রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন পুলিশ সুপার মোজাহিদ ও এসআই জাহিদ

263

এবার রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম। এছাড়াও এবার এ পদক পাচ্ছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আবু আব্দুল্লাহ জাহিদ। ২০১৮ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য এ পদক পাচ্ছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েব সাইট থেকে জানা গেছে। টিএম মোজাহিদুল ইসলাম ২০১৬ সালের ২৪ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসাবে যোগদান করেন। টিএম মোজাহিদুল ইসলাম ১৯৭৫ সালে গাজীপুর জেলার জয়দেবপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ২০-তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। ২০০৬-২০০৭ সালে আইভরিকোস্ট এবং ২০১০-২০১১ সালে পূর্বতিমূরে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও সুনাম অর্জন করেন। অপর দিকে গোয়েন্দা শাখার এসআই আবু আব্দুল্লাহ জাহিদ ২০১৭ সালের ১৭ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে যোগদান করে অপরাধ দমনের পাশাপাশি জেলা পুলিশের আইসটি শাখায় দক্ষতার পরিচয় দেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম ও এসআই আবু আব্দুল্লাহ জাহিদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।