চাঁপাইনবাবগঞ্জে ৯শত প্রবীণের মাঝে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ৯শত প্রবীণের মাঝে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের সদস্য ৯শত প্রবীণের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা শহরের শহীদ সাটু হল মার্কেটে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, জেলার অন্যতম শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান এরফান গ্রুপের এমডি মাহবুব আলম, সংগঠনের জেলা শাখা সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আফসার আলী, স্বেচ্ছাসেবী সংগঠন চিকিৎসা সহায়তা কেন্দ্র সম্পাদক আমিনুল ইসলাম। অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তরা জেষ্ঠ্য নাগরিকদের জন্য যা কিছু করা সম্ভব তা করার আশ্বাস দেন। তাঁরা বলেন, প্রবীণরা সর্বাগ্রে শ্রদ্ধেয়। পথ চলার জন্য অনুকরণীয়। তাদের প্রয়োজন ও চাওয়া সবসময় গুরুত্বের সাথে দেখা হয়। জেলা প্রশাসক ও ইউএনও সংঘের জন্য একটি উপযুক্ত কার্যালয় স্থাপনে সহায়তার এবং সর্বদা প্রবীণদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সদর উপজেলায় আদিবাসীদের পারগানা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সদর উপজেলায় আদিবাসীদের পারগানা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পারগানা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার আতাহার যুগি ডাইং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় গ্রামের মাঞ্জি, যুব ও মহিলা প্রতিনিধি এবং নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় আদিবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। আদিবাসী নেতা কর্নেলিউস মুরমুর সঞ্চালনায় ও লুথবেন চার্চের সাবেক জিএস মি. আমিন হেম্ব্রমের সভাপতিত্বে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট প্রভাত টুডু, গ্রামের মড়ল সম হেম্ব্রম, বিলবৈঠা আদিবাসী স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন টুডু, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, দৈনিক কালবেলা ও নিউজ টুইনটিফোর এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আবুল হায়াত শাহিন, রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলীসহ অন্যরা। সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট প্রভাত টুডু বলেন, আমনুরা টং পাড়ায় এখনো আদিবাসীদের উপর নির্যাতন নিপিড়ন চলছে। তাদের বসতবাড়ি দখল করার পাইতারা করছে স্থানীয় কিছু ভূমিদস্যু। তাদের দিঘির মাছগুলো তারা ধরে নিয়েছে। মহানইল গ্রামে কিছু আদিবাসীর জমি ভূমিদস্যুরা কেড়ে নেওয়ার জন্য পাইতারা করছে। এছাড়াও বাবুডাইং এর রুমালি নামে একজনকে বিনাবিচারে ৮দিন জেল খাটতে হয়েছে। আলোচনা সভায় বক্তারা আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আদিবাসীরা স্থানীয় প্রভাবশালীদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের ভূমি বেদখল হয়ে যাচ্ছে। কেউ একা প্রতিবাদ করার সাহস করছে না। এই সংগঠনের মাধ্যমে এখন থেকে প্রতিবাদ জানাতে হবে। এজন্য সবাইকে সংগঠিত হতে হবে। এগুলোর প্রতিবাদ করতে হবে, তা নাহলে আমাদের উপর এই ধরনের নিপিড়ন, অত্যাচার চলতেই থাকবে। আলোচনা শেষে আগামী ৩ বছরের জন্য ৭ সদস্যের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পারগানা পরিষদের সদস্য নির্বাচন করা হয় এবং ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এই পারগানা পরিষদ আদিবাসীদের উপর জুলুম ও নির্যাতন প্রতিরোধ, আদিবাসীদের অধিকার রক্ষা সহ নানা বিষয়ে কাজ করবে। ৭ সদস্যের পারগানা পরিষদের হিসেবে নির্বাচিত হয়েছেন, কর্ণেলিউস মুরমু, দানিয়েল হাসদা, স্টেফান সরেন, জিস্কেল মুরমু, মনিকা সরেন, শ্যামলী হাসদা ও লালু হেম্ব্রম। এছাড়াও উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে, মদন হাঁসদা, অনিল হেম্ব্রম, মনোরঞ্জন টুডু, র্বাণাবাস হেম্ব্রম ও যোহন হেম্ব্রম। উল্লেখ্য উইকলীফ সুইজারল্যান্ড এর অর্থায়নে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বাস্তবায়নে সভার আয়োজন করে সদর উপজেলার ভারপ্রাপ্ত পারগানা পরিষদের নেতৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ: নাচোল ও গোমস্তাপুরে শুরু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ: নাচোল ও গোমস্তাপুরে শুরু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে। অন্যদিকে নাচোল ও গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনের এই মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত সোমবার সদর উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা মঙ্গলবার শেষ হয়েছে। মেলায় বিভিন্ন স্টলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনীমূলক বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশ নেন। এর মধ্যে জুনিয়র গ্রুপে কুইজ প্রতিযোগিতায় প্রথম হন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, সিনিয়র গ্রুপে প্রথম নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী, প্রজেক্টে সিনিয়র গ্রুপে নবাবগঞ্জ সরকারি কলেজ ও জুনিয়র গ্রুপে প্রজেক্ট অলিম্পিয়াডে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বিশেষ গ্রুপে প্রথম হয় চয়েস সায়েন্স ক্লাব। মেলায় ১৮টি স্টল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন নির্বাহী অফিসার নীলুফা সরকার। এবারের মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০টি স্টলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশ নিয়েছেন। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ সময় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, জাতীয় ফুটবল টিমের কোচ আব্দুর রাজ্জাক, রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। দুই দিনব্যাপি এই মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১টি স্টল অংশ নিচ্ছে।

সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন

সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। ইউএসএআইডির আইন সহায়তা অ্যাক্টিভিটির অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্ত্বাবধানে সদর উপজেলার লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় লাইট হাউজ আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পের আওতায় এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার রুখসানা খানম। এ সময় উদাহরণ দিয়ে রুখসানা খানম বলেন, দলিল ছাড়া যেমন জমি পোক্ত হয় না, তেমনি রেজিস্ট্রেশন ছাড়া বিয়ের কোনো দাম নেই। কোর্ট ম্যারেজের কোনো দাম নেই। এসময় লিগ্যাল এইড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি। ওরিয়েন্টেশন পরিচালনা করেন লাইট হাউজ আইন সহায়তা অ্যাক্টিভির জেলা প্রকল্প কর্মকর্তা মো. সালাহ উদ্দিন জুয়েল। লাইট হাউজ আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পটি রাজশাহী বিভাগের চারটি জেলায় বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় সরকারি আইন সহায়তা প্রদান আইন ২০০০ এর কার্যক্রম প্রচার ও স্থানীয় প্রতিষ্ঠানের সাথে সমন্বয় বৃদ্ধি করে আইন সেবা থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে আদিবাসী প্রতিবন্ধী ও হিজড়াদের আইনগত অধিকার ও আইনে সেবা প্রাপ্তিতে সহায়তা প্রদান করবে। লাইট হাউজ মাঠপর্যায়ে উঠান বৈঠক, পাবলিক হিয়ারিং, ই-সংলাপ, আদিবাসী নেতাদের আইন সহায়তা বিষয়ক প্রশিক্ষণ, অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে যুবসমাজকে আইন সহায়তা কার্যক্রমের সম্পৃক্তকরণ, স্থানীয় পর্যায়ে ভলেন্টিয়ার তৈরি করে তাদের আইন সহায়তা কার্যক্রমে সম্পৃক্তকরণ যাতে করে পরবর্তীতে তারা নিজেরাই স্ব উদ্যোগে সরকারি আইন সহায়তা কার্যক্রমের প্রচার ও অভিযোগ প্রেরণ কার্যক্রমে সহায়তা করতে পারে। সভায় কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নের জন্য উপস্থিত অংশগ্রহণকারীদের পরামর্শ গ্রহণ করা হয়।

