চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

634

চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য “নারী পুরুষ নির্বিশেষ, সমাজসেবায় গড়বে দেশ”। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের অংশ গ্রহনে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে নবাবগঞ্জ ক্লাবে এসে শেষ হয়। নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন খাঁন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন ডাঃ সায়ফুল ফেরদৌস খায়রুল আতাতুর্ক ও সহকারি পুলিশ সুপার আব্দুল হাই সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আলমগীর হোসেন, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য অধ্যাপক সিরাজুল ইসলাম। এদিক,  শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের যৌথ আয়োজনে আজ সকালে শিবগঞ্জ কারবালা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারীবুল হক রাজিন, সহকারী ভূমি কমিশনার কল্যাণ চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিবসহ অন্যান্যরা। এদিকে উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাই রক্তদাতাদের সংগঠন বিশ্বাস সোস্যাল ব্লাড গ্রুপিং এর সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান।

গোমস্তাপুরেও জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে র‌্যালী শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। এতে বক্তব্য দেন রহনপুর পৌর মেয়র তারিক আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ মোহাম্মদ আদম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, ইউনিয়ন সমাজকর্মী শফিকুল ইসলাম, আলিনগর ইউনিয়নের প্রতীতি সাধারণ পাঠাগারের সম্পাদক উপাধ্যক্ষ আসলাম হোসেনসহ অন্যান্যরা।