ইঙ্গিতপূর্ণ পোস্টে পরীমণি

ইঙ্গিতপূর্ণ পোস্টে পরীমণি ঢাকাই সিনেমার লাস্যময়ীকন্যা পরীমণি। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে নানারকম চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন। ব্যক্তিগত জীবনে স্পষ্টবাদী হিসেবে তার পরিচিতি রয়েছে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ জীবনের অনুষঙ্গ। এসব বিষয়েও তার বক্তব্য পরিষ্কার। পরীমণি তার ভাবনার কথা প্রকাশ করতে ফেসবুক বেছে নেন। রবিবার (১৬ মার্চ) ভোররাতে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। এতে তিনি লেখেন, “আজ এখন যাকে নিয়ে তোমার সুখ খুঁজে পাচ্ছো, দেখো সে যেন তোমার দুঃখের কারণ না হয়! সোনা।” ব্যক্তিগত জীবনে পরীমণি অভিনেতা শরিফুল রাজকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন। এ দম্পতির পুণ্য (পদ্ম) নামে একটি পুত্রসন্তান রয়েছে। যদিও ভেঙে গেছে এই সংসার। একাই পুত্রকে মানুষ করছেন এই অভিনেত্রী। মাঝে মধ্যে প্রাক্তনকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিয়ে থাকেন পরীমণি। এটিও ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন নেটিজেনরা। অভিনেত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। তারা বলছেন, পরী তার প্রাক্তন স্বামী শরিফুল রাজকে নিয়ে পোস্ট দিয়েছেন। নেটিজেনদের অনেকের দাবি— ‘সোনা’ শব্দটি দিয়ে রাজকে বোঝাতে চেয়েছেন পরীমণি। অনেকেই পরীমণির বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে পোস্ট দিয়েছেন। এ অভিনেত্রীর পোস্টটি শেয়ার দিয়ে একজন লিখেন, “পরী রাজকে ভুলতে না পেরে এমন পোস্ট করেছে।” সাব্বির নামে একজন লেখেন, “দেখ সময় কোথায় নিয়ে যায়?” ফারহান লেখেন, “কষ্ট পেয়ে এভাবে রাজকে মিস করার কী আছে। নিজেকে নিজে ভালোবাসেন।” এমন অনেক মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ। তবে পারিবারিকভাবে ২০২২ সালের ২২ জানুয়ারি ঘরোয়াভাবে আবার তাদের বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরে পরীমণি একটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন।
ইয়েমেনে হুতিদের ওপর মার্কিন হামলায় নিহত ৩১

ইয়েমেনে হুতিদের ওপর মার্কিন হামলায় নিহত ৩১ ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রোববার জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তাদের বিরুদ্ধে প্রথম মার্কিন হামলায় ৩১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে দাবি করছে গোষ্ঠীটি। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান-সমর্থিত এই গোষ্ঠী যদি জাহাজে আক্রমণ বন্ধ না করে, তাহলে তাদের ওপর ‘নরকের কঠিন শাস্তি’ নেমে আসবে। সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বিদ্রোহী-অধিষ্ঠিত সানায় এএফপি’র এক আলোকচিত্রী বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন ও ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেছেন। হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি এক বিবৃতিতে বলেছেন, সানা, সাদা, আল-বায়দা ও রাদায় হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১০১ জন আহত হয়েছেন, ‘যাদের বেশিরভাগই নারী ও শিশু’। গাজা যুদ্ধের সময় ইসরায়েল ও লোহিত সাগরের জাহাজে হামলা চালায় হুতিরা। তারা জানায়, গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে তাদের সংহতি রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প হুতিদের কর্মকাণ্ড বন্ধ করতে ‘অপ্রতিরোধ্য প্রাণঘাতী শক্তি প্রয়োগ’ করার প্রতিজ্ঞা করেছেন। ট্রাম্প বলেন, ‘সকল হুতি সন্ত্রাসীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের সময় শেষ। তোমাদের আক্রমণ আজ থেকেই বন্ধ করতে হবে। যদি তা না হয়, তাহলে তোমাদের ওপর নরকের কঠিন শাস্তি নেবে আসবে, যা তোমরা আগে কখনো দেখোনি।’ হুতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি ট্রাম্প এই গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষককে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি ইরানের উদ্দেশ্যে বলেন, ‘হুতি সন্ত্রাসীদের প্রতি সমর্থন অবিলম্বে বন্ধ করতে হবে। আমেরিকার জনগণ, তাদের প্রেসিডেন্ট অথবা বিশ্বব্যাপী জাহাজ চলাচলের পথগুলোতে হুমকি সৃষ্টি করবেন না। যদি তা করেন, তাহলে সাবধান হয়ে যান। কারণ আমেরিকা আপনাদের সম্পূর্ণরূপে জবাবদিহিতার আওতায় আনবে।’ হুতিরাও ‘প্রতিক্রিয়া দেখানো ছাড়া’ নিবৃত্ত না হওয়ার অঙ্গীকার করেছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিহতের ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, তেহরানের পররাষ্ট্র নীতি নিয়ন্ত্রণ করার ‘কোনো কর্তৃত্ব’ ওয়াশিংটনের নেই। হুতিদের আনসারুল্লাহ ওয়েবসাইটে এই হামলাকে ‘মার্কিন-ব্রিটিশ আগ্রাসন’ ও ওয়াশিংটনের ‘অপরাধমূলক বর্বরতা’ বলে অভিহিত করে নিন্দা জানানো হয়েছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) যোদ্ধাদের ও একটি ভবন কম্পাউন্ড ধ্বংসকারী বোমার ছবি পোস্ট করেছে। সেখানে তারা বলেছে, আমেরিকার স্বার্থ রক্ষা, শত্রুদের নিবৃত্ত করা ও নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করতে এই ‘নিখুঁত হামলা’ চালানো হয়েছে। এ বিষয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। জো বাইডেন প্রেসিডেন্ট থাকার সময় যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যও হুতিদের বিরুদ্ধে নিজস্ব হামলা চালিয়েছিল।
