স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নকশী কাঁথায় মুক্তিযুদ্ধের ইতিহাস

133

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের ১০ দিন ব্যাপী নানান কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ নকশী কাঁথায় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেছেন জেলা সদরের ১২ টি মহিলা সংস্থার নারীরা। তারা নিপুনহাতে সুঁই সুতায় নকশী কাঁথায় ফুটিয়ে তুলেছেন মহান মুক্তিযুদ্ধের চিত্র।
সকাল ১০ টা থেকে দিন ব্যাপী নকশীকাঁথা সেলাই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। নকশী কাঁথা সেলাই প্রতিযোগিতা পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী নকশী কাঁথা দেশ ছাড়িয়ে আজ বিদেশেও সমাদৃত, এখানকার গৃহিণীরা অবসর সময়ে নকশী কাঁথা সেলাই করে, অনেক মেয়ে এটাকে জীবন জীবিকার পেশা হিসাবে নিয়ে স্বাবলম্বী হচ্ছে।
আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দিনব্যাপী সুঁই সুতার সেলাইয়ের ফোঁড়ে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরছেন। এই কাজের মধ্যে দিয়ে জেলার সাধারণ নারী সমাজের কাছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তাদের মাঝে পৌঁছে দেয়ার জন্যই আজকের এই আয়োজন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম. তাজকির-উজ-জামান, সহকারী কমিশনার চন্দন কর, সহকারী কমিশনার রুহুল আমিনসহ অন্যরা।