চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই শেষে জাতীয় পার্টির দুইজন ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটি সংশোধন সাপেক্ষে বৈধ ঘোষণার অপেক্ষায় রয়েছে (পেন্ডিং)। বাকি ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ। তিনি বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন রয়েছেন। তার আয়কর রিটার্নে আয়ের তথ্যের সঙ্গে অসঙ্গতি এবং একটি সম্পত্তি উল্লেখ না করার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়।চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. খুরশিদ আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি দলীয় মনোনয়নপত্রের মূল কপি দাখিল না করে স্ক্যান কপি জমা দেন এবং ২০১৬ সালের নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণাপত্রের দালিলক প্রমাণ উপস্থাপন করতে পারেননি।চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জেএসডি প্রার্থী ফজলুর ইসলাম খাঁনের মনোনয়নপত্র ঋণ খেলাপের কারণে বাতিল করা হয়েছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলামের মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় তা পেন্ডিং রাখা হয়েছে। প্রয়োজনীয় স্বাক্ষর ও তথ্য প্রদান করলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার তালিকা অনুযায়ী—চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বৈধ প্রার্থী পাঁচজন: বিএনপির শাহাজাহান মিঞা, জামায়াতের কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম।চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বৈধ প্রার্থী চারজন: বিএনপির আমিনুল ইসলাম, জামায়াতের ড. মিজানুর রহমান, কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল।চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বৈধ প্রার্থী তিনজন: বিএনপির হারুনুর রশীদ, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল এবং গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম। বাতিল হওয়া জাতীয় পার্টির দুই প্রার্থীই জানিয়েছেন, তারা আইন অনুযায়ী আপিল করবেন।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ: নতুন রোগী হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ: নতুন রোগী হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে চারজন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হওয়া ডেঙ্গুৃ রোগীদের মধ্যে দুজন আন্তঃবিভাগে এবং দুজন বহির্বিভাগে শনাক্ত হন। এর আগে হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। নতুন রোগী শনাক্ত হওয়ায় বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন কন্যাশিশু রয়েছে। শনিবার জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে নতুন করে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে জানানো হয়, এর আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ জন। গত একদিনে ১৫ জনকে ছাড়পত্র দেওয়া হলে বর্তমানে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। তবে একই দিনে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর ডায়রিয়া সংক্রান্ত দৈনিক প্রতিবেদন পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা দল

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা দল চাঁপাইনবাবগঞ্জে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬-এর বিভাগীয় পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে রাজশাহী জেলা ক্রিকেট দল ও বগুড়া জেলা ক্রিকেট দলের মুখোমুখি লড়াইয়ে বগুড়া জেলা দল ২৮ রানের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বগুড়া জেলা ক্রিকেট দল ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। জবাবে রাজশাহী জেলা ক্রিকেট দল ২৭.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৬ রানেই গুটিয়ে যায়। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে চারটি উইকেট শিকার করে টুর্নামেন্টের ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বগুড়া জেলা ক্রিকেট দলের মো. আকাশ চন্দ্র। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এ সময় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসহ ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর থেকে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার জেলা ও বিভিন্ন উপজেলায় র‌্যালি, আলোচনা সভা এবং সহায়তা বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। শনিবার সকাল ১০টায় জেলাশহরের স্বরূপনগরে জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) মো. ফিরোজ কবির। আলোচনায় অংশ নেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরিয়তুল্লাহ। এছাড়া আমিনুল ইসলাম, মঞ্জুরুল হক খান বাবুসহ স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।বক্তারা সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিসহ বিভিন্ন সেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। শিবগঞ্জ শিবগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ‘আত্মঅনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা এবং হুইলচেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমের ফলে সমাজসেবার আওতাভুক্ত মানুষ দ্রুত ও স্বচ্ছভাবে সেবা পাচ্ছেন, এতে সেবাগ্রহীতাদের আস্থা বেড়েছে এবং অনিয়ম কমেছে।সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজল রানা ও সহকারী প্রোগ্রামার সফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে ছয়জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। গোমস্তাপুর গোমস্তাপুর উপজেলায় শনিবার সকালে উপজেলা সভাকক্ষে ‘আত্মঅনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামানিক, গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাব সভাপতি নুর মোহাম্মদ, বার্ণাভাস হাসদা, আলেক্স মার্ডিসহ অন্যরা।আলোচনা শেষে সাতজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, একজনকে ট্রাইসাইকেল এবং সমিতির চারজন সদস্যকে দুই লাখ টাকা ঋণ প্রদান করা হয়।