পাকিস্তানকে পাত্তাই দিলোনা নিউজিল্যান্ড

পাকিস্তানকে পাত্তাই দিলোনা নিউজিল্যান্ড ব্যাটিং ব্যর্থতায় বড় হার দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করল সফরকারী পাকিস্তান। আজ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে দুই ওপেনার মোহাম্মদ হারিস ও হাসান নাওয়াজকে হারায় পাকিস্তান। এই নিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টিতে পাকিস্তানের দুই ওপেনার খালি হাতে সাজঘরে ফিরলেন। এর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের দুই ওপেনার আহমেদ শেহজাদ ও কামরান আকমল রানের খাতা খোলার আগেই আউট হন। এরপর ইরফান খান ১ ও শাদাব খান ৩ রানে থামলে দলীয় ১১ রানে চতুর্থ উইকেট পতন হয় পাকিস্তানের। টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে প্রথম ৪ উইকেট পতনে এটি পাকিস্তানের নয়া রেকর্ড। পাকিস্তানের পতন হওয়া ৪ উইকেটের তিনটি নেন নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন। পঞ্চম উইকেটে ৩৯ বলে ৪৬ রানের জুটিতে পাকিস্তানকে চাপমুক্ত করেন অধিনায়ক সালমান আগা ও খুশদিল শাহ। দলীয় ৬৪ রানের মধ্যে সালমান-খুশদিলের বিদায়ে পাকিস্তানের লড়াকু সংগ্রহের আশা শেষ হয়ে যায়। সালমান ১৮ ও খুশদিল ৩২ রান করেন। লোয়ার-অর্ডারে জাহানদাদ খানের ১৭ রানের সুবাদে কোনমতে নব্বইয়ের ঘরে পা রাখতে পারে পাকিস্তান। ১৮.৪ ওভারে ৯১ রানে অলআউট হয় তারা। নিউজিল্যান্ডের মাটিতে এটিই সর্বনিম্ন রান পাকিস্তানের। জ্যাকব ডাফি ১৪ রানে ৪টি এবং জেমিসন ৮ রানে ৩ উইকেট নেন। স্পিনার ইশ সোধি নেন ২ উইকেট। ৯২ রানের সহজ টার্গেটে ৩৫ বলে ৫৩ রানের সূচনা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। পাওয়ার প্লে শেষ হবার ১ বল আগে থামেন ৭টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ৪৪ রান করা সেইফার্ট। দ্বিতীয় উইকেটে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫৯ বল বাকী রেখে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন অ্যালেন ও টিম রবিনসন। ঘরের মাঠে তৃতীয় সর্বোচ্চ বল হাতে রেখে জয়ের স্বাদ পেল কিউইরা। এই তালিকায় বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশী বল বাকী রেখে ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। ২০১০ সালে হ্যামিল্টনে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৭৯ রানের টার্গেট ৭০ বল বাকী রেখে ১০ উইকেটে জয় পেয়েছিল ব্ল্যাকক্যাপসরা। ২টি করে চার-ছক্কায় অ্যালেন ১৭ বলে ২৯ ও রবিনসন ১৮ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন নিউজিল্যান্ডের জেমিসন। আগামী ১৮ মার্চ ডানেডিনে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অসাধারণ উদারতা দেখিয়েছে : গুতেরেস

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অসাধারণ উদারতা দেখিয়েছে : গুতেরেস জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে উদারতা দেখিয়েছে, তা সত্যিই অসাধারণ।’ শনিবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার সম্মানে আয়োজিত প্রধান উপদেষ্টার ইফতার পার্টিতে তিনি এ কথা বলেন। কক্সবাজার এবং এর আশেপাশের এলাকায় সমাজ, অর্থনীতি ও পরিবেশের ওপর নাটকীয় প্রভাব সত্ত্বেও ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এই অসাধারণ উদারতার জন্য গুতেরেস বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাতিসংঘ প্রধান বলেন, ‘দুর্ভাগ্যবশত বিশ্বজুড়ে অনেক সীমান্তই বন্ধ। আপনারা যে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অনুসরণ করা উচিত।’ তিনি উল্লেখ করেন, বাংলাদেশে রোহিঙ্গারা যে আতিথেয়তার সুবিধা পাচ্ছেন, তাদের জীবনে এর অন্য কোনো বিকল্প ছিল না। বাংলাদেশের সংস্কার উদ্যোগের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে গুতেরেস বলেন, ‘এটি দেশটিকে বিশ্বের অন্যতম নিখুঁত গণতন্ত্রে পরিণত করতে সাহায্য করবে।’ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘আপনাদের আশীর্বাদ আমাদের প্রয়োজন। বিশেষ করে একটি বিষয় মোকাবেলা করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। তা হলো ভুয়া তথ্য, যা আমাদের হত্যা করছে।’ জাতিসংঘ প্রধানের বাংলাদেশ সফর সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই সফর জাতির জন্য আনন্দ বয়ে এনেছে। আমরা রমজানের মাঝামাঝি সময় পার করছি। কিন্তু আপনার সফরের কারণে এবার ঈদের আনন্দ আগেই বিরাজ করছে। আপনি আপনার সফর দিয়ে আমাদের ঈদ আনন্দের সূচনা করেছেন।’
