নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় দেশটির সাম্প্রতিক মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তিনি। একইসঙ্গে তিনি শান্তি প্রতিষ্ঠায় কার্কির প্রচেষ্টার প্রতি ভারতের দৃঢ় সমর্থনের আশ্বাস দেন এবং নেপালের জাতীয় দিবস উপলক্ষে তাকে ও নেপালবাসীকে শুভেচ্ছা জানান। আজ এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মোদি জানান, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে একটি আন্তরিক ফোনালাপ হয়েছে। সাম্প্রতিক মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছি এবং দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তার প্রচেষ্টার প্রতি ভারতের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছি। এছাড়াও ১৯ সেপ্টেম্বর নেপালের জাতীয় দিবস উপলক্ষে তাকে ও দেশটির জনগণকে উষ্ণ শুভেচ্ছাও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ক্ষমতা পরিবর্তনের পর এটি ছিল দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ, যা প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। এ জয়ে ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করলো পাকিস্তান। ভারতের সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে পাকিস্তান। সুপার নিশ্চিত হওয়ায় চলতি আসরে আরও অন্তত একবার ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে। আগামী ২১ সেপ্টেম্বর ররিবার আবার ভারতের মুখোমুখি হবেন সালমান আলী আঘারা। ম্যাচের ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এশিয়া কাপের সূচি অনুযায়ী আগেই নির্ধারিত ছিল সুপার ফোরে ওঠা সব দল নিজেদের মাঝে আবারও মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপ থেকে ওঠা দুই দল যে ২১ সেপ্টেম্বর মুখোমুখি হবে সেটাও চূড়ান্ত ছিল আগে থেকেই। বাকি ছিল কেবল দলগুলোর জায়গা নিশ্চিত করা। ভারত আগেই সুপার ফোরে উঠলেও পাকিস্তানকে বেশ ঘাম ঝরিয়েই উঠতে হয়েছে।
আজ রাতে মুখোমুখি হচ্ছে শ্রীলংকা-আফগানিস্তান, জটিল সমীকরণের সামনে টাইগাররা

আজ রাতে মুখোমুখি হচ্ছে শ্রীলংকা-আফগানিস্তান, জটিল সমীকরণের সামনে টাইগাররা এশিয়া কাপ ১৭তম আসরের ‘বি’ গ্রুপে আজ নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান। এ ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে এই গ্রুপ থেকে কোন দু’টি দল সুপার ফোরে খেলবে। শ্রীলংকা ও আফগানিস্তানের সাথে সুপার ফোরের দৌড়ে আছে বাংলাদেশও। তাই এ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে টাইগারদের। আফগানিস্তান হেরে গেলেই সুপার ফোরে খেলবে বাংলাদেশ। আর আফগানরা জিতলে শ্রীলংকার সাথে রান রেটের হিসাব-নিকাশে বসতে হবে টাইগারদের। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শ্রীলংকা। ৩ ম্যাচ খেলে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। টেবিলের তৃতীয় স্থানে আছে ২ ম্যাচে ১টি করে জয়-হারে ২ পয়েন্ট পাওয়া আফগানিস্তান। এই গ্রুপের পয়েন্ট টেবিল বলছে-সুপার ফোরের দৌড়ে টিকে আছে শ্রীলংকা-বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপের আরেক দল হংকং ৩ ম্যাচে ৩টিই হেরেছে। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে কোন দু’টি দল খেলবে, সেটি জানা যাবে আজ শ্রীলংকা ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর। সমীকরণ বলছে-আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা জিতলেও, লংকানদের সাথে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। তখন শ্রীলংকার পয়েন্ট হবে ৬, বাংলাদেশের পয়েন্ট থাকবে ৪ এবং আফগানিস্তান ২ পয়েন্ট নিয়ে বিদায় নেবে। আবার শ্রীলংকার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। কারণ শ্রীলংকা ও বাংলাদেশের সাথে পয়েন্ট সমান ৪ করে হলেও রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলংকার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০। আফগানিস্তানের জয়ে রান রেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে উঠতে আফগানদের কাছে ৭০ রান বা তার বেশি ব্যবধানে এবং ম্যাচের ৫০ বল বাকি থাকতে হারতে হবে শ্রীলংকাকে। এছাড়াও শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে লংকানদের নিয়ে সুপার ফোরে উঠবে বাংলাদেশ। অপরদিকে, আফগানিস্তানের ক্ষেত্রে-জয়ের বিকল্প নেই। তারা জিতলে তিন দলের পয়েন্ট সমান ৪ হলেও, নেট রানরেটের কারণে বাদ বাংলাদেশ। আজ আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় মুখোমুখি হবে শ্রীলংকা ও আফগানিস্তান।
বিসিবি প্রেসিডেন্ট হলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তামিম

