ঘুরে বেড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আসবে বাংলাদেশেও
![](https://radiomahananda.com/files/2024/11/146947_187-1.jpg)
ঘুরে বেড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আসবে বাংলাদেশেও সব ঠিক থাকলে চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসবে পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল টুর্নামেন্টের আগে আইসিসির উদ্যোগে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘুরে বেড়াবে কয়েকটি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশও। আইসিসির এক সূত্র থেকে জানা গেছে, এই ট্রফি এরই মধ্যে ১৪ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে ট্রফিটি পৌঁছেছে এবং পরবর্তী সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে এটি প্রদর্শিত হবে। আইসিসি জানিয়েছে, পাকিস্তানের মুরি, হুনজা, মুজাফফরাবাদ ও স্কার্দুতে ট্রফিটি নিয়ে যাওয়া হবে, এমনকি কেওটুজ পাহাড়েও ট্রফিটি নিয়ে যাওয়া হবে যা পর্যটন প্রচারের অংশ। তবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি শহরগুলোতে এটি নিয়ে যাওয়া হবে না, কারণ সেখানে বর্তমানে ধোঁয়াশার কারণে প্রতিকূল পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশে ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যা ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ক্রিকেট আয়োজন নিষিদ্ধ করা উচিত পাকিস্তানে ও ভারতে
![](https://radiomahananda.com/files/2024/11/CHAMPIONS-1-1.jpg)
ক্রিকেট আয়োজন নিষিদ্ধ করা উচিত পাকিস্তানে ও ভারতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ নিয়ে নাটকীয়তা এখন সবারই জানা। এবার সেই বিষয়টির প্রসঙ্গ টেনে পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার রশিদ লতিফ বলেছেন, তার হাতে ক্ষমতা থাকলে ভারতের বিপক্ষে পাকিস্তানকে খেলতে দিতেন না তিনি। এছাড়া, ঝামেলা সমাধানের আগে পাকিস্তান ও ভারতে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে দেওয়া আইসিসির উচিত নয় বলে মনে করেন তিনি। চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান সফরে না যাওয়ার কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট সংস্থা বিসিসিআই। এমন ধারণাও করা হচ্ছে, পুরো টুর্নামেন্টটি পাকিস্তানের বাইরে আয়োজিত হতে পারে। ভারত দলের পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়টির লিখিত আইসিসির কাছে চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোজাসাপ্টা কথা বলার জন্য পরিচিত লতিফ পিটিআইকে বলেন, ‘একটা বড় সম্ভাবনা আছে ভারতের বিপক্ষে খেলাই বন্ধ করে দিতে পারে পাকিস্তান। আমার হাতে যদি ক্ষমতা থাকত হ্যাঁ, আমি শক্ত পদক্ষেপ নিতাম। আমি এজন্য কাউকেই দোষ দিচ্ছি না। যদি তোমরা পাকিস্তানে খেলতে না চাও, তাহলে কোনো প্রতিযোগিতায়ই খেলার দরকার নেই। পাকিস্তানের হয়ে ৩৭টি টেস্ট ও ১৬৬ ওয়ানডে খেলা লতিফ আরও বলেন, ‘আমার মতে, এসব ঝামেলা মিমাংসা হওয়ার আগে আইসিসির উচিত দেশ দুইটি থেকে আয়োজনের স্বত্ব তুলে নেওয়া। মূলত, সরকারের পরামর্শেই পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ক্রিকেট দল। ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ, বিশেষ করে এশিয়ায়; লতিফ টেনে এনেছেন শ্রীলংকা ও জিম্বাবুয়ে প্রসঙ্গও। ২০২৩ সালের নভেম্বরে ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে শ্রীলংকাকে নিষিদ্ধ করেছিল আইসিসি। চলতি বছরের জানুয়ারিতে এই নিষেধাজ্ঞা উঠে যায়। লতিফ বলেন, ‘ভারত এবং পাকিস্তান নিষিদ্ধ হচ্ছে না কেন? কারণ, আইসিসি অনেকাংশে তাদের ওপর নির্ভর করে। নিরাপত্তার দোহাই দিয়ে ভারত দলের পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্তের চরম সমালোচনা করেছেন লতিফ। তিনি বলেন, ‘এই প্রথমবারের মতো, আমি বলব বিসিসিআই ভুল করছে। তারা যে কারণ (পাকিস্তানে না যাওয়ার) দেখিয়েছে সেটা খুবই দুর্বল। এটা তাদের লিখিত দেওয়া উচিত যে বিসিসিআই এবং ভারত ক্রিকেট দল হুমকি অনুভব করছে। আইসিসির নিরাপত্তা দল এখানে (পাকিস্তানে) এসেছে এবং টুর্নামেন্ট আয়োজনে সবুজ সংকেত দিয়েছে। যদি আপনাদের কোনো সমস্যা থাকে, তাহলে অভিযোগ জানাতে পারেন।
