শিবগঞ্জে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন 

শিবগঞ্জে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন  শিবগঞ্জ উপজেলায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক  অভিবাসী দিবস২০২৫ উদয়াপন‌ করা হয়েছে। এ উপলক্ষে  বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে রেলী ও উন্মুক্ত আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায়  আলোচনার  সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,  মাইগেশন প্রোগ্রামের প্রতিনিধি মোঃ বাবুল  ইসলাম। রেলিতে সরকারি বেসরকারি এবং মাইগ্রেন্ট জনসাধারণ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলার আইসিটি বিভাগের মোহাম্মদ রাসেল, মোহাম্মদ তহুরুল ইসলাম, এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধি মোঃ বাবুল ইসলামসহ অন্যান্য।

চাঁপাইনবাগঞ্জে নিরাপদ পানিসহ বিভিন্ন বিষয়ে গৃহীত প্রকল্পের অবহিতকরণ সভা

চাঁপাইনবাগঞ্জে নিরাপদ পানিসহ বিভিন্ন বিষয়ে গৃহীত প্রকল্পের অবহিতকরণ সভা চাঁপাইনবাগঞ্জে নিরাপদ পানি, স্বাস্থ্যম্মত পায়খানা ব্যবহার ও স্বাস্থ্যকর অভ্যাস বিষয়ক স্পেশাল প্রকল্প সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিসিডিবি হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাগঞ্জ এরিয়া প্রোগ্রাম-ওয়াশ বিজনেস প্লান প্রকল্প এই সভার আয়োজন করে। সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস সভার উদ্দেশ্য তুলে ধরেন। এসময় সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা প্রকল্পের কার্যক্রম সকলের সামনে তুলে ধরেন এবং প্রকল্প বাস্তবায়নের জন্য সকলের পরামর্শ ও মতামত গ্রহণ করেন। সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী জন পলাশ হাঁসদা এই এলাকার পানি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত চিত্র তুলে ধরেন এবং এলাকার অবস্থা বিবেচনা করে পরবর্তীতে কার্যক্রম বাস্তবায়ন করার পরামর্শ প্রদান করেন। তিনি ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামকে সার্বিক সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন। সভায় চাঁপাইনবাবগঞ্জ এপির কর্মকর্তা আনোয়ার হোসেন, লিন্ডা রিচিল, লাভলী খাতুন ও মুস্তাফিজুর রহমান, (ঝিলিম, গোবরাতলা, বারোঘরিয়া, মহরাজপুর ও ইসলামপুর ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।

বাবুডাইংয়ে চার দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প উদ্বোধন

বাবুডাইংয়ে চার দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চার দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার। বৃহস্পতিবার সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শেহালা কলোনি মহল্লায় চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপ কার্যালয়ে ‘প্রকৃতির মেলবন্ধনে রোভারিং’ স্লোগানে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন জেলা থেকে রোভার সদস্যরা অংশ নেয়। ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে বাবুডাইং আলোর পাঠশালা। সকাল ৯টায় মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার ডেন (কার্যালয়)-এ পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন ক্যাম্প চিফ বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেনার (এএলটি) সাইফুল ইসলাম। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন— প্রোগ্রাম চিফ বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলার এএলটি কে এ এম মাহফুজুর রহমান, ডেপুটি ক্যাম্প চিফ জেলা রোভারের সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্যাম্প কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, আবাসন ইনচার্জ ও বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, ক্যাম্পের সমন্বয়ক ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. হেলাল উদ্দিন শেখ নাসিম, ক্যাম্প পরিচালক চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের সহসভাপতি সাঈদ মাহমুদ। ট্র্যাকিং মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক নির্মল কোল। এসময় বক্তারা বলেন, এ ক্যাম্পটির মাধ্যমে রোভার সদস্যরা নানা বিষয়ে রোমাঞ্চকর ও শিক্ষণীয় বিষয় জানতে পারবে। তারা এ ক্যাম্প চলাকালীন ২৫টি মিশন সম্পন্ন করবে। এর মধ্যে রয়েছে— সেভ দ্য নেচার অ্যান্ড আর্ন মানি, নেচার অবজারভেশন, ব্যাক উডস্ ম্যান কুকিং, নাইট হাইকিং, অ্যামেজিং নাইট, সাইড সীন, সোশ্যাল ডেভেলপমেন্ট, অ্যামেচার রেডিও অ্যাক্টিভিটিজ, ফায়ার অ্যান্ড রেসকিউ, ক্যারিয়ার প্ল্যানিং। এসব চ্যালেঞ্জের মাধ্যমে তারা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জঙ্গল, টিলাবেষ্টিত প্রতিকূল পরিবেশ অতিক্রম করবে। পরিদর্শন করতে পারবে কোল ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের জীবন গাঁথার গল্প। এছাড়া ঐতিহাসিক সোনামসজিদ পরিদর্শনের মাধ্যমে ঐতিহাসিক বিষয়বস্তু নিয়ে জানার সুযোগ পাবে।

জেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

জেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব দেশ—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ পালিত হয়েছে। আজ দিবসটি উপলক্ষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি, প্রবাসী কল্যাণ ব্যাংক, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ, ব্র্যাক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন এনজিওর সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। তিনি তার বক্তব্যে বিদেশ গমনেচ্ছুদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বিশ্ব দক্ষ মানুষদের বিশ্ব। কাজেই যে দেশে যাবেন সে দেশের ভাষা এবং যে কাজে যাবেন সেই কাজ সম্পর্কে দক্ষতা অর্জন করে যাবেন। তা না হলে যে স্বপ্ন নিয়ে বিদেশ যাবেন তা স্বপ্নই থেকে যাবে। তাছাড়া বেসিক ইংরেজিটা ভাষাটাও শিখে যাবেন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্যে অভিবাসন সম্পর্তিক সার্বিক বিষয় তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম। তিনি জানান, বর্তমানে টিটিসিতে জাপান, জার্মান ও কোরিয়ার ভাষা শিক্ষা কোর্স চালু আছে। আরো ৩ টি দেশের ভাষা শিক্ষা কোর্স চালুর অনুমতি পাওয়া গেছে। ইসলামি ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র অ্যাসিস্টেন্ট প্রেসিডেন্ট মোহাম্মদ আবু সাঈদ আব্দুল্লাহ তার বক্তব্যে জানান, বর্তমানে ইসলামি ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখা আবার ঘুরে দাঁড়িয়েছে, এখন ডিপোজিট প্রায় দেড়শ কোটি টাকা ছাড়িয়েছে এবং গত এক বছরে চাঁপাইনবাবগঞ্জে শুধু ইসলামি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৬শ কোটি টাকার ওপর। এছাড়াও আলোচনায় অংশ নেন. প্রবাসী কল্যাণ ব্যাংক, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক কার্তিক কুমার প্রাং, ব্র্যাকের জেলা সমন্বকারী মমেনা খাতুন, সফল প্রবাসী মো. শরিফ ও ফাতেমা খাতুন। আলোচনা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী দুইজনকে ক্রেস্ট প্রদান করা হয়।

