বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতায় বাংলাদেশের এক ধাপ অবনতি

262

আজ  রাজধানীর সিরডাপ মিলনায়তনে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ১৪১ টি দেশের মধ্যে এ বছর বাংলাদেশ একধাপ পিছিয়ে ১০৩তম অবস্থানে রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রস্তুতকৃত এ প্রতিবেদনে এবার পাকিস্তানও এক ধাপ পিছিয়ে বর্তমানে ১০৭তম অবস্থানে পৌঁছেছে। তবে এ সূচকে উন্নতি করেছে ভারত। দেশটি পাঁচধাপ এগিয়ে ৬৩ থেকে ৫৮ তে অবস্থান করছে। তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া সিঙ্গাপুর ও জার্মানি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রতিবেদনটি তুলে ধরেন। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান, রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে প্রতিবছর এই সুচক প্রকাশ করা হয়। প্রতিবেদনে বাংলাদেশের পিছিয়ে পড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা দুর্নীতির কথা জানান। এছাড়া অবকাঠামোগত সমস্যা, আমলাতান্ত্রিক জটিলতা, দক্ষ জনবলের অভাবকে ব্যবসায় প্রতিবন্ধকতা বলে মনে করেন।