সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতৃত্বে কবিরুর-রাজু

112

সোনামসজিদ আমদানী রপ্তানিকারক গ্রুপের ২০২১-২০২৩ দ্বি-বার্ষিক নির্বাচনে মেসার্স ক্রিসেন্ট এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর ব্যবসায়ী কবিরুর রহমান খাঁন পুনরায় সভাপতি ও মেসার্স রাজু এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আতাউর রহমান রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ১৯ মার্চ ঘোষিত নির্বাচনের তফশীল অনুযায়ী নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যায় নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বশেষ ২০০২ সালের ৩১ জুলাই আদেশ মোতাবেক গত ১৯ মার্চ ঘোষিত কর্মকর্তা নির্বাচনের তফশীল অনুযায়ী নির্বাচন সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত ২১ মার্চ সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের ২০২১-২৩ দ্বিবার্ষিক মেয়াদকালীনের জন্য কার্যনির্বাহী পরিষদের ফলাফল ঘোষণা করা হয়। তিনি আরও জানান, এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সিনিয়র সহসভাপতি মেসার্স এ্যারোলাইন ট্রেড এন্টারন্যাশনালের প্রোপ্রাইটর আলহাজ্ব আমিনুল ইসলাম সেন্টু, সহসভাপতি মেসার্স নূরানী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর তাকিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মেসার্স জোহা এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর কামাল আহমেদুজ্জোহা, সহসাধারণ সম্পাদক মেসার্স মানিক এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর যুবরাজ আলম মানিক, কোষাধ্যক্ষ হায়দার এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মাওলানা মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক নিহাদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর নাজমুল আলম, দপ্তর সম্পাদক জোহরা এন্টারপ্রাইজ নূর আমিন। কার্যনির্বাহী সদস্যরা হলেন, সোনালী প্রত্যয়ের প্রোপ্রাইটর মাসেদুন নবী মাসুদ, তুহিন এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর ফিরোজ আহমেদ, জুয়েল এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর শফিকুল ইসলাম তাজেল, প্রিয় এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর শাহীনুল ইসলাম, সরকার এন্টারন্যাশনালের প্রোপ্রাইটর বিপ্লব চন্দ্র সরকার, দেশ এন্টারন্যাশনালের প্রোপ্রাইটর ওমর ফারুক সুমন, মোমেন এন্টাপ্রাইজের প্রোপ্রাইটর আবদুল্লাহ আল মামুন ও মক্কা পোল্ট্রি এন্ড ফিড ফিসের প্রোপ্রাইটর সেরাজুল ইসলাম। আগামী শনিবার নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন।