চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত

103

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এরা সকলেই সদর উপজেলার বাসিন্দা। এদের ৫ জন পুরুষ ও ৫ জন নারী। আজ রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ২২ জনের নমূণা ফলাফলে ওই ১০ জন শনাক্ত হন বলে জানিয়েছেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী। শনাক্তদের তথ্য ও অবস্থান যাচাই করা হচ্ছে। এর এক সপ্তাহ আগে গত ৩০ মার্চ জেলায় সর্বশেষ ৯ জনের করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন জানান,এনিয়ে জেলায় ৮৫৪ জন শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৮১০ জন। মারা গেছেন ১৪ জন। জেলায় চিকিৎসাধীন রোগি এখন ৩০ জন। এরা সকলেই সদর উপজেলার বাসিন্দা। জেলার শিবগঞ্জ,গোমস্তাপুর,নাচোল ও ভোলাহাট উপজেলা এখন রোগিশূণ্য। তিনি আরও জানান, জেলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ৩১৮ জনের নমূণা সংগৃহীত হয়েছে। এখনও ফলাফল আসে নি ৫৯ টি নমূণার। সিভিল সার্জন আরও জানান জেলায় আজ দুপুর পর্যন্ত ৪৬ হাজার ৪৮৫ জন করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। নিবন্ধন করেছেন ৫৭ হাজার ২৪০ জন। জেলায় এ পর্যন্ত ৫৩ হাজার ৫শত ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে।