খেলাপিদের কৃষি ঋণ না দিতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

246

খেলাপিদের কৃষি ঋণ না দিতে সংশ্লিষ্ট ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জানা গেছে, কৃষি খাতের খেলাপি ধরতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে কৃষি খাতের খেলাপি কোনো ব্যক্তি নতুন করে কৃষি ঋণ পাবেন না। এ লক্ষ্যে ব্যাংকগুলোকে শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে ১ টাকা থেকে শুরু করে যেকোনো অংকের বকেয়ার তথ্য ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবিতে রিপোর্ট করতে হবে। বাংলাদেশ ব্যাংক গতকাল সন্ধ্যায় এ নির্দেশনা জারি করে।