টেস্ট ক্রিকেটকে বিদায় ইমরুলের
![](https://radiomahananda.com/files/2024/11/Em-1.jpg)
টেস্ট ক্রিকেটকে বিদায় ইমরুলের দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে চাপান না ইমরুল কায়েস। সবশেষ ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের সাদা জার্সি গায়ে জড়িয়েছিলেন এই টপ অর্ডার ব্যাটার। এরপর ফেরার চেষ্টা করলেও আর দলে জায়গা করে নিতে পারেননি। শেষমেশ টেস্ট দল থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। টেস্ট ক্রিকেটের পাশাপাশি চারদিনের ঘরোয়া লাল বলের টুর্নামেন্ট প্রথম শ্রেণির ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দেন ইমরুল। আগামী ১৬ নভেম্বর খুলনা বিভাগের পক্ষে শেষ প্রথম শ্রেণির ম্যাচটি খেলবেন ইমরুল। আজ বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বিদায়ের ঘোষণা দেন তিনি। পোস্টে ভিডিও জুড়ে দিয়ে ক্যাপশনে লেখেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। স্টেডিয়ামে বসে ভিডিওবার্তা দিয়েছেন ইমরুল। যেখানে বলেছেন, ‘আমি বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রতি ভালোবাসা রেখে জানাতে চাচ্ছি যে আমি খুব দ্রুতই একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আগামী ১৬ নভেম্বর আমি টেস্ট ক্রিকেটের ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সাথে আমার প্রথম শ্রেণির ক্রিকেটেরও সমাপ্তি করতে যাচ্ছি। এটি জীবনে ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে কঠিন ও আবেগের একটি মুহূর্ত।’ ভিডিওতে নিজের ক্রিকেট ক্যারিয়ারের বিভিন্ন স্মরণীয় মুহূর্তও তুলে ধরেন ইমরুল। ২০০৮ সালের নভেম্বরে ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় ইমরুলের। ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে মোটে ৩৯টি ম্যাচ খেলেছেন ইমরুল। ৭৬ ইনিংস খেলা ইমরুল করেছেন ১ হাজার ৭৯৭ রান। যেখানে ৩টি সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৪টি ফিফটি। প্রথম শ্রেণিতে ২০টি সেঞ্চুরিসহ প্রায় ৮ হাজার রান রয়েছে ইমরুলের। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এখনো অবসর না নিলেও এই দুই সংস্করণে ইমরুলের জাতীয় দলে ফেরা বেশ কঠিন। সবশেষ ২০১৮ সালে ওয়ানডে ক্রিকেট খেলেছেন এই সংস্করণে ২ হাজার ৪৩৪ রানের মালিক ইমরুল। আর টি-টোয়েন্টিতে সবশেষ ২০১৭ সালে খেলেছেন মাগুরার এই ক্রিকেটার। যেখানে ১৪ ম্যাচে করেছেন মোটে ১১৯ রান।
ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন দিপু শান্তর পরিবর্তে
![](https://radiomahananda.com/files/2024/11/dipu-1.jpg)
ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন দিপু শান্তর পরিবর্তে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কুঁচকির চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন এই টাইগার অধিনায়ক। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন ব্যাটার শাহদাত হোসেন দিপু। মঙ্গলবার ১২ নভেম্বর এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। ২০২৩ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে টেস্টে অভিষেক হয় দিপুর। এখন পর্যন্ত এই ফরম্যাটটিতে চারটি ম্যাচ খেলেছেন তিনি। চলতি বছরের মার্চের পর আর জাতীয় দলে খেলা হয়নি দীপুর। ওই মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে ছিলেন ব্যর্থ তিনি। এরপর পাকিস্তান, ভারত ও সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজেও দীপু ডাক পাননি। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাশ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
মুগ্ধ ইয়ান বিশপ নাহিদ রানায়
![](https://radiomahananda.com/files/2024/11/Nahid-1-1.jpg)
মুগ্ধ ইয়ান বিশপ নাহিদ রানায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হঠাৎ করেই সুযোগ পান নাহিদ রানা। হাসান মাহমুদের বিশ্রাম আর পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির কারণে দলে জায়গা পেলেও ভিসা জটিলতায় শুরুতে সংযুক্ত আরব আমিরাত পাড়ি দিতে পারেননি তিনি। মিস করেছেন প্রথম ওয়ানডে। তবে শেষ ম্যাচে তাসকিনকে বিশ্রাম দিয়ে ঠিকই রানাকে প্রমাণ করার একটা সুযোগ দিয়েছে টিম ম্যানেজেমেন্ট। আর সেই সুযোগটাকে দারুণ কাজে লাগিয়েছে রানা। এক ম্যাচেই টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে টাইগার ভক্ত এমনকি বিদেশি এক্সপার্টদেরও মন জয় করেছেন চাঁপাইনবাবগঞ্জের এই স্টিড স্টার। ম্যাচের দ্বিতীয় ওভারেই রানার হাতে বল তুলে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরু থেকেই দারুণ গতিতে বল করেন রানা। তার তৃতীয় ডেলিভারির স্পিড ছিল ১৪৮ দশমিক ৭ কিলোমিটার। শারজাহর স্লো উইকেটেও গড়ে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের ওপরে বোলিং করেছেন ২২ বছর বয়সী এই তরুণ। ম্যাচের অষ্টম ওভারে করা দ্বিতীয় বলটি ছিল সবচেয়ে গতিময়। ১৫০ দশমিক ৯ কিলোমিটার গতিতে ছিল সেই ডেলিভারিটি। যা বাংলাদেশের কোনো ক্রিকেটারের করা দ্রুততম বল। ওই ওভারের চতুর্থ বলেই সাদিকউল্লাহকে বোল্ড করে প্রথম ওয়ানডে উইকেটের স্বাদ পান রানা। বলটা ছিল ১৪৮ দশমিক ৯ কিলোমিটার গতির। শুধু গতিই নয়, তার বোলিংয়ে ছিল নিখুত ইনসুইংও। ৫ ওভার ১৩ রান ১ উইকেট। এটাই ছিল নাহিদ রানার প্রথম স্পেল। কম রান দেয়ার পাশাপাশি উইকেট নিয়েছেন। তবে সবচেয়ে বড় বিষয় গতিতে সবসময় কাবু করে রেখেছেন আফগান ব্যাটারদের। নাহিদের ৫ ওভার দেখেই মুগ্ধ হয়েছেন ক্যারিবিয়ান সাবেক পেসার ও জনপ্রিয় ধারাভাস্যকার ইয়ান বিশপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে রানাকে ফিট রাখতে বিসিবিকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বিশপ লেখেন, বাংলাদেশকে এখন থেকেই সাবধানী হতে হবে, উদ্যোগ নিতে হবে। তাদের যে সামর্থ্য আছে, তার মধ্য থেকে সেরা স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নিয়োগ দিতে হবে নাহিদ রানা ও তাদের পেস বোলিং গ্রুপের জন্য। রানার গতি খুবই প্রশংসনীয়। পরের ৫ ওভারেও সফল ছিলেন রানা। গুলবাদিন নাইবের উইকেটও পেয়েছেন তিনি। ১০ ওভার শেষে ৪০ রান ও এক মেডেনে শিকার করেন দুই উইকেট। সিরিজ হারের দুঃখের দিন নাহিদ রানাই হয়ত দলের জন্য বড় প্রাপ্তি।
৩০ ডিসেম্বর শুরু বিপিএলের একাদশ আসর
![](https://radiomahananda.com/files/2024/11/135552_faruqi-5-1.jpg)
৩০ ডিসেম্বর শুরু বিপিএলের একাদশ আসর ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর শুরু হবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের একাদশ আসরে সাত দল অংশ নিচ্ছে। মোট ৪৬ ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা হবে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে। ফাইনাল ম্যাচ হবে ৭ ফেব্রুয়ারি। বাড়তি একদিন রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী ২৬ ডিসেম্বর বিপিএল শুরু করতে চেয়েছিল আয়োজকরা। ৪ দিন পিছিয়ে চার-ছক্কার ধুন্ধমার প্রতিযোগিতা শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদে দিনের ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়। সন্ধ্যার ম্যাচ শুরু হবে সাড়ে ছয়টায়। শুক্রবার দিনের ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। সন্ধ্যার ম্যাচ সন্ধ্যা ৭টায়। বিপিএল এবার গুছিয়ে ও পরিকল্পিতভাবে আয়োজন করতে চাচ্ছে বিসিবি। প্লেয়ার্স ড্রাফটের পরপরই বেশ কিছু উদ্যোগও নিয়েছে আয়োজকরা। বিপিএল মাঠে গড়ানোর দুই মাস আগে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান চূড়ান্ত করেছে আয়োজকরা, যা আগে কখনোই হয়নি। এবার দর্শকদের কথা মাথায় রেখে ই-টিকিট করার প্রক্রিয়াও হাতে নিয়েছে বিসিবি।
ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশকে টপকালো আফগানিস্তান
![](https://radiomahananda.com/files/2024/11/Afgan-vs-ban-1.jpg)
ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশকে টপকালো আফগানিস্তান টেস্ট ও টি-টোয়েন্টির ব্যর্থতার মধ্যেও ওয়ানডে ক্রিকেটে ভালো করার আশা ছিল বাংলাদেশের কাছে। কিন্তু সেটিও যেন ফিকে হয়ে আসছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হারার পর সেটিই মনে হচ্ছে। আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে! তাদের টপকে ৮ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। যদিও রেটিং পয়েন্ট দুই দলেরই সমান ৮৫। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আফগানিস্তান উঠে গেছে আটে। বাংলাদেশের পরে ১০ নম্বরে অবস্তান ওয়েস্ট ইন্ডিজ। এই তালিকায় শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৮। ১১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। তিনে থাকা পাকিস্তানের পয়েন্ট ১০৯।
সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানদের টার্গেট ২৪৫ রান
![](https://radiomahananda.com/files/2024/11/309d7b9ef26147967ea4ac70857d7cf0-67320887695f3.jpg)
সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানদের টার্গেট ২৪৫ রান সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। তবে টাল হারানো দলটাকে টেনে তুলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ ১১৯ বলে ৬৬ রানের ধীর ইনিংস খেলেছেন। তবে রিয়াদ খেলেছেন কিছুটা মারমুখী ভঙ্গিতে ইনিংসের শেষ বলে আউট হয়েছেন ৯৮ রানে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২৪৪ রান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। ফাইনাল না হলেও আক্ষরিক অর্থে আজকের ম্যাচটা ‘ফাইনাল।’ এমন সমীকরণের ম্যাচে টস জিতলেন প্রথমবার অধিনায়কত্বের আর্মব্যান্ড পরা মেহেদী হাসান মিরাজ। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।
ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কার বুঝে পেলেন সাফজয়ীরা
![](https://radiomahananda.com/files/2024/11/sw_1731323438-1.jpg)
ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কার বুঝে পেলেন সাফজয়ীরা টানা দ্বিতীয় সাফ শিরোপা জয় করে ফেরার পরই বাংলাদেশ নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। সেই চেক আজ হাতে পেয়েছেন নারী ফুটবলাররা। প্রত্যেকে পেয়েছেন ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ জনের মধ্যে এই ১ কোটি টাকা সমবণ্টন হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ৩২ জনের জন্য ৩২ টি পৃথক চেক ইস্যু করেছে। চেকগুলো পাওয়ার পর ফেডারেশনকে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রাপ্তি স্বীকারপত্র প্রেরণ করতে বলা হয়েছে।
বাংলাদেশ সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যাটিংয়ে
![](https://radiomahananda.com/files/2024/11/ak-3.jpg)
বাংলাদেশ সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যাটিংয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানে হারে বাংলাদেশ। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে পিছিয়ে যায় সফরকারীরা। আজ বিকেল চারটায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন বাচা-মরার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তর মতে, উইকেট শুষ্ক থাকায় ব্যাটিংয়ে সহায়তা হবে। ম্যাচের শেষ দিকে সুইংয়েরও আশা করছেন তিনি। অন্যদিকে আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদির চাওয়া, বাংলাদেশকে ২৪০ রানের আটকানো। এই ম্যাচে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় উইকেটকিপার–ব্যাটসম্যান হিসেবে খেলছেন জাকের আলী। স্পিনার রিশাদ হোসেনের জায়গায় নেওয়া হয়েছে আরেক স্পিনার নাসুম আহমেদকে।বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।