হেরেও বাংলাদেশের প্রশংসায় নিউজিল্যান্ড অধিনায়ক

268
CARDIFF, WALES - JUNE 09: New Zealand captain Kane Williamson leads his team off the field after the ICC Champions Trophy match between New Zealand and Bangladesh at SWALEC Stadium on June 9, 2017 in Cardiff, Wales. (Photo by Stu Forster/Getty Images)

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ম্যাচের সময় অনেক চেষ্টাই করলেন। কিন্তু সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহর জুটিকে ঠেকাতে পারলেন না। ৫০, ১০০, ১৫০ পেরিয়ে যায় জুটিটা। কপালে ভাঁজ বাড়ে উইলিয়ামসনের। দিব্য চোখে যেন দেখতে পান তার দল কার্ডিফেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে এই রাতে। নিজেই বল হাতে তুলে নেন। কাজের কাজ কিছু হয় না। শেষ পর্যন্ত বাংলাদেশের বীরত্বের কাছে হেরে শেষ তাদের টুর্নামেন্ট। আর এমন হারের পর প্রতিপক্ষকেও কৃতিত্ব দিতে পিছপা নন উইলিয়ামসন, পারফেক্ট পারফরম্যান্স থেকে অনেক দূরে ছিলাম আমরা। তবে কৃতিত্ব দিতে হবে বাংলাদেশকে। অসাধারণ খেলেছে তারা। ওয়ানডে ইতিহাসে ফেরার অসামান্য লড়াইয়ের গল্প শুক্রবার দেখেছে ক্রিকেট বিশ্ব। কার্ডিফে যেখানে সাকিব (১১৪) আর মাহমুদউল্লাহ (১০২ নট আউট) ২২৪ রানের রেকর্ড জুটি গড়েন। ২৬৬ রানের লক্ষ্য ১৬ বল হাতে রেখেই জয় করে সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে বাংলাদেশ। ৫ উইকেটের হারে নিউজিল্যান্ড বিদায় নেয়। মিডল অর্ডার ভেঙে পড়ায় নিউজিল্যান্ড বড় সংগ্রহ গড়তে পারেনি। বাংলাদেশি বোলারদের কৃতিত্ব সেখানে। ৩০০ রানের দিকে চোখ রেখে তারা ৩ উইকেটে ২০১ রানে পৌঁছেছিল ৩৯ ওভারে। কিন্তু এরপর ৫১ রানে ৫ উইকেট হারালো। উইলিয়ামসন তাই ম্যাচশেষে কিছু কম রানের আক্ষেপটা রেখে গেলেন, ২৮৫-২৯০ প্রতিদ্বন্দি¦তা করার মতো সংগ্রহ হতে পারতো। কিন্তু এরকম স্পেশাল পার্টনারশিপ দেখলে বুঝবেন আরো বেশি কিছু করতে হতো আপনাকে। এই মাঠে সত্যিকার ভালো বোলিং করতে পারলে আমাদের সংগ্রহটা ধরে রাখার উপায় থাকতো। আমরা সেই ইঙ্গিতও দেখালাম। নতুন বলে ছেলেরা দারুণ ছিল। কিন্তু বুঝলাম, আরো কিছু রান করা দরকার ছিল।