ফুটবলে নতুন ইতিহাস: সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে কুরাসাও

ফুটবলে নতুন ইতিহাস: সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে কুরাসাও ছোট্ট ক্যারিবীয় দ্বীপ কুরাসাও লিখে ফেলল ইতিহাস। স্টিভ ম্যাকলারেনের জামাইকার সঙ্গে ড্র করেই তারা হয়ে গেল বিশ্বকাপে ওঠা সবচেয়ে ছোট দেশ। আগে এই রেকর্ড ছিল আইসল্যান্ডের, যারা খেলেছিল ২০১৮ বিশ্বকাপে। কিন্তু কুরাসাওয়ের তুলনায় তাদের দেশ অনেক বড়। মাত্র দেড় লাখের কিছু বেশি জনসংখ্যা কুরাসাওয়ের (যা কেমব্রিজ বা হাডার্সফিল্ডের সমান)। আর আয়তন মাত্র ১৭১ বর্গমাইল। ম্যান দ্বীপের চেয়েও ছোট। জামাইকার কোচ হিসেবে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক ইংল্যান্ড ম্যানেজার স্টিভ ম্যাকলারেন। ঘরের মাঠ কিংস্টনে জিতলেই ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে উঠত জামাইকা। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য ড্র। ইনজুরি টাইমে পাওয়া পেনাল্টিটিও ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়ে যায়। অন্যদিকে, ব্যক্তিগত কারণে মাঠে উপস্থিত না থাকলেও কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট বয়সের দিক থেকে নতুন রেকর্ড গড়েছেন। ৭৮ বছর বয়সে তিনি হবেন বিশ্বকাপের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কোচ। এর আগে এই রেকর্ড ছিল গ্রিসের দায়িত্ব নেওয়া অটো রেহাগেলের। যার বয়স ছিল ২০১০ সালে ৭১। ভেনেজুয়েলা উপকূল থেকে মাত্র ৩৭ মাইল দূরের এই দ্বীপটি ২০১০ সালে নেদারল্যান্ডস অ্যান্টিলিস ভেঙে যাওয়ার পর নেদারল্যান্ডস রাজ্যের অধীন একটি পৃথক দেশ হয়। মাত্র এক দশক আগেও ফিফা র‍্যাঙ্কিংয়ে তারা ছিল ১৫০ নম্বরে; এখন তারা উঠে এসেছে ৮২-তে। ৪৮ দল নিয়ে ২০২৬ বিশ্বকাপের বর্ধিত ফরম্যাট এবং আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের স্বয়ংক্রিয় যোগ্যতা অর্জন; সব মিলিয়ে কুরাসাওয়ের জন্য পথটা অনেকটাই সহজ হয়েছে। কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডানের সঙ্গে তারা হয়ে গেল আগামী বিশ্বকাপের চতুর্থ নবাগত দল। ম্যাচের আগে কুরাসাওয়ের মিডফিল্ডার জুনিনহো বাকুনা (হাডার্সফিল্ড, রেঞ্জার্স ও বার্মিংহামের সাবেক খেলোয়াড়) অভিভূত হয়ে বলেছিলেন, “এটা অবিশ্বাস্য। কুরাসাওয়ের জন্য সবচেয়ে বড় অর্জনের একটি। কয়েক বছর আগেও এমন কিছু কল্পনাই করা যেত না। দলের অংশ হতে পারাটাই নিজের জন্য এক বিশাল স্বপ্নপূরণ হবে।” ১০টি ম্যাচে সাত জয় ও অপরাজিত অবস্থায় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা।

