ট্রাম্প প্রশাসনের নতুন স্বাস্থ্য নির্দেশিকায় লাল মাংস খাওয়ার পরামর্শ

ট্রাম্প প্রশাসনের নতুন স্বাস্থ্য নির্দেশিকায় লাল মাংস খাওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আমেরিকানদের জন্য নতুন স্বাস্থ্য গাইডলাইন প্রকাশ করেছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের। নতুন এই ফেডারেল ডায়েটারি গাইডলাইনে মার্কিন নাগরিকদেরকে উচ্চ প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চিনি এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে লাল মাংস (রেড মিট) ও ফুল-ফ্যাটযুক্ত দুগ্ধজাত পণ্য খাওয়ার বিষয়টিকে উৎসাহিত করা হয়েছে, এটি এমন এক পরিবর্তন যা পুষ্টি বিশেষজ্ঞদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। নতুন গাইডলাইনে পূর্বের সুপারিশগুলোর তুলনায় প্রোটিনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে মাংস, দুগ্ধজাত পণ্য এবং স্বাস্থ্যকর ফ্যাটকে ফল ও সবজির পাশাপাশি অবস্থানে রাখা হয়েছে। ওটসের মতো ফাইবার সমৃদ্ধ দানাদার খাবারগুলোকে একেবারে নিচে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, “এই নির্দেশিকা আমেরিকানদের খাদ্যাভ্যাসে ‘বিপ্লব’ ঘটাবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার প্রতি পাঁচ বছর পর এই নির্দেশিকা আপডেট করে। এবারের আপডেটে চিনি গ্রহণের বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে। এতে পরামর্শ দেওয়া হয়েছে যে, ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার দেওয়া যাবে না এবং চিনিযুক্ত পানীয়ের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। আমেরিকানদের সাদা পাউরুটি বা টরটিলার মতো রিফাইনড কার্বোহাইড্রেট (পরিশোধিত শর্করা) সীমিত করতে এবং প্যাকেটজাত খাবারের চেয়ে ‘হোল ফুড’ বা প্রাকৃতিক খাবারকে প্রাধান্য দিতে উৎসাহিত করা হয়েছে। ফেডারেল তথ্য অনুযায়ী, গড় আমেরিকান ডায়েটের প্রায় ৫৫ শতাংশ ক্যালরি আসে অতি-প্রক্রিয়াজাত খাবার থেকে। তবে সমালোচকরা বলছেন, ফ্যাট এবং মাংসের বিষয়ে দেওয়া পরামর্শগুলো কিছুটা অস্পষ্ট। আগের নির্দেশিকাগুলোতে চর্বিহীন মাংস এবং উদ্ভিদ-ভিত্তিক প্রোটিনকে উৎসাহিত করা হলেও, নতুন নথিতে লাল মাংস এবং ফুল-ফ্যাট দুগ্ধজাত পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নির্দেশিকায় দৈনিক প্রোটিন গ্রহণের পরিমাণ শরীরের ওজনের প্রতি কেজির বিপরীতে ১.২ থেকে ১.৬ গ্রাম সুপারিশ করা হয়েছে, যেখানে আগের নির্দেশিকা ছিল প্রায় ০.৮ গ্রাম। নতুন স্বাস্থ্য নির্দেশিকায় স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি গ্রহণের পরিমাণ দৈনিক ক্যালরির ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার আগের নিয়মটি বহাল রাখা হয়েছে, তবে রান্নার ক্ষেত্রে অলিভ অয়েলের পাশাপাশি মাখন বা গরুর চর্বি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
‘খালেদ অবাক করে দিয়েছিলেন সবাইকে’
‘খালেদ অবাক করে দিয়েছিলেন সবাইকে’ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার চট্টগ্রাম রয়্যালসের দেওয়া ১৯৯ রানের লক্ষ্য থেকে ১৪ রান দূরে থামে সিলেট টাইটান্স। তবে শেষ ওভারেও কিছুটা হলেও জয়ের সম্ভাবনা ছিল সিলেটের৷ মূলত দুর্দান্ত এক ক্যামিওতে প্রায় মিরাকল ঘটিয়ে দিচ্ছিলেন সিলেটের খালেদ। তার এমন ব্যাটিংয়ে অবাক হয়েছেন চট্টগ্রামের মাহমুদুল হাসান জয়। ১৮তম ওভারে খালেদ যখন ১১ নম্বর ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নামেন তখনও ১৩ বলে ৪২ রান প্রয়োজন সিলেটের। ১৯তম ওভারে শরিফুল ইসলামকে প্রথম দুই বলে মারেন টানা দুই ছক্কা। ওই ওভারে আরও এক চারে আসে ১৭ রান। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ২৫ রানের। শেষ ওভার করতে তানভীর ইসলামকেও প্রথম বলে ছক্কা হাঁকান তিনি। তবে চতুর্থ বলে আউট হয়ে যান খালেদ। তার ব্যাট থেকে আসে ৯ বলে ২৫ রান। খালেদের এমন ব্যাটিং নিয়ে জয় বলেন, ‘হ্যাঁ অবশ্যই। খালেদ ভাই একটু সারপ্রাইজ করেই দিয়েছিল সবাইকে। আমাদের মেইন বোলার শরিফুল-তানভীর। ওদের কয়েকটা ভালো ছয় মেরে দিয়েছিল। একটু তো সারপ্রাইজ সবাই হয়ে গেছিল।’ বুধবার চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ২১ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন জয়। প্রায় ২১০ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। নিজের ইনিংস নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাচসেরা জয় বলেন, ‘আমি যখন ব্যাটিংয়ে যাই তখন মনে হয়েছিল উইকেট খুবই ভালো। মারলে হয়তোবা লাগবে। তাই আমি চেষ্টা করেছি।’
মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই
মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের একনিষ্ঠ ও বর্ষীয়ান সমর্থক আতাউর রহমান আতা আর নেই। ক্রীড়াঙ্গনে তিনি ‘আতা ভাই’ হিসেবে পরিচিত ছিলেন। বার্ধক্যজনিত কারণে বুধবার রাত আনুমানিক ১১টায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নামাজে জানাযা আজ বাদ যোহর টিকাটুলি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্টেডিয়ামে গলা ফাটিয়েছেন তার প্রিয় দল মোহামেডানের জন্য এবং দেশের ফুটবলের জন্য। তার কণ্ঠ, তার উপস্থিতি ও নিঃস্বার্থ ভালোবাসা ছিল দেশের ফুটবলের জন্য এক অনন্য প্রেরণা। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘তিনি শুধু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ফুটবলের একজন প্রকৃত সৈনিক। ফুটবলের প্রতি তার এই অবদান ও ভালোবাসা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।’ আতা ভাইকে দেখা গেছে কখনো জাতীয় স্টেডিয়াম, কখনো মিরপুরে মোহামেডানের জন্য গলা ফাটাতে। তিনি পুরো গ্যালারি একাই মাতিয়ে রাখতেন। আবাহনীকে তীর্যক ভাষায় ভাষায় আক্রমণও করতেন। খেলা শুরুর আগেই বলতে থাকতেন ‘ওই আবাহনীর ভায়েরা, আজ তোমাদের তিন গোল দিয়ে দেবো।’ মোহামেডান হারতে থাকলেও তিনি সাদাকালো পতাকা দুলিয়ে চিল্লাতে থাকতেন। মনে হতো তার জন্মই হয়েছে আকাশি-নীলদের বিরোধিতা আর সাদা-কালোদের জন্য যুদ্ধ করতে।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অস্ত্র ও মাদকদ্রব্য বহন নিষিদ্ধ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অস্ত্র ও মাদকদ্রব্য বহন নিষিদ্ধ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৈধ ও অবৈধ যে কোনো ধরনের অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়েছে। এতে ‘নিরাপত্তা নিশ্চিতকরণ’ সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) বিধিমালা, ১৯৭৩ (১২ নভেম্বর, ২০১২ তারিখে সংশোধিত) অধ্যায়- ১৬এ-এর বিধি ৩ এর দফা ৪ অনুযায়ী ‘কোনো ব্যক্তি, তিনি বারের সদস্য বা আইনজীবী সহকারী বা আদালতের কর্মী বা অন্য কোন ব্যক্তি আদালত প্রাঙ্গণে বা আদালত ভবনের কোন অংশে কোন মিছিল, স্লোগান, প্রচার, সভা বা বিক্ষোভে অংশগ্রহণ করতে পারবেন না’। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বৈধ ও অবৈধ যে কোনো প্রকার অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এছাড়া নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত পার্কিং ব্যতীত রাস্তা, ভবনের গেটের সামনে গাড়ি ও রিকশা পার্ক করা সম্পূর্ণ নিষিদ্ধ।
যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলায় নিহত ২, আহত ৬

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলায় নিহত ২, আহত ৬ যুক্তরাষ্ট্রে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়, উটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে স্থানীয় সময় বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। সল্টলেক সিটি পুলিশের মুখপাত্র গ্লেন মিলস জানান, শহরের দ্য চার্চ অব জিজাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টস’-এর সভাকক্ষের পার্কিং লটে আকস্মিক গুলিবষর্ণের এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সে সময় গির্জার ভেতরে একটি অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। ‘দ্য চার্চ অব জিজাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টস’-এর মুখপাত্র স্যাম পেনরড বুধবার রাতে এক বিবৃতিতে বলেন, এই ট্র্যাজেডিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করছি। কোনো উপাসনার পবিত্র স্থান কেন এই ধরনের সহিংসতার শিকার হবে, তা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।”