ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশকে টপকালো আফগানিস্তান

ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশকে টপকালো আফগানিস্তান টেস্ট ও টি-টোয়েন্টির ব্যর্থতার মধ্যেও ওয়ানডে ক্রিকেটে ভালো করার আশা ছিল বাংলাদেশের কাছে। কিন্তু সেটিও যেন ফিকে হয়ে আসছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হারার পর সেটিই মনে হচ্ছে। আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯ নম্বরে! তাদের টপকে ৮ নম্বরে উঠে এসেছে আফগানিস্তান। যদিও রেটিং পয়েন্ট দুই দলেরই সমান ৮৫। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় আফগানিস্তান উঠে গেছে আটে। বাংলাদেশের পরে ১০ নম্বরে অবস্তান ওয়েস্ট ইন্ডিজ। এই তালিকায় শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৮। ১১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। তিনে থাকা পাকিস্তানের পয়েন্ট ১০৯।

চাঁপাইনবাবগঞ্জে সক্ষমতা বৃদ্ধি ও মানোন্নয়নে গ্রামপুলিশদের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে সক্ষমতা বৃদ্ধি ও মানোন্নয়নে গ্রামপুলিশদের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ কোর্সে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- জেলা প্রশাসক আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলীম, সহকারী প্রোগ্রামার নাজমুল হক ও এনআইএলজির ফোকাল পার্সন মতিউর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সেই দায়িত্ব সুচারুরূপে পালন করার জন্য আপনাদের মানোন্নয়ন প্রয়োজন। আর তাই আপনাদের সক্ষমতা বাড়ানোর জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আপনাদের জন্য এই বুনিয়াদি প্রশিক্ষণটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ হবেন। আশা করি, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। প্রশিক্ষণে ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই বুনয়াদি প্রশিক্ষণের আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা। উল্লেখ্য, দেশের ১৯টি জেলায় একযোগে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ১৪ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ১৪ জন চাঁপাইনবাবগঞ্জে গত কাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫৬ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১০ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাটে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ২৩ জন রোগী। তাদের মধ্যে ১৬ জন পুরুষ, ১ জন নারী ও ৬ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।  

বাবুডাইং ফিল্টি পাড়ায় মাদকের ব্যবহার বন্ধে কমিউনিটি সংলাপ

বাবুডাইং ফিল্টি পাড়ায় মাদকের ব্যবহার বন্ধে কমিউনিটি সংলাপ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং ফিল্টি পাড়ায় আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে ফিল্টিপাড়া ও আশেপাশের আদিবাসী পল্লীতে মাদকের উৎপাদন বন্ধ ও মাদকাসক্তি বন্দে করণীয় বিষয়ে আলোচনা হয়। আজ বিকেলে অনুষ্ঠিত সংলাপে অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, ক-সার্কেল (অতিরিক্ত দায়িত্ব খ-সার্কেল) ইলিয়াস হোসেন তালুকদার, সহকারী উপপরিদর্শক মামুনুর রশিদ। কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল-মাদকের কারণে পিছিয়ে পড়ছে তাদের সম্প্রদয়, বাল্যবিয়ে, নারী নির্যাতন, পারিবারিক কলহ, মাদক উৎপাদনকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেলেও কিছুদিনের মধ্যে ছেড়ে দেয়া ইত্যাদি। এসব সমস্যা সমাধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। রেডিও মহানন্দার প্রযোজক মোমেনা ফেরদৌস অরণীর সঞ্চলনায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক নির্মল সরেন, চাত্রা গ্রামের মড়ল লাছাম মুরমু, চটিগ্রামের মড়ল লক্ষণ মুরমু, ফিল্টিপাড়া গ্রামের মড়ল সুনিল টুডু, বিল বৈঠ্যাগ্রামের মড়ল বিজোলি টুডু, ছুটিপুকুর গ্রামের সহ মড়ল যগেন হাসদা, আদিবাসী নেত্রী কল্পনা মুরমু, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী ও সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা সহ প্রায় দেড় শতাধিক আদিবাসী। উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে। ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় সমষ্টির বাস্তবায়নে এই কমিউনিটি সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা। সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।

ডেঙ্গু কেড়ে নিল আরো ৫ প্রাণ, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৯৪

ডেঙ্গু কেড়ে নিল আরো ৫ প্রাণ, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৯৪ এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩৬০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৯৪ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ৭৩ হাজার ৫৮৭ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আজ  স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ১৯০ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে ৬৮ হাজার ৮৩২ জন ছাড়পত্র পেয়েছে।

গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে স্মরণসভার সিদ্ধান্ত

গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে স্মরণসভার সিদ্ধান্ত গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আগামী ১৫ থেকে ৩০ নভেম্বরের মধ্যে জেলা ও উপজেলায় একটি করে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সুবিধাজনক কোনো দিনে প্রত্যেক জেলা ও উপজেলায় একটি করে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।      

দায়িত্ব গ্রহণের ৬ মাসের মধ্যে হাইতির প্রধানমন্ত্রীকে অপসারণ

দায়িত্ব গ্রহণের ৬ মাসের মধ্যে হাইতির প্রধানমন্ত্রীকে অপসারণ হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল ক্ষমতা গ্রহণের ৬ মাসেরও কম সময়ের মধ্যে দেশটির শাসক পরিষদ তাকে বরখাস্ত করেছে। শাসক পরিষদের ৯ জন সদস্যের মধ্যে ৮ জন স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশে ব্যবসায়ী ও সাবেক হাইতি সিনেট প্রার্থী আলিক্স ডিডিয়ে ফিলস-এমকে গ্যারি কনিলের পরিবর্তে নিয়োগ করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, গ্যারি কনিল জাতিসংঘের একজন সাবেক কর্মকর্তাও ছিলেন। হাইতিতে শত শত গ্যাংয়ের দৌরাত্বে তীব্র নিরাপত্তা সংকটের মধ্যে দেশ পরিচালনায় তিনি নিয়োগ পান। কনিল তার অপসারণকে অবৈধ বলে অভিহিত করেছেন। হাইতিতে বর্তমানে কোনো প্রেসিডেন্ট বা সংসদ নেই। দেশটির সংবিধান অনুযায়ী, সংসদই একজন প্রধানমন্ত্রীকে অপসারণ করতে পারে।

সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানদের টার্গেট ২৪৫ রান

সিরিজ নির্ধারণী ম্যাচে আফগানদের টার্গেট ২৪৫ রান সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ২৪৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।  তবে টাল হারানো দলটাকে টেনে তুলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ ১১৯ বলে ৬৬ রানের ধীর ইনিংস খেলেছেন। তবে রিয়াদ খেলেছেন কিছুটা মারমুখী ভঙ্গিতে ইনিংসের শেষ বলে আউট হয়েছেন ৯৮ রানে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ২৪৪ রান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। ফাইনাল না হলেও আক্ষরিক অর্থে আজকের ম্যাচটা ‘ফাইনাল।’ এমন সমীকরণের ম্যাচে টস জিতলেন প্রথমবার অধিনায়কত্বের আর্মব্যান্ড পরা মেহেদী হাসান মিরাজ। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কার বুঝে পেলেন সাফজয়ীরা

ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কার বুঝে পেলেন সাফজয়ীরা টানা দ্বিতীয় সাফ শিরোপা জয় করে ফেরার পরই বাংলাদেশ নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। সেই চেক আজ হাতে পেয়েছেন নারী ফুটবলাররা। প্রত্যেকে পেয়েছেন ৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা করে। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং অফিসিয়ালসহ মোট ৩২ জনের মধ্যে এই ১ কোটি টাকা সমবণ্টন হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ৩২ জনের জন্য ৩২ টি পৃথক চেক ইস্যু করেছে। চেকগুলো পাওয়ার পর ফেডারেশনকে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রাপ্তি স্বীকারপত্র প্রেরণ করতে বলা হয়েছে।  

কেন খাবেন মেথি ভেজানো পানি

কেন খাবেন মেথি ভেজানো পানি খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে মেথির তুলনা নেই। এটি স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। কিছুটা তেতো স্বাদের এই বীজে আছে নানা পুষ্টিগুণ। নিয়মিত মেথি ভেজানো পানি খেলে হজমশক্তি ভালো হয়। সেই সঙ্গে অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যাও কমে। নিয়মিত মেথি ভেজানো পানি খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়- কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে মেথি ভেজানো পানি। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকবে। তাই হার্টের জন্য উপকারী মেথি ভেজানো পানি। ডায়াবেটিস রোগীরা নিয়মিত মেথি ভেজানো পানি খেলে উপকার পাবেন। এতে নিয়ন্ত্রণে থাকবে রক্তে শর্করার মাত্রা। শরীরে বিভিন্ন ধরনের হরমোন সঠিক মাত্রায় বজায় রাখতে সাহায্য করে মেথি ভেজানো পানি। এ কারণে হরমোন সংক্রান্ত অসুখ এড়িয়ে চলতে চাইলে অবশ্যই মেথি ভেজানো পানি খাওয়া উচিত। মেথি ভেজানো পানি আমাদের ত্বকের স্বাস্থ্যে ভালো রাখে। ত্বকের কালচে দাগছোপ দূর করে উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। চুলের স্বাস্থ্যের জন্য মেথি খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। নতুন চুল গজাতে সাহায্য করে মেথি। মজবুত করে চুলের গোড়া। চুল পড়ার সমস্যাও কমায়। মেথি ভেজানো পানি খেলে শরীরের প্রদাহজনিত সমস্যা দূর হবে। কখন খাবেন : যেদিন মেথি ভেজানো পানি খাবেন তার আগের রাতে মেথি পানিতে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন সকালে ভালোভাবে ছেঁকে নিয়ে খেতে হবে ওই পানীয়। কারণ সকাল বেলায় খালি পেটেই মেথি ভেজানো পানি খাওয়া সবচেয়ে ভালো।