৩০০ আসনের চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ

282

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটকেন্দ্রের গেজেট প্রকাশের কাজ শেষ করেছে নির্বাচন কমিশন। এবার ৪০ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে ২ লক্ষাধিক ভোটকক্ষ থাকবে। ভোটের অন্তত ২৫ দিন আগে আসনভিত্তিক ভোটকেন্দ্রের গেজেট করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। ইসি সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ হওয়ায় ৪ ডিসেম্বরের মধ্যে সব কেন্দ্রের গেজেট প্রকাশ করতে হবে। ইসির নির্দেশনায় নির্ধারিত সময়েই ৩০০ আসনের সব কেন্দ্রের গেজেট সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত আসনভিত্তিক কেন্দ্রের গেজেটে ভোটকেন্দ্রের ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম ও অবস্থান, ভোটকক্ষের সংখ্যা, ভোটার এলাকা, পুরুষ ও মহিলাসহ মোট ভোটার সংখ্যা উল্লেখ রয়েছে।