সদর উপজেলার আমনুরায় ভুটভুটি উল্টে চালক নিহত

সদর উপজেলার আমনুরায় ভুটভুটি উল্টে চালক নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকায় ভুটভুটি উল্টে চাপা পড়ে আসানুর (৪২) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে আমনুরা-গোদাগাড়ী সড়কের খাদ্যগুদামের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ভুটভুটি চালক নওগাঁর নিয়ামতপুর উপজেলার বনগাঁ চাঁন্দইল এলাকার তৈমুরের ছেলে। তিনি গোদাগাড়ীতে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, মাছ বিক্রি করে বাড়ি ফিরছিলেন আসানুর। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটি উল্টে যায়। এতে ভুটভুটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আসানুর। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি।

বালুগ্রাম আদর্শ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

বালুগ্রাম আদর্শ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের বালুগ্রাম আদর্শ কলেজে তারুণ্যের উৎসবে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কলেজ মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম ফারুক মিথুন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলা বিভাগের প্রধান মোহা. মোখলেশুর রহমান ও ক্রীড়া কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক এস এম মাসুদ আলম। উদ্বোধন অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। উদ্বোধনকালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম ফারুক মিথুন বৈষম্য-দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের এগিয়ে যাবার আহ্বান জানান।

চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাকের অবহিতকরণ সভা

চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তাদের নিয়ে ব্র্যাকের অবহিতকরণ সভা   চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের “ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্ট্রোরপ্রেনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ লেড বিজনেস” শীর্ষক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় এই সভার আয়োজন করা হয়। অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অআঞ্জুমান সুলতানা, উপজেলা সমবায় অফিসার আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজ কর্মী মেফতাহুজ্জামান নয়ন, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন। প্রকল্প সম্পর্কে ধারণা দেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক নিতিশ কুমার বাওয়ালী। প্রকল্পের কর্মসূচি উপস্থাপন করেন সংস্থাটির জেলা ব্যবস্থাপক আছিয়া খাতুন। এসময় অনুভূতি ব্যক্ত করেন প্রকল্পের প্রমিজ সাব্বির হোসেন, আব্দুল মালেক এবং সায়েদা খাতুন। এসময় জেলা ব্র্যাকের অ্যাসোসিয়েট অফিসার সিদ্ধার্থ ব্যানাজীসহ অন্যান্য কর্মকর্তা, প্রকল্পের ক্লাইন্ট, মেন্টরসহ বিভিন্ন উদ্যোক্তাবৃন্দ। উল্লেখ্য, প্রকল্পটিতে আর্থিকভাবে সহায়তা করছে টিকটক।  

চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও সেন্টার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও সেন্টার উদ্বোধন জেলার অ্যাজমা রোগীদের চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যেচাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজসকালে জেলা শহরের শান্তি মোড়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ অ্যাজমা ফাউন্ডেশন ও সেন্টারের চেয়ারম্যান ডাঃ আনোয়ার জাহিদ রুবেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ও ডাঃ ইসমাইল হোসেন। উপস্থিত ছিলেন ডাঃ রবিউল ইসলাম, ডাঃ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার পরিচালক আব্দুল বারেক ও রায়হানুল ইসলাম লুনা, জেলা ট্রাক,ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, অ্যাজমা সেন্টারে সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

শিবগঞ্জে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

  শিবগঞ্জে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী শিবগঞ্জে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক ৩দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উপজেলা প্রশাসনের হলরুমে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার। এতে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এমএ মজিদ ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ছাদেকুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়াসহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, এনজিও কর্মী ও ইমামসহ ৬০ জন অংশ নেয়। প্রশিক্ষণে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।

শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে প্রশাসক

শিবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে প্রশাসক শিবগঞ্জ পৌরসভার হাজী মোড় হতে জালমাছমারী পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আজাহার আলী। আজ দুপুরে শিবগঞ্জ পৌরসভার অর্থায়নে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে দীর্ঘ ২১০ মিটারের এই উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি রাস্তা ও ড্রেনেজ নির্মাণ কাজের গুণগত মান নিশ্চিতের ওপর জোর দেন। এতে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, শিবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম তোফাজ্জুল হোসেন ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনসহ অন্যরা।