাবনা জাগিয়েছেন তিনি। যা হবে ইতিহাসের নতুন অধ্যায়। ২০২৫-২৬ মৌসুমে আল-নাসর যেন থামতেই জানে না। আল-খালিজের বিপক্ষে এই ৪–১ গোলের জয় তাদের টানা নবম জয়। লিগে সর্বোচ্চ ৩০ গোল করে তালিকার শীর্ষে তারা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। ক্রিস্টিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স; দুজনেই করেছেন ১০টি করে গোল, দলটিতে এখন যেন পর্তুগিজ ঝড়। আল-আওয়াল পার্কে এই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল-নাসর। চতুর্থ মিনিটেই ফেলিক্সের নিখুঁত পাস থেকে দুর্দান্ত এক দূরপাল্লার শটে প্রায় গোল করে ফেলেছিলেন রোনালদো। যদিও অল্পের জন্য বাইরে যায় বলটি। এরপর সাদিও মানের দুর্দান্ত ক্রস থেকে ছয় গজ বক্সের ভেতর থেকেও পান আরও একটি সুযোগ। কিন্তু গোলকিপার অ্যান্থনি মরিস অবিশ্বাস্য সেভে বাঁচান দলকে। ৩৩ মিনিটে ফেলিক্সের গোলটি ভিএআর চেকের পরে হ্যান্ডবলের কারণে বাতিল হয়ে যায়। তবে বেশি অপেক্ষা করতে হয়নি আল-নাসরকে। অ্যাঞ্জেলোর দুর্দান্ত ক্রসে ফেলিক্স এবার ঠিকই বল জালে জড়ান। কয়েক মিনিট পরই ফেলিক্সের প্রেসিং থেকে পাওয়া বল ধরে ওয়েসলি করেন দারুণ এক গোল। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। বিরতির পরই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আল-খালিজ। শুরুতেই মুরাদ আল হাওসাভির দুর্দান্ত এক শটে ব্যবধান কমে আসে। মুহূর্তেই বদলে যায় ম্যাচের রং। চাপ বাড়াতে থাকে অতিথিরা। তবে গোলরক্ষক নাওয়াফ আল-আকিদির দৃঢ়তায় টিকে থাকে আল-নাসর। এরই মাঝে সাদিও মানে চমৎকার এক লব শটে ব্যবধান বাড়িয়ে দেন ৩-১ এ। তারপর বিরাট ভুল করেন আল-খালিজের দিমিত্রিওস কুরবেলিস। আলি আল হাসানের ওপর ভয়ংকর স্টাম্পিং করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপরই আসে রাতের সবচেয়ে বড় আকর্ষণ; ক্রিস্টিয়ানো রোনালদোর সেই জাদুকরি বাইসাইকেল কিক। নাওয়াজ বুশালের ক্রসে হাওয়ায় ভেসে উঠে নিখুঁত ওয়ালি, বল গিয়ে জড়ায় জালের কোণায়। পুরো স্টেডিয়াম মুহূর্তের মধ্যে উল্লাসে মুখরিত হয়ে ওঠে। ৪-১ ব্যবধানে নিশ্চিত হয়ে যায় আল নাসরের বড় জয়। ফেলিক্স ছিলেন দলের সেরা খেলোয়াড়দের একজন। এক গোলের পাশাপাশি ওয়েসলির গোলে দেন গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট। লিগের যৌথ সর্বোচ্চ গোলদাতাও এখন তিনি ও রোনালদো। তবে ব্রোজোভিচের দিনটা ছিল একেবারেই বাজে। অযথা হাত দিয়ে বল ছুঁয়ে ফেলায় দল বঞ্চিত হয় সম্ভাব্য এক দুর্দান্ত গোল থেকে। প্রথমার্ধেই তাকে তুলে নেন কোচ হেসুস।