একটি সন্দেহভাজন গাড়ি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের ব্যাপারে তাদের কাছে একাধিক তথ্য রয়েছে। তবে বন্দুকধারী একজন না কি একাধিক, সে বিষয়ে তারা এখনও নিশ্চিত নয়। বর্তমানে কোনো সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়নি। এফবিআই সল্টলেক সিটি অফিস এক্স-এ (সাবেক টুইটার) একটি বিবৃতিতে বলেছে, ‘আমরা সল্টলেক সিটির ঘটনাটি সম্পর্কে অবগত এবং আইন প্রয়োগকারী অংশীদারদের সহায়তা করছি।”
ভোটের অভিযোগ ফোনে নেবে ইসি, জানাল ৫টি নম্বর

ভোটের অভিযোগ ফোনে নেবে ইসি, জানাল ৫টি নম্বর গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিযোগ ফোনে নেবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য একটি সমন্বয় সেল গঠন করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে। সমন্বয় সেলে যোগাযোগের টেলিফোন নম্বরগুলো হলো— ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬। টেলিফোন নম্বরগুলো দেশের যেকোনো নাগরিক নির্বাচনী আচরণ-বিধি লঙ্ঘন, অনিয়ম এবং অপপ্রচার-সংক্রান্ত অভিযোগ/তথ্য আইন-শৃঙ্খলা সমন্বয় সেলে জানাতে পারবেন। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আইন-শৃঙ্খলা সমন্বয় সেল চালু থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তারা। বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশে এ ঘোষণা দেয় সংগঠনটি। নোটিশে বলা হয়, আগামী ৮ জানুয়ারি থেকে আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও সকল কোম্পানি প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম স্থগিত থাকবে। এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুমকি দেয় তারা। এরপর সন্ধ্যায় বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে তারা। সকালে সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে। রাত ১১টার দিকে এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। দুপুর ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে দাবি মানা হলে এলপিজি সিলিন্ডার বিক্রি শুরু হবে। আর না হলে বিক্রি বন্ধ থাকবে।
চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ চলমান প্রচন্ড শীতে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট। আজ সকালে শহরের টাউন ক্লাব প্রাঙ্গণে ৬০০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান, এডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি খাইরুল ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আব্দুর রাজ্জাক, মো. মানিক রায়হান, মো. তোহরুল ইসলাম সোহেল, মোসা. রোজিয়া সুলতানা, সফিউর রহমান, মেহেদি হাসান ও আইরিন পারভীন। অনুুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের দুুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ শীতার্ত মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে কাজ করছে। কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোস প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃৃতজ্ঞতা জানান।
আমার শরীরে বইছে বাঙালির রক্ত : হৃতিক