বিসিবি প্রেসিডেন্ট হলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা আগেই দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এবার জানালেন নির্বাচনে জয়ী হলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। এমনটাই সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। তামিম বলেন, ‘বোর্ড পরিচালক হলে আমি আর খেলব না। আমার মনে হয় না এটা ভালো দেখাবে। যদি নির্বাচিত হই, তাহলে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানব। তবে নির্বাচিত না হলে বিপিএলসহ ক্রিকেট নিয়েই থাকব। ’ আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন, যেখানে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও প্রার্থী হবেন। ইতোমধ্যেই বিসিবি তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার, তার সঙ্গে আছেন সিআইডির অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক। তফসিল অনুযায়ী ২০ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা, ২২-২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ, ২৫ সেপ্টেম্বর জমার শেষ দিন, ২৬ সেপ্টেম্বর প্রার্থী তালিকা প্রকাশ, ২৮ সেপ্টেম্বর প্রার্থী প্রত্যাহারের শেষ সময় ও পোস্টাল ও ই-ব্যালট বিতরণ হবে। ৪ অক্টোবর ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফল এবং ৫ অক্টোবর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। ২৫ পরিচালকের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হবেন। যার মধ্যে বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০, ক্লাব প্রতিনিধিদের থেকে ১২, সাবেক অধিনায়ক বা প্রতিষ্ঠানের প্রতিনিধি থেকে ১ এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ২ জন থাকবেন। তবে এবার নির্বাচন করছেন না সাবেক পরিচালক আকরাম খান ও মাহবুব আনাম। তামিমের সরাসরি অংশগ্রহণে এবারের বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রিকেট মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল ফিফার সর্বশেষ পুরুষদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। অবনমন হয়েছে ব্রাজিলেরও। এক ধাপ পিছিয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটি। সেপ্টেম্বরের শুরুতে একুয়েডরের বিপক্ষে আর্জোন্টিনার ১-০ গোলে হার এই র্যাংকিংয়ে ধরা হয়নি। তবে কলম্বিয়ার সঙ্গে ১-১ ড্র এবং ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর ফলাফল ধরা হয়েছে। তবুও অবশ্য ফ্রান্স ও স্পেন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের টপকে গেছে।চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্টের উন্নতি হয়েছে। এছাড়া ব্রাজিলকে টপকে পাঁচ নম্বরে উঠে এসেছে পর্তুগাল। অন্যদিকে, জার্মানির অবনমন হয়েছে তিন ধাপ, তাদের অবস্থান এখন ১২তম। তাদের ওপরে উঠে গেছে ক্রোয়েশিয়া, ইতালি ও মরক্কো। ব্রিটিশ দ্বীপপুঞ্জের দলগুলোর মধ্যে ওয়েলস এক ধাপ এগিয়ে ৩০তম, স্কটল্যান্ড চার ধাপ লাফিয়ে উঠে গেছে ৪৩তম স্থানে। তবে রিপাবলিক অব আয়ারল্যান্ড এক ধাপ নেমে ৬১তম, আর নর্দার্ন আয়ারল্যান্ড ৭১ থেকে নেমে গেছে ৭২তম স্থানে। সবচেয়ে বড় অগ্রগতি করেছে স্লোভাকিয়া। জার্মানিকে ২-০ গোলে হারানোয় তারা ১০ ধাপ এগিয়ে উঠে এসেছে ৪২তম স্থানে।
পেনসিলভানিয়ায় গু*লিতে ৩ পুলিশ নি*হ*ত, হামলাকারীও নি*হ*ত

পেনসিলভানিয়ায় গু*লিতে ৩ পুলিশ নি*হ*ত, হামলাকারীও নি*হ*ত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুই কর্মকর্তা। পরে পাল্টা গুলিতে নিহত হন ওই হামলাকারীও। স্থানীয় সময় বুধবার ইয়র্ক কাউন্টির কোডোরাস টাউনশিপে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের। রাজ্য পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, পুলিশ কর্মকর্তারা আগের দিনের একটি পারিবারিক কলহজনিত ঘটনার তদন্তে ওই বাড়িতে গিয়েছিলেন। অভিযানের সময় হঠাৎ করেই গুলিবর্ষণ শুরু করে এক বন্দুকধারী। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় দুই কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, তদন্তের অংশ হিসেবে পুলিশ সদস্যরা যখন তল্লাশি চালাচ্ছিলেন, তখনই ওই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হন। তবে এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনার পর হাসপাতালে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো।
পাকিস্তান সফরে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি

পাকিস্তান সফরে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি হঠাৎ করেই পাকিস্তান সফরে গিয়েছেন। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তান সফরের উদ্দেশ্যে গতকাল দুপুর দেড়টায় একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করেন। আগামী ২৬ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। সূত্র জানিয়েছে, সফরকালে প্রধান দুই দেশের একটি সমঝোতা স্বাক্ষরকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে। পাশাপাশি এই সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। সফরের মাধ্যমে দুই দেশের আলোচনার সুযোগ তৈরি হতে পারে, যাতে পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতা শক্তিশালী হতে পারে। এছাড়া কূটনৈতিক/আনুষ্ঠানিক পাসপোর্টধারীদের জন্য ভিসা সহজীকরণ, অফিসিয়াল সফর সহজীকরণ, সাংস্কৃতিক ও শিক্ষাগত আদান-প্রদান বাড়ানোর বিষয়ে আলোচনা হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের এ সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. রেজাউল করিম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. জান্নাতুল হাসান।
সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুকে জানানো হয়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছ বিনিময়ের পাশাপাশি তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা এবং ইউরোপীয় সহায়তায় বাংলাদেশে সামরিক শিল্পের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত বর্তমান প্রেক্ষাপটে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর অবদানের ভূয়সী প্রশংসা করেন।
নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশসহ ৪ অধ্যাদেশ অনুমোদন

নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশসহ ৪ অধ্যাদেশ অনুমোদন নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ সহ উপদেষ্টা পরিষদে চার অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়েছে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন। সারসংক্ষেপের সঙ্গে উপস্থাপিত অর্থ সংক্রান্ত কতিপয় আইন (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সারসংক্ষেপের সাথে উপস্থাপিত নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়। বৈঠকে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সারসংক্ষেপের সাথে উপস্থাপিত নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়।
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ তারা দেশে ফেরেন। ত্রিপলির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়। আইওএম’র সহায়তায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সযোগে ১৭৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।