01713248557

রাতে আর্জেন্টিনা, ভোরে খেলতে নামবে ব্রাজিল

রাতে আর্জেন্টিনা, ভোরে খেলতে নামবে ব্রাজিল আন্তর্জাতিক ফুটবলের লড়াইয়ে আবারও মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নামছে দুই দল। যেখানে ভেনেজুয়েলার বিপক্ষে রাত ৩টায় নামবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল আর্জেন্টিনা। তারও আগে কলম্বিয়া খেলবে বলিভিয়ার সঙ্গে। আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ভোর ৬টায় নামবে চিলির বিপক্ষে। এদিকে সব শঙ্কা আর ভয়কে দূরে ঠেলে ভেনেজুয়েলা পৌঁছেছে আর্জেন্টিনা। খেলা হবে ঠিকসময়েই। হ্যারিকেন মিল্টনের প্রলয়কাণ্ডে মায়ামিতে আটকে থাকার অবস্থা ছিল আর্জেন্টিনা দলের। সেই সঙ্গে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলায় যাওয়ার অনুমতিও মিলছিল না। শেষ পর্যন্ত কলম্বিয়া হয়ে মাতুরিন পৌঁছেছে আলবিসেলেস্তেরা। মায়ামি ছাড়ার আগে তাই কিছুটা চিন্তিত কোচ। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, এটা আমাদের জন্য কঠিন। আমরা মাত্র একদিন আগে পৌঁছাব। আমাদের আবার থামতে হবে। কেননা তারা যুক্তরাষ্ট্রের মাটি থেকে সরাসরি ভেনেজুয়েলা যেতে দেবে না। বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে আর্জেন্টিনা আছে শীর্ষে। লিওলেন মেসির ফিরে আসা সাহস যোগাবে। তবে দলে নেই মার্কাস অ্যাকুনা, পাওলো দিবালা, নিকো গঞ্জালেস, আলেসান্দ্রো গার্নাচো, ভ্যালেন্টিন কার্বোনিরা। গোলবারে এমি মার্টিনেজের পরিবর্তে থাকবেন জেরোনিমো রুল্লি। ঠিক বিপরীতে বাজে অবস্থা ব্রাজিলের। সান্তিয়াগোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের চেয়েও সাধারণের আগ্রহ পল ম্যাককার্টনের প্রতি। একই হোটেলে থাকা ইংলিশ গায়কের কনসার্টের টান বেশি অনুভব করছেন তারা। যার মূলে ব্রাজিলের ফুটবল। সেই ছন্দ, সাফল্য, গোল কোনোকিছুই নেই। আর্জেন্টিনার চেয়ে দশ পয়েন্ট কম নিয়ে বাছাইয়ের পাঁচ নম্বরে তারা। চিলির সঙ্গে ম্যাচের একাদশ অবশ্য চূড়ান্ত। প্রথমবার হলুদ জার্সিতে নামবেন আবনের ও ইগর জেসুস। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন, এটা স্বাভাবিক যে আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। খারাপ ফল করছি। তবে দল হিসেবে তা আমরা মোকাবিলা করতে চাই। আমাদের জন্য গুরুত্বপূর্ণ সবাই এক হয়ে বর্তমান অবস্থাকে পাল্টে দেওয়া।

