১৪ চাষির মধ্যে নেপিয়ার ঘাষ বিতরণ

190

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় নেপিয়ার ঘাস উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়েছে। আজ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কবীর উদ্দীন আহমেদ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. হাসিব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. তাসলিমা খাতুন, এলইও ডা. তাসলিমা খাতুনসহ অন্যরা। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কবীর উদ্দীন আহমেদ জানান, ২০১৯-২০ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রামের (এনএটিপি) আওতায় ১৪ জন ঘাসচাষিকে ২২০টি করে নেপিয়ার ঘাসের কাটিং, ১০ কেজি করে ইউরিয়া ও টিএসপি সার, ১টি করে কোদাল এবং বেড়া ঘেরার নেট বিতরণ করা হয়। এসব উপকরণ দিয়ে প্রত্যেক চাষি ২ শতক জমিতে ঘাস চাষ করতে পারবেন। নিজেদের চাহিদা মিটিয়ে প্রয়োজনে ঘাস বিক্রি করতে পারবেন তারা।