জেলা মিল মালিক ও আতপ ধান চাউল ব্যবসায় সমিতির সভাপতি হারুণ সম্পাদক বাবু

জেলা মিল মালিক ও আতপ ধান চাউল ব্যবসায় সমিতির সভাপতি হারুণ সম্পাদক বাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা মিল মালিক ও আতপ ধান চাউল ব্যবসায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪-২৫ মেয়াদে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। শনিবার স্থানীয় সন্ধ্যা কমিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় পূর্বের কমিটিই বহাল রাখা হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে মো. হারুণ অর রশিদ, সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. শামসুদ্দিন, সহসভাপতি পদে মুখলেসুর রহমান, সাধারণ সম্পাদক পদে মসিউল করিম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলহাজ¦ মফিজ উদ্দিন, সহসাধারণ সম্পাদক সম্পাদক পদে আমিনুল ইসলাম নির্বাচিত হন। এছাড়া কার্যানির্বাহী কমিটির ১১ জন সদস্য পদে নির্বাচিত হন। তারা হলেন-আব্দুর রাজ্জাক, সারোয়ার হোসেন, ফারুক আহমেদ, আশরাফুল হক, রেজাউল করিম, আব্দুল মান্নান, শফিকুল ইসলাম, ওমর ফারুক, ইব্রাহিম আলী বাবলু, বোরহান উদ্দিন সেন্টু, শামীম হোসেন।
চার প্রশাসনিক কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিল বাপসা

চার প্রশাসনিক কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিল বাপসা চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পরিষদের ৪জন প্রশাসনিক কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি (বাপসা), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। শনিবার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়। সংগঠনটির জেলা সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, বাপসা জেলা শাখার সাধারণ সম্পাদক ও পারবর্তীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মুকুল হোসেন, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সেরাজুল ইসলাম, রানীহাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউর রহমান, ঝিলিম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি পাল, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাসান হাফিজুর, ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আকবর আলী, গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাকিবুল করিমসহ অন্যরা। সম্প্রতি শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহা. আব্দুল খালেক, উজিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুক আহমেদ, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহা. মুনসুর রহমান, বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন অবসরে গেছেন।
গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আত্মপ্রকাশ হয়েছে। এই উপলক্ষে আজ সকালে গোমস্তাপুর নূহ স্ট্যান্ডে ফিতা কেটে অফিস উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করা হয়। বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি আবুল কাশেম মহাজন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা তাবাসুম আরা মিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য চাষী ও সমাজ সেবক শরিফুল ইসলাম, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুবাক্কারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা। আলোচনা শেষে বদরুল ইসলামকে সভাপতি ও ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির জেলা কমিটি ঘোষনা করা হয়। পরে ওই এলাকার ৫০ জন অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশী নিহতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশী নিহতের অভিযোগ শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের সীমান্তে বিএসএফ’র হাতে আটকের পর নির্যাতনে বারিকুল নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি দূর্লভপুর ইউনিয়নের নামোজগন্নায়পুর স্কুলছাম গ্রামের সেতাউর রহমানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১১টা থেকে আজ ভোররাতের মধ্যে কোন এক সময় ঘটনাটি ঘটে। দূর্লভপুর ইউপি’র ৯ নং ওয়ার্ড সাবেক সদস্য ও নিহতের আত্মীয় আব্দুর রাজ্জাক বলেন, গতকাল সন্ধ্যার দিকে সীমান্তের পদ্মা নদীতে প্রতিদিনের ন্যয় একা ডিঙ্গি নৌকায় মাছ ধরতে যাবার পর বিএসএফ বারিকুলকে আটক করে। আজ দুপুরে বিএসএফ’র নির্যাতনে তার মৃত্যু হয়। ভারতে থাকা বারিকুলের স্বজনরা বিষয়টি তার পরিবারকে অনলাইনে অবহিত করে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরয়িা বলেন, আজ দুপুরের পর দূর্ললপুর ইউনিয়নের এক ব্যাক্তি সীমান্তে বিএসএফ’র হাতে নিহতের ঘটনাটি জানা যায়। এ ব্যাপারে খোঁজ করা হচ্ছে।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পলিটেকনিক ইনস্টিটিউটের

