৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা

187

৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল এর ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান ও বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যান মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক বলেন, এখন থেকে চিকিৎসার জন্য আর ভারত, ঢাকা, রাজশাহী যেতে হবে না। এখানেই ভালমানের চিকিৎসা পাওয়া যাবে। এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, ডায়াবেটিক সমিতির পরিচালক দুরুল হোদা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাহাঙ্গীর আলম, ডায়াবেটিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল ওয়াহেদ, এলজিডির নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরমেয়র নজরুল ইসলামসহ আরও অনেকে। ৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন করার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।