নাচোলে বাল্যবিয়ে নিরোধ ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক সভা

61

নাচোলে বাল্যবিয়ে নিরোধ ও মাদক প্রতিরোধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে নেজামপুর উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাশেম ওবায়েদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুর রহমান বিপ্লব। সভা সঞ্চালনা করেন নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা। সভায় নেজামপুর ইউনিয়নের ৪টি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। সভায় আরো উপস্থিত ছিলেন- নেজামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইব্রাহিম মন্ডল খলিল, আলিম মাদ্রাসার সভাপতি এনামুল হক, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুদ্দিন, নেজামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাহবুব আলম, মুসলিমপুর গার্লস একাডেমির প্রধান শিক্ষক সেরাজুল ইসলাম, লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলীসহ অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক নাটিকা মঞ্চস্থ হয়।