ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দরে টানা ৭ দিনের ছুটি শুরু

ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দরে টানা ৭ দিনের ছুটি শুরু পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন উপলক্ষে গোমস্তাপুরের রহনপুর রেলবন্দরে (রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন বা ইন্টারচেঞ্জ পয়েন্ট) গত ১৩জুন থেকে আগামী বুধবার ১৯ জুন পর্যন্ত টানা ৭ দিন ছুটি বা আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। বন্ধ শেষে আগামী ২০ জুন বৃহস্পতিবার যথারীতি এই বন্দরের সাথে ভারতের মালদা জেলার সিঙ্গাবাদ রেলবন্দরের আমদানী রপ্তানী কার্যক্রম স্বাভাবিক হবে। রেল সূত্র জানায়, গত ১৫মে মহাপরিচালকের দপ্তর, রেল ভবন ঢাকার উপ-পরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি ভারতীয় সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবহিত করা হয়েছে। পত্রে বলা হয়, ঈদ উপলক্ষে বাংলাদেশে ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত ব্যাংক, কাস্টমসসহ সংশ্লিস্ট সকল প্রতিষ্ঠান ছুটি থাকবে। এ কারণে পত্রে ১৩ হতে ১৯ জুন পর্যন্ত ভারত থেকে মালবাহী ট্রেন না পাঠাতে অনুরোধ করা হয়েছে। রহনপুর ষ্টেশন মাস্টার শহিদুল আলম বলেন, ঈদের সময় শ্রমিক সংকট থাকে। এছাড়া এ সময় দেশে যাত্রীবাহী ট্রেন চলাচাল নির্বিঘœ করতে ভারতীয় ট্রেন (মালগাড়ীর র্যাক) গ্রহণ কঠিন। এছাড়া দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রাখতে অতিরিক্ত ইঞ্জিনও (লোকোটিভ) প্রস্তুত রাখা হয়। দেশে ইঞ্জিন পরিচালনার জনবলের (ক্রু) সংকট রয়েছে বলেও তিনি স্বীকার করেন। ষ্টেশন মাস্টার শহিদুল আরও বলেন,রহনপুর ষ্টেশন থেকে শুধমাত্র ঈদের দিন ব্যতীত প্রতিদিনই আভ্যন্তরীন রুটের প্রতিটি ট্রেন যথারীতি ছেড়ে যাবে ও আসবে। রহনপুর ষ্টেশন মাস্টার বলেন, বর্তমানে ভারত থেকে রহনপুর পথে পাথর,মেইজ বা ভুট্টা ও খইল (ড্রাই ওয়েল কেক যা পোল্টি ও মাছের খাবার তৈরিতে ব্যবহৃত হয়) আমদানী হচ্ছে। রহনপুর বন্দর পথে নিয়মিত ভারতের সাথে ও অনিয়মিতভাবে নেপালের সাথে আমদানী রপ্তানী কার্যক্রম চালু রয়েছে বলেও তিনি জানান।
নিষিদ্ধ চেতনানাশক ওষুধ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী

নিষিদ্ধ চেতনানাশক ওষুধ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী অস্ত্রোপচারের সময় রোগীকে অচেতন করার জন্য ব্যবহৃত নিষিদ্ধ হ্যালোথেন গ্রুপের ওষুধ হ্যালোসিন যেখানে পাওয়া যাবে সঙ্গে সঙ্গে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ বিকালে রাজধানীর মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভেজাল ওষুধের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানবিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ডা. সামন্ত লাল সেন বলেন, ওষুধটি সরকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে, যা ব্যবহার করার অধিকার কারো নেই। চেতনানাশক এ ওষুধের উৎপাদন, বিপণন ও বিক্রি বন্ধে অধিদপ্তরের অভিযান চলমান থাকবে।
১৫ লক্ষাধিক হাজির কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত

১৫ লক্ষাধিক হাজির কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত আজ পবিত্র হজ। সারাবিশ্বের ১৫ লাখের বেশি হাজি সমবেত হয়েছেন আরাফাতের ময়দানে। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত এ ময়দান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় আজ দুপুর সাড়ে ১২টার দিকে মসজিদে নামিরায় জোহর ও আসরের নামাজ অনুষ্ঠিত হয়। এরপর হজের খুতবা দেওয়া শুরু করেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি। এর আগে গতকাল মিনায় অবস্থান করেছেন হজযাত্রীরা। মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করেন। এরপর আজ ফজর নামাজ পড়ে তাঁরা আরাফাতের ময়দানে যান। এদিকে, সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন আল-জামাজমা কোম্পানি হজযাত্রীদের মাঝে পবিত্র মক্কা নগরীতে এ পর্যন্ত জমজম কুপের সাড়ে ৩ কোটি বোতল পানি বিতরণ করেছে। হাজিরা আগামীকাল মিনায় পশু কোরবানি করবেন।
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। আগামী সোমবার ১৭ জুন এতে সর্বস্তরের হাজারো মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করবেন। তবে প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
ঈদের দিন বন্ধ থাকবে সব আন্তঃনগর ট্রেন

