প্রখ্যাত নাট্যকার মমতাজউদদীন আহমদ স্মরণ সভা

190

প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষা সংগ্রামী চাঁপাইনবাবগঞ্জের কৃতী সন্তান সদ্য প্রয়াত মমতাজউদদীন আহমদকে স্মরণ করেছে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও জেলা স্বাধীন সাহিত্য পরিষদ।
সংগঠন দুটি জেলা সরকারি গ্রন্থাগারে গতকাল আজ সকালে স্মরণ সভা ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা এমপি ফেরদৌসি ইসলাম জেসি। বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইব্রাহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা স্বাধীন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, সাবেক ছাত্রনেতা মেসবাহুল সাকের জ্যোতি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শরিফা খাতুন বেবী ও শহিদ হোসেন রানা। অনুষ্ঠানের শুরুতে মরহুমের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মমতাজউদদীন আহমদ’র জীবনী তুলে ধরে বক্তব্য দেন, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট আফসার আলী। এছাড়াও বক্তব্য দেন, জেলা সরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক মাসুদ রানা, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক সাইদ কামরুল, সদস্য আব্দুস সাত্তার, কবি সুমন রেজা। শেষে মমতাজউদদীন আহমদ’র রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।