গোমস্তাপুরে জাতীয় আদিবাসী পরিষদের জেলা সম্মেলন

গোমস্তাপুরে জাতীয় আদিবাসী পরিষদের জেলা সম্মেলন, সভাপতি বিরেন ও সম্পাদক বাবুলাল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জাতীয় আদিবাসী পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সংগঠনের নতুন জেলা কমিটি গঠন করা হয়। শনিবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শ্রীকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে বিরেন বেশরাকে সভাপতি এবং বাবুলাল টপ্পকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এর আগে আগের কমিটির আহ্বায়ক বিরেন বেশরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সাংগঠনিক সম্পাদক আমিন কুজুর, রুপচান লাকড়া, মুকুল বিশ্বাস, নলিন চন্দ্র সরকার, গোমস্তাপুর উপজেলা সভাপতি শেফালী কেওয়া, সাধারণ সম্পাদক অনুকূল বর্মনসহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সাংবিধানিক স্বীকৃতির দাবিগুলো তুলে ধরেন। তারা বলেন, আদিবাসীদের অধিকার রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জেলা পর্যায়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে বিরেন বেশরাকে সভাপতি, বাবুলাল টপ্পকে সাধারণ সম্পাদক এবং রুবেল হাঁসদাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট জাতীয় আদিবাসী পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।

গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে অবস্থিত ঘাসফড়িং ক্যাডেট স্কুলে পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতী শিক্ষার্থী ও শিক্ষক সংবর্ধনা এবং শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে বিভিন্ন অতিথি বক্তব্য দেন। বক্তব্য রাখেন রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মুনসুর আলী, একই কলেজের প্রভাষক হাবিবুর রহমান, অ্যাডভোকেট বাবু, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মতিউর রহমান, সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলম, অভিভাবক জাহিদ হোসেন এবং ধুলাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ দিতে কৃতী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও বই বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মন কাড়ে।

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত ১৫তম চাঁপাই উৎসব

ঢাকায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত ১৫তম চাঁপাই উৎসব ঢাকায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ১৫তম ‘চাঁপাই উৎসব’। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী। বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং এরফান গ্রুপের সিইও মো. মাহবুব আলম। উৎসবে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও রাজউক’র চিফ ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন। উৎসবে ঢাকায় বসবাসরত চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় চার হাজার সদস্য অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে এজেএম সালাহউদ্দিন নাগরী বলেন, ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য একটি নিজস্ব ভবন নির্মাণে তিনি তার সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করবেন। সকালে জেলার ঐতিহ্যবাহী কালাইর রুটি দিয়ে অতিথি ও সদস্যদের আপ্যায়নের মাধ্যমে উৎসবের সূচনা হয়। দিনব্যাপী আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের পাশাপাশি সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন ছিল। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে জেলার আটজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— অধ্যাপক ড. উমার আলী, সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু, আমিনুল করিম, ডা. মোহা. ময়েজ উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহা. শামসুল হক জহির, আহসান হাবিব, বাবুল হক এবং মরণোত্তর ম. আ. মালেক চৌধুরী। উৎসব উপলক্ষে একটি সুদৃশ্য ডাইরেক্টরি প্রকাশ করা হয়। বিকেলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পুদিনা পাতার ভর্তা তৈরির রেসিপি

