প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৯ হাজার ২৬৫ জন। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ ফলাফল প্রকাশ করে। গত ৯ জানুয়ারি ৬১ জেলায় (পার্বত্য তিন জেলা ব্যতীত) একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের মহাপরিচালক জানান, লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (https://mopme.gov.bd) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (https://dpe.gov.bd)-এ পাওয়া যাবে। গত বছরের ৫ ও ১২ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ফলাফল সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুকৃত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর কোনো শূন্য পদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা প্রদান করে না। প্রকাশিত ফলাফলের যে কোনো পর্যায়ে কোনো প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কোনো প্রার্থী ইচ্ছাকৃত কোনো ভুল তথ্য প্রদান করলে কিংবা কোনো তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান/প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবে। প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুসরণপূর্বক নিয়োগের জন্য চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর ক্রমানুসারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (https://mopme.gov.bd) ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (https://dpe.gov.bd)-এ পাওয়া যাবে

নবম পে স্কেল: সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা বেতন

নবম পে স্কেল: সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা বেতন নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগে বুধবার (২১ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করেছে নবম জাতীয় বেতন কমিশন। ২৩ সদস্যবিশিষ্ট এই কমিশনের প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি পেশ করা হয়। এসময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী, অর্থসচিব খায়রুজ্জামান মজুমদারসহ কমিশনের সব পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্য উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। আবুল কালাম আজাদ বলেন, গত ২৭ জুলাই গঠন করা হয় ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। ২০১৩ সালে অষ্টম বেতন কমিশন গঠনের পর দীর্ঘ ১২ বছর পর এটি গঠিত হলো। কমিশনের প্রতিবেদন দাখিলের নির্ধারিত শেষ তারিখ ছিল আগামী ১৪ ফেব্রুয়ারি। প্রতিবেদনের জন্য নির্ধারিত বাজেটের মাত্র ১৮ শতাংশ ব্যয় করে কাজটি সম্পন্ন করেছে কমিশন। প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণের পর সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান। এসময় তিনি বলেন, ‌‘এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। মানুষ বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছে। আউটলাইন দেখে বুঝলাম, এটি খুবই সৃজনশীল কাজ হয়েছে।’ এসময় কমিশন প্রধান বলেন, গত এক দশকে বৈশ্বিক ও জাতীয় অর্থনীতির প্রায় সব সূচকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বেড়েছে। সময়োপযোগী ও যথাযথ বেতন কাঠামো না থাকায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। এ প্রেক্ষাপটে সুস্পষ্ট কার্যপরিধি নির্ধারণ করে বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের কাজ সম্পন্ন করেছে কমিশন।

বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে

বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করা আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সূচি অনুযায়ী বিশ্বকাপ আয়োজন হবে ভারতেই এবং বাংলাদেশকে সেই নির্ধারিত ভেন্যুতেই খেলতে হবে। বিসিবি বারবার ভারতের মাটিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও আইসিসি তা গ্রহণ করেনি। সভায় আইসিসি জানায়, স্বাধীন নিরাপত্তা সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ভারতে কোনো ধরনের বড় ঝুঁকি নেই। ১৬ সদস্যের বোর্ড সভার ১৪ জনই ভারতের পক্ষে মত দেন। ফলে ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আইসিসি এক বিবৃতিতে স্পষ্ট বার্তা দিয়েছে যে, টুর্নামেন্টের সফল আয়োজনের স্বার্থে তারা কোনো বিশেষ দেশের জন্য পুরো সূচি ওলটপালট করবে না। বিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা যদি ভারতের মাটিতে খেলতে না যায়, তবে তাদের জায়গায় বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে যুক্ত করা হবে। অর্থাৎ, বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতের মাটিতেই পা রাখতে হবে শান্ত-হৃদয়দের। আইসিসি জানিয়েছে, বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও দর্শকদের নিরাপত্তা নিয়ে একাধিকবার মূল্যায়ন করা হয়েছে। স্বাধীন নিরাপত্তা পর্যালোচনাসহ সব প্রতিবেদনে ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশের জন্য বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকির প্রমাণ পাওয়া যায়নি। আইসিসি মনে করছে, টুর্নামেন্টের এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন বাস্তবসম্মত নয়। পাশাপাশি, কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও সূচি বদল করলে ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলোর জন্য একটি ঝুঁকিপূর্ণ নজির তৈরি হতে পারে। যা বৈশ্বিক সংস্থা হিসেবে আইসিসির নিরপেক্ষতা ও ইভেন্টের মান ক্ষুণ্ন করতে পারে। আইসিসির পক্ষ থেকে আরও জানানো হয়, বিষয়টি সমাধানের জন্য বিসিবির সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখা হয়েছিল। এ সময় ভারতের কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিভিন্ন স্তরভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তথ্য বিসিবিকে দেওয়া হয়। আইসিসির ভাষ্য অনুযায়ী, ভেন্যু ও সূচি নির্ধারণে সব দলের জন্য একই নীতি প্রযোজ্য। নিরাপত্তা হুমকির বিষয়ে ঝুঁকি প্রমাণিত না হলে ভেন্যু বদলের সুযোগ নেই। এতে অন্য দল ও বিশ্বজুড়ে থাকা দর্শকদের জন্য বড় ধরনের লজিস্টিক জটিলতা তৈরি হবে এবং আইসিসির নিরপেক্ষতা ও ন্যায্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। আইসিসির এই অনড় অবস্থানের পর বল এখন বিসিবির কোর্টে। তবে ভারতের মাটিতে দল পাঠানোর বিষয়টি এখন কূটনৈতিক ও সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিসিবিকে চূড়ান্তভাবে জানাতে হবে তারা আইসিসির এই সিদ্ধান্ত মেনে নিয়ে ভারতের বিমানে উঠবে কি না।

