চাঁপাইনবাবগঞ্জে করোনা টিকা নিয়েছেন ১৬ হাজার মানুষ, নিবন্ধন করেছেন ২৩ হাজার

98

চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনাভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণকারী ব্যক্তি ও নিবন্ধনকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে। আজ পর্যন্ত জেলার ৫ উপজেলায় অগ্রাধিকার প্রাপ্তরাসহ টিকা নিয়েছেন ১৫ হাজার ৫৯৯ জন। এদিন দুপুর পর্যন্ত জেলায় নিবন্ধন করেছেন ২২ হাজার ১৮৯ জন। আজ পর্যন্ত টিকা গ্রহীতাদের মধ্যে সদরের ৭ হাজার ৭৭৭, শিবগঞ্জে ৪ হাজার ১০, গোমস্তাপুরে ১ হাজার ৯৯২, নাচোলে ৮৯০ ও ভোলাহাট উপজেলার ১ হাজার ১০ জন রয়েছেন। বিকেলে সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানান,জেলায় প্রথম চালানে ৪৮ হাজার ডোজ টিকা পাওয়া গেছে।

সিভিল সার্জন আরও জানান, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮২৪ জন। শনাক্তদের মধ্যে সূস্থ হয়েছেন ৯৮ শতাংশের বেশি অর্থাৎ ৮০৮ জন। মারা গেছেন ১৪ জন। ফলে জেলায় চিকিৎসাধীন রোগি এখন ২ জন। এদের ১ জন সদর ও ১ জন শিবগঞ্জের বাসিন্দা। জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা এখন রোগিশূণ্য। তিনি আরও বলেন, জেলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ১২২ জনের নমূণা সংগ্রহ হয়েছে। এর মধ্যে এখনও ৪ জনের ফল পাওয়া যায় নি।