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পলিটেকনিক ইনস্টিটিউটের চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদের মধ্যে এই পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) সামসুর রহমান খান। অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ ওমর ফারুক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমানসহ শিক্ষকম-লী। এর আগে গত ২৭-৩০ জানুয়ারি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় দেড়শ জন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন। তাদের মধ্যে বৃহস্পতিবার পুরস্কার বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও শিশুর অধিকার বিষয়ে স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠি এবং বেসরকারি খাতের ফোরামগুলোর সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কেন্দ্রে এই সভার আয়োজন করা হয়। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প সভাটির আয়োজন করে। ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। মানপুর বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, এসএসবিসি প্রকল্পের সহয়তাকারী তোহরুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০জন ব্যবসায়ী প্রতিনিধি। অনুষ্ঠানে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব, শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতে ব্যবসায়ীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শণ করেন।
শিবগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ

শিবগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যালয়ে যাবার পথে শুভ সরকার (১২) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ নিয়ে আজ সন্ধ্যায় শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর পিতা মানিক চন্দ্র সরকার। নিখোঁজ ব্যক্তি উপজেলার রেডিয়েন্ট স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও চককীর্তি ইউনিয়নের নাধরা গ্রামের মানিক চন্দ্র সরকারের ছেলে। লিখিত অভিযোগে জানা গেছে- সকাল ৭টায় শিবগঞ্জ বাজারে অবস্থিত রেডিয়েন্ট স্কুল এ্যান্ড কলেজে যাবার উদ্দেশ্যে উপজেলার চককীর্তি ইউনিয়নের নাধরা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয় শুভ সরকার। বিকাল পর্যন্ত শুভ সরকার বাড়ি ফিরে না আসায় স্কুলসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া লিখিত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিক্ষার্থীর নিকট মোবাইল ফোন না থাকায় কিছুটা অসুবিধা হলেও উদ্ধারের চেষ্টা চলছে।
গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ

গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা গণঅধিকার পরিষদ। বুধবার বেলা ১১টায় জেলাশহরের বাতেনখাঁর মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। গণঅধিকার পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আল আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফতি, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান সায়েম, গোমস্তাপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আজিজুর রহমান ও সাবেক ছাত্রনেতা রাতুল হাসান নিশান। সমাবেশে বক্তারা জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবি জানান। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত ক্ষতিগ্রস্ত শহীদদের সঠিক তালিকা তৈরি করে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান বক্তারা। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে জেলা প্রশাসনের কর্মসূচি

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে জেলা প্রশাসনের কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সরকারি নির্দশনা অনুযায়ী এবারের সকল কর্মসূচিতে বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনার পাশাপাশি ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা ফুটিয়ে তোলার আহ্বান জানানো হয়। সভায় বিস্তারিত আলোচনার পর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- একুশের প্রথম প্রহরে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, একুশ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এছাড়াও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা করা হবে। এছাড়ও ২০ ফেব্রুয়ারির মধ্যে শিশুদের মধ্যে রচনা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। আইনশৃঙ্খলা বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ তার বক্তব্যে শহীদ মিনারসহ সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন। সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।
সোনামসজিদে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা

সোনামসজিদে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সীমান্ত বাণিজ্যের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় ভ্যাট, এক্সাসাইজ, কমিশনারেট কাস্টমস কমিশনার ও এই কমিটির আহ্বায়ক আব্দুল হাকিম; চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ ও পরিচালক আলহাজ মো. একরামুল হক; অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ৫৯ বিজিবির কোম্পানি কমান্ডার মো. শাহাজাহান, উদ্ভিদ সংগনিরোধ দপ্তরের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ, সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মোস্তাক আহমেদসহ আরো অনেকে। সভায় সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের গতিশীলতা আনয়ন, সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির প্রতি তিন মাস অন্তর সভা আয়োজন এবং উপস্থিত প্রতিনিধিদের মতামতের আলোকে আমদানি-রপ্তানি ও ট্রানজিট বাণিজ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে তা দূরীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।