‘বল তোমাকে মিস করবে’ ইনিয়েস্তার উদ্দেশ্যে মেসি

‘বল তোমাকে মিস করবে’ ইনিয়েস্তার উদ্দেশ্যে মেসি আন্দ্রেস ইনিয়েস্তার বয়স ৪০ পেরিয়ে গেছে। এখনও আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা দেননি। তবে সোমবার ‘গেম কন্টিনিউ’ তথ্যচিত্রে ফুটবলের মানে তার কাছে কী সেটা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এতেই অনেকে বুঝে নিয়েছেন ইনিয়েস্তা সব ধরনের ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন। মেসিও ধরে নিয়েছেন তেমনটি। তাইতো সাবেক বার্সা সতীর্থকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তা দেন তিনি। সেখানে লিখেন, ‘আন্দ্রেস ইনিয়েস্তা, বল তোমাকে মিস করবে এবং আমরাও তোমাকে মিস করবো। আমি তোমার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করি। তুমি ফেনোমেমন।’ বার্সেলোনায় একসঙ্গে খেলে মেসি ও ইনিয়েস্তা চার-চারটি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিলেন। ১০টি জিতেছিলেন স্প্যানিশ লা লিগার শিরোপা। ২০১০ সালে তারা একসঙ্গে ব্যালন ডি’অরের মঞ্চে দাঁড়িয়েছিলেন। যদিও সেবার ইনিয়েস্ত ও জাভিকে পেছনে ফেলে মেসিই জিতেছিলেন। বার্সেলোনায় ২০০৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর একসঙ্গে খেলেছেন তারা দুজন। ২০১৮ সালে ইনিয়েস্তা বার্সেলোনা ছেড়ে যোগ দেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। ২০২৩ সালে সেখান থেকে যোগ দেন সংযুক্ত আরব আমিরাতের ‘ইউএই প্রো লিগের’ ক্লাব এমিরেটসে। যদিও ২০২৫ সালে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে ইনিয়েস্তার, কিন্তু তিনি সেটা বাড়াচ্ছেন না। তাতেই ধরে নেওয়া হচ্ছে সব ধরনের ফুটবল থেকে অবসরে যাচ্ছেন ২০১০ বিশ্বকাপ জয়ী তারকা। ২০০২ থেকে ২০২৪ পর্যন্ত বার্সেলোনা, ভিসেল কোপে ও এমিরেটসের হয়ে ৯০০ এর অধিক ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ তারকা।

রবিবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

রবিবার মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা উজবেকিস্তানে বসেছে ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসর। ইতোমধ্যে নির্ধারিত হয়েছে টুর্নামেন্টের দুই ফাইনালিস্ট। শিরোপার লড়াইয়ে মেগা ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। আগামী ৬ অক্টোবর রবিবার ফিফা ফুটসালের দশম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। এবারও তারা ফাইনাল নিশ্চিত করল। অপরদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় ফাইনালের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‘হেক্সা মিশন’ পূর্ণ করবে সেলেসাওরা।

জোড়া গোলে ক্যারিয়ারের ৪৬তম শিরোপা জয় মেসির

জোড়া গোলে ক্যারিয়ারের ৪৬তম শিরোপা জয় মেসির ফুটবলের মহাতারকা লিওনেল মেসির মুকুটে যোগ হলো আরেকটি পালক। লোয়ার ডটকম ফিল্ডে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ‘সাপোর্টারস শিল্ড’ জিতলো ইন্টার মিয়ামি। এটি মেসির ফুটবল ক্যারিয়ারের ৪৬তম শিরোপা। মিয়ামির এই শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন মেসি, করেছেন জোড়া গোল। অন্য গোলটি লুইস সুয়ারেজের। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট পেয়ে ‘সাপোর্টারস শিল্ড’ ট্রফি জিতেছে মিয়ামি। ২০২০ সালে এমএলএসে পা রাখার পর এই টুর্নামেন্টে এটিই তাদের প্রথম ট্রফি। ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করেন মেসি। যার প্রথমটি এসেছে ম্যাচের ৪৫ মিনিটে। জর্দি আলবার উঁচু করে বাড়ানো বল পেয়ে প্রতিপক্ষ দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন মেসি। পরের গোলটি প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। এবার ফ্রি কিকে চোখ ধাঁধানো এক গোল আর্জেন্টাইন খুদেরাজের। ২-০ গোলে পিছিয়ে পড়া কলম্বাস দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ২০ সেকেন্ড পরই একটি গোল শোধ করে। তবে ৪৮ মিনিটে গোল করে দলকে আবারও এগিয়ে দেন সুয়ারেজ। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ জমিয়ে তুলেছিল কলম্বাস। তবে ৬৩ মিনিটে তাদের ডিফেন্ডার রুডি কামাচো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে বিপদে পড়ে দলটি। দশজনের দল নিয়ে এরপর আর মিয়ামির সঙ্গে পেরে উঠেনি কলম্বাস। ৩-২ গোলে জিতেই শিরোপা উৎসবে মাতে মেসির দল।

