সৌদি আরবে দুর্নীতিবিরোধী কয়েকজনের মুক্তি

159

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী অভিযানে আটক প্রিন্স ও মন্ত্রীদের বেশ কয়েকজনকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। তবে কারও নাম প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, রিয়াদের রিতজ কারটন হোটেলে আটক আছেন সবাই। মুক্তিপ্রাপ্তদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে সরকার। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন দাবি করা হয়েছিল যে সৌদি আরবের শীর্ষ ধনী ওয়ালিদ বিন তালালের কাছে মুক্তির জন্য ৬০০ কোটি ডলার দাবি করেছিল সরকার। ব্লুমবার্গের মতে তালালের সম্পদের পরিমান ১৮০০ কোটি ডলার। রাজ সিংহাসনে যুবরাজ সালমানের প্রতিদ্বন্দ্বী প্রিন্স মিতেব আবদুল্লাহ ১০০ কোটি ডলার দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃত সবার সঙ্গেই সমঝোতায় যাওয়ার চেষ্টা করছে সৌদি আরব। ৪ নভেম্বর দুর্নীতিবিরোধী অভিযানের নামে দেশটির বেশ কয়েকজন প্রিন্স ও মন্ত্রীদের গ্রেফতার করা হয়। এক বিবৃতিতে জানানো হয় ৩২০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর আটক রয়েছেন ১৫৯ জন। অভিযোগ ওঠে যে রাজপরিবারে নিজের কর্তৃত্ব সুসংহত করতেই এই অভিযান চালিয়েছেন যুবরাজ বিন সালমান। তবে তা অস্বীকার করেছেন তিনি।