২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ২৬ মার্চ চার দিনের জন্য চীন সফরে যাচ্ছেন। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আজ রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূস ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈঠক করেছেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান। প্রধান উপদেষ্টার চীন সফরসূচি তুলে ধরে শফিকুল আলম বলেন, এই সফরের সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বেইজিংয়ে ২৮ মার্চ অধ্যাপক ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেখানে দু’দেশের দ্বিপক্ষীয় সকল বিষয় নিয়ে আলাপ হবে। তিনি বলেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হবে তাঁর প্রথম দ্বিপক্ষীয় সফর’। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে একটা বৈশ্বিক ম্যানুফেকচারিং হাব (উৎপাদন কেন্দ্র) হিসেবে গড়ে তুলতে চায়। সে লক্ষ্যে প্রধান উপদেষ্টার সফরে চীনের কারখানাসমূহকে কীভাবে বাংলাদেশে স্থানান্তর করা যায়, সে বিষয়টি আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পাবে। অধ্যাপক ইউনূসের সফরসূচির বিষয়ে শফিকুল আলম বলেন, ২৬ মার্চ চীনে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। এরপর ২৭ তারিখে তিনি চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে বক্তব্য দেবেন। প্রেস সচিব বলেন, বিএফএকে বলা হয়-প্রাচ্যের দাভোস। এই সম্মেলনে এশিয়ার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা যোগ দেবেন। আমরা আশা করছি, বিএফএ সম্মেলনের সাইডলাইনে চীনসহ অন্যান্য দেশের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টার। সফরকালে অধ্যাপক ইউনূস পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে তাকে অনারারী ডক্টরেট ডিগ্রী দেয়া হবে। এছাড়া তিনি চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন বলে জানান প্রেস সচিব। শীর্ষস্থানীয় কোম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে ম্যানুফেকচারিং হাব হিসেবে গড়ে তোলার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্কটা নতুন উচ্চতায় নিয়ে যেতে চান অধ্যাপক ইউনূস। শফিকুল আলম জানান, বৈঠকে চীনের রাষ্ট্রদূত বলেছেন যে, বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের সরকার প্রধানের জন্য এই সফরটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেস সচিব বলেন, এই সফরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে মূল ফোকাস থাকবে চীনের কোম্পানিগুলো যেন তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করে। তিনি বলেন, গতবছর জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে অধ্যাপক ইউনূস চীনের নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে চীনের দু’টি কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে অফিস স্থাপন এবং সোলার এনার্জিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ শিবগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে নগদ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজমসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। প্রাকৃতিক দুর্যোগে উপজেলার পাঁকা, শ্যামপুর, শাহাবাজপুর ও ঘোড়াপাখিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে আগুনে বাড়ি পুড়ে যাওয়া পরিবারকে ১৫ হাজার টাকা এবং পানিতে ডুবে অথবা সড়ক দূর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকার নগদ চেক প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকদের কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকদের কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষে চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসকবৃন্দরা কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা হাসপাতালের সামনে চিকিৎসকরা মানববন্ধন করেন। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেনÑ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, সহকারী পরিচালক মোয়াজ্জেম আলী খান চৌধুরী, আরএমও ডা. আব্দুস সামাদ, ডা. ইসমাইল হোসেন, ডা. মাহফুজ রায়হান, ডা. মোসলেহ উদ্দীন, ডা. রেজাউল করিম, ডা. হাজেরা খাতুন সুমি, ডা. ইসরাফিল হক, ডা. মোয়াজ্জেম হোসেন খানসহ অন্যরা। এই সময় চিকিৎসকরা জানান, আজকের পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, কিছু ব্যক্তি ডাক্তার হওয়ার জন্য রাস্তায় নামছেন, তবে বাংলাদেশের বিএমডিসি আইন অনুযায়ী শুধুমাত্র বিডিএস এবং এমবিবিএস পাস করা ছাড়া ডাক্তার পরিচয় দেওয়ার কারো সুযোগ নেই।
