চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

43

চাঁপাইনবাবগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ ও বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুস সামাদ।
উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শেণি-পেশার প্রতিনিধি। সভায় মুক্তিযুদ্ধের প্রেক্ষপট এবং মুক্তিযুদ্ধ শুরুর সময়, স্বাধীনতা ঘোষণার প্রাক্কালে ও মুক্তিযুদ্ধকালীন পাকিসস্তানি কর্তৃক গণহত্যার উতিহাস নিয়ে আলোচনা করা হয়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা,বঙ্গবন্ধুর অবদান ও দেশের সঠিক ইতিহাস জানানো নিয়েও কথা বলেন আলোচকগণ। এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শণী আয়োজন করা হয়। সোমবার সকালে কলেজের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার এবং আঞ্চলিক ইতিহাস সংগ্রহশালায় এসব অনুষ্ঠান আয়োজন করা হয়।
এদিকে, শিবগঞ্জে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেনসহ অন্যরা। সভায় গণহত্যা দিবসের তাৎপর্যসহ বিভিন্ন নিয়ে আলোকপাত করা হয়। শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।