আমার শরীরে বইছে বাঙালির রক্ত : হৃতিক বলিউডের ‘গ্রিক গড’ হিসেবেই তাকে চেনে গোটা দুনিয়া। সেই হৃতিক রোশনের ভেতরে যে লুকিয়ে আছে এক চতুর্থাংশ বাঙালি সত্তা তা ফের সামনে আনলেন অভিনেতা নিজেই। নতুন বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে নিজের শিকড়ের গল্প শেয়ার করে আবেগে ভাসালেন ভক্তদের। গ্রিক দেবতার মতো চেহারা, সুঠাম শরীর আর অনন্য অভিনয় দক্ষতা, এই সব গুণেই গত আড়াই দশক ধরে বলিউডের অন্যতম শীর্ষ নায়ক হৃতিক রোশন। তবে এবার আলোচনায় তার সিনেমা নয়, বরং শিকড়ের টান। সাম্প্রতিক সময়ে শেয়ার করা কয়েকটি ছবির ক্যাপশনে হৃতিক লিখেছেন, ‘বোধহয় এভাবেই আমার ভেতরের ২৫ শতাংশ বাঙালি রক্ত বইছে।’ এই এক লাইনের স্বীকারোক্তিতেই যেন খুলে গেল তার পারিবারিক ইতিহাসের এক আবেগঘন অধ্যায়। হৃতিকের বাঙালি পরিচয়ের মূল সূত্র তার দাদি ইরা রোশন। বিয়ের আগে যার নাম ছিল ইরা মৈত্র। তিনি কলকাতার মেয়ে। মাত্র বিশ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে গান গাওয়ার স্বপ্ন নিয়ে কলকাতা ছাড়েন তিনি। দিল্লিতে গিয়ে পরিচয় হয় কিংবদন্তি সংগীত পরিচালক রোশন লাল নাগরথের সঙ্গে। সেই পরিচয়ই পরে রূপ নেয় আজীবনের বন্ধনে। সংগীতের সেই উত্তরাধিকার আজও হৃতিকের চলন, ছন্দ আর শিল্পীসত্তায় যেন নীরবে প্রবাহিত। পরিবারে ইরা রোশন ছিলেন একেবারে বটগাছের মতো। হৃতিকের বাবা রাকেশ রোশনের ডাকনাম ছিল ‘গুড্ডু’। সেই নাম থেকেই আদরের নাতির নাম রাখেন ‘ডুগগু’। মুম্বাইয়ের ব্যস্ত জীবনের মাঝেও দাদি নাতিকে বড় করেছিলেন বাঙালি সংস্কৃতির আবহে। হৃতিক তাকে ডাকতেন ‘ঠামি’। পিয়ানো বাজানো শেখা থেকে শুরু করে মাছের ঝোল দিয়ে ভাত মেখে খাওয়া হৃতিকের শৈশব জুড়ে ছিল বাংলার ঘ্রাণ। হৃতিকের জীবনে জানুয়ারি মাস সবসময়ই বিশেষ। এই মাসেই তার জন্মদিন, এই মাসেই মুক্তি পেয়েছিল প্রথম ছবি ‘কাহো না প্যায়ার হ্যায়’। আশ্চর্যের বিষয়, তার জীবনের প্রথম মঞ্চ পরিবেশনাও হয়েছিল কলকাতায়। ২০০৫ সালে দাদি ইরা রোশনের প্রয়াণ হলেও, তার স্মৃতি আজও হৃতিকের হৃদয়ে অমলিন। বাঙালি সংস্কৃতির ছোঁয়া পেলেই নাকি তার রক্ত চনমন করে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই ক্যাপশন তাই শুধু একটি বাক্য নয়- এক নাতির পক্ষ থেকে তার ‘ঠামি’র প্রতি গভীর ভালোবাসা আর শ্রদ্ধার প্রকাশ। ৫২ বছরে পা রেখেও হৃতিক বুঝিয়ে দিলেন, তিনি যত বড় তারকাই হোন না কেন, তার হৃদয়ের এক কোণে আজও জ্বলজ্বল করে সেই বাঙালি শিকড়।
দীপিকার পাঁচ জানা-অজানা অধ্যায়

দীপিকার পাঁচ জানা-অজানা অধ্যায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘মাস্তানি’খ্যাত এ অভিনেত্রী ক্যারিয়ারে অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) ৪০ বছর পূর্ণ করে একচল্লিশে পা দিতে যাচ্ছেন। বিশেষ দিন উপলক্ষে চলুন আরো একবার জেনে নিই, দীপিকার জানা-অজানা পাঁচ অধ্যায়— এক. দীপিকা পাড়ুকোনের বাবা-মা ডেনমার্কের কোপেনহেগেনে বসবাস করতেন। সেখানেই জন্মগ্রহণ করেন দীপিকা। তার জন্মের কিছুদিন পরই দীপিকা পাড়ুকোনের পরিবার ভারতের বেঙ্গালুরুতে চলে আসে। দুই. দীপিকা পাড়ুকোন বহুমুখী প্রতিভার অধিকারী। কেবল অসাধারণ অভিনেত্রীই নন, বরং একজন জাতীয় স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড়ও। তার বাবা প্রকাশ পাড়ুকোনে একজন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত। এর আগে এই আইকনিক অভিনেত্রী অলিম্পিক ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর সঙ্গে খেলার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। তিন. দীপিকা পাড়ুকোনে ইতিহাস সৃষ্টি করেছেন। কারণ দীপিকাই একমাত্র ভারতীয় অভিনেত্রী যে টাইম ম্যাগাজিনের কভারে দু’বার স্থান পেয়েছেন। চার. বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী বলেছেন, “দীপিকাই নতুন ড্রিম গার্ল।” সঞ্জয় লীলা বানসালি দীপিকাকে বৈজয়ন্তীমালার সঙ্গে তুলনা করেছেন, যে ছিলেন হেমা মালিনীর আদর্শ। পাঁচ. চলচ্চিত্র জগতে আসার আগে দীপিকা উঠতি অভিনেতা নিহার পান্ডিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর পর খুবই নাটকীয়ভাবে নিহারকে ছেড়ে দেন এই অভিনেত্রী। নিহারের সঙ্গে দীপিকার সম্পর্কের ওপর ভিত্তি করে একটি সিনেমা তৈরির কথা ছিল। যদিও তা বাস্তবে রূপ নেয়নি।