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের  জয়ে নারী কাবাডি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে পরাজিত করেছে। বাংলাদেশের দাপুটে জয়ের আগে শুরুতে লড়াইটা দারুণ করেছে উগান্ডা। তবে প্রথমার্ধে ঠিকই এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। আফ্রিকান চ্যাম্পিয়নদের বিপক্ষে ১৪-১২ ব্যবধানে এগিয়ে। বিরতির পর অবশ্য উগান্ডাকে লড়াইয়ের সুযোগ দেয়নি বাংলাদেশ। ফলই তার প্রমাণ। দ্বিতীয়ার্ধে উগান্ডার ১০ পয়েন্টের বিপরীতে ২৮ পয়েন্ট নিয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে প্রতিপক্ষকে ৪২-২২ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। দুই অর্ধে দুইবার উগান্ডাকে অলআউট করেন বাংলাদেশের মেয়েরা। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশেল স্মৃতি আক্তার। প্রথম বিশ্বকাপ খেলতে নামা স্মৃতি জানিয়েছেন, পরের ম্যাচগুলো জিততে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচ যেহেতু জিতেছি, পরের গুলোও ইনশাআল্লাহ হবে। এটা আমার প্রথম বিশ্বকাপ। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে অনেক আনন্দ লাগছে। সবাই মিলে বাংলাদেশকে কিছু পদক জয় এনে দেব ইনশাল্লাহ।’ আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জার্মানি।

বাংলাদেশ-ভারত ম্যাচে থাকছেন সেই ‘বিতর্কিত’ রেফারি

বাংলাদেশ-ভারত ম্যাচে থাকছেন সেই ‘বিতর্কিত’ রেফারি গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হারের পর থেকেই ক্ষোভে ফুটছিল বাংলাদেশি সমর্থকরা। ম্যাচের একদম শেষ মুহূর্তে স্পষ্ট পেনাল্টি না দেওয়ায় রেফারির সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় তীব্র বিতর্ক। ভারত–বাংলাদেশ হাইভোল্টেজ লড়াইয়ে সেই ‘বিতর্কিত’ রেফারির হাতেই উঠছে বাঁশি! আজকের ম্যাচ পরিচালনা করবেন ফিলিপাইনের রেফারি ক্লিফোর্ড পোস্তানিস। ২০১৪ সাল থেকে তিনি ফিফা রেফারি, আর ২০২৫ সালে ফিলিপাইনের ব্যাজধারীদের মধ্যে সবচেয়ে সিনিয়র পোস্তানিসই।  তার সঙ্গে দুই সহকারীও ফিলিপাইনের, নানোলা ক্রিজমার্ক (ফিফায় ২০১৭ থেকে) এবং লাচিচা জিওভানি (২০১৮ থেকে)। উল্লেখযোগ্য বিষয়, সিঙ্গাপুরের সেই বিতর্কিত ম্যাচেও ছিলেন এই তিনজনই।  সেই ম্যাচের ৯৩তম মিনিটে বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে ডি-বক্সের ভেতর পিছন দিক থেকে স্লাইডিং ট্যাকেল করেন সিঙ্গাপুরের ইরফান নাজিব। কিন্তু পরিষ্কার ফাউলের পরও পোস্তানিস পেনাল্টির বাঁশি বাজাননি। সিদ্ধান্তের সেই ভুল বাংলাদেশের জন্য হয়ে ওঠে নিয়তির আঘাত, আর সমর্থকদের জন্য ক্ষোভের বিস্ফোরণ। তা না হলে যে পাল্টে যেত ম্যাচের ফল।  ম্যাচ পরিচালনার মান নিশ্চিত করতে রেফারিদের ওপর থাকেন এক জন অ্যাসেসর। বাংলাদেশ–ভারত ম্যাচে অ্যাসেসর হিসেবে এসেছেন জর্ডানের নাসের মোস্তফা, যিনি সাবেক ফিফা রেফারি। পুরো ম্যাচ ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন ম্যাচ কমিশনার সি থু উইন (মিয়ানমার)। দক্ষিণ এশিয়া থেকেও রয়েছেন একজন কর্মকর্তা, চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কাশুন লাকমাল। ১৩ নভেম্বর ঢাকায় বাংলাদেশ–নেপাল ম্যাচও পরিচালনা করেছিলেন তিনি।

