সৌম্যর পাঁচ উইকেট

243

ব্যাটিংয়ে করেছিলেন ফিফটি। সৌম্য সরকার এবার হাত ঘুরিয়ে নিলেন পাঁচ উইকেট। খুলনায় ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে রংপুরকে ৩১৫ রানে অলআউট করতে পাঁচ উইকেট নিয়েছেন সৌম্য। এর আগে সৌম্যর ৭৬ রানের সুবাদে খুলনা করেছিল ৩০৪। প্রথম ইনিংসে ১১ রানের লিড পেয়েছে রংপুর। ৪ উইকেটে ২০০ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করেছিল রংপুর। দিনের শুরুতেই সোহরাওয়ার্দী শুভকে ফিরিয়ে দেন আল-আমিন হোসেন। এরপর রংপুরের বাকি পাঁচ উইকেটই নিয়েছেন সৌম্য। শুরুটা করেছিলেন ধীমান ঘোষকে ফিরিয়ে। এরপর একে একে ফিরিয়েছেন রবিউল হক, সাজেদুল ইসলাম, মোহাম্মদ সাদ্দাম, ও সঞ্জিত সাহাকে। সঞ্জিত হয়েছেন এলবিডব্লিউ, বাকিরা সবাই ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে। ৬৭ রানে অপরাজিত ছিলেন তানভীর হায়দার। সৌম্য শেষ দুই উইকেট নিয়েছেন পরপর দুই বলে। দ্বিতীয় ইনিংসে তাই হ্যাটট্রিকের সম্ভাবনাও থাকছে। ৬১ রানে ৫ উইকেট নিয়েছেন সৌম্য। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন তিনি। ৬৭ রানে ৪ উইকেট নিয়েছেন আল-আমিন।