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধসহ দু’জনের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধসহ দু’জনের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন থেকে পৃথক ঘটনায় এক শিশু এবং এক বৃদ্ধের পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হল বড়পুকুরিয়া টিপাপাড়া গ্রামের ২ বছরের শিশু আজিহা খাতুন এবং আমনুরা ধীনগর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে গোলাম মোস্তফা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে বাড়ির পেছনের পুকুরে পড়ে ডুবে যায় আজিহা। পরে পরিবারের সদস্যরা খুঁজতে খুঁজতে ওই পুকুর থেকে আজিহার ভাসমান মরদেহ উদ্ধার করে। এর আগে সকাল ৯টার দিকে বাড়ির প্রায় ২ শত গজ দূরে সিড়িবান্দা নামক একটি পুকুর থেকে গোলাম মোস্তাফার ভাসমান মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তিনি গতকাল দিবাগত রাত ১টার দিক থেকে বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে পরিবার জানিয়েছে। ধারণা করা হচ্ছে কোনভাবে পুকুরে পড়ে গিয়ে তিনি মারা যেতে পারেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। গোলাম মোস্তফার মরদেহ জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। উভয় ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান পরিদর্শক সুকোমল।

দ্বারিয়াপুরে ভুটভুটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

দ্বারিয়াপুরে ভুটভুটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত চাঁপাইনবাবগঞ্জে স্টিয়ারিং গাড়ির (ভুটভুটি) ধাক্কায় আব্দুস সাত্তার সোহেল (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দ্বারিয়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোরাজরামপুর মোল্লাপাড়ার তরিকুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, বুধবার সকালে সোহেল মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন। পথে দ্বারিয়াপুর গোরস্থানের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি গরুবাহী ইঞ্জিনচালিত স্টিয়ারিং গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সোহেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে ১৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রার্থী ও তাদের কর্মী-সমর্থক, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। প্রতীক বরাদ্দের আগে প্রার্থী ও তাদের কর্মীদের জ্ঞাতার্থে নির্বাচনী আচরণবিধি উপস্থাপন করা হয়। উপস্থাপন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহীন মাহমুদ। আচরণবিধি কঠোরভাবে মেনে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সকল প্রার্থীকে অনুরোধ জানানো হয়। এসময় পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়াসহ সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ও ভিডিপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের প্রর্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। তাদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা ধানের শীষ, জামায়াত মনোনীত প্রার্থী কেরামত আলী দাঁড়িপাল্লা, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল হালিম ছড়ি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হোদা মোমবাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম হাতপাখা ও জাতীয় পার্টির প্রার্থী মোহা. আফজাল হোসেন লাঙ্গল প্রতীক পেয়েছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম, জামায়াত মনোনীত প্রার্থী মিজানুর রহমান লড়বেন দাঁড়িপাল্লা প্রতীকে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী মো. সাদেকুল ইসলাম কাস্তে, ইসলামী আন্দোলন বংলাদেশের প্রার্থী মো. ইব্রাহিম খলিল হাতপাখা ও জাতীয় পার্টির প্রার্থী খুরশিদ আলম বাচ্চু লড়বেন লাঙ্গল প্রতীক নিয়ে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষ নিয়ে আর জামায়াত মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল দাঁড়িপাল্লা নিয়ে। এছাড়া গণঅধিকার পরিষদ-জিওপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম ট্রাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম হাতপাখা ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী মো. ফজলুর ইসলাম খান লড়বেন তারা প্রতীকে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একটি শোক সংবাদ———- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমানের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

একটি শোক সংবাদ———- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমানের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন – ইন্না লিলাøহি ওয়া-ইন্না ইলাহি রাজিউন। তিনি উপজেলার শ্যামপুর ইউনিয়নের সদাশিবপুর টিকোশ গ্রামের বাসিন্দা। আজ সকাল সাড়ে ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সাড়ে ৪টায় নিজ গ্রামের পারিবারিক গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (্ইউএনও) আশিক আহমেদ, শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরার মাধ্যমে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে বাল্যবিয়ে এবং শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লোকসংগীত ও গম্ভীরা পরিবেশন করা হয়েছে। আজ বিকেলে মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য মতিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মন্ডল এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্প এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ গম্ভীরা ও লোকসংগীত পরিবেশন করেন। এতে শিশু অধিকার ও সুরক্ষার বার্তা তুলে ধরা হয়। এছাড়াও বাল্যবিয়ের কুফল, শিশুর প্রতি সহিংসতার ভয়াবহতা এবং শিশু অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সুখবর দিলেন সোনম কাপুর

সুখবর দিলেন সোনম কাপুর কাপুর পরিবারে আবারও খুশির জোয়ার। দুই বছর আগে পুত্রসন্তান বায়ুর আগমনের পর এবার দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেবি বাম্পের ছবি শেয়ার করে এই ঘোষণা দেন অনিল-কন্যা। শুধু সুখবর দিয়েই থামেননি সোনম; বরাবরের মতো নিজের ফ্যাশন সেন্স দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নেটিজেনদের। সাধারণত গর্ভাবস্থায় ঢিলেঢালা পোশাকের চল থাকলেও সোনম বেছে নিয়েছেন সাহসের সঙ্গে শরীরের বাঁক ফুটিয়ে তোলা একটি ‘বডি-ফিটেড’ কালো পোশাক। বোন রিয়া কাপুরের স্টাইলিংয়ে সোনমের এই ‘ম্যাটারনিটি লুক’ ছিল আভিজাত্যে ভরপুর। হাই-নেক ক্রপ টপ, ডাবল কলার ব্লেজার আর পেন্সিল-ফিট ম্যাক্সি স্কার্টে তিনি যেন এক আধুনিক দেবীর প্রতিচ্ছবি।  উল্লেখ্য, ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। ২০২২ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম সন্তান বায়ু। বর্তমানে ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ নিতে যাওয়া এই অভিনেত্রী তার সাহসিকতা ও আভিজাত্যের জন্য অনুরাগীদের প্রশংসায় ভাসছেন।

রেগে গিয়ে সহ-অভিনেতার গায়ে হাত তুলেন পূজা?

রেগে গিয়ে সহ-অভিনেতার গায়ে হাত তুলেন পূজা? তামিল সিনেমা ‘মুগামুড়ি’র মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন ভারতের দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের। অবশ্য মডেলিংয়ে তার আগেই পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। দক্ষিণী সিনেমা থেকে বলিউডেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি।  ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহেঞ্জোদরো’ সিনেমাতে হৃতিক রোশনের বিপরীতে দেখা য়ায় পূজাকে। সালমান খানের বিপরীতে ‘কিসি কি ভাই কিসি কি জান’-এও অভিনয় করেন তিনি। এই পূজাই নাকি ক্যারিয়ারের শুরুর দিকে বড় এক তারকাকে চড় কষান! বিতর্কের সূত্রপাত এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেই প্রতিবেদনে দাবি করা হয়, ক্যারিয়ারের শুরুর দিকে এক পুরুষ সহ-অভিনেতার সঙ্গে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা নাকি প্রকাশ্যে এনেছেন তিনি। ওই প্রতিবেদনে বলা হয়, একটি ‘প্যান-ইন্ডিয়া’ সিনেমার শুটিং চলছিল। এতে তার সহ-অভিনেতা অনুমতি ছাড়াই পূজার ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন এবং অশোভন আচরণ করেন। আরও দাবি করা হয়, ওই ঘটনায় পূজা তৎক্ষণাৎ প্রতিবাদ জানান এবং পরে সিনেমার নির্মাতাদের জানিয়ে দেন, ভবিষ্যতে তিনি ওই অভিনেতার সঙ্গে আর কাজ করবেন না। ওই প্রতিবেদনে দাবি করা হয় অভিনেত্রী নাকি সহ-অভিনেতাকে চড়ও মারেন। এর পরই সামাজিকমাধ্যমে পূজাকে নিয়ে সমালোচনা করেছেন কেউ। আবার অনেকে সেই সহ-অভিনেতার খোঁজে বেরিয়ে পড়েন। এরপরই ইন্ডাস্ট্রির ট্র্যাকার রমেশ বালা জানান, পূজার নামে ছড়িয়ে পড়া এই সাক্ষাৎকার সম্পূর্ণ ভুয়া। তার কথায়, এই বক্তব্যের কোনও বাস্তব ভিত্তি নেই। যাচাই না করা তথ্য শেয়ার না করার আহ্বান জানান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে বড় বড় তারকাদের সঙ্গে কাজ করলেও সে ভাবে হিট সিনেমা নেই পূজার ঝুলিতে। সামনে থালাপতি বিজয়ের সঙ্গে ‘জয়নয়াগন’ সিনেমায় দেখা যাবে পূজাকে।