মঙ্গলবার ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

মঙ্গলবার ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল মঙ্গলবার ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারা জাম্প অনুষ্ঠিত হবে। প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে। যাত্রীদের যাত্রীসেবা দেওয়ার ক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
দুই কিংবদন্তির ঐতিহাসিক সাক্ষাৎ, কে কাকে কী দিলেন উপহার?

দুই কিংবদন্তির ঐতিহাসিক সাক্ষাৎ, কে কাকে কী দিলেন উপহার? মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম যেন এক সন্ধ্যায় পরিণত হয়েছিল তারকাময় মঞ্চে। ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার ও ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। দুটি ভিন্ন খেলার দুই কিংবদন্তির মিলনমেলায় সাক্ষী থাকল ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। এই বিশেষ মুহূর্তে শচীন মেসির হাতে তুলে দেন ভারতের ঐতিহাসিক ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্মারক জার্সি। জবাবে মেসিও শচীনের জন্য নিয়ে আসেন একটি বিশেষ বিশ্বকাপ বল। দুই মহাতারকার পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের অনন্য নিদর্শন হয়ে রইল এই বিনিময়। স্টেডিয়ামে পা রাখার সঙ্গে সঙ্গেই বজ্রধ্বনির মতো করতালিতে ভরে ওঠে ওয়াংখেড়ে। দর্শকদের উচ্ছ্বাসের জবাবে হাত নেড়ে অভিবাদন জানান মেসি। তার সম্মানে আয়োজন করা হয় একটি বিশেষ পারফরম্যান্স, যা শহরে ফুটবল–তারকার উপস্থিতিকে আরও স্মরণীয় করে তোলে। মাঠে মেসির সঙ্গী হন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীসহ একাধিক বলিউড তারকা। তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি প্রীতি ফুটবল ম্যাচ। যা পুরো আয়োজনের উত্তেজনা ও আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয়। আনন্দঘন এক মুহূর্তে মেসি দর্শকদের দিকে কয়েকটি বল শট করে মারেন, তাতে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। তার সঙ্গে যোগ দেন আর্জেন্টিনার সতীর্থ রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজ। মেসির মজার ভঙ্গি নকল করে দর্শকদের বিনোদনে আরও রঙ ছড়িয়ে দেন তারা। ওয়াংখেড়েতে এই সন্ধ্যা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং দুই খেলাধুলার দুই যুগস্রষ্টার মিলনঘন মুহূর্ত হয়ে স্মরণীয় হয়ে থাকবে ক্রীড়াপ্রেমীদের মনে।
দুবাইয়ের হারের ম্যাচে মিতব্যয়ী মোস্তাফিজুর