ছত্রাজিতপুরে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপিত

ছত্রাজিতপুরে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপিত শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ফাজিল (স্নাতক) মাদরাসায় বিশ্ব আরবি ভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়। ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার উদ্যোগে “আরবি ভাষার জন্য উদ্ভাবনী পথ : আরো অন্তর্ভুক্তিমূলক ভাষাগত ভবিষ্যতের জন্য নীতিমালা ও চর্চা” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসাটির অধ্যক্ষ মো. এনামুল হক। এসময় শিক্ষক-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আরবি ভাষা শুধু একটি ধর্মীয় ভাষাই নয়, বরং এটি বিশ্বসভ্যতা, সাহিত্য, বিজ্ঞান ও দর্শনের এক গুরুত্বপূর্ণ বাহক। আধুনিক যুগে আরবি ভাষার বিকাশ ও প্রসারে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি গ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক ভাষানীতি প্রণয়ন অত্যন্ত জরুরি। বক্তারা আরবি ভাষা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণের দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জে উদয়ন মোড় এলাকায় ইয়াবাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে উদয়ন মোড় এলাকায় ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার উদয়ন মোড় এলাকায় রেল স্টেশন রোড়ের পাশে একটি রাস্তার উপর থেকে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারী রুবেলকে আটক করেছে র‌্যাব-৫। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উদয়ন মোড়ের ঐ এলাকায় একজন মাদক বিক্রির উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। অভিযান চালিয়ে সেখানে রুবেলকে আটক করে। রুবেল রেলবাগান প্রান্তিক পাড়ার আনোয়ার হোসেনের ছেলে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

গোমস্তাপুর ও নাচোলে প্রণোদনার বীজ ও সার বিতরণ

গোমস্তাপুর ও নাচোলে প্রণোদনার বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে গমবীজ ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গোমস্তাপুর : আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। চলতি মৌসুমে উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৭৫ জন কৃষকের মধ্যে গম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে গমবীজ দেয়া হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছাবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াসিম আকরাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিলসহ উপকারভোগী কৃষকরা। উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৩৫ জন, রাধানগর ইউনিয়নের ৩০ জন, রহনপুর ইউনিয়নের ৫ জন ও রহনপুর পৌরসভার ৫ জন উপকারভোগী কৃষককে গমবীজ দেয়া হচ্ছে। এর মধ্যে প্রতিজন কৃষককে ২০ কেজি গমবীজ, ইউরিয়া ৩৫ কেজি, টিএসপি ২০ কেজি, এমওপি ১৮ কেজি, জিপসাম ১৭ কেজি, জিংক সালফেট ও বোরণ ১ কেজি করে, বীজ সংরক্ষণের ড্রাগ ৩টি ও ১টি সাইনবোর্ড দেওয়া হচ্ছে। নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ও উফশী ধানবীজ, গমবীজ এবং সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম। তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে এই কর্মসূচির আওতায় ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উপকরণ প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে ১০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানবীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। উফশী উন্নত ফলনশীল ধানচাষের জন্য ৮০০ কৃষক পাচ্ছেন ৫ কেজি করে উফশী জাতের ধানবীজ, ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার। গম আবাদের জন্য ১০০ জন কৃষককে দেওয়া হচ্ছে ২০ কেজি গমবীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২০ কেজি টিএসপি, ১৮ কেজি এমওপি ও ৭ কেজি জিপসাম। এছাড়াও গমচাষের জন্য প্রণোদনাপ্রাপ্ত কৃষকদের বীজ সংরক্ষণের জন্য ৩টি ড্রাম ও একটি সাইনবোর্ড প্রদান করা হয়, যা কৃষকদের ফসল সংরক্ষণে আরো বেশি সাহায্য করবে।