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ ফিফা বিশ্বকাপের অংশ নিতে যাওয়া ৪২টি দল ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। বাকি আছে আর মাত্র ছয়টি দল। ফুটবলের এই মহাযজ্ঞে লড়বে ৪৮টি দল। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপ অতীতের সব আসরের চেয়ে দীর্ঘতম হবে। ৩৯ দিন ধরে চলবে এই বৈশ্বিক আয়োজন। নভেম্বরের এই আন্তর্জাতিক বিরতিতে ইউরোপের বেশ কিছু শক্তিশালী দল নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল এবং স্পেনের মতো বড় দলগুলো। এর পাশাপাশি ফুটবলের মানচিত্রে এতদিন অপেক্ষাকৃত ছোট দেশ হিসেবে পরিচিত কিছু দলও বিশ্বকাপের টিকিট কেটেছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ক্ষুদ্র রাষ্ট্র কুরাকাও মঙ্গলবার জামাইকার বিপক্ষে ০-০ গোলে ড্র করে চার দলের গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। জনসংখ্যার দিক থেকে কুরাকাও হলো বিশ্বকাপের ইতিহাসে কোয়ালিফাই করা সবচেয়ে ছোট দেশ। তাদের সাথে এই অঞ্চল থেকে আরও বিশ্বকাপ নিশ্চিত করেছে পানামা ও হাইতি। অন্যদিকে, ২৮ বছর পর ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপে ফিরছে স্কটল্যান্ড। বাকি ছয়টি স্থানের জন্য আন্তঃমহাদেশীয় এবং উয়েফা প্লে-অফ খেলা হবে। আগামী বছরের মার্চ মাস পর্যন্ত ইউরোপীয় বাছাইপর্ব চলবে, যেখানে ১৬টি দল চারটি স্থানের জন্য নকআউট লড়াইয়ে নামবে। অন্যদিকে, ফিফার আন্তঃমহাদেশীয় প্লে-অফে ছয়টি মহাদেশীয় অঞ্চলের সেরা দলগুলো বাকি দুটি স্থানের জন্য লড়বে, যার সমাপ্তি হবে ২০২৬ সালের ৩১ মার্চ। সব দলের নাম নিশ্চিত হওয়ার আগেই আগামী ৫ ডিসেম্বর বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। আমেরিকার ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে এই জমকালো ড্র অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৪৮টি দলকে নিয়ে এবার বিশ্বকাপে নতুন ফরম্যাট চালু হচ্ছে। দলগুলোকে ১২টি চার দলের গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুটি দল এবং তৃতীয় স্থান অর্জনকারী সেরা আটটি দল রাউন্ড অফ ৩২-এ প্রবেশ করবে, যা আগের আসরের তুলনায় একটি অতিরিক্ত নকআউট পর্ব। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ২০২৬ সালের ১১ জুন মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচটি ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত হবে। যুক্তরাষ্ট্র ১১টি শহরে, কানাডা ২টি শহরে ১৩টি ম্যাচ এবং মেক্সিকো ৩টি শহরে ১৩টি ম্যাচ আয়োজন করবে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাতার ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল, তারা এবারও অন্যতম ফেভারিট হিসেবে মাঠে নামবে। আবহাওয়ার প্রভাব এড়াতে আরলিংটন, আটলান্টা এবং হিউস্টনের মতো কিছু স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখা হতে পারে, কারণ অতীতে এই গ্রীষ্মকালীন তাপমাত্রায় ফুটবলারদের অসুবিধা হতে দেখা গেছে।

ফুটবলে নতুন ইতিহাস: সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে কুরাসাও