দুবাইয়ের হারের ম্যাচে মিতব্যয়ী মোস্তাফিজুর বল হাতে নিয়মিত উইকেট পাচ্ছেন মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে দু্যতি ছড়াচ্ছেন বাংলাদেশের পেসার। বাঁহাতি দ্রুতগতির বোলার রবিবার (১৪ ডিসেম্বর) ডেসার্ট ভাইপার্সের বিপক্ষে ছিলেন মিতব্যয়ী। তার বোলিং দলের কাজে আসেনি। ডেসার্ট ভাইপার্স ৫ উইকেটে হারিয়েছে দুবাই ক্যাপিটালসকে। আগে ব্যাটিং করে দুবাই ক্যাপিটালস ৪ উইকেটে ১৬৬ রান করে। জবাব দিতে নেমে ডেসার্ট ভাইপার্স ১৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ৫ উইকেট হাতে রেখে। দলের হারের ম্যাচে ৪ ওভারে ৩০ রানে ১ উইকেট নেন মোস্তাফিজুর। ১টি করে চার ও ছক্কা হজম করেন তিনি। ডট বল ছিল ৮টি। ইকোনমি ৭.৫০। ডেসার্ট ভাইপার্সের এটি ষষ্ঠ জয়। ছয় ম্যাচ খেলে প্রতিটি জিতেছে তারা। দুবাইযের পাঁচ ম্যাচে তৃতীয় পরাজয়। রান প্রসবা উইকেটে দুবাইয়ের ব্যাটিং যুৎসই হয়নি। দলের হয়ে লুইস ডি প্লু ৪৪ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন। ৩০ বলে ৪৯ রান আসে জর্ডান কক্সের ব্যাট থেকে। শেষ দিকে দাসুন শানাকা ১৮ বলে ২৯ রান করেন ২ চার ও ১ ছক্কায়। ডেসার্টে হয়ে বল হাতে ১৭ রানে ২ উইকেট নেন স্যাম কুরান। জবাব দিতে নেমে ডেসার্ট ৪ ওভারে ৩২ রান তুলে নেয় কোনো উইকেট না হারিয়ে। পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজুর। প্রথম ওভারেই উইকেটের দেখা পান তিনি। পাকিস্তানের হার্ডহিটার ওপেনার ফখর জামান মোস্তাফিজুরের স্লোয়ার বাউন্সারে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। নিজের প্রথম ওভারে ১১ রানে ১ উইকেট নেন তিনি। পরের ওভার করতে ফেরেন ইনিংসের ১১তম ওভারে। ১০ রান দেন এই ওভারে। নিজের শেষ দুই ওভারে মোস্তাফিজুর ম্যাচের চিত্র পাল্টে দেওয়ার চেষ্টা করেন। ৩০ বলে ৩৬ রানের প্রয়োজনে নিজের তৃতীয় ওভারে মাত্র ৪ রান দেন তিনি। ঠিক একইভাবে নিজের শেষ ওভারে ৫ রান দিয়ে ম্যাচে রোমাঞ্চ আনার চেষ্টা করেন। যদিও ডেসার্টের হাতে উইকেট ছিল। তাদের আত্মবিশ্বাস ছিল ভরপুর। তাই মোস্তাফিজুরের ভালো বোলিংও খুব একটা কাজে আসেনি। এখন পর্যন্ত ৪ ম্যাচে মোস্তাফিজুরের উইকেট ৬টি।
হংকংয়ের গণতন্ত্রপন্থি মিডিয়া মোগল জিমি লাই দোষী সাব্যস্ত

