৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মানুষদের সংবাদ সম্মেলন

52

৫ দফা দাবীতে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মানুষদের সংগঠন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। দাবিগুলোর মধ্যে রয়েছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মানুষদের ভাষা সংরক্ষণ, ভূমি সমস্যা নিরসন, সরকারী চাকুরীতে কোটা পূণ:র্বহাল ও বাদ পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মুক্তিযোদ্ধাদের সরকারী গেজেটে অন্তর্ভূক্তকরণ। আজ দুপুরে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ফোরামের কেন্দ্রীয় সম্পাদক আইনজীবি প্রভাত টুডু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেত্রী রুমালি হাসদা। এসময় উপস্থিত আরো ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিংগু মুরমু, জেলা সম্পাদক কর্ণেলিউস মুরুমু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেত্রী কুটিলা রাজোয়াড়, মনিকা সরেন, দিঘরি পরিষদ রাজা বিশন মিনজ,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নেতা মদন মুরমুসহ অন্যরা। সম্মেলনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মানুষরা দাবি করেন,তারা অবহেলিত, অনগ্রসর, পিছিয়ে পড়া ও উন্নয়নের মূল শ্রোত থেকে বরাবরই বিছিন্ন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি উন্নয়ন, মানবাধিকার তথা মৌলিক চাহিদাগুলো থেকে অনেকটাই বঞ্চিত। তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মানুষদের সকল সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ আশা করেন।