ফুটবলে নতুন ইতিহাস: সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে কুরাসাও ছোট্ট ক্যারিবীয় দ্বীপ কুরাসাও লিখে ফেলল ইতিহাস। স্টিভ ম্যাকলারেনের জামাইকার সঙ্গে ড্র করেই তারা হয়ে গেল বিশ্বকাপে ওঠা সবচেয়ে ছোট দেশ। আগে এই রেকর্ড ছিল আইসল্যান্ডের, যারা খেলেছিল ২০১৮ বিশ্বকাপে। কিন্তু কুরাসাওয়ের তুলনায় তাদের দেশ অনেক বড়। মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যা কুরাসাওয়ের (যা কেমব্রিজ বা হাডার্সফিল্ডের সমান)। আর আয়তন মাত্র ১৭১ বর্গমাইল। ম্যান দ্বীপের চেয়েও ছোট। জামাইকার কোচ হিসেবে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক ইংল্যান্ড ম্যানেজার স্টিভ ম্যাকলারেন। ঘরের মাঠ কিংস্টনে জিতলেই ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে উঠত জামাইকা। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য ড্র। ইনজুরি টাইমে পাওয়া পেনাল্টিটিও ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়ে যায়। অন্যদিকে, ব্যক্তিগত কারণে মাঠে উপস্থিত না থাকলেও কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট বয়সের দিক থেকে নতুন রেকর্ড গড়েছেন। ৭৮ বছর বয়সে তিনি হবেন বিশ্বকাপের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কোচ। এর আগে এই রেকর্ড ছিল গ্রিসের দায়িত্ব নেওয়া অটো রেহাগেলের। যার বয়স ছিল ২০১০ সালে ৭১। ভেনেজুয়েলা উপকূল থেকে মাত্র ৩৭ মাইল দূরের এই দ্বীপটি ২০১০ সালে নেদারল্যান্ডস অ্যান্টিলিস ভেঙে যাওয়ার পর নেদারল্যান্ডস রাজ্যের অধীন একটি পৃথক দেশ হয়। মাত্র এক দশক আগেও ফিফা র‍্যাঙ্কিংয়ে তারা ছিল ১৫০ নম্বরে; এখন তারা উঠে এসেছে ৮২-তে। ৪৮ দল নিয়ে ২০২৬ বিশ্বকাপের বর্ধিত ফরম্যাট এবং আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের স্বয়ংক্রিয় যোগ্যতা অর্জন; সব মিলিয়ে কুরাসাওয়ের জন্য পথটা অনেকটাই সহজ হয়েছে। কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডানের সঙ্গে তারা হয়ে গেল আগামী বিশ্বকাপের চতুর্থ নবাগত দল। ম্যাচের আগে কুরাসাওয়ের মিডফিল্ডার জুনিনহো বাকুনা (হাডার্সফিল্ড, রেঞ্জার্স ও বার্মিংহামের সাবেক খেলোয়াড়) অভিভূত হয়ে বলেছিলেন, “এটা অবিশ্বাস্য। কুরাসাওয়ের জন্য সবচেয়ে বড় অর্জনের একটি। কয়েক বছর আগেও এমন কিছু কল্পনাই করা যেত না। দলের অংশ হতে পারাটাই নিজের জন্য এক বিশাল স্বপ্নপূরণ হবে।” ১০টি ম্যাচে সাত জয় ও অপরাজিত অবস্থায় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের  জয়ে নারী কাবাডি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে পরাজিত করেছে। বাংলাদেশের দাপুটে জয়ের আগে শুরুতে লড়াইটা দারুণ করেছে উগান্ডা। তবে প্রথমার্ধে ঠিকই এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। আফ্রিকান চ্যাম্পিয়নদের বিপক্ষে ১৪-১২ ব্যবধানে এগিয়ে। বিরতির পর অবশ্য উগান্ডাকে লড়াইয়ের সুযোগ দেয়নি বাংলাদেশ। ফলই তার প্রমাণ। দ্বিতীয়ার্ধে উগান্ডার ১০ পয়েন্টের বিপরীতে ২৮ পয়েন্ট নিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে প্রতিপক্ষকে ৪২-২২ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। দুই অর্ধে দুইবার উগান্ডাকে অলআউট করেন বাংলাদেশের মেয়েরা। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশেল স্মৃতি আক্তার। প্রথম বিশ্বকাপ খেলতে নামা স্মৃতি জানিয়েছেন, পরের ম্যাচগুলো জিততে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচ যেহেতু জিতেছি, পরের গুলোও ইনশাআল্লাহ হবে। এটা আমার প্রথম বিশ্বকাপ। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে অনেক আনন্দ লাগছে। সবাই মিলে বাংলাদেশকে কিছু পদক জয় এনে দেব ইনশাল্লাহ।’ আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জার্মানি।