হংকংয়ের গণতন্ত্রপন্থি মিডিয়া মোগল জিমি লাই দোষী সাব্যস্ত হংকংয়ের গণতন্ত্রপন্থি মিডিয়া মোগল ও চীনের সমালোচক জিমি লাইকে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন দেশটির হাইকোর্ট। খবর বিবিসির। সোমবার (১৫ ডিসেম্বর) হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আনা সব অভিযোগে হাইকোর্ট জিমি লাইকে দোষী ঘোষণা করেন। তবে তার সাজা কী হবে, তা পরে জানানো হবে। জাতীয় নিরাপত্তা আইনে বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। রায় ঘোষণার সময় বিচারকরা বলেন, “আমাদের মনে কোনো সন্দেহ নেই যে লাই (চীনা কমিউনিস্ট পার্টির) সরকারের স্থিতিশীলতা নষ্ট করার অভিপ্রায় থেকে কখনোই সরে আসেননি।” বিচারকদের মতে, হংকংয়ের জনগণকে সহায়তার নামে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের চীনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে উৎসাহিত করা ‘এমন পরিস্থিতির সঙ্গে তুলনীয়, যেখানে কোনো মার্কিন নাগরিক ক্যালিফোর্নিয়া রাজ্যকে সহায়তার অজুহাতে যুক্তরাষ্ট্র সরকার উৎখাতে রাশিয়ার সাহায্য চাইছে।’ তারা আরো বলেন, প্রমাণে দেখা যায় লাইয়ের একমাত্র উদ্দেশ্য ছিল- ‘চীন ও হংকংয়ের জনগণের স্বার্থকে বিসর্জন দেওয়া’। ৭৮ বছর বয়সী জিমি লাইয়ের বিরুদ্ধে দুটি বিদেশি যোগসাজশের অভিযোগ এবং একটি রাষ্ট্রবিরোধী প্রকাশনার অভিযোগ অভিযোগ আনা হয়। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেন। ২০২০ সালের ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন তিনি। গণতন্ত্রপন্থি কর্মী ও চীনের সমালোচক হিসেবে পরিচিতি পাওয়া আগে, লাই একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি ১৯৪৮ সালে চীনে জন্মগ্রহণ করেন। কমিউনিস্টরা দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ১২ বছর বয়সে লাই চীন থেকে একটি মাছ ধরার নৌকায় করে পালিয়ে হংকংয়ে চলে আসেন। তিনি হংকংয়ে বিভিন্ন কাজ করে ইংরেজি শেখার পর, ১৯৭৭ সালে পোশাক ব্র্যান্ড জিওর্দানো প্রতিষ্ঠা করেন। ব্যবসাটি একটি ফ্যাশন সাম্রাজ্যে পরিণত হয়, যা তাকে কোটিপতি করে তোলে। তিয়ানানমেন স্কোয়ারের দমন-পীড়নের ঘটনার পর জিমি লাই মিডিয়া জগতের দিকে ঝুঁকে পড়েন এবং নেক্সট মিডিয়া প্রতিষ্ঠা করেন। এর অধীনে বিখ্যাত সংবাদপত্র অ্যাপল ডেইলি প্রকাশিত হতো, যা চীনের কঠোর নীতির বিরুদ্ধে সোচ্চার ছিল।
ইউক্রেনের আরেকটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের আরেকটি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের জাপোরিঝঝিয়া অঞ্চলের আরেকটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। রবিবার (১৪ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বাহিনী ফ্রন্টলাইন শহর হুলিয়াইপোলের উত্তর-পশ্চিমে অবস্থিত ভারভারিভকা গ্রামটির নিয়ন্ত্রণ নিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। গত ১ ডিসেম্বর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক কমান্ড পোস্ট সফরের সময় রাশিয়ান কমান্ডার আন্দ্রেই ইভানায়েভ দাবি করেছিলেন, রুশ বাহিনী হুলিয়াইপোল গ্রামে প্রবেশ করে এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে। তবে ইউক্রেন দুই দিন পরই এই দাবি অস্বীকার করে। ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন জানান, রুশ সেনারা হুলিয়াইপোল শহরের যোগাযোগ ও সরবরাহ পথ বিচ্ছিন্ন করে শহরটি ঘিরে ফেলার চেষ্টা করছে। এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ দাবি করেছেন, হুলিয়াইপোলসহ আশপাশের এলাকায় রুশ বাহিনীর ১৯টি হামলা প্রতিহত করেছে তাদের সেনারা। তবে বিবৃতিতে ভারভারিভকা গ্রাম নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। আনাদোলু জানিয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার দাবির স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি। ২০২২ সালে যুদ্ধ শুরু করার পর থেকে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া, লুহানস্ক, ডোনেস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন অঞ্চলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে নিয়েছে, এছাড়াও খারকিভ, সুমি ও দনিপ্রোপেত্রোভস্কের কিছু অংশও তাদের নিয়ন্ত্রণে রয়েছে, যা ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অংশ জুড়ে বিস্তৃত এলাকা। ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়া এই অঞ্চলগুলোর সংযুক্তির ঘোষণা দেয়। তবে পশ্চিমা দেশগুলো এবং কিয়েভ এটিকে প্রহসন বলে খারিজ করে দিয়েছে। ইউক্রেনের ক্রিমিয়া ২০১৪ সাল থেকে রাশিয়ার দখলে রয়েছে।
নেপালকে ১৩০ রানে অলআউট করল বাংলাদেশ