সাফ অনূর্ধ্ব-১৭ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

সাফ অনূর্ধ্ব-১৭ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত শুধু সিনিয়রদের মধ্যেই নয়, বয়সভিত্তিক ফুটবলেও বাংলাদেশ-ভারত সব সময় বাড়তি আকর্ষণ থাকে। আজ আবার সেই আকর্ষণ দেখা যাবে। সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল ফাইনাল বাংলাদেশ-ভারত মুখোমুখি হতে যাচ্ছে। ভুটানের থিম্পুতে সন্ধ্যা ৬টায় ফাইনাল শুরু হবে। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১-০ গোলে। দুর্ভাগ্যজনকভাবে খেলার শেষ বাঁশির আগে ভুলে গোল হজম করে হেরে যায় বাংলাদেশ। দুই দেশই আজ ফাইনাল খেলছে।

সিটিতে ১০০ গোল করে রোনালদোর রেকর্ড ছুঁলেন হালান্ড

সিটিতে ১০০ গোল করে রোনালদোর রেকর্ড ছুঁলেন হালান্ড ইউরোপিয়ান কোনো ক্লাবের হয়ে সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল করার মাইলফলক ছোঁয়ার রেকর্ডটি এককভাবে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। এবার সেই রেকর্ডে নাম লেখালেন আরলিং হালান্ডও। রোববার আর্সেনালের বিপক্ষে ম্যাচে ম্যানচেস্টার সিটির জার্সিতে নিজের শততম গোলের দেখা পান নরওয়েজীয় ফরোয়ার্ড। যা ছুঁতে তাকে খেলতে হয়েছে ১০৫টি ম্যাচ। সমান ম্যাচ খেলেই রিয়াল মাদ্রিদের ২০১১ সালে শততম গোলের দেখা পান রোনালদো। সেই রেকর্ড ভাঙার সুযোগ অবশ্য আগেই এসেছিল হালান্ডের। কিন্তু চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে গোলহীন থাকতে হয় তাকে। কিন্তু প্রিমিয়ার লিগে ফিরে ঠিকই রোনালদোকে ছুঁয়ে ফেললেন তিনি। ২০২২ সালে সিটিতে যোগ দেওয়া হালান্ড প্রথম মৌসুমে ৫৩ ম্যাচ খেলে করেন ৫২ গোল। পরের মৌসুমে ৪৫ ম্যাচ খেলে জাল কাঁপান ৩৮ বার। এবারের মৌসুমে গোলের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন এই ফরোয়ার্ড। এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলে করেছেন ১০ গোল। সেই সঙ্গে করে ফেলেছেন দুটি হ্যাটট্রিকও।

রোনালদোর উদযাপনের মধ্যমণি তিন

রোনালদোর উদযাপনের মধ্যমণি তিন ক্রিস্টিয়ানো রোনালদো গোল করার পর তার চিরচেনা ‘সিউ’ উদযাপন করেন, সেটা স্বাভাবিক। এর বাইরে আর তেমন কোনো উযপযাপন করতে তাকে দেখা যায় না। তবে এবার দেখা গেল। সেই উদযাপনের মধ্যমণি হয়ে রইলো ‘তিন’ সংখ্যাটি। হাত দিয়ে তাই দেখালেন, কিন্তু এর অর্থ কি? নিজের ১ গোলের সঙ্গে ছেলের ২ গোল উদযাপন করতেই রোনালদোর এই বৈচিত্র্যতা। সৌদি প্রো লিগে আল নাসর ও আল ইত্তিফাকের ম্যাচের ঘটনা এটি। ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল করেন রোনালদো। একই দিনে মাঠে নেমেছিলেন রোনালদোর পুত্রও। আল নাসরের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আল কাদিসিয়াহর বিপক্ষে মাঠে নেমে দলের ৪-০ গোলের জয়ে দুটি গোল করেন রোনালদো জুনিয়র। ছেলের দুই গোলের সঙ্গে বাবার এক গোল মিলিয়ে তিন গোল। ছেলের দিকে ইশারা করে সেটিই বোঝাচ্ছিলেন বাবা। রোনালদোর ম্যাচের সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন তার ছেলে। উদযাপনের সময় হাসিমুখেও দেখা গেছে রোনালদো জুনিয়রকে। ম্যাচে রোনালদোর দল আল নাসর পেয়েছে বড় জয়। আল ইত্তিফাকের মাঠে তারা জিতেছে ৩-০ গোলে। নতুন কোচ স্টেফানো পিওলির শুরুটা তাতে হয়েছে দারুণ। প্রথমার্ধে গোল ছিল রোনালদোরটিই। দ্বিতীয়ার্ধে গোল করেন সালেম আল-নাজদি ও আন্ডারসন তালিস্কা। এই জয়ে পয়েন্ট টেবিলের চারে এসেছে রোনালদোর দল। চার ম্যাচে দুই জয় দুই ড্রয়ে আট পয়েন্ট নিয়ে চারে রোনালদোরা। তিন ম্যাচের প্রতিটিতেই জিতে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল হিলাল।

শেষ মুহুর্তের গোলে ভারতের কাছে হারল বাংলাদেশ

শেষ মুহুর্তের গোলে ভারতের কাছে হারল বাংলাদেশ ভূটানের চাংলিমিথাং স্টেডিয়ামে জাতীয় দল ম্যাচ খেলে এসেছে কিছুদিন আগেই। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি ম্যাচে হাভিয়ের কাবরেরার ফুটবলারদের যতটা জড়োসড়ো দেখা গেছে, অনুর্ধ্ব-১৭ দলের ফুটবলারদের মধ্যে তা ছিল না। সাফের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে পাল্লা দিয়েই লড়েছে সাইফুল বারীর দল। তাতে জয় না এলেও অন্তত ১ টি পয়েন্ট প্রত্যাশিত ছিল। কিন্তু ভাগ্য সহায় হয়নি নাজমুল হুদাদের। ম্যাচের অতিরিক্ত সময়ে কর্নার থেকে গোল করে ম্যাচ বের করে নিয়ে গেছে ভারত। গত বছর অনুর্ধ্ব-১৬ আসরেও প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে এ বছর চ্যাম্পিয়ন হওয়া অনুর্ধ্ব-২০ দলের খেলোয়াড়দের প্রেরণা হিসেবে নিয়েছিল এই কিশোর ফুটবলাররা। তাতে লড়াই মিললেও শেষ পর্যন্ত হারের হতাশাই সঙ্গী হয়েছে। ভারত শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল। ঘরোয়া ফুটবলে রক্ষণ মনস্ক হিসেবে পরিচিত কোচ সাইফুল বারীর অধীনে বাংলাদেশ প্রতিপক্ষের চাপ সামলে পাল্টা আক্রমণের কৌশল নিয়ে খেলেছে। বাংলাদেশের রক্ষণ ছিল আঁটোসাঁটো। ফলে ম্যাচে খুব বেশি সুযোগ পায়নি ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ সুযোগ পেয়েছিল বরং বাংলাদেশই। কিন্ত বক্সের ভেতর থেকে শফিক রহমান শট পোস্টে রাখতে পারেনি। ৭৬ মিনিটে ভারতের একটা শট ক্রসবারে প্রতিহত হওয়ার পর অতিরিক্ত সময়ে কর্নার থেকে সুমিত শর্মার হেড জড়ায় জালে।

অনূর্ধ্ব-১৭ সাফে শুক্রবার মুখোমুখি বাংলাদেশ-ভারত

অনূর্ধ্ব-১৭ সাফে শুক্রবার মুখোমুখি বাংলাদেশ-ভারত গেল বছর ভারতের বিপক্ষে অনূর্ধ্ব–১৬ সাফের ফাইনাল হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। এবার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত। প্রতিশোধের মাচ দিয়েই সাফের অনূর্ধ্ব-১৭ মিশন শুরু করবে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ। এ মাসেই অনূর্ধ্ব-২০ সাফে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। সাফে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সামনে ভারত বরাবরই অন্যরকম দল। খেলোয়াড়দের মধ্যেও কাজ করে বাড়তি চাপ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বললেন, ‘ভারতের বিপক্ষে খেললে একটু চাপ থাকে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। চাপ থেকে বেড়িয়ে স্বাভাবিক ফুটবল খেলতে চাই। ’ প্রতিপক্ষের চাপ সামলানো গেলেও ভুটানের কন্ডিশন ভাবাচ্ছে বাংলাদেশ দলকে। সেখানে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ঠ সময়ও পায়নি সাইফুল বারীর শিষ্যরা। সংবাদ সম্মেলনে অধিনায়ক, কোচ দুজনেই কথা বলেছেন এ নিয়ে। অধিনায়কের কথায়, ‘ভুটানের আবহাওয়া বাংলাদেশ থেকে একটু ভিন্ন। এখানে ঠান্ডা পড়ছে, আর বাংলাদেশ আমরা গরমে অনুশীলন করে এসেছি। তবে এসবের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ’টুর্নামেন্টে পা রাখার আগে কয়েক সপ্তাহ ক্যাম্প করার সুযোগ পেয়েছে তারা। সেটি অজানা থাকার কথা নয় বাংলাদেশ কোচের, ‘ভারতীয় টিমের প্রস্তুতি নিয়ে আমরা তেমন কিছু জানি না। শুনেছি ইন্দোনেশিয়া, লাদাখে তারা অনুশীলন করেছে। তো টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ, আর সেটি যদি হয় ভারতের বিপক্ষে… তো এটা একটা বড় ব্যাপার। তাছাড়া তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমার মনে হয় ছেলেরা এটা মোকাবিলা করতে প্রস্তুত। ’ এদিকে, ভারতীয় কোচ ইশফাক আহমেদ সমীহ করছেন বাংলাদেশকে। সেটি করাটাই যুক্তিযুক্ত। কেননা সাফের সব ক্যাটাগরি মিলিয়ে চারটি শিরোপা বাংলাদেশের দখলে। সাফ অঞ্চলে বাংলাদেশ যে শক্ত প্রতিপক্ষ সেটিই সংবাদ সম্মেলনে বলে গেলেন ইশফাক, ‘বাংলাদেশ অবশ্যই ভালো দল। সাফে তারা অন্যতম কঠিন প্রতিপক্ষ। বয়সভিত্তিক সাফে তারা সব বিভাগেই ভালো করছে। আমরা জানি বাংলাদেশকে হারানো মোটেও সহজ হবে না। এটা কঠিন ম্যাচ হবে, তবে আমরা তাদের মোকাবিলা করতে পেরে খুশি। প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্টে আমরা ভালো শুরু করতে চাই। আশা করি দর্শকরা একটা উপভোগ্য ম্যাচ দেখবেন। ’

আরও ৬ বছর রিয়ালেই থাকছেন লুনিন

আরও ৬ বছর রিয়ালেই থাকছেন লুনিন গত মৌসুমে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের পাশাপাশি ইনজুরিতে পড়েছিলেন রিয়াল মাদ্রিদের নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া। অনেকেই তখন ধারণা করেছিলেন বাজে মৌসুম যাবে তাদের। কিন্তু কোর্তোয়ার অভাব বুঝতে দিলেন না আন্দ্রে লুনিন।  ইউক্রেনের এই গোলরক্ষক একের পর এক সেভ দিয়ে নায়ক বনে গিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগ জেতায় গুরুত্বপূর্ণ অবদানে সবার ওপরে উঠে আসবে তার নাম। তাইতো লুনিনকে রেখে দিয়েছে রিয়াল। ২০৩০ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি। গতকাল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে রিয়াল। মাত্র ১৯ বছর বয়সে রিয়ালের হয়ে যাত্রা শুরু হয় লুনিনের। যদিও প্রথম দুই মৌসুম তাকে ধারে পাঠানো হয় লেগানেস ও রিয়াল ভাইয়াদলিদে। পরে ২০২০-২১ মৌসুমে ফেরেন ক্লাবের হয়ে। তখনও খুব বেশি সুযোগ পাননি। কিন্তু গত মৌসুমে সুযোগ পান, আর জানান দেন নিজের যোগ্যতার। দলকে জেতান চ্যাম্পিয়ন্স লিগ।  রিয়ালের জার্সিতে এ পর্যন্ত ৪৮ ম্যাচের ১৬টিতে ক্লিন সিট রেখেছেন লুনিন। ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে জিতেছেন দুইটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুইটি লা লিগাসহ মোট ১০টি শিরোপা।