ঈদের দিন বন্ধ থাকবে সব আন্তঃনগর ট্রেন আগামী ১৭ জুন সোমবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ দিন সারাদেশে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেন বন্ধ থাকবে। শুধুমাত্র ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী চট্টগ্রাম মেইল ট্রেনটি চলমান থাকবে। সম্প্রতি ঈদ যাত্রা উপলক্ষে নিজেদের কর্মপরিকল্পনায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। সিদ্ধান্তে বলা হয়, ঈদুল আজহার দিন বিশেষ ব্যবস্থায় কতিপয় মেইল এক্সপ্রেস অথবা বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।
ঢাকার বাতাস আজ গ্রহণযোগ্য

ঢাকার বাতাস আজ গ্রহণযোগ্য বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ৯৬ স্কোর নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে ঢাকা। আজ এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই এ ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ বলে নির্দেশ করে। এদিকে, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ভিয়েতনামের হ্যানয় ১৮০ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কিনশাসা ১৭৪ স্কোর নিয়ে দ্বিতীয়, উগান্ডার কাম্পালা ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় এবং পাকিস্তানের লাহোর ১৬০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।
দেশে ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু

দেশে ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৬ জনের। এদিন নতুন করে শনাক্ত হয়েছে ১৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার ৮২০ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারা দেশে ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৯ হাজার ৩৮টি।
ভারতে অলকানন্দা নদীতে গাড়ি পড়ে গিয়ে নিহত ১০

ভারতে অলকানন্দা নদীতে গাড়ি পড়ে গিয়ে নিহত ১০ ভারতের উত্তরাখ-ের রুদ্রপ্রয়াগের অলকানন্দা নদীতে টেম্পো ট্রাভেলার গাড়ি পড়ে গিয়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। আজ এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। সংবাদমাধ্যমটি জানিয়েছে গাড়িটিতে ২৩ জন আরোহী ছিল। এদের মধ্যে আহত হয়েছেন ১৩ জন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানিয়েছেন, আজ বেলা সাড়ে ১১টা নাগাদ রুদ্রপ্রয়াগ শহরের অদূরে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এর ফলে পাহাড় থেকে গড়িয়ে অলকানন্দা নদীতে পড়ে যায় গাড়িটি।
নেপালের বিদায়ে বাংলাদেশের সুপার এইট সমীকরণ

নেপালের বিদায়ে বাংলাদেশের সুপার এইট সমীকরণ টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সকালে সেন্ট ভিনসেন্টের আরনোস ভ্যালে গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও হেরেছে নেপাল। প্রোটিয়াদের দেয়া ১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১১৪ রান তুলে নেপাল ১ রানে হেরে যায়। দুর্ভাগ্যের এই হারে বিশ্বকাপ থেকেও বিদায় নিতে হয়েছে তাদের। তবে বিদায় নিয়ে নেপাল হয়েছে শ্রীলঙ্কার সঙ্গী। আর দক্ষিণ আফ্রিকা আগেই গিয়েছে সুপার এইটে। এবার সুপার এইটে ‘ডি-২’ স্পটের জন্য লড়াইয়ে আছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। আগামী ১৭ তারিখ ভোরে নিষ্পত্তি হবে কারা যাচ্ছে শেষ আটে। বাংলাদেশের জন্য সমীকরণ এক্ষেত্রে সহজ। নেপালের বিপক্ষে জয় দরকার বাংলাদেশের। এক্ষেত্রে কোনো কারণে সেন্ট ভিনসেন্টে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও টাইগাররা চলে যাবে সুপার এইটে।
রেকর্ড গড়া ইংল্যান্ডের ভাগ্য নির্ধারণ আজ

রেকর্ড গড়া ইংল্যান্ডের ভাগ্য নির্ধারণ আজ দুটি ম্যাচে নজর পুরো ইংলিশদের। প্রথমত আজ রাত ১১টায় নামিবিয়া-ইংল্যান্ড ম্যাচে এবং অন্যটি বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ৬টায় অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচে। সাড়ে ৭ ঘণ্টার ব্যবধানে হওয়া এই দুই ম্যাচের ওপরেই বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ভাগ্য ঝুলে আছে। নিজেদের ম্যাচে জয় তুলে নেওয়ার পাশাপাশি অজিদের জয়ের দিকে মুখিয়ে থাকবেন জস বাটলাররা। বিশ্বকাপে টিকে থাকার জন্য পরপর তিন ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেরা আট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এর ব্যতিক্রম ঘটলে ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরতে হবে নিজ দেশে।