সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ

282

আগামীকাল ওয়ানডে ফরম্যাটে অভিষেক হচ্ছে নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। এর আগে কখনো এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়নি। সিলেট ভেন্যুর অভিষেকেই সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ও দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জয় পায়। ফলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। এই সমতা নিয়ে বর্তমানে সিলেটে দু’দল। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। এ ম্যাচের বিজয়ী দল জিতে নিবে ওয়ানডে সিরিজ। দু’দলই মুখিয়ে সিরিজ জয়ের জন্য। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়। ওয়ানডে সিরিজ শুরুর আগে স্পষ্ট ফেভারিটই ছিলো বাংলাদেশ। সাম্প্রতিক ফর্মের সাথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজ জয়ের রেকর্ড বাংলাদেশকে চাঙ্গা রেখেছিলো। সিরিজের শুরুটা ভালো করতে মোটেও অসুবিধা হয়নি টাইগারদের। ঢাকার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। ম্যাচে প্রথমে বোলারদের দুর্দান্ত পারফরমেন্স ও পরে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং বাংলাদেশের জয় নিশ্চিত করে। অধিনায়কত্বের দায়িত্ব ছাড়াও বল হাতে বোলিং বিভাগকে বেশ ভালোভাবে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। এ ম্যাচ দিয়েই নিজের ওয়ানডে ক্যারিয়ারে দু’শত ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে বাংলাদেশের হয়ে সেটি ছিলো ১৯৮তম ম্যাচ। কারন এশিয়া একাদশের হয়ে দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগার নেতার। নিজের মাইলফলক স্পর্শ করা ম্যাচটি স্মরণীয় করে রেখেছেন মাশরাফি। শুধুমাত্র দলের জয়ই নয়, নিজের পারফরমেন্সেও উজ্জল ছিলেন ম্যাশ। বল হাতে ১০ ওভারে ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। তাই ওয়েস্ট ইন্ডিজকে ১৯৫ রানের মধ্যে আটকে রাখতে কোন অসুবিধা হয়নি বাংলাদেশের। সেই টার্গেট ৮৯ বল হাতে রেখেই স্পর্শ করে ফেলে স্বাগতিকরা। সেই সাথে ম্যাচ সেরা খেলায়াড়ে ভূষিত হন মাশরাফি। দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করাই লক্ষ্য ছিলো বাংলাদেশের। কিন্তু বাংলাদেশের আশা ভেঙ্গে দেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ। ইনিংসের শুরু থেকে এক প্রান্ত আগলে দুর্দান্ত দক্ষতায় বাংলাদেশের হাত থেকে জয় কেড়ে নেন হোপ। ১৪৪ বলে ১৪৬ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন হোপ। ৪ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা আনে ওয়েস্ট ইন্ডিজ।