আইসিসির কাভার ফটো মাহমুদউল্লাহর দখলে

175

ইয়ান বিশপ প্রথমে মাহমুদউল্লাহর সাক্ষাৎকার নিলেন। সেই সাক্ষাৎকারের শেষে বাংলাদেশি ব্যাটসম্যান পাশে দাঁড়ানো সাকিব আল হাসানকে দেখিয়ে দিলেন। বললেন, এই জয়ের কৃতিত্বটা সাকিবের। সাকিবের সাথেও কথা শেষ হলো। এরপর মাহমুদউল্লাহর কাছে ফিরে ক্যারিবিয়ান কিংবদন্তি বিশপ বললেন, আপনি জয় নিয়ে ফিরলেও সাকিব ম্যান অব দ্য ম্যাচ। কারণ তার অল-রাউন্ড নৈপুণ্য। কিন্তু কার্ডিফে শুক্রবারের নিউজিল্যান্ড বধ কাব্যে বাংলাদেশের অনেক মানুষের ম্যান অব দ্য ম্যাচ কিন্তু মাহমুদউল্লাহ। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সোশাল মিডিয়ার ট্রেন্ডও তো মাহমুদউল্লাহরই পক্ষেআইসিসির ভেরিফাইড ফেসবুক পেজ খুব জনপ্রিয়। প্রায় দুই কোটির মতো ফ্যানের লাইক ওখানে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অসাধারণ জয়ের পর আইসিসির কাভার ফটোটা দখল করে নিয়েছেন মাহমুদউল্লাহ। ম্যাচের শেষে জয়োৎসবে মাতার প্রথম মুহূর্তে তার কণ্ঠ থেকে বেরিয়ে আসে গর্জন। সেটাও অফিসিয়াল ক্যামেরাম্যান তার চার ফ্রেমে বন্দী করেছেন। মাহমুদউল্লাহর সেই গর্জন এখন আইসিসির ফেসবুক পেজের কাভার ফটো হয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অসাধারণ পারফরম্যান্সের প্রতিক। শুক্রবারের ম্যাচের হিসেব ছিল, যে হারবে সে বাদ। অন্য দলের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে খেলার আশা বেঁচে থাকবে। নিউজিল্যান্ড ২৬৬ রানের টার্গেট দেয় বাংলাদেশকে। ৩৩ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ পথ হারায়। কিন্তু পঞ্চম উইকেটে সাকিব ও মাহমুদউল্লাহ ২২৪ রানের রেকর্ড ভাঙা জুটি গড়েন। সাকিব ১১৪ রানে আউট হলেও মাহমুদউল্লাহ ১০২ রানে অপরাজিত থেকে ৫ উইকেটের অসাধারণ জয় নিয়ে মাঠ ছাড়েন।