৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলার উদ্বোধন

242

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়ামে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্যমেলা ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এ জেড এম নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনওয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক একেএম তাজকির-উর-জামান, পৌরমেয়র নজরুল ইসলাম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি এরফান আলী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু মিয়া ও এসএমই ফাউন্ডেশনের মহা-ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা প্রশাসন, বিসিক, চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ, নাসিব এবং সোনালী ব্যাংক লিমিটেড। এসময় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আনওয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ ঐতিহ্যে ভরা। এখানে, কাঁসা, পিতল আম কলাই রুটি ও গম্ভীরা আছে। আপনি বিদেশে গেলে বিশেষ করে সৌদি আরবে চাঁপাইয়ের রাজমিস্ত্রী বিখ্যাত। যা আমাদের নিজস্ব। এটা অন্য জেলার সবাই লুফে নেয়। সবাই নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ নিলে উন্নত জেলায় পরিণত হবে। অনুষ্ঠানে এসএমই-এর মহাব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান বলেন, আমাদের উদ্দেশ্য ক্ষুদ্র ওমাঝারি শিল্পের মাধ্যমে উদ্যোক্তা তৈরি। যাতে উন্নয়নে নারী-পুরুষ সকলে অংশগ্রহণ করতে পারে। এবছরে এসএমই- আমাদের দেশের মধ্যে প্রথম জেলায় মেলা ও চাঁপাইনবকাবগঞ্জের প্রথমবারের মত এসএমই মেলা আয়োজন করছি। জেলাপ্রশাসক এজেডএম নূরুল হক বলেন, আম, কাঁসা পিতল, আমাদের জন্য গর্বের আমরা কাঁসা পিতলকে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রতিদিন মেলা চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। মেলায় ৫০টি স্টল অংশ নিচ্ছে।