সীমান্তে গুলিবিনিময় প্রাইভেটকারে আগুন অস্ত্র ও মাদক উদ্ধার

242

শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৭৬ বিঘা এলাকায় চোরাকারবারিদের সাথে বিজিবি সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় চোরাকাররিদের ব্যবহৃত প্রাইভেটকারে আগুন লেগে কারটি ভস্মিভুত হয়ে যায় এবং ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায় নি। রহনপুর ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সালাহ উদ্দিন আজ দুপুরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন-নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঐ এলাকা দিয়ে অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পাচার হয়ে বাংলাদেশে আসবে এমন খবরের ভিত্তিতে, ওই এলাকাটি দীর্ঘদিন যাবৎ নজরদারিতে রাখা হয়। গতকাল খবরটি নিশ্চিত হবার পর রাত পৌনে ১টায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সালাহ উদ্দিনের নেতৃত্বে ২০ সদস্যের টহল দল সীমান্তের ঐ এলাকায় ফাঁদ পেতে অবস্থান করে। রাত ১টার দিকে একটি প্রাইভেটকার ভারত সীমান্তের দিক থেকে আসতে থাকলে টহলদল কারটিকে চ্যালেঞ্জ করলে প্রাইভেটকারে থাকা চোরাকারবারিরা টহল দলকে লক্ষ্য করে ২-৩ রাউন্ড গুল বর্ষণ করে। পাল্টা জবাবে টহলদলও ৭ রাউন্ড গুলো চালায়। গুলিবিনিমিয়ের এক পর্যায়ে প্রাইভেট কারটিতে আগুন ধরে যায়। তবে চোরাকারবারিরা আগুন ধরিয়ে দেয় না কী গোলাগুলির কারণে আগুন লাগে তা বোঝা যায় নি। গুলি বিনিময়ের এক পর্যায়ে চোরাকারবারিরা অন্ধকারের মধ্যে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২টি ভারতীয় ওয়ান স্যুটারগান, ৩টি পিস্তল, ৬টি ম্যাগজিন, ১৮ রাউন্ড গুলি, ৮১৫ বোতল ফেন্সিডিল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুড়ে যাওয়া প্রাইভেটকারটি জব্দ করে শিবগঞ্জ থানায় রাখা হয়েছে।