ভারত ম্যাচের আগে ভক্তদের যা বললেন হামজা

ভারত ম্যাচের আগে ভক্তদের যা বললেন হামজা নেপালের বিপক্ষে অবিশ্যাস্য বাইসাইকেল কিক আর ‘পানেনকা’ পেনাল্টির পরও শেষ পর্যন্ত জয় পায়নি দল। সে সময় হতাশার কথা জানালেও পেশাদার ফুটবলে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তা ভালই জানেন ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা এই ফুটবলার। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিয়ম রক্ষার মর্যাদার লড়াইয়ে ম্যাচের আগে অনুশীলনে সোমবার নিজেদের ঝালিয়ে নিয়েছে দুদলই। জামাল-তারিক কাজির পর হামজা-জায়ান-শমিতদের আগমনে বদলে গেছে বাংলাদেশের ফুটবল। বদলে যাওয়া ফুটবলে উচ্ছ্বাসিত ভক্তদের চাঙ্গা রাখার দায়িত্বও যে তারকা ফুটবলারদের তা আবারও দেখালেন হামজা।  সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে স্ট্যাটাস দেন হামজা। পোস্টে তিনি লেখেন, ‌‌‘বড় ম্যাচের জন্য সব প্রস্তুতি সম্পন্ন। আপনাদের সবাইকে দেখার জন্য আর আপনাদের উচ্ছ্বাস অনুভব করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ইনশাআল্লাহ।’ দর্শকদের কাছ আজ স্টেডিয়ামের গ্যালারিতে যা দেখতে চেয়েছেন হামজা তা যে তিনি দেখবেন এ নিয়ে তেমন কোন সন্দেহ নেই। কারণ ছয় মিনিটে যে বিক্রি হয়ে গিয়েছে জাতীয় স্টেডিয়ামের সব টিকিট।

ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে

ইতালিকে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে আরলিং হালান্ড যেন নিজেই ইতিহাস লিখে চলেছেন। দুই মিনিটের ব্যবধানে তার দুর্দান্ত দুই গোল ইতালিকে সান সিরোতে ৪-১ ব্যবধানে হারিয়ে নরওয়েকে নিয়ে গেল ১৯৯৮ সালের পর তাদের প্রথম বিশ্বকাপে। ম্যানচেস্টার সিটির এই সুপারস্টারের গ্রুপপর্বে গোলসংখ্যা দাঁড়াল ১৬। যা পোল্যান্ডের রবার্ট লেভানদোভস্কির রেকর্ডের সমান। ‘গ্রুপ–আই’ থেকে স্বয়ংক্রিয়ভাবে কোয়ালিফাই করতে নরওয়ের সামনে ছিল শুধু গণিতের হিসাব মেলানোর অপেক্ষা। তাদের বাদ দিতে ইতালির দরকার ছিল অবাস্তব এক নয় গোলের ব্যবধান। যা মাঠে সম্ভব হয়নি। তাই দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে ফিরতে যাচ্ছে নরওয়ে। আত্মবিশ্বাসও আকাশছোঁয়া। গত জুনে ইতালিকে ৩–০ গোলে হারানো ম্যাচটাই শেষ পর্যন্ত লুচিয়ানো স্পালেত্তির চাকরি শেষ করে দেয়। তার উত্তরসূরি জেনারো গাত্তুসো এবার প্লে-অফের প্রস্তুতি নেবেন। গাত্তুসো তার সেরা খেলোয়াড়দেরই দলে ফেরান। মোলদোভার বিপক্ষে খেলা দলে কেবল জিয়ানলুকা মানচিনি টিকে থাকেন। অন্যদিকে নরওয়ের একমাত্র পরিবর্তন, এস্তোনিয়ার বিপক্ষে খেলা অস্কার ববের জায়গায় নামেন ক্রিস্টিয়ান থরস্টভেট। প্রথমার্ধজুড়ে ইতালি ছিল আধিপত্যে। ফেদেরিকো দিমারকোর ভলিটি সামান্য বাইরে গেলে ১১তম মিনিটে আলো ছড়ান মাত্র ২০ বছর বয়সী ফ্রানচেস্কো পিও এসপোসিতো। দুর্দান্ত টার্ন আর নিখুঁত ফিনিশ আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটাকে আরও উজ্জ্বল করে তোলেন তিনি। এরপর এসপোসিতো আরেকটি হেড বাইরে পাঠালেও দুই দলই তেমন পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। মাঝপথে রেফারির সিদ্ধান্তে আপত্তি জানিয়ে গাত্তুসো কার্ডও দেখেন। বিরতির পর যেন নতুন উদ্যমে মাঠে নামে নরওয়ে। আলেকজান্ডার সর্লোথের শট বার ঘেঁষে বেরিয়ে যায়। এরপর চুলের অনন্য সাজে পরিচিত জুলিয়ান রাইয়েরসনও লক্ষ্যভেদ করতে পারেননি।

এমবাপ্পেকে ছাড়াই রাতে মাঠে নামছে ফ্রান্স

এমবাপ্পেকে ছাড়াই রাতে মাঠে নামছে ফ্রান্স বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আজ রাত ১১টায় আজারবাইজানের মুখোমুখি হবে ফ্রান্স। তবে চোটের কারণে দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না লা ব্লুজ। একই সময়ে মাঠে নামবে ইংল্যান্ডও, আলবেনিয়ার বিপক্ষে খেলতে। রিয়াল মাদ্রিদে মৌসুমের শুরুটা কঠিন হলেও এখন দারুণ ছন্দে এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে নিয়মিত গোল করে গড়েছেন ৪০০ গোলের রেকর্ড—ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে। ফ্রান্সের হয়ে ৫৫ গোল করা তারকা মাত্র দুই গোল দূরে আছেন অলিভার জিরুর সর্বোচ্চ গোলের রেকর্ড ছোঁয়ার। তবে আজারবাইজানের বিপক্ষে তার সেই রেকর্ড ব্রেকিং গোলের অপেক্ষা বাড়ছে চোটের কারণে। ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়ে নিশ্চিত হয়েছে টিকিট। আজারবাইজানের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার হলেও অপরাজিত থেকে বাছাইপর্ব শেষ করতে চাইবে ফ্রান্স। গ্রুপ ডিতে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, আইসল্যান্ড ও ইউক্রেনের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে। টানা ৬ ম্যাচ অপরাজিত ফরাসিরা বাকুতে কোনো হোঁচট চাইছে না। দলে স্বস্তির খবর সৌদি প্রো লিগে আল ইতিহাদের হয়ে আলো ছড়িয়ে জাতীয় দলে ফিরেছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এনগোলো কন্তে। আজ তাকে বাজিয়ে দেখতে পারেন কোচ দেশম। এমবাপ্পের অনুপস্থিতিতে শুরুর একাদশে দেখা যেতে পারে হুগো একিতিকেকে।

জন্মসূত্রে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে বাংলাদেশে আসছে ভারত

