পর্দা নামলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের : আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

পর্দা নামলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের : আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অয়োজিত এ খেলায় ২-০ গোলে নবাবগঞ্জ সরকারি কলেজকে পরাজিত করে আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নবাবগঞ্জ সরকারি কলেজের খেলোয়াড় মো. আইয়ুব ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলীনগর স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড় মো. রাকিবুল হাসান। খেলা শেষে উভয়দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ ক্রীড়াসংগঠকগণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি ফুটবল দল অংশগ্রহণ করে।
নাচোল উপজেলা স্কুলকে বিয়ামের অন্তর্ভুক্তির আশ্বাস -মহাপরিচালক

নাচোল উপজেলা স্কুলকে বিয়ামের অন্তর্ভুক্তির আশ্বাস -মহাপরিচালক বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সরকারের অতিরিক্ত সচিব আব্দুল মালেক আজ বেলা সাড়ে ১১টায় নাচোল উপজেলা স্কুল পরিদর্শন করেছেন। স্কুলে পৌঁছালে মহাপরিচালক আব্দুল মালেককে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ফুলেল অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন, বিয়াম ফাউন্ডেশনের প্রটোকল ও জনসংযোগ কর্মকর্তা আলী আকবর, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, শিক্ষক মোজাম্মেল হক মন্টু, প্রভাষক নুর কামাল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, ডা রফিকুল ইসলাম। উপজেলা স্কুলের অধ্যক্ষ আব্দুল খালেক তার সূচনা বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটি ২০০৮ সালে স্থাপিত হয়। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মুহাম্মদ জাবের স্যারের উদ্যোগে নাচোলের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ প্রতিষ্ঠানের পথচলা শুরু হয় এবং তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা এবং শিক্ষার মানোন্নয়নের জন্য প্রতিষ্ঠানটিকে বিয়াম ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। মহাপরিচালক আব্দুল মালেক স্কুলের শিক্ষণ পরিবেশ, অবকাঠামো এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে বিয়াম ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। এই অন্তর্ভুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে, মহাপরিচালক স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিয়ামের সকল নিয়ম-কানুন, পরিচালনার কাঠামো এবং আর্থিক বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি স্পষ্ট করে দেন যে বিয়ামের আওতাভুক্ত হলে প্রতিষ্ঠানকে অবশ্যই উচ্চমানের শিক্ষা নিশ্চিতকরণে ফাউন্ডেশনের সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। মহাপরিচালকের এই আশ্বাসের ফলে নাচোল উপজেলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, বিয়াম ফাউন্ডেশনের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির মাধ্যমে স্কুলটির শিক্ষা ও প্রশাসনিক কাঠামো আরো শক্তিশালী ও উন্নত হবে। স্থানীয় শিক্ষা কর্মকর্তারা এই পদক্ষেপকে শিক্ষার গুণগত পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। মহাপরিচালক আব্দুল মালেক বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিয়মানুবর্তিতা দেখে আমি সন্তুষ্ট। আমরা চাই, এই অঞ্চলের শিক্ষার্থীরাও যেন উন্নতমানের শিক্ষার সুযোগ পায়। বিয়ামের অন্তর্ভুক্তির মাধ্যমে সেই লক্ষ্য অর্জিত হবে বলে আমার বিশ্বাস।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন ও বহির্বিভাগে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১২ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপরদিকে জেলা হাসপাতালে একজন রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার সশস্ত্র বাহিনী দিবস পালন

অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার সশস্ত্র বাহিনী দিবস পালন চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে অবসর প্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ। আজ দিবসটি উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই ঈদগাহ ময়দানে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এবং পরে জাতীয় সংগিত ও পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অবসর প্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব মো. সায়েদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুস সবুর,সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইফুদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হাই, ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, অবসর প্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সার্জেন্ট তোসলিম উদ্দীন ও অন্যান্য পদবীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত এইসব সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নারী সহ ৪০ জন গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল থেকে আজ সকাল পর্যন্ত অভিযানে সদর থেকে ১২, গোমস্তাপুর থেকে ১২ এবং নাচোল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, গ্রেপ্তারদের মধ্যে সাজাপ্রাপ্ত, সাজা ও মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী, মাদক সংশ্লিষ্ট, সন্ত্রাসী কর্মকান্ড, ডাকাতি, ছিনতাই, চুরিসহ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ব্যক্তি রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, আজ বিকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। বিভিন্ন প্রকার অপরাধ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
নারী আইপিএল নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার

নারী আইপিএল নিলামে বাংলাদেশের ৩ ক্রিকেটার আগামী ২৭ নভেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে নারী আইপিএলের মেগা নিলাম। ওই নিলামের জন্য বাংলাদেশের তিন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত বল করে আলোচনায় আসেন পেসার মারুফা আক্তার। বিশেষ করে বাংলাদেশের প্রথম ম্যাচেই দুর্দান্ত দুই ডেলিভারিতে পাকিস্তানের ব্যাটার ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে আউট করেছিলেন তিনি। তার সেই ইনসুইং ডেলিভারিতে ওমাইমাকে বোল্ড করার ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। সে সময় মারুফাকে প্রশংসায় ভাসিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। সহজাত ইনসুইং ডেলিভারিতে সবার নজর কাড়া মারুফা নাম লিখিয়েছেন নারী আইপিএলে। মারুফার পাশাপাশি আইপিএলে নাম নিবন্ধন করিয়েছেন স্বর্ণা আক্তার। বিশ্বকাপে ৭ ম্যাচে ব্যাটিংয়ে ১১৬ রান করার পাশাপাশি বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া নাম দিয়েছেন রাবেয়া খানও। ৭ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৮৭ রান করেছিলেন তিনি। বাংলাদেশের তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। আইপিএলের মেগা নিলামের জন্য ২২৭ ক্রিকেটার নিবন্ধন করেছেন। যাদের মধ্যে ৮৩ জন বিদেশি ক্রিকেটার। তাদের মধ্যে মাত্র ২৩ জন বিদেশি ক্রিকেটার মেগা নিলাম থেকে দল পাবেন।
ভারতের বিপক্ষে বড় পুঁজি বাংলাদেশ ‘এ’ দলের

ভারতের বিপক্ষে বড় পুঁজি বাংলাদেশ ‘এ’ দলের হাবিবুর রহমান সোহান ও জিশান আলমের ব্যাটে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। এরপর ব্যর্থ হয় মিডল অর্ডার। তবে একপ্রান্তে হাল ধরেন সোহান। শেষ দিকে মেহরাবের ঝড়ো ব্যাটিংয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে ১৯৪ রানের বড় পুঁজি পেয়েছে বাংলাদেশ বাংলাদেশ ‘এ’ দল। আজ কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ওপেনিং জুটিতে ৪৩ রান যোগ করেন সোহান-জিশান। ১৪ বলে ২৬ রান করে আউট হন জিশান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে অন্যপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন সোহান। ৩ চার ও ৫ ছক্কায় ৪৬ বলে ৬৫ রান করেন তিনি। সোহানের বিদায়ের পর শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন এস এম মেহরাব। ৬ ছক্কা ও ১ চারে ১৮ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।
চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদক ও নগদ টাকাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদক ও নগদ টাকাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্য়ালয়ের অভিযানে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওজন মেশিন ও মাদক বিক্রয়লগ্ধ নগদ প্রায় ৩ লক্ষ ৬৫ হাজার টাকাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটকব্যক্তি জোড়গাছি বটতলাহাট এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে ইয়ানুর হোসেন শুভ। তাঁর বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলাসহ মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। মাদক নিয়ন্ত্রণ কার্য়ালয় সূত্র জানায়, আজ সকালে নিজ বাড়ি থেকে ওইসব মাদক ও টাকাসহ হাতেনাতে আটক হন শুভ। জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, শুভ চিহ্নিত ও তালিকাভূক্ত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্য মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছেন। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। আজ সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। রাজধানীসহ সারাদেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন এবং নরসিংদীতে ২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ও স্থাপনায় ফাটল দেখা গেছে।এদিকে, পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।
দেশে ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার বার্তা

দেশে ভূমিকম্পের পর প্রধান উপদেষ্টার বার্তা দেশে শক্তিশালী ভূমিকম্পের পর বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুপুরে প্রধান উপদেষ্টার দেওয়া বার্তায় বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার ঘটনায় সৃষ্ট জনমনের উদ্বেগ ও আতঙ্ক সম্পর্কে সরকার অবগত। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে তাৎক্ষণিকভাবে যেসব ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে সেগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সঙ্গে রেসপন্স করছেন। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।