পুদিনা পাতার ভর্তা তৈরির রেসিপি পুদিনা পাতার স্বাদ ও গন্ধ অনেকের কাছেই প্রিয়। বিভিন্ন খাবারের স্বাদ ও সুঘ্রাণ বাড়াতে এই পাতা ব্যবহার করা হয়। এর সতেজ গন্ধ খাবারের রুচি বৃদ্ধি করে। আচ্ছা, আপনি কি কখনো পুদিনা পাতার ভর্তা খেয়েছেন? গরম ভাতে এই পাতার ভর্তা হলে জমে যায় বেশ। চলুন জেনে নেওয়া যাক পুদিনা পাতার ভর্তা তৈরির সহজ রেসিপি-তৈরি করতে যা লাগবে পুদিনা পাতা- ২ মুঠি পেঁয়াজ- ২টি কাঁচা মরিচ- স্বাদমতো লেবুর রস- ১ চা চামচ সরিষার তেল- ১ টেবিল চামচ লবণ- স্বাদমতো। যেভাবে তৈরি করবেন : পুদিনা পাতার ডাটা ফেলে শুধু পাতাগুলো নিন। এরপর ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মাখিয়ে নিতে পারেন। অথবা চাইলে হালকা ভেজে নিয়ে পাটায় বেটে বা ব্লেন্ডও করে নিতে পারেন। এভাবে ঝটপট তৈরি হয়ে যাবে সুস্বাদু পুদিনা পাতার ভর্তা।

গণভোটের প্রচারে ইসির ৮০ লাখ লিফলেট, ব্যানার ৫৭ হাজার

গণভোটের প্রচারে ইসির ৮০ লাখ লিফলেট, ব্যানার ৫৭ হাজার গণভোটের প্রচারে সারা দেশে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট এবং ৫৭ হাজার ব্যানার প্রস্তুত করছে নির্বাচন কমিশন ইসি। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রচারে সারা দেশে ব্যানার ও লিফলেট দিয়ে ব্যাপকভাবে এই প্রচার শুরু করছে ইসি। আজ ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা রুহুল আমিন মল্লিক জানান, গণভোটের প্রচারে জনবহুল স্থানে ১০ ফিট বাই ৪ ফিট এবং ভোটকেন্দ্রের সামনে ৩ ফিট বাই ৫ ফিট আকারের বিপুলসংখ্যক ব্যানার টানানো হবে। ৫ জানুয়ারি থেকে এসব লিফলেট বিতরণ শুরু হবে। এ ছাড়া রিটার্নিং অফিসারের অফিসের সামনে এবং জনবহুল স্থানে প্রদর্শনের জন্য ১০ ফিট বাই ৪ ফিট সাইজের প্রায় ১৫ হাজার বড় ব্যানার এবং ভোটকেন্দ্রের সামনে স্থাপনের জন্য ৩ ফিট বাই ৫ ফিট আকারের ৪২ হাজার ৭৬৬টি ব্যানার প্রস্তুত করা হচ্ছে।

দেশজুড়ে বিপুল সংখ্যক ক্লোন ও নকল আইএমইআই ফোন শনাক্ত

দেশজুড়ে বিপুল সংখ্যক ক্লোন ও নকল আইএমইআই ফোন শনাক্ত সদ্য চালু হওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর সিস্টেমে দেশজুড়ে ক্লোন ও নকল মোবাইল ফোন ব্যবহারের এক উদ্বেগজনক চিত্র ধরা পড়েছে। এতে দেখা গেছে, বর্তমানে মোবাইল নেটওয়ার্কগুলোতে লাখ লাখ ভুয়া ও ডুপ্লিকেট আইএমইআই নম্বর সক্রিয় রয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এনইআইআর সিস্টেমে দেশজুড়ে অসংখ্য অস্বাভাবিক আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর শনাক্ত হয়েছে। ক্লোন ও নকল হ্যান্ডসেট বন্ধে গত ১ জানুয়ারি থেকে বহুল প্রতীক্ষিত এনইআইআর সিস্টেম চালু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এই ব্যবস্থা চালুর পরপরই জালিয়াতির এসব চাঞ্চল্যকর তথ্য সামনে এলো।