স্কোয়াড্রন লিডার মুরাদ গৌরব উজ্জ্বল পিপিএম পদকে নির্বাচিত

229

এদিকে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সাহসিকতা)-২০১৮ পদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের সাহসী, সুদক্ষ ও চৌকস কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাইদ আব্দুল্লাহ আল-মুরাদ। আগামী ০৪ ফেব্রুয়ারি ২০১৯ রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে এ সম্মানজনক পদক গ্রহণ করবেন তিনি। স্কোয়াড্রন লীডার মুরাদ ২০১৭ সালের ১৭ই অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের কোম্পানী কমান্ডার হিসাবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জঙ্গি, সন্ত্রাস, মাদকমুক্ত স্বদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে অত্যন্ত সাহসিকতার সাথে দায়িত্ব পালন করায় তিনি এই পুরুস্কারে ভূষিত হচ্ছেন। র‌্যাবের চৌকস এ অফিসার এরই মধ্যে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য সারা বাংলাদেশের ২৫৫ জন র‌্যাব অফিসারের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন, যা র‌্যাব ফোর্সেস ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য গর্বের বিষয়।