জন্মসূত্রে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে বাংলাদেশে আসছে ভারত রায়ান উইলিয়ামসকে খেলানোর জন্য ফিফার অনুমতি এখনো পায়নি ভারত। তবু অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ডকে বাংলাদেশে নিয়ে আসছে ভারত। আজ তাকে স্কোয়াডে রেখেই ২৩ সদস্যের দল ঘোষণা করেছে তারা। ২০১৯ সালে অজিদের হয়ে অভিষেক হয় জন্মসূত্রে অস্ট্রেলিয়ান রায়ানের। তবে বয়সভিত্তিক পর্যায় পেরিয়ে সিনিয়রদের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচটিই খেলতে পেরেছেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। আর সুযোগ না মেলায় সম্প্রতি ভারতের নাগরিকত্ব নিয়েছেন তিনি। ছেড়েছেন অস্ট্রেলিয়ার পাসপোর্ট। মা ভারতীয় হওয়ায় এই সুযোগটা নিয়েছেন রায়ান। ভারতের হয়ে তাকে খেলতে আগ্রহী করেছে দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান সুপার লিগের দল বেঙ্গালুরু এফসির হয়ে খেলাও। চাইলে অবশ্য বাবার পরিচয় সূত্রে ইংল্যান্ড ও ওয়েলসের হয়েও খেলতে পারতেন তিনি। সেই যাই হোক ভারতের হয়ে খেলতে হলে রায়ানকে ফিফার অনুমতি লাগবে। যা এখনো নিশ্চিত নয়। আগামী ১৭ নভেম্বরের মধ্যে যদি অস্ট্রেলিয়ার অনাপত্তিপত্র এবং ফিফা ও এএফসির অনুমতি পায় তবেই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারবেন তিনি। অন্যথা, ভারতের হয়ে অভিষেকের অপেক্ষা দীর্ঘায়িত হবে। আগামী ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। ম্যাচটি এশিয়ান কাপ বাছাইপর্বের। যা এখন শুধুই নিয়ম রক্ষার হয়েছে। কেননা মূল পর্বে খেলার যোগ্যতা আগেই হারিয়েছে দুই দল। তবে উভয় দলের জন্য মর্যাদার লড়াই হয়েছে। তাই তো বাংলাদেশের পথই অনুসরণ করছে ভারত। গত এক বছরে বেশ কজন প্রবাসী ফুটবলারের অভিষেক হয়েছে বাংলাদেশের হয়ে। যার মধ্যে হামজা চৌধুরী অন্যতম। লেস্টার সিটির মিডফিল্ডারের মতোই ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে রায়ানের। পোর্টসমাউথ, ফুলহাম ও বার্নলির মতো ক্লাবে খেলেছেন তিনি। অনুমতি না পাওয়া সত্ত্বেও রায়ানকে দলে রাখলেও দেশের ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীকে এবার দলে রাখেনি ভারত। সঙ্গে লিস্টন কোলাসোর মতো ফরোয়ার্ডকেও বাংলাদেশের বিপক্ষে রাখেননি কোচ খালিদ জামিল।

২০২৬ বিশ্বকাপে ৩০ দলের জায়গা নিশ্চিত 

২০২৬ বিশ্বকাপে ৩০ দলের জায়গা নিশ্চিত  ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট ৩০টি দল। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, উত্তর ও মধ্য আমেরিকা এবং ওশেনিয়া মিলিয়ে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে টুর্নামেন্টের দলসংখ্যা। ইউরোপ (৩ দল) ফ্রান্স, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া নিজেদের গ্রুপের প্রতিযোগিতায় শীর্ষে থেকে জায়গা করে নিয়েছে ফুটবলের মহামঞ্চে। দক্ষিণ আমেরিকা (৬ দল) আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে— দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ছয়টি দলই বাছাইপর্বে দাপট দেখিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। উত্তর ও মধ্য আমেরিকা (২ দল) আয়োজক যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে মেক্সিকো। আফ্রিকা (৯ দল) বিশ্বমঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করবে আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর, সেনেগাল, তিউনিসিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকা। এশিয়া (৭ দল) জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান এর মধ্যেই নিশ্চিত করেছে মূল পর্বের টিকিট। ওশেনিয়া (১ দল) ওশেনিয়া অঞ্চল থেকে জায়গা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টে মোট ৪৮ দল অংশ নিলেও এখনো বেশ কিছু জায়গা খালি রয়েছে। বাকি দলগুলো প্লে-অফ ও শেষ দিকের বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে।

