চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার যুব ফোরামের প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার যুব ফোরামের প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সামাজিক নিরীক্ষণ ও কমিউনিটি মোবিলাইজেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। প্রশিক্ষনের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন, স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকালপার্সন ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ, বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম। প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ স্বাস্থ্য অধিকার যুব ফোরামের কনসালটেন্ট সুভাশিষ চন্দ্র মহন্ত। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
রহনপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

রহনপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি তারণ্যের উৎসব উপলক্ষ্যে রহনপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। আজ দুপুরে রহনপুর ভিশন স্কুলে এই কর্মসূচি পালন করা হয়। স্কুল চত্বরে ফলজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন রহনপুর শাখা ব্যবস্থাপক সানাউল্লাহ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ভিশন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম বকুল, সাবেক ব্যাংকার শহিদুল ইসলাম, সাংবাদিক আল-মামুন বিশ্বাসসহ স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী অংশ হিসেবে কয়েকটি ফলদ গাছের চারা রোপণ করা হয়।
১০ দিনে প্রাথমিক নিবন্ধন করেছেন ২৫ হজযাত্রী

১০ দিনে প্রাথমিক নিবন্ধন করেছেন ২৫ হজযাত্রী আগামী বছর হজে যেতে গত ১০ দিনে (২৭ জুলাই থেকে ৫ আগস্ট) ২৫ হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। আজ সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। প্রাথমিক নিবন্ধিত সবাই সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। বেসরকারি ব্যবস্থাপনা কোনো হজযাত্রী এখন পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করেননি। আগামী বছর হজে যেতে ৪ লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। হজ প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ ঘোষণা

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ ঘোষণা চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে কীভাবে এই ফল জানতে পারবেন তাও জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে জানান, বোর্ড নির্ধারিত নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করতে হয়। সে হিসাবে, ৯ আগস্টের মধ্যে সময়সীমা শেষ হচ্ছে। তাই ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেয়া হয়েছে।
রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে জুলাই গণঅভ্যুত্থান

রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পাবে জুলাই গণঅভ্যুত্থান জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পলায়নের প্রথম বর্ষপূর্তির দিনে আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন তিনি। জুলাই ঘোষণাপত্রের ২৭ নম্বর ধারায় বলা হয়, বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।
রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ রাত ৮টা ২০ মিনিটে ভাষণ দেবেন তিনি। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আজ এক পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, আজ রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করবে। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের মাধ্যমে রিলে করবে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
১ দিনের জন্য বন্ধ একাদশের অনলাইন ভর্তি

১ দিনের জন্য বন্ধ একাদশের অনলাইন ভর্তি আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম একদিনের জন্য স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এ পদক্ষেপ নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে আগামীকাল থেকে যথারীতি আগের নিয়মে অনলাইন ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করা যাবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২ জুলাইয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রম আজ বন্ধ থাকবে।
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩১৯

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩১৯ গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৩০ জনই ঢাকা সিটি করপোরেশনের বাইরের। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ২২ হাজার ৩৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৯ জনের।
আইজিপির ছবি দিয়ে ভিডিও, সতর্ক করল পুলিশ সদর দপ্তর

আইজিপির ছবি দিয়ে ভিডিও, সতর্ক করল পুলিশ সদর দপ্তর পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের ছবি ব্যবহার করে এআই জেনারেটেড ভয়েসে একটি ভুয়া ভিডিও স্টেটমেন্ট সামাজিক যোগোযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এমন কর্মকা- বিদ্যমান আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ বলে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর। আজ এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আইজিপির স্থিরচিত্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে একটি বিভ্রান্তিকর বার্তা প্রচার করা হয়েছে। এ ধরনের কর্মকা- বিদ্যমান আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫৫২

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫৫২ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯৭৯ আসামি গ্রেপ্তার হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৫৭৩ জন। মোট ১ হাজার ৫৫২ জন গ্রেপ্তার হয়েছে। আজ পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় আরও ৫৭৩ জনকে গ্রেপ্তার করা হয়।