১৫ বছর পর সাউদাম্পটনে খেলতে নামছে বাংলাদেশ

148

আগামীকাল সাউদাম্পটনের রোজ বোলে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ১৫ বছর পর সাউদাম্পটনে আবারো খেলতে নামছে টাইগাররা। এর আগে ২০০৪ সালে একবার সাউদাম্পটনে খেলেছে বাংলাদেশ।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ঐ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩৮ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় বাংলাদেশ।
টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ক্রিস গেইলের ৯৯ ও ওয়াভেল হাইন্ডসের ৮২ রানের সুবাদে ৫০ ওভারে ৩ উইকেটে ২৬৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৩১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ঐ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন রাজিন সালেহ।
১টি ওয়ানডে ছাড়া এই ভেন্যুতে কোন টেস্ট বা টি-২০ ম্যাচ খেলেনি বাংলাদেশ।