দশ জনের দল নিয়েও বার্সার বড় জয়

দশ জনের দল নিয়েও বার্সার বড় জয় শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) লা লিগা জমে যায় মূলত মাদ্রিদ ডার্বির বিতর্কিত ড্রয়ে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলের ড্র দেখে সবচেয়ে খুশি হওয়ার কথা বার্সেলোনা ভক্তদেরই। সেই খুশিকে আরও পোক্ত করার লক্ষ্যে রবিবার রাতে সেভিয়ার বিপক্ষে ম্যাচে নামে কাতালান জায়ান্টরা। ম্যাচের আধঘন্টারও বেশি সময় একজন কম নিয়ে খেলেও বড় ব্যবধানে জয় পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ফলে স্প্যানিশ লিগে শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান আরও কমাল বার্সা। লা লিগার সেরা ৩ দলের পয়েন্ট এখন ৪৮, ৪৯ এবং ৫০! রবিবার সেভিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। ম্যাচের ৬০ মিনিটে ফেরমিন লোপেজ প্রতিপক্ষ মিডফিল্ডার জিব্রিল সাওকে ভয়ানক ট্যাকল করলে সরাসরি লাল কার্ড দেখেন। যদিও ততক্ষণে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। এরপরও সেভিয়া গোলের ব্যবধান কমাতে পারেনি, উল্টো ফ্লিকের দল আরও একটা গোল দিয়ে ৪-১ ব্যবধানের বিশাল জয় লাভ করে। ঘরের মাঠ র্যামন সাঞ্চেজ পিজিয়ানে ম্যাচের সাত মিনিটেই রবার্ট লেভানডভস্কির গোলে পিছিয়ে যায় সেভিয়া। তবে মাত্র এক মিনিটের মধ্যেই সমতা ফেরে সেভিয়া। সাউলের কাটব্যাকে ফাঁকায় বল পেয়ে যান রুবেন ভার্গাস, অনায়াসেই গোল করেন সুইস ফরোয়ার্ড।
বাংলাদেশের দল ঘোষণা: আছেন হামজা চৌধুরী

বাংলাদেশের দল ঘোষণা: আছেন হামজা চৌধুরী এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, সিঙ্গাপুর ও হংকং। আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে বাছাইপর্বের খেলা। তার আগে আজ রোববার (০৯ ফেব্রুয়ারি, ২০২৫) এএফসি এশিয়ান কাপের জন্য ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রত্যাশিতভাবে দলে জায়গা পেয়েছেন লেস্টার সিটির (বর্তমানে শেফিল্ড ইউনাইটেড) বাংলাদেশি প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। এছাড়াও আরেকজন প্রবাসী ফুটবলার রয়েছেন। তার নাম ফাহমেদুল ইসলাম। তিনি ফেনীর ছেলে। ইতালিয়ান ফোর্থ ডিভিশনের ক্লাব ওলবিয়া ক্যালসিওর হয়ে খেলেন তিনি। সেক্ষেত্রে আগামী ২৫ মার্চ বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে হামজা ও ওলবিয়ার। দলে জায়গা পেয়েছেন ডেনমার্ক প্রবাসী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়াও। ৩৮ সদস্যের দলে সর্বোচ্চ ১৪ জন আছেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়। ৮ জন আছেন আবাহনী লিমিটেড থেকে। প্রাথমিক দলে ডাক পাওয়া ৩৮ ফুটবলার নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। ক্যাম্প শুরুর সময় প্রাথমিক তালিকায় থাকা বেশ কয়েকজন খেলোয়াড় রদবদল হতে পারে বলেও জানানো হয়েছে বাফুফে থেকে। আগামী ২৫ মার্চ শিলংয়ে বাছাইপর্বের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচে। ০৯ অক্টোবর ঘরের মাঠে হংকংকে আতিথ্য দিবে বাংলাদেশ। আর ১৪ অক্টোবর যাবে হংকংয়ের মাঠে খেলতে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৮ নভেম্বর পঞ্চম ম্যাচে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ও ২০২৬ সালের ৩১ মার্চ ষষ্ঠ তথা বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাঠে খেলবে হামজা-ফাহিমরা। বাংলাদেশের ৩৮ সদস্যের প্রাথমিক দল: গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবন, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান। ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত। মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী। ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।
কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে ব্রাজিল

কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে ব্রাজিল দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। আগের ম্যাচে উরুগুয়েকেও একই ব্যবধানে হারিয়েছিল তারা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান তাদের। সমান পয়েন্ট নিয়ে গোল বেশি করায় শীর্ষে আর্জেন্টিনা। আজ কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ইয়াগো তেওদোরো দা সিলভা নগুয়েইরা। ভেনেজুয়েলাতে শুরু হওয়া ম্যাচটির ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। কর্নার থেকে উড়ে আসা বল বক্সে বাড়ান পেদ্রো। সেখান থেকে লফিয়ে নিঁখুত হেডে জাল খুঁজে নেন ইয়াগো সিলভা। ম্যাচে আরো বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি হয়েছিল সেলেসাওদের সামনে। তবে তারা কাজে লাগাতে পারেননি। ৮৭তম মিনিটে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করে লাল কার্ড দেখেন ব্রাজিলের ইগোর সেলোতে। এতে অবশ্য সমস্যা হয়নি তাদের। জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা। গ্রুপ পর্বের লড়াই শেষে শিরোপার জন্য উরুগুয়ে, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ের সঙ্গে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে লড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দল হবে চ্যাম্পিয়ন।
সিটির চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে রদ্রি

সিটির চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে রদ্রি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের জন্য দলে পরিবর্তন এনেছে ম্যানচেস্টার সিটি। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিকে স্কোয়াডে রেখেছে তারা। রেয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর প্লে অফে অবশ্য খেলতে পারবেন না তিনি। ২০২৪ সালে ব্যালন ডি’অর জয়ী রদ্রি সেপ্টেম্বরে এসিএল ইনজুরির পর থেকে আর মাঠেই নামেননি। তারপর থেকে অনুমান করা হচ্ছিল হয়তো এই মৌসুমে আর খেলা হবে না তার। তবে স্কোয়াডে নতুন করে তার অন্তর্ভুক্তিতে চ্যাম্পিয়ন্স লিগের কোনও এক পর্যায়ে এই মিডফিল্ডারের খেলার সম্ভাবনা দেখা দিয়েছে। ২২ সদস্যের স্কোয়াডে নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়দেরও রাখা হয়েছে। তারা হলেন-ওমার মারমুশ,আবদুকুদির খুসানভ ও নিকো গঞ্জালেস। শেষ ষোলোর প্লে-অফে আগামী মঙ্গলবার ইতিহাদে লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে সিটি। বার্নাব্যুতে দ্বিতীয় লেগ হবে ১৯ ফেব্রুয়ারি। এই দুই লেগে অবশ্য রদ্রির খেলা হচ্ছে না। যেহেতু এখনও সুস্থ হওয়ার লড়াইয়ে আছেন।
৩৬-এ বুটজোড়া তুলে রাখলেন মার্সেলো

৩৬-এ বুটজোড়া তুলে রাখলেন মার্সেলো ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ডিফেন্ডার মার্সেলো। পুরো ক্যারিয়ার জুড়ে ছিলেন দুর্দান্ত। দায়িত্ব পালন করেছেন স্প্যানিশ জায়ান্টদের অধিনায়কের। ক্লাবটির হয়ে পাঁচবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ছয়টি লা লিগাসহ মোট ২৫টি শিরোপা জিতেছেন তিনি। তার আমলে সোনালি সময় পার করেছে রিয়াল মাদ্রিদ। ২০২২ সালে মাদ্রিদের অধ্যায় শেষ করে সেই বছরই যোগ দিয়েছেন গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে। ক্লাবটিতে এক মৌসুমে খেলার পর ২০২৩ সালে নিজের শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সের নাম লেখান তিনি। তার ইচ্ছে ছিল আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার। তবে গেল নভেম্বর ফ্লুমিনেন্সের কোচ মানো মেনেজেসের সঙ্গে বিবাদে জড়িয়েছেন তিনি। যার কারণে পারস্পরিক সমঝোতায় ক্লাব ছেড়েছেন তিনি। এবার ঘোষণা দিয়েছেন ফুটবলে নিজের সমাপ্তির। মার্সেলো বলেন, ‘১৮ বছর বয়সে রিয়াল মাদ্রিদ আমার দরজায় কড়া নাড়ল। সেখান থেকে আমি এখানে পৌঁছেছি। এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি যে, আমি একজন সত্যিকারের মাদ্রিদে। স্বপ্নের ক্লাবে ১৬ মৌসুমে ২৫টি শিরোপা, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, একজন অধিনায়ক এবং বার্নাব্যুতে এক জাদুকরী রাত। কী এক যাত্রা।’ এছাড়াও নিজেদের কিংবদন্তির অবসরে বার্তা দিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, ‘মার্সেলো রিয়াল মাদ্রিদ এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা লেফট-ব্যাক। আমরা তাকে দীর্ঘদিন নিজেদের ঘরে রাখার সৌভাগ্য পেয়েছি। তিনি আমাদের সেরা কিংবদন্তিদের একজন এবং রিয়াল মাদ্রিদ সর্বদা তার বাড়ি।’
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দল

একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দল বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২০২৫ সালের একুশে পদকের জন্য দেওয়া হয়েছে। এ বছর ‘বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল’কে একুশে পদকের জন্য বিবেচনা করা হয়েছে। আজ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একুশে পদক-২০২৫ এর জন্য মনোনীত ব্যক্তিরা হলেন – আজিজুর রহমান (মরণোত্তর)—শিল্পকলা (চলচ্চিত্র); উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর)—শিল্পকলা (সংগীত); ফেরদৌস আরা—শিল্পকলা (সংগীত); নাসির আলী মামুন—শিল্পকলা (আলোকচিত্র); রোকেয়া সুলতানা—শিল্পকলা (চিত্রকলা); মাহফুজ উল্লা (মরণোত্তর)—সাংবাদিকতা; মাহমুদুর রহমান—সাংবাদিকতা ও মানবাধিকার; ড. শহীদুল আলম—সংস্কৃতি ও শিক্ষা; ড. নিয়াজ জামান—শিক্ষা; মেহেদী হাসান খান—বিজ্ঞান ও প্রযুক্তি; মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)—সমাজসেবা; হেলাল হাফিজ (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য; শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর)—ভাষা ও সাহিত্য; মঈদুল হাসান—গবেষণা। পদকপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেওয়া হয়। দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে। একুশে পদক পাওয়ার যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাছাই করে সংস্কৃতি মন্ত্রণালয়।
লেগানেসকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

লেগানেসকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। কিন্তু সেটি ধরে রাখতে পারেনি বেশিক্ষণ। একের পর এক পাল্টা আক্রমণে সমতায় ফেরে লেগানেস। তবে শেষ মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে অভিভূত হন গন্সালো গার্সিয়া। ব্যবধান গড়ে দিয়ে রিয়ালকে তোলেন সেমিফাইনালে। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গতকাল রাতে লেগানেসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচের উদ্বোধনী গোলের পর ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের এন্দ্রিক। পরে জোড়া গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান হুয়ান ক্রুস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন গার্সিয়া। সামনে মাদ্রিদ ডার্বি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ থাকায় আজ মাঠে নামানো হয়নি নিয়মিত একাদশের অনেককেই। তারপরও এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ১৮তম মিনিটে তাদের লিড এনে দেন মদ্রিচ। বাঁ দিক থেকে আক্রমণে গিয়ে মদ্রিচকে বক্সে খুঁজে নেন রদ্রিগো। নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি ক্রোয়াট মিডফিল্ডার। ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এন্দ্রিক। সতীর্থের পাস প্রতিপক্ষের কারও পা ছুঁয়ে পেয়ে যান তিনি। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে জাল খুঁজে নেন এই ব্রাজিলিয়ান। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে লেগানেসের ব্যবধান কমান হুয়াস ক্রুস। রিয়ালের বক্সে ইয়াকোবো রামনের হাতে বল লাগায় পেনাল্টি পায় স্বাগতিকরা। বিরতির পর পাল্টা আক্রমণে ঝড় তোলে লেগানেস। রক্ষণভাগ শক্ত রেখে তারা সমতায় ফেরে ৫৯তম মিনিটে। ক্রুসের শট ফেরলান্দ মন্দির পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না গোলরক্ষকের। পাঁচ মিনিট পর সুযোগ পান ভিনিসিয়ুস। পায়ের কারিকুরিতে বল টেনে নিয়ে গোলরক্ষকের সামনে থেকে শট নিলেও পোস্টে লেগে প্রতিহত হয়। চেষ্টা চালাতে থাকে রিয়াল। তার সুফল পেতে অপেক্ষা করতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দলকে এগিয়ে নেন গার্সিয়া। সেবায়োসের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সেই বল উপরে তুলে দেন ব্রাহিম দিয়াস। দারুণ হেডে জাল খুঁজে নিয়ে উল্লাসে ভাসেন কাস্তিয়ার এই তরুণ।
এএফসি চ্যাম্পিয়নস লিগে জোড়া গোল রোনালদোর

এএফসি চ্যাম্পিয়নস লিগে জোড়া গোল রোনালদোর আগামীকাল ৩৯ পেরিয়ে ৪০ ছোঁবেন ক্রিস্টিয়ানো রোনালদো। জন্মদিন উদ্যাপনের আজ রাতে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন পর্তুগিজ মহাতারকা। এএফসি চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচে আল নাসরের হয়ে জোড়া গোল করে নিজেকে যেন জন্মদিনের উপহারই দিলেন রোনালদো। রোনালদোর জোড়া গোলের রাতে আল ওয়াসলের বিপক্ষে আল নাসর জিতেছে ৪-০ গোলে। এদিন আল ওয়াসলের বিপক্ষে জয়ে রোনালদো প্রথম গোলটি করেন ম্যাচের ৪৪ মিনিটে। পেনাল্টি থেকে এই গোল করেন তিনি। এরপর ম্যাচে ৭৮ মিনিটে সাদিও মানের ক্রসে দুর্দান্ত এক হেডে রোনালদো করেন নিজের দ্বিতীয় গোল। এটি চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর ২৫ ম্যাচে ২৩তম এবং এএফসি চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ষষ্ঠ গোল। এই ম্যাচে জোড়া গোলে ক্যারিয়ারের গোলসংখ্যাকে ৯২৩–এ নিয়ে গেলেন রোনালদো। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে আর ৭৭ গোল দূরে দাঁড়িয়ে তিনি। বর্তমান ছন্দ ও ফিটনেস ধরে রাখতে পারলে এই লক্ষ্য অর্জন রোনালদোর জন্য মোটেই কঠিন কিছু নয়। যদিও একই সময়ে প্রকাশিত এক সাক্ষাৎকারে ১০০০ গোল নিয়ে খুব বেশি না ভাবার কথাই বলেছেন রোনালদো। তিনি বলেছেন, ‘যদি আমি এটা পাই, তবে দারুণ ব্যাপার হবে। কিন্তু আমি এটা নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ছি না। বিষয়টা নিয়ে কথা বলা বিরক্তিকর হয়ে দাঁড়িয়েছে।’ এদিকে জন্মদিনের আগ মুহূর্তে গোল করে ভক্ত-সমর্থকদের নতুন উদ্যাপনও উপহার দিয়েছেন রোনালদো। নতুন এই উদ্যাপনের সময় রোনালদো প্রথমে হাত তুলে বিমান ওড়ার ভঙ্গি করেন এবং তারপর হাতটা নিচের দিকে নামিয়ে আনেন।
টানা দুই ম্যাচ জিতলেও বাদ পড়ার শঙ্কা ব্রাজিলের

টানা দুই ম্যাচ জিতলেও বাদ পড়ার শঙ্কা ব্রাজিলের আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল ব্রাজিল। এর পর টানা দুই ম্যাচে জিতেছে বটে, কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে হারের ক্ষত এখনো পোঁড়াচ্ছে সেলেসাওদের। শঙ্কা রয়েছে টুর্নামেন্টে থেকে ছিটকে যাওয়ার। আজ ইকুয়েডরকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল। ব্রাজিলকে ২৫ মিনিটে লিড এন দেয় ইয়াগো। ২৬ ও বিরতির আগে জোড়া গোল করেন দেইভিদ ওয়াশিংটন। ৭৬ ও ৮৪ মিনিটে দুই গোল শোধ করে ইকুয়েডর। আর তাতেই পূর্ণ ৩ পয়েন্ট পায় ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছিল সেলেসাওরা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তিনে অবস্থান করছে নেইমারের উত্তরসূরীরা। তবে এখনো নিশ্চিত হয়নি তাদের ফাইনাল স্টেজ।
আর্জেন্টিনা ম্যাচের দুঃস্বপ্ন ভুলে জয়ের ধারায় ব্রাজিল

আর্জেন্টিনা ম্যাচের দুঃস্বপ্ন ভুলে জয়ের ধারায় ব্রাজিল আগের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে উড়ে গিয়েছিল ব্রাজিল। দুঃস্বপ্নের সেই রাত পেছনে ফেলে জয়ের মুখ দেখেছে তারা। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে গতকাল রাতে বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে আগের ম্যাচে বড় হারের জ্বালা ভুলেছে ব্রাজিল। খেলায় ৫৭ শতাংশ বলের দখল রেখেছিল তারা। এমনকি ব্রাজিলের সফল ১৯৪টি পাসের বিপরীতে বলিভিয়া সফল পাস করেছে ২৭৭টি। তবে ‘সোনার হরিণ’ গোল সেলেসাওদেরই বেশি। গ্যাব্রিয়েল মোসকারদোর গোলে লিড নেয় ব্রাজিল। করিন্থিয়ান্সের ব্রেনো বিদন ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর বলিভিয়া এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত ব্রাজিলের জয় ঠেকাতে পারেনি। আগামী শুক্রবার ভোরে ব্রাজিল পরের ম্যাচ খেলবে ইকুয়েডরের বিপক্ষে।