বাংলাদেশ-ভারত ম্যাচে থাকছেন সেই ‘বিতর্কিত’ রেফারি

বাংলাদেশ-ভারত ম্যাচে থাকছেন সেই ‘বিতর্কিত’ রেফারি গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হারের পর থেকেই ক্ষোভে ফুটছিল বাংলাদেশি সমর্থকরা। ম্যাচের একদম শেষ মুহূর্তে স্পষ্ট পেনাল্টি না দেওয়ায় রেফারির সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় তীব্র বিতর্ক। ভারত–বাংলাদেশ হাইভোল্টেজ লড়াইয়ে সেই ‘বিতর্কিত’ রেফারির হাতেই উঠছে বাঁশি! আজকের ম্যাচ পরিচালনা করবেন ফিলিপাইনের রেফারি ক্লিফোর্ড পোস্তানিস। ২০১৪ সাল থেকে তিনি ফিফা রেফারি, আর ২০২৫ সালে ফিলিপাইনের ব্যাজধারীদের মধ্যে সবচেয়ে সিনিয়র পোস্তানিসই।  তার সঙ্গে দুই সহকারীও ফিলিপাইনের, নানোলা ক্রিজমার্ক (ফিফায় ২০১৭ থেকে) এবং লাচিচা জিওভানি (২০১৮ থেকে)। উল্লেখযোগ্য বিষয়, সিঙ্গাপুরের সেই বিতর্কিত ম্যাচেও ছিলেন এই তিনজনই।  সেই ম্যাচের ৯৩তম মিনিটে বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে ডি-বক্সের ভেতর পিছন দিক থেকে স্লাইডিং ট্যাকেল করেন সিঙ্গাপুরের ইরফান নাজিব। কিন্তু পরিষ্কার ফাউলের পরও পোস্তানিস পেনাল্টির বাঁশি বাজাননি। সিদ্ধান্তের সেই ভুল বাংলাদেশের জন্য হয়ে ওঠে নিয়তির আঘাত, আর সমর্থকদের জন্য ক্ষোভের বিস্ফোরণ। তা না হলে যে পাল্টে যেত ম্যাচের ফল।  ম্যাচ পরিচালনার মান নিশ্চিত করতে রেফারিদের ওপর থাকেন এক জন অ্যাসেসর। বাংলাদেশ–ভারত ম্যাচে অ্যাসেসর হিসেবে এসেছেন জর্ডানের নাসের মোস্তফা, যিনি সাবেক ফিফা রেফারি। পুরো ম্যাচ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন ম্যাচ কমিশনার সি থু উইন (মিয়ানমার)। দক্ষিণ এশিয়া থেকেও রয়েছেন একজন কর্মকর্তা, চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কাশুন লাকমাল। ১৩ নভেম্বর ঢাকায় বাংলাদেশ–নেপাল ম্যাচও পরিচালনা করেছিলেন তিনি।

ভারত ম্যাচের আগে ভক্তদের যা বললেন হামজা

ভারত ম্যাচের আগে ভক্তদের যা বললেন হামজা নেপালের বিপক্ষে অবিশ্যাস্য বাইসাইকেল কিক আর ‘পানেনকা’ পেনাল্টির পরও শেষ পর্যন্ত জয় পায়নি দল। সে সময় হতাশার কথা জানালেও পেশাদার ফুটবলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা ভালই জানেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা এই ফুটবলার। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিয়ম রক্ষার মর্যাদার লড়াইয়ে ম্যাচের আগে অনুশীলনে সোমবার নিজেদের ঝালিয়ে নিয়েছে দুদলই। জামাল-তারিক কাজির পর হামজা-জায়ান-শমিতদের আগমনে বদলে গেছে বাংলাদেশের ফুটবল। বদলে যাওয়া ফুটবলে উচ্ছ্বাসিত ভক্তদের চাঙ্গা রাখার দায়িত্বও যে তারকা ফুটবলারদের তা আবারও দেখালেন হামজা।  সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে স্ট্যাটাস দেন হামজা। পোস্টে তিনি লেখেন, ‌‌‘বড় ম্যাচের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। আপনাদের সবাইকে দেখার জন্য আর আপনাদের উচ্ছ্বাস অনুভব করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ইনশাআল্লাহ।’ দর্শকদের কাছ আজ স্টেডিয়ামের গ্যালারিতে যা দেখতে চেয়েছেন হামজা তা যে তিনি দেখবেন এ নিয়ে তেমন কোন সন্দেহ নেই। কারণ ছয় মিনিটে যে বিক্রি হয়ে গিয়েছে জাতীয় স্টেডিয়ামের সব টিকিট।

ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে

ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে আরলিং হালান্ড যেন নিজেই ইতিহাস লিখে চলেছেন। দুই মিনিটের ব্যবধানে তার দুর্দান্ত দুই গোল ইতালিকে সান সিরোতে ৪-১ ব্যবধানে হারিয়ে নরওয়েকে নিয়ে গেল ১৯৯৮ সালের পর তাদের প্রথম বিশ্বকাপে। ম্যানচেস্টার সিটির এই সুপারস্টারের গ্রুপপর্বে গোলসংখ্যা দাঁড়াল ১৬। যা পোল্যান্ডের রবার্ট লেভানদোভস্কির রেকর্ডের সমান। ‘গ্রুপ–আই’ থেকে স্বয়ংক্রিয়ভাবে কোয়ালিফাই করতে নরওয়ের সামনে ছিল শুধু গণিতের হিসাব মেলানোর অপেক্ষা। তাদের বাদ দিতে ইতালির দরকার ছিল অবাস্তব এক নয় গোলের ব্যবধান। যা মাঠে সম্ভব হয়নি। তাই দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরতে যাচ্ছে নরওয়ে। আত্মবিশ্বাসও আকাশছোঁয়া। গত জুনে ইতালিকে ৩–০ গোলে হারানো ম্যাচটাই শেষ পর্যন্ত লুচিয়ানো স্পালেত্তির চাকরি শেষ করে দেয়। তার উত্তরসূরি জেনারো গাত্তুসো এবার প্লে-অফের প্রস্তুতি নেবেন। গাত্তুসো তার সেরা খেলোয়াড়দেরই দলে ফেরান। মোলদোভার বিপক্ষে খেলা দলে কেবল জিয়ানলুকা মানচিনি টিকে থাকেন। অন্যদিকে নরওয়ের একমাত্র পরিবর্তন, এস্তোনিয়ার বিপক্ষে খেলা অস্কার ববের জায়গায় নামেন ক্রিস্টিয়ান থরস্টভেট। প্রথমার্ধজুড়ে ইতালি ছিল আধিপত্যে। ফেদেরিকো দিমারকোর ভলিটি সামান্য বাইরে গেলে ১১তম মিনিটে আলো ছড়ান মাত্র ২০ বছর বয়সী ফ্রানচেস্কো পিও এসপোসিতো। দুর্দান্ত টার্ন আর নিখুঁত ফিনিশ আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটাকে আরও উজ্জ্বল করে তোলেন তিনি। এরপর এসপোসিতো আরেকটি হেড বাইরে পাঠালেও দুই দলই তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। মাঝপথে রেফারির সিদ্ধান্তে আপত্তি জানিয়ে গাত্তুসো কার্ডও দেখেন। বিরতির পর যেন নতুন উদ্যমে মাঠে নামে নরওয়ে। আলেকজান্ডার সর্লোথের শট বার ঘেঁষে বেরিয়ে যায়। এরপর চুলের অনন্য সাজে পরিচিত জুলিয়ান রাইয়েরসনও লক্ষ্যভেদ করতে পারেননি।

এমবাপ্পেকে ছাড়াই রাতে মাঠে নামছে ফ্রান্স

এমবাপ্পেকে ছাড়াই রাতে মাঠে নামছে ফ্রান্স বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আজ রাত ১১টায় আজারবাইজানের মুখোমুখি হবে ফ্রান্স। তবে চোটের কারণে দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না লা ব্লুজ। একই সময়ে মাঠে নামবে ইংল্যান্ডও, আলবেনিয়ার বিপক্ষে খেলতে। রিয়াল মাদ্রিদে মৌসুমের শুরুটা কঠিন হলেও এখন দারুণ ছন্দে এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে নিয়মিত গোল করে গড়েছেন ৪০০ গোলের রেকর্ড—ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে। ফ্রান্সের হয়ে ৫৫ গোল করা তারকা মাত্র দুই গোল দূরে আছেন অলিভার জিরুর সর্বোচ্চ গোলের রেকর্ড ছোঁয়ার। তবে আজারবাইজানের বিপক্ষে তার সেই রেকর্ড ব্রেকিং গোলের অপেক্ষা বাড়ছে চোটের কারণে। ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়ে নিশ্চিত হয়েছে টিকিট। আজারবাইজানের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার হলেও অপরাজিত থেকে বাছাইপর্ব শেষ করতে চাইবে ফ্রান্স। গ্রুপ ডিতে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, আইসল্যান্ড ও ইউক্রেনের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে। টানা ৬ ম্যাচ অপরাজিত ফরাসিরা বাকুতে কোনো হোঁচট চাইছে না। দলে স্বস্তির খবর সৌদি প্রো লিগে আল ইতিহাদের হয়ে আলো ছড়িয়ে জাতীয় দলে ফিরেছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এনগোলো কন্তে। আজ তাকে বাজিয়ে দেখতে পারেন কোচ দেশম। এমবাপ্পের অনুপস্থিতিতে শুরুর একাদশে দেখা যেতে পারে হুগো একিতিকেকে।