শীতে ত্বক ভালো রাখতে যেসব উপাদান এড়িয়ে চলবেন

শীতে ত্বক ভালো রাখতে যেসব উপাদান এড়িয়ে চলবেন ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ত্বকের যত্নেও পরিবর্তন প্রয়োজন। গ্রীষ্মকালে ত্বকের যত্নের জন্য যেমন শক্তিশালী সান প্রোটেকশন প্রয়োজন, শীতকালীন ত্বকের যত্নে তেমনই হাইড্রেশন থাকা উচিত। শীতকালে কম আর্দ্রতা আমাদের ত্বককে শুষ্ক করে তুলতে পারে। শুষ্ক ত্বক নিস্তেজ এবং প্রাণহীন দেখায়। সঠিক উপাদান এবং পণ্য দিয়ে শীতকালীন ত্বকের যত্নের রুটিনকে সমৃদ্ধ করতে হবে। আপনি যদি শীতকালে ত্বকের যত্নের রুটিনে কোন উপাদানগুলো ক্ষতিকর তা বুঝতে না পারেন তবে সে সম্পর্কে জেনে নেওয়া জরুরি। তাহলে আপনার ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করা সহজ হবে। চলুন জেনে নেওয়া যাক- সাবানের অতিরিক্ত ব্যবহার : সাবান ত্বকের pH পরিবর্তন করে এবং অ্যাসিড ম্যান্টেলকে প্রভাবিত করে। কঠোর ডিটারজেন্টের সংস্পর্শ থেকেও ত্বককে দূরে রাখতে হবে। কঠোর সার্ফ্যাক্ট্যান্ট ত্বকের প্রতিরক্ষামূলক তেল অপসারণ করতে পারে, যা এটিকে শুষ্কতা এবং জ্বালাপোড়ার ঝুঁকিতে ফেলে। অ্যালকোহল-ভিত্তিক পণ্য : এটি ত্বকের শুষ্কতা সৃষ্টি করতে পারে এবং ত্বকের বাধাকে ব্যাহত করতে পারে। তাই তীব্র শীতের সময়ে ত্বককে ভালো রাখতে আপনাকে এ ধরনের পন্য থেকে দূরে থাকতে হবে। এতে ত্বক সতেজ রাখা সহজ হবে। এক্সফোলিয়েন্ট ব্যবহার : ত্বকের যত্নে অনেকে অনেকরকম এক্সফোলিয়েন্ট ব্যবহার করেন। এ ধরনের উপকরণ গ্রীষ্মের জন্য উপযুক্ত হলেও শীতে তা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ এক্সফোলিয়েন্ট পদার্থগুলো প্রয়োজনীয় তেল শুষে নেয়, মাইক্রো-টিয়ার তৈরি করে এবং ত্বককে পানি ক্ষয়ের ঝুঁকিতে ফেলে। যা ত্বকের শুষ্কতা আরও বাড়িয়ে দেয়। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টসের অতিরিক্ত ব্যবহার : রেটিনল, গ্লাইকোলিক অ্যাসিড বা স্যালিসিলিক অ্যাসিডের মতো উপাদানের অতিরিক্ত ব্যবহার কোষ পুনর্নবীকরণের জন্য দুর্দান্ত। কিন্তু শীতকালে অতিরিক্ত ব্যবহার করলে ত্বক খুব বেশি শুষ্ক হয়ে যেতে পারে। শীতকালে এর ব্যবহার কমানো উচিত অথবা হালকা সংস্করণ ব্যবহার করা উচিত। এসময় ত্বকে জ্বালা এবং UV ক্ষতি এড়াতে SPF ব্যবহার বজায় রাখা উচিত।

নতুন রূপে আসছে ‘ফলআউট’

নতুন রূপে আসছে ‘ফলআউট’ ব্যাপক জনপ্রিয়তা, সমালোচনার কারণে বাণিজ্যিকভাবে সফল হয়েছিল ভিডিও গেম সিরিজের উপর ভিত্তি করে নির্মিত ‘ফলআউট’। বিনোদন প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় সিরিজটি। সম্প্রতি লাস ভেগাসের আইকনিক ‘স্ফিয়ার’-এ এক চোখ ধাঁধানো অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও। জমকালো ঘোষণা ও নিউ ভেগাসের হাতছানি অ্যামাজনের এই ঘোষণাটি ছিল বেশ ব্যতিক্রমী। লাস ভেগাসের বিখ্যাত স্ফিয়ারটিকে রূপান্তর করা হয়েছিল একটি বিশালাকার পোস্ট-অ্যাপোক্যালিপটিক ‘স্নো গ্লোবে’। যেখানে দেখা গেছে সিরিজের জনপ্রিয় চরিত্র লুসি, ম্যাক্সিমাস ও দ্য গুল-কে। দর্শকদের সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে সেখানে উপস্থিত বিশাল এক ‘ডেথক্ল’, যা সরাসরি ইঙ্গিত দিচ্ছে এবারের যাত্রা হতে যাচ্ছে রহস্যময় নিউ ভেগাসের দিকে। প্রথম সিজনের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় সিজনেও থাকছে মোট ৮টি পর্ব। তবে মুক্তির ধরনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। প্রথম পর্বটি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মুক্তি পেলেও, পরবর্তী পর্বগুলো প্রতি বুধবার নিয়মিত বিরতিতে মুক্তি পাবে। ফলআউটের প্রথম সিজন হলিউড ভিডিও গেম অভিযোজনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মোড় নেয়। সূত্র: বিবিসি।

ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী জুহি চাওলা

ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী জুহি চাওলা নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন জুহি চাওলা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অঢেল সম্পদেরও মালিক হয়েছেন। তবে গত দুই বছরে কোনো নতুন ছবিতে দেখা যায়নি তাকে। পর্দার বাইরে থাকা এই অভিনেত্রী এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী। সম্প্রীতি গবেষণা, প্রকাশনা এবং ইভেন্ট সংস্থা হুরুন ইন্ডিয়া চলতি বছরের হুরুন ইন্ডিয়া ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুসারে, ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী হলেন জুহি চাওলা। যার মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা। তালিকা অনুসারে, জুহি চাওলার মোট সম্পদের পরিমাণ বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন (১৬৩০ কোটি টাকা), অক্ষয় কুমার (২৫০০ কোটি টাকা) এবং হৃতিক রোশনকে (২১৬০ কোটি টাকা) ছাড়িয়ে গেছে। ১৯৮৬ সালে সুলতানাত সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জুহি চাওলার। কিন্তু তার সাফল্যের সিনেমা ছিল অভিনেতা আমির খানের বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’। তারপর তিনি একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন।তিনি ও শাহরুখ খান ১০টির বেশি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। শাহরুখ ও জুহির সঙ্গে ত্রয়ীর তৃতীয় সদস্য ছিলেন পরিচালক আজিজ মিরজা। রূপালী পর্দার বাইরেও বেশ কয়েকটি কাজে সম্পৃক্ত করেছেন। তিনি আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক। আইপিএলের প্রথম নিলামের সময় জুহি চাওলার স্বামী জয় মেহতা ও শাহরুখ খান ৭৫ মিলিয়ন ডলার খরচ করে কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি কিনে নেন। এখন সেই কেকেআরের মূল্য ৯ হাজার কোটি রুপির বেশি। ২০২৪ সালের আইপিএলে শিরোপা জেতার পর কেকেআরের ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়েছে। আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি (জুন ২০২৪) অনুযায়ী, পুরো লিগের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৪৫ লাখ কোটি রুপিতে, যার মধ্যে কেকেআরের একক মূল্যই ১ হাজার ৯১৫ কোটি রুপি। গত বছর জুহি চাওলার সম্পদ অনুমান করা হয়েছিল প্রায় ৪ হাজার ৬০০ কোটি রুপি। সেখান থেকে মাত্র এক বছরে বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৯০ কোটি; অর্থাৎ এক বছরের ব্যবধানে বেড়েছে ৩ হাজার ১৯০ কোটি রুপি। শীর্ষ ১০ স্বনির্মিত নারী উদ্যোক্তার তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন জুহি। জুহি চাওলার স্বামী জয় মেহতা সৌরাষ্ট্র সিমেন্ট লিমিটেড (এসসিএল) এর নির্বাহী চেয়ারম্যান। যা দেশটির শীর্ষস্থানীয় সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এছাড়াও বিশ্বজুড়ে বেশ কয়েকটি সম্পত্তিতে বিনিয়োগ করেছেন এই দম্পতি। তারা বর্তমানে মুম্বাইয়ের মালাবার হিলসের একটি সমুদ্রমুখী কমপ্লেক্সে থাকেন, যা শহরের সবচেয়ে বিলাসবহুল এবং প্রিমিয়াম এলাকাগুলির মধ্যে একটি। জুহি চাওলা মুম্বাইয়ের দুটি রেস্তোরাঁর মালিকও। যা তাকে ধনী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে।