১০ হাজার ছাড়াল গাজায় মৃত্যু

96

আজ সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১০ হাজার ২২ জন। এর মধ্যে শিশুর সংখ্যা ৪ হাজার ১০৪ জন এবং নারী ২ হাজার ৬৪১ জন। এ ছাড়া ২৫ হাজার ৪০৮ জন আহত হয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অনবরত হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে গেছে ১০ হাজার, যাদের মধ্যে ৪ হাজারেরও বেশি শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। আহত হয়েছেন তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ১০ হাজারের বেশি। ফিলিস্তিন জানায়, ৭ অক্টোবরে পর সময়ের হিসাবে গড়ে প্রতি ১০ মিনিটে একজন শিশুর মৃত্যু হয়েছে।