নেপালকে ১৩০ রানে অলআউট করল বাংলাদেশ যুব এশিয়া কাপে আজ সোমবার (১৫ ডিসেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবাইর দ্য সেভেন স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের যুবরা। এরপর দারুণ বোলিং করে ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানে অলআউট করে। টানা দ্বিতীয় জয় তুলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখতে বাংলাদেশকে করতে হবে ১৩১ রান। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে নেপালের যুবারা। তাতে ১৭ ওভারে ৮১ রান তুলতেই হারিয়ে বসে ৬ উইকেট। সেখান থেকে আশিষ লুহার ও অভিষেক তিওয়ারির ব্যাটে নেপালের রান ১৩০ পর্যন্ত যায়। আশিষ ১ চারে ২৩ ও অভিষেক ২ ছক্কায় ৩০ রান করেন। এছাড়া উদ্বোধনী দুই ব্যাটার সাহিল প্যাটেল ১৮ ও নিরাজ কুমার যাদব করেন ১৪ রান। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। বল হাতে বাংলাদেশের মো. সবুজ ৭ ওভারে ১ মেডেনসহ ২৭ রানে ৩টি উইকেট নেন। শাহরিয়ার আহমেদ ৫.১ ওভারে ২ মেডেনসহ ১০ রানে ২টি, আজিজুল হাকিম ৪ ওভারে ১৮ রানে ২টি ও সাদ ইসলাম ৭ ওভারে ৩২ রানে নেন ২টি উইকেট। ৫ ওভারে ২২ রান দিয়ে অপর উইকেটটি নেন শাহরিয়া আল-আমিন।
কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০ কলম্বিয়ায় এক মর্মান্তিক স্কুলবাস দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় অ্যান্টিওকিয়া প্রদেশে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর ডেইলি মেইলের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অ্যান্টিওকিয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে শিক্ষার্থীদের নিয়ে মেডেলিন শহরে ফিরছিল। বাসটিতে লিসেও অ্যান্টিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন। তিনি বলেন, শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে তাদের গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফিরছিলেন। ডিসেম্বরের এমন সময়ে এই দুর্ঘটনা পুরো সম্প্রদায়ের জন্যই অত্যন্ত বেদনাদায়ক। স্থানীয় সংবাদমাধ্যম এল কলোম্বিয়ানো জানায়, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে রেমেদিওস ও সারাগোসা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। প্রাথমিক তথ্যানুযায়ী, গ্রামীণ এলাকার পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণটি স্কুলের আনুষ্ঠানিক কোনো কার্যক্রম ছিল না, এটি শিক্ষার্থীরাই নিজেরা আয়োজন করেছিলেন। অ্যান্টিওকেনো হাই স্কুল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ২০২৫ সালের গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা যারা এই ভ্রমণে অংশ নিয়েছিল, এই গভীর শোকের মুহূর্তে আমরা তাদের এবং আমাদের পুরো সম্প্রদায়ের পাশে আছি।’ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোও এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পোস্টাল ভোটে আগ্রহ প্রবাসীদের, নিবন্ধন ৪ লাখ ছাড়াল

পোস্টাল ভোটে আগ্রহ প্রবাসীদের, নিবন্ধন ৪ লাখ ছাড়াল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন ৪ লাখ ৫ হাজার ৪৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ৩ লাখ ৭৯ হাজার ৪০৭ জন এবং নারী ২৬ হাজার ৩১ জন। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় ইসির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। নিবন্ধিত প্রবাসী ভোটারদের সংশ্লিষ্ট ঠিকানায় ব্যালট পেপার পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৯ ডিসেম্বর এ কার্যক্রম শুরু হয়। এবারই প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এ ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও ভোট দিতে পারবেন। এজন্য নির্ধারিত অ্যাপে নিবন্ধন করা বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম চলছে। ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধন সম্পন্নকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান শেষে নির্ধারিত ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে উড়ল এয়ার অ্যাম্বুলেন্স

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে উড়ল এয়ার অ্যাম্বুলেন্স সন্ত্রাসীদের গুলিতে আহত ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরে উদ্দেশে রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ইনকিলাব মঞ্চ জানায়, পাশে থাকাার জন্য ওসমান হাদির দুই ভাইও সিঙ্গাপুর গেছেন। এর আগে, সোমবার বেলা পৌনে ১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেয়। সেখানে থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয় হাদিকে। গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার পর ঢাকার মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে তার ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। হাদি তখন অটো রিকশায় ছিলেন। ওই অবস্থা চলন্ত মোটরসাইকেল থেকে মুখঢাকা এক অস্ত্রধারী তার ওপর হামলা চালায়। হাদির ওপর হামলার ঘটনা রবিবার গভীর রাতে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়েছে। পুলিশ বলেছে, হাদির পরিবারের সম্মতি নিয়ে এই মামলা করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। অবশ্য গুলি চালানোর জন্য মূল অভিযুক্ত ও তাকে বহনকারী মোটরসাইকেলের চালককে এখনো গ্রেপ্তার করা যায়নি। সোমবার রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি পালন করছে।
চাঁপাইনবাবগঞ্জে ফুটবল প্রশিক্ষণ শুরু অনূর্ধ্ব-১৫ বালকদের

চাঁপাইনবাবগঞ্জে ফুটবল প্রশিক্ষণ শুরু অনূর্ধ্ব-১৫ বালকদের চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ফুটবলার তৈরির লক্ষে অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নতুন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এসময় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমণ্ডলী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণে ৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।