স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তথ্যআপার উদ্যোগ : শিবগঞ্জে মুক্তিযোদ্ধাদের নিয়ে উঠান বৈঠক

114

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তথ্যআপার উদ্যোগে মুক্তিযোদ্ধাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী এলাকায় এ বিশেষ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয় মহিলা সংস্থার সভাপতি শিউলি বেগমের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফৌজিয়া আক্তারসহ অন্যরা।
উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত তথ্যআপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)। তথ্যআপা তথ্যপ্রযুক্তি ভিত্তিক বিভিন্ন সেবা দিয়ে থাকে বিনা পয়সায়। এছাড়াও বিভিন্ন চাকরির আবেদন, ভর্তির আবেদন, ইমেইল, মেসেঞ্জার, ফলাফল, ডায়াবেটিকস পরীক্ষা, প্রেসার পরীক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত তথ্য আদান-প্রদানও বিনামূল্যে করে থাকে।