চাঁপাইনবাবগঞ্জে ৪৯০ গ্রাম হেরোইন মামলায় এক ব্যাক্তির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ৪৯০ গ্রাম হেরোইন মামলায় এক ব্যাক্তির যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে চারশত নব্বই গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় জাকির আলী নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ওই ব্যাক্তিকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডেরও আদেশ দেয়া হয়েছে। আজ দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত জাকির শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত আফসার আলী লুটুর ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ জানান, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারী কানসাট মিলিক মোড় এলাকায় র্যাবের অভিযানে ৪৯০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন জাকির। এ ঘটনায় পরদিন ১৪ ফেব্রুয়ারী শিবগঞ্জ থানায় জাকির আলীকে একমাত্র আসামী করে মামলা করেন র্যাব-৫ রাজশাহী’র সদর কোম্পানীর তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ জাকির আলীকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ জাকির আলীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. নূর-ই-আলম সিদ্দিকী আসাদ।
শিবগঞ্জে শুরু হয়েছে হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

শিবগঞ্জে শুরু হয়েছে হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শিবগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে হামদ-নাত, কোরআন তেলাওয়াত ও ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার (১০ মার্চ) সকালে শিবগঞ্জ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। জানা গেছে, ১১ ও ১২ মার্চ ২ দিনে ৩শ জন প্রতিযোগিকে নিয়ে প্রথম রাউন্ডের অডিশন আরম্ভ হয়েছে। এই দুই দিনে ৩০০ জনের মধ্যে থেকে তিন বিভাগে ৪০ জনকে বাছাই করার পর দ্বিতীয় রাউন্ড শুরু হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী জানান, প্রথম দিনে ২০ জনকে বাছাই সম্পন্ন করা হয়েছে এদিন বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. নুরুল ইসলাম, মডেল মসজিদের পেশ ঈমাম ওমর ফারুক এবং শিবগঞ্জ ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মো. মতিউর রহমান। এর আগে এ প্রতিযোগিতাকে ঘিরে নিয়ম অনুযায়ী ৩শ জন ক্ষুদে প্রতিযোগী অংশগ্রহণের জন্য আবেদন করেন। মাহে রমজানে এমন উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন তথা উপজেলা নির্বাহী অফিসারকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
নাচোলে মসুর ডালের উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে মসুর ডালের উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ‘বিনা উদ্ভাবিত মসুরের উন্নত জাত বিনামসুর-৮ এর সাথে বারি মসুর-৮ এর প্রায়োগিক মাঠ পরীক্ষণ মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ’র আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ’র সহযোগিতায় বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নেজামপুর ইউনিয়নের ফুলকুড়ি নবযুগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম। চাঁপাইনবাবগঞ্জ বিনা, উপকেন্দ্রের এসও শাহ মোস্তাক আহাম্মাদ চৌধুরীর সঞ্চালনায় কৃষক মাঠ দিবসে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনার মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- বিনার গবেষণা, কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পিএসও এবং প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, বিনার উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের এসএসও (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ড. মো. আজাদুল হক, নাচোল উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম। মাঠ দিবসের আলোচনা সভায় স্থানীয় কৃষান ও কৃষানিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বরেন্দা গ্রামের চাষি শামীম আক্তার জানান, তিনি কৃষি অফিসের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় ১০ বিঘা জমিতে বিনামসুর-১০ চাষাবাদ করেছেন। তিনি বলেন, বিঘাপ্রতি ৭ থেকে সাড়ে ৭ মণ ফলন হতে পারে। আমনুরা বাজারের চাষি নজরুল ইসলাম জানান, তিনি সাড়ে ৩ বিঘা জমিতে বিনামসুর-৮ ও বারি মসুর-৮ বপন করেছেন। বিঘাপ্রতি আনুমানিক ৮ মণ করে হতে পারে বলে তিনি জানান।