উড়ন্ত হামজার বাইসাইকেল গোল ফিফার পোস্টে 

উড়ন্ত হামজার বাইসাইকেল গোল ফিফার পোস্টে  নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ২-১ গোলে এগিয়ে থাকা ম্যাচে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ম্যাচে দুটি গোল করেন হামজা চৌধুরী। যার একটি ছিল দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন প্রথমার্ধে শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দুর্দান্ত এক বাইসাইকেল গোলে দলকে সমতা এনে দেন হামজা চৌধুরী। বাংলাদেশের এই মিডফিল্ডারের গোল অনেকটা ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক গোলের মতো। হামজার এই বাইসাইকেল গোল রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বিশ্ব ফুটবলে। হামজা এমন দর্শনীয় গোলের দৃশ্য নজড়ে পড়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার। ফেসবুকে উড়ন্ত হামজার দুটি ছবি পোস্ট করেছে ফিফা। সেই পোস্টের ক্যাপশনে লিখা- উড়ন্ত হামজা, পাশে বাংলাদেশের পতাকার ছবি। বাইসাইকেল গোলের পর পরই পেনাল্টি থেকে গোল করেন হামজা। এতেই ম্যাচে লিড পেয়েছিল বাংলাদেশ। এই নিয়ে লাল-সবুজের জার্সি গায়ে ৬ ম্যাচে ৪টি গোল করলেন দেশের ফুটবলের এই মহাতারকা।

ক্যাম্প ন্যুতে বার্সার কিংবদন্তি মেসির সম্মানে ভাস্কর্য

ক্যাম্প ন্যুতে বার্সার কিংবদন্তি মেসির সম্মানে ভাস্কর্য  বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি। স্প্যানিশ ক্লাবটির হয়ে বহু স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। নিজেদের ইতিহাসের সেরা ফুটবলারকে চিরস্মরণীয় করে রাখতে ভাস্কর্য স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে বার্সা। বার্সার প্রধান স্টেডিয়াম ক্যাম্প ন্যু’এর সংস্কার কাজ প্রায়ই শেষ হয়ে এসেছে। বার্সেলোনা সভাপতি জোয়ান লাপার্তা নিশ্চিত করেছেন ক্যাম্প ন্যু বাইরে লিওনেল মেসির একটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা আছে। লাপার্তা বলেন, ‘আমরা সকল কিউল (বার্সা সমর্থক) চাই, লিও মেসির একটি ভাস্কর্য স্পোটিফাই ক্যাম্প ন্যুতে থাকুক। আমরা এর ওপর কাজ করছি, এবং যদি মেসির পরিবার একমত হয়, ডিজাইন তৈরি হলে তাদের সঙ্গে আলোচনা করা হবে।’ তিনি বলেন, ‘মেসি সবসময় বার্সার অংশ হয়ে থাকবেন। আমাদের দরজা সবসময় তার জন্য খোলা। আমরা তার প্রতি পূর্ণ সম্মান রাখি। বার্সার থেকে সেরা শ্রদ্ধা পাওয়ার যোগ্য মেসি।’ ক্যাম্প ন্যু স্টেডিয়ামের বাইরে ক্লাবটির কিংবদন্তি জোয়ান ক্রুইফ ও লাসজলো কুবালার ভাস্কর্য আছে। তাদের মতো মেসিকেও কাতালান ক্লাবটি চিরস্বরণীয় করে রাখতে প্রতিমূর্তি তৈরির করবে বলে জানান বার্সা সভাপতি। তিনি বলেন, ‘মেসির স্পোটিফাই ক্যাম্প ন্যুতে একটি ভাস্কর্য থাকা উচিত, ঠিক ক্রুইফ এবং কুবালার মতো। তিনি এমন একজন আইকনিক খেলোয়াড়, যার ছাপ বার্সার হৃদয়ে চিরঅম্লান থাকবে।’ ২০২১ সালে হঠাৎ বার্সেলোনা ছাড়তে হয় মেসিকে। মাত্র ১৩ বছর বয়সে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির একাডেমিতে যোগ দেন তিনি। ক্লাবটিতে ২১ বছরে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন এবং ১০টি লা লিগা শিরোপা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এবং তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন ৩৮ বছর বয়সী ফুটবলার। সম্প্রতি একদম চুপিসারে ক্যাম্প ন্যুতে ঘরে যান মেসি। সামাজিক মাধ্যমে এক পোস্টে কোনো একদিন সাবেক ক্লাবে ফেরারও বার্তা দেন ইন্টার মায়ামির মহাতারকা। তবে আপাতত মেসির ফেরা অবাস